রংপুরের ঐতিহ্য শতরঞ্জি পল্লীতে একদিন ।। Rangpur Shotoronji Factory Visit ।। toy's vlogs

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2021
  • প্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাই toy's vlogs চ্যানেলের নতুন ভিডিওতে। আজকে আমরা আপনাদের দেখাবো রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি তৈরির কারখানা। শতরঞ্জি পল্লীতে আমরা দেখাবো কিভাবে এই প্রাচীন ও ঐতিহ্যবাহী শতরঞ্জি তৈরি করা হয়। ভিডিওটি দেখার আগে অনুরোধ- চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করবেন। আর যদি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তবে ভিডিওটি দেখে লাইক-শেয়ার ও কমেন্ট করবেন।
    একসময় বিত্তবানদের আভিজাত্যের অন্যতম প্রতীক ছিল শতরঞ্জি যা সাধারণ আসন, শয্যা, বিছানা, সভা বা মজলিশ বা জলসায় বসার জন্য ব্যবহৃত হতো। তা ছাড়া দেয়াল মাদুর হিসেবেও অত্যন্ত আকর্ষণীয় ছিল এই শতরঞ্জি। ইদানীং ব্যাগ, ছোট কয়েন পার্স, টেবিল ম্যাট এবং উপহার সামগ্রীসহ কিছু কিছু সৃজনশীল পণ্যে শতরঞ্জির ব্যবহার লক্ষ করা যায়।
    শতরঞ্জি নামের অনেকগুলো ব্যাখ্যা আছে। একটা হচ্ছে যে ওই সময় আকবরের দরবারে শতরঞ্জি বা পাশা খেলা হতো । শতরঞ্জি খেলার সময় যে কাপড় বিছিয়ে খেলা হতো সেটাকে বলা হতো শতরঞ্জি । এ রকম কথা প্রচলিত আছে যে এখান থেকেই শতরঞ্জি নামটা এসেছে । শতরঞ্জি মানে শত রঙের বাহার, অবশ্য নামের সঙ্গে মিল রেখে শত রং ব্যবহার হয় না, কয়েকটি রং দিয়েই তৈরি করা হয় শতরঞ্জি।
    শতরঞ্জির প্রধান উপকরণ সুতলি। স্থানীয় বাজার থেকে কটন সুতা, পাট, শ্যানালসহ (উল-জাতীয়) বিভিন্ন ধরনের ফাইবার কিনে প্রয়োজনমতো রং করে শুকিয়ে নেয় তাঁতিরা। সুতা টানা দেওয়া হয় বাঁশের ফ্রেমে। টানার দৈর্ঘ্য সাধারণত ১০ থেকে ৩৫ ফুট হয়ে থাকে। সুতার বান্ডিল তৈরি করে শতরঞ্জি তাঁতে বা মেঝেতে বিছিয়ে ডিজাইন অনুযায়ী হাতে বোনা হয়।
    হাতের কৌশলই শতরঞ্জি নির্মাণের ভিত্তি তবে সুতার গাঁথুনি শক্ত করার জন্য পাঞ্জা (চিরুনির মতো দেখতে বিশেষ যন্ত্র) ব্যবহার করা হয়। এভাবে শতরঞ্জি তৈরিতে নিয়োজিত একজন শ্রমিকের এক বর্গফুট শতরঞ্জি নির্মাণে সময় লাগে এক থেকে তিন ঘণ্টা। সাধারণত বাংলাদেশের গ্রামবাংলার চিত্র বা বাংলার একেবারে প্রচলিত সহজ-সরল কিন্তু মনোমুগ্ধকর ছবি আঁকা হয় এ শতরঞ্জিতে। এ শতরঞ্জিগুলো অবশ্য বিভিন্ন মাপের হয়ে থাকে, তিন থেকে বারো ইঞ্চি পর্যন্ত। এ শতরঞ্জিগুলো অবশ্য বিভিন্ন মাপের হয়ে থাকে যেমন: ৩’’/৫’’, ৪’’/৬, ৫’’/৭’’ এবং ১০”/১২’’ ।
    Dear viewers, welcome to the new video of toy's vlogs channel. Today we will show you the traditional Shataranji factory in Rangpur. In Shataranji Palli we will show how this ancient and traditional Shataranji is made. Request before watching the video - If you are new to the channel, subscribe and support us. And if you are a subscriber, you will like, share and comment after watching the video.
    Shataranji was once a symbol of the aristocracy of the rich which was used for common seats, beds, beds, meetings or gatherings. Apart from that, this Shataranji was also very attractive as a wall mat. The use of chess has recently been noticed in some creative products including bags, small coin purses, table mats and gift items.
    The main material of Shataranji is twine. Weavers buy cotton yarn, jute, chanal and other types of fibers from the local market and dye them as required. The yarn is pulled into the bamboo frame. The length of the tug is usually 10 to 35 feet. Shataranji is made by making bundles of yarn and spread on the floor by hand and woven according to the design.
    The technique of handicrafts is the basis of the construction of Shataranji but Panja (special instrument that looks like a comb) is used to strengthen the yarn. Thus, it takes one to three hours for a worker engaged in making Shataranji to make one square foot of Shataranji.
    Usually a picture of rural Bengal of Bangladesh or a very simple but captivating picture of Bengal is drawn in this Shataranji. These chess pieces, of course, come in a variety of sizes, from three to twelve inches. These chess pieces, however, come in different sizes such as: 3 '' / 5 '', 4 '' / 6, 5 '' / 6 '' and 10 "/ 12 ''.
    ================================================
    Facebook: / toys-vlogs-10376490505...
    Instagram: / toysvlogs
    ===========================================================
    Music: • Innovation background ...
    Music: www.bensound.com/

Komentáře • 18

  • @MohammadHabiburRahmanHabib

    Thank you for sharing your experiences. Bengali Heritage is really amazing.

  • @zahurulislam1958
    @zahurulislam1958 Před 2 lety

    Fabulous ❤️❤️

  • @tahsinaislam770
    @tahsinaislam770 Před 2 lety +3

    খুব সুন্দর কাজ,,কিন্তু কারখানার শতরঞ্জি গুলোর মূল্য তো ঢাকায় বিক্রিত শতরঞ্জির চাইতেও বেশী। রিজনেবল প্রাইস বললে আপনারা অনলাইনেই বিক্রি কিরতে পারেন

    • @toysvlogs
      @toysvlogs  Před 2 lety

      ধন্যবাদ আপু আপনার মতামতের জন্য। এই চ্যানেলে শতরঞ্জির ভিডিওটি করা হয়েছে আমাদের দেশের ঐতিহ্যবাহী পণ্য হিসেবে পরিচিতি তুলে ধরার জন্য । শতরঞ্জির দামগুলি অবশ্যই অনেক বেশি আমাদের কাছেও মনে হয়েছে। বস্তুত আমি নিজেও আমার বাসার শতরঞ্জি ঢাকাতেই কিনেছি। পন্য বিক্রি করা বা এর সাথে এই চ্যানেল জড়িত নই।

  • @voiceofhili
    @voiceofhili Před 2 lety

    চমৎকার,,,

  • @forhad6570
    @forhad6570 Před 2 lety

    অসাধারণ

  • @MdMominulIslam-ye6pv
    @MdMominulIslam-ye6pv Před rokem

    Very nice

  • @biochemlearning6692
    @biochemlearning6692 Před rokem

    Video ta khub valo lagse,kintu vai music tar jonno birokto lagtisilo.music na thakle video ta dekhte kono problem hoto na,specially muslim der jonno

    • @toysvlogs
      @toysvlogs  Před rokem

      ধন্যবাদ আপনার মতামতের জন্য। তবে আপনি সম্পুর্ণ ভিডিওটা দেখলে বুঝবেন, মিউজিক ব্যবহার করা হয়েছে কিনা।

  • @prettyoishe
    @prettyoishe Před rokem +1

    জমি কেনা।বেচার রিভিউ দিলে ভালো হতো

    • @toysvlogs
      @toysvlogs  Před rokem

      ধন্যবাদ । ইনশাল্লাহ রিভিউ দিব।

  • @AHFahim-ni3oy
    @AHFahim-ni3oy Před rokem +1

    ভাইয়া কারখানার এক্সাক্ট লোকেশন কোথায়

    • @toysvlogs
      @toysvlogs  Před rokem

      রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে প্র্রাইম মেডিকেল কলেজের রোড ধরে ঘাঘট ব্রিজ পার হয়ে রামচন্দ্রপুরে একটি পেট্রোল পাম্পের সামনে গিয়ে কাউকে বললেই দেখে দিবে। রংপুর ক্রাফটের শতরঞ্জি কারখানা।

  • @farid2962
    @farid2962 Před 2 lety

    পাইকারি নেওয়া যায় কি?

    • @toysvlogs
      @toysvlogs  Před 2 lety

      পাইকারি নিতে পারবেন।

  • @jahanarssharif3090
    @jahanarssharif3090 Před rokem +1

    Kibhabe jogajog korte parbo. Phone number janaben

    • @toysvlogs
      @toysvlogs  Před rokem

      ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। Shop name-Rangpur Craft, Jail Road Dhap Rangpur (infront Bangladesh Bank) Mobile: 01712-616327 / 01720-543213 এই ঠিকানায় যোগাযোগ করলে বিস্তারিত জানতে পারবেন।