বর্তমান বিশ্বসাহিত্য কাজী - নজরুল ইসলাম Bortoman Biswashahitto - Kazi Nazrul Islam

Sdílet
Vložit
  • čas přidán 27. 06. 2019
  • ‘অশিক্ষিত পটুত্ব’ কথাটা অনেকেই কাজী নজরুল ইসলামের ক্ষেত্রে ব্যবহার করতে চেয়েছেন। তাঁর আনুষ্ঠানিক পড়ালেখা মেট্রিকুলেশনের আগেই ফুরিয়েছে। কোন কলেজ-বিশ্ববিদ্যালয়ের চৌকাঠ তিনি মাড়াননি। শৈশব-কৈশোর কেটেছে মক্তব, লেটোর দল কিংবা রুটির দোকানে। তাই বিশের দশকের গোড়ার দিকে যখন তাঁর অসামান্য সাহিত্য-প্রতিভার বিচ্ছ্যুরণ ঘটল, অনেকের কাছেই বোধকরি তা অবিশ্বাস্য ঠেকেছিল। বিস্ময় সব সীমা ছাড়িয়ে গেল সে দশকের শেষের দিকে, যখন নজরুল ইসলামের সঙ্গীত প্রতিভার সাথে বাঙ্গালীর খানিকটা পরিচয় ঘটল। ভারতীয় উচ্চাঙ্গ সঙ্গীতে তিনি যতটা দখলের পরিচয় দিলেন, তাঁর কিছুটা আভাস পাওয়া যায়, ব্রহ্মমোহন ঠাকুরের ‘নজরুলের রাগ ভাবনা’ বইটি পড়ে দেখলে।
    ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের জ্ঞান অর্জন নানা কারণে দুরুহ, তার একটি কারণ নানা ঘরানায় ভাগ হয়ে এর বিকাশ হওয়ায় এতে কিছুটা বিশৃঙ্খলা দেখা দিয়েছে। আরেকটি কারণ এ বিদ্যা লাভ করতে সাধারণত দীর্ঘ অধ্যাবসায়ের প্রয়োজন হয়। কিন্তু যখন একের পর এক উঁচু মানের রাগাশ্রয়ী সঙ্গীত, গজল ইত্যাদি নজরুল ইসলাম সৃষ্টি করতে লাগলেন, তখন তাকে ব্যখ্যাতীত মনে হওয়াই স্বাভাবিক। কিন্তু তাঁর এ প্রতিভা যে মোটেও তাত্ত্বিক জ্ঞান বিবর্জিত ছিল না তার প্রমাণ মেলে, তাঁর লেখা ‘সুর ও শ্রুতী’ প্রবন্ধটি থেকে।
    তেমনি সাহিত্যের ক্ষেত্রে তাঁর জ্ঞান যে কত প্রগাঢ় ছিল তার সন্ধান মেলে ‘বর্তমান বিশ্বসাহিত্য’ প্রবন্ধটিতে। বিশ্বসাহিত্যের তিনটি ধারা তিনি এই প্রবন্ধে চিহ্নিত করেছেন। তার একদিকে স্বপ্নচারীরা, আরেকদিকে বাস্তববাদীরা। আর এই দু’দলের মাঝে আছে আরেকটি দল যারা স্বপ্ন দেখাকেও কসুর মনে করেন না, আবার মাটির পৃথিবীর বঞ্চনার কথা বলতেও ভোলেন না। নজরুলকে আপাতদৃষ্টিতে এই তৃতীয় দলভুক্ত মনে হলেও প্রকৃতপক্ষে তিনি বিশ্বসাহিত্যের প্রেক্ষিতে সম্পূর্ণ নতুন একটি পথে হেঁটেছেন।

Komentáře • 9

  • @j4uk
    @j4uk Před 4 lety

    প্রাতিষ্ঠানিক শিক্ষায় হয়ত তিনি পিঁছিয়ে ছিলেন কিন্তু তাঁর পড়ার আর জানার ক্ষেত্র ছিল বিশাল।
    অখাদ্য অনুষ্টানের ভিড়ে সম্পুর্ণ নজরুল যেন এক অমৃত। ধন্যবাদ ইটিভি কে এই উদ্যোগের জন্য।

  • @sakatahmed1039
    @sakatahmed1039 Před 4 lety

    কাজী নজরুল ইসলাম কে যতই শুনি ততই তার প্রতি ভালবাসা বেড়ে যায়।ইরশাদ আহমেদ শাহীন স্যার কে অনেক অনেক ধন্যবাদ

  • @md.shaheduzzamanshahed8451

    কবি নজরুল ছিলেন পৃথিবীর বিস্ময়। তার জ্ঞানের পরিধি ছিলো ব্যাপক ও বিস্তৃত। বর্তমান বিশ্বসাহিত্য প্রবন্ধ পড়লে কিছুটা আঁচ করা যায় মাত্র।

  • @mdakhtarhossain2047
    @mdakhtarhossain2047 Před 4 lety +1

    অসাধারণ।

  • @natore1137
    @natore1137 Před 5 lety +1

    Nice

  • @mahbubgm9895
    @mahbubgm9895 Před 7 měsíci

    নজরুল বিশ্বসাহিত্যের দীপ্যমান অংশ

  • @konkonmondal6157
    @konkonmondal6157 Před rokem

    বর্তমান বিশ্বসাহিত্য প্রবন্ধ টি কোন গ্রন্থের অন্তর্গত ??

  • @najmulhossain8800
    @najmulhossain8800 Před 4 lety +1

    বিশ্বসাহিত্য কি নজরুলের প্রবন্ধ?কেউ পিডিএফ লিঙ্ক দিতে পারবেন?

    • @khorshed-alampatwary5367
      @khorshed-alampatwary5367 Před 3 lety

      বর্তমান বিশ্বসাহিত্য নজরুলের প্রবন্ধ।