আধুনিক পদ্ধতিতে বেগুন চাষের চাহিদা বাড়ছে Brinjal Cultivation in modern methods is increasing

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2024
  • হাইব্রিড বেগুন- গ্রীন বল (Green Ball) বৈশিষ্ট্য
    গ্রীন বল বপন সময়কালঃ সারা বছর চাষ করা যায়।
    ৬০ থেকে ৭০ দিনে গ্রীন বল জাতের বেগুন সংগ্রহ করা যায়।
    প্রতিটি গিঁটে থোকায় থোকায় ফল ধরে গ্রীন বল জাতটিতে।
    উজ্জ্বল সবুজ রঙের গ্রীন বল জাতটি তুলসি বা ঝিমিয়ে পড়া রোগ (ব্যাক্টেরিয়াল উইল্ট) সহনশীল।
    ডিম্বাকৃতির প্রতিটি ফলের ওজন ২০০ থেকে ২৫০ গ্রাম
    প্রতি গাছে ফলন প্রায় ৮ থেকে ১০ কেজি হয়ে থাকে।
    গ্রীন বল জাতের বেগুনের ক্ষেত্রে সারি থেকে সারি এবং চারা থেকে চারা ৩ ফুট দূরত্ব বজায় রেখে রোপন করলে উপরে উল্লেখিত ফলনের চেয়েও বেশি ফলন পাওয়া যায়।

Komentáře • 12

  • @kutir530
    @kutir530 Před měsícem

    খুব সুন্দর বেগুন ক্ষেত

    • @AgriculturalReview
      @AgriculturalReview  Před měsícem

      @@kutir530 সুন্দর মতামতের জন্য আপনাকে ধন্যবাদ

  • @podonnodeb7090
    @podonnodeb7090 Před 17 dny

    ভাই আপনার বেগুনের গাছগুলো দেখে ভালো লাগলো আপনাকে একটি পরামর্শ দিতে পারি বেগুন ছিদ্র কারী পোকার৷ সমাদান সিনজেনটা কো ইনশিপও কীটনাশক খুব ভালো

    • @AgriculturalReview
      @AgriculturalReview  Před 17 dny

      @@podonnodeb7090 ধন্যবাদ আপনার মূল্যবান পরামর্শ প্রদানের জন্য।

  • @Suprryo52
    @Suprryo52 Před 9 dny

    লাইন থেকে লাইন গাছ থেকে গাছের দুরত্ব কতো

    • @AgriculturalReview
      @AgriculturalReview  Před 9 dny

      @@Suprryo52 লাইন থেকে লাইনের দুরত্ব ১.৫-২ ফিট এবং গাছ থেকে গাছের দুরত্ব ১-১.৫ ফিট

    • @Suprryo52
      @Suprryo52 Před 9 dny

      @@AgriculturalReview ধন্যবাদ আপনাকে

    • @AgriculturalReview
      @AgriculturalReview  Před 9 dny

      @@Suprryo52 আপনাকেও ধন্যবাদ

  • @touhidagro
    @touhidagro Před měsícem

    লাইন থেকে লাইনের দুরুত্ব কত দিয়েছেন ।

    • @AgriculturalReview
      @AgriculturalReview  Před měsícem

      @@touhidagro এক একটি গাছ থেকে আনুমানিক দূরত্ব এক থেকে দেড় ফিট।