নতুন কারিকুলামে মূল্যায়ন ও পরীক্ষায় কী কী পরিবর্তন আসছে? | New Education Curriculum | Jamuna TV

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024

Komentáře • 434

  • @jugolkoyelder7382
    @jugolkoyelder7382 Před 5 měsíci +81

    তা তো বুঝলাম😮কিন্তু সারাদেশে সৎ ও যোগ্য শিক্ষক কোথায় পাবেন?

    • @ABDULLATIF-gp8mi
      @ABDULLATIF-gp8mi Před 2 měsíci

      @@jugolkoyelder7382
      সৎ ও যোগ্য শিক্ষক বাংলাদেশে যথেষ্ট আছে।
      একটু খুঁজলেই পাওয়া যাবে।

  • @MdMajharulIslamMitul
    @MdMajharulIslamMitul Před 3 měsíci +32

    পুরাতন কারিকুলামে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা যেটুকু পড়াশুনা করে, যেটুকু শিখেছে, যেটুকু জানে, বর্তমান কারিকুলামে এসে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তা জানে না।এই ক্যারিকুলাম এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা শেষ হয়ে গিয়েছে।অন্যান্য বিষয়ে একটিভিটি বেড়েছে।আজ অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা,(a+b) হোল স্কোয়ার এর সূত্র জানে না। শিক্ষার্থীদের পড়তে বললে, বলে যে পড়াশোনা নাই,পরীক্ষা হবে না।স্কুল সব দেখে লেখা,বাড়ি থেকে দেখে লিখে নিয়ে যাওয়া, রান্না করে নিয়ে যাওয়া,বন্ধু খাতা তৈরি করা,বিভিন্ন নকশা তৈরি করা। ঘৃণা জানাই এই শিক্ষা পদ্ধতিকে।আগে শিক্ষার্থীরা যা জানত এখন সব ভুলে গিয়েছে।বাচ্চাদের পড়াশোনা নষ্ট হয়ে গিয়েছে।একজন কাজ করে, বাকি ১৫ জন বসে থাকে, এতে দুর্বলের রা আরো দুর্বল হয়ে পড়েছে।এখন বাচ্চারা টিক টক,ইউটিউব নিয়ে ব্যস্ত।তাদের আর বই খাতায় পড়াশোনা করতে হয় না। শুধু ছক পূরণ করতে হয়,দেখে দেখে। মূল্যত এই শিক্ষা পদ্ধতি একটি অটো পাস পদ্ধতি।পূর্বে অন্ততপক্ষে লেখাপড়া করতো ছেলেমেয়েরা।এখন আর লেখাপড়া করার দরকার পড়ে না।অটো পাস হয়ে যাবে।

  • @afrojakhanam9448
    @afrojakhanam9448 Před 5 měsíci +21

    কাজের কাজ কিছুই হবে না। পরীক্ষা হবে শেষ ১ ঘন্টা।বাকি ৪ ঘন্টা বাজার বসবে।মাঝে শিক্ষকদের কলিজা বের হবে সেই ক্লাস কন্ট্রোল করতে যেয়ে।সবচেয়ে বড় কথা কপি করার যোগ্যতা খুব ভালোভাবে অর্জন করছে।

  • @taufiquezaman8131
    @taufiquezaman8131 Před 5 měsíci +19

    plz দয়া করে গ্রামের স্কুল গুলো একটু খবর নিয়ে দেখেন সেখানে কতটা সম্ভব

  • @user-vh1mj3ei4i
    @user-vh1mj3ei4i Před 5 měsíci +40

    ১০০% ব্যর্থ হবেই!!

    • @mdsharik4614
      @mdsharik4614 Před 3 měsíci

      Deka jak ❤

    • @LaboniLaboni-pb3lu
      @LaboniLaboni-pb3lu Před 2 měsíci

      তো আনদোলন শুরু করছেন না কেন

    • @user-tz3qg8oo4e
      @user-tz3qg8oo4e Před měsícem

      আনন্দোলন করছেন না কেন? 😏😏

  • @nondansarker6484
    @nondansarker6484 Před 5 měsíci +20

    সৃজনশীল যেখানে ব্যর্থ, আর এই কারিকুলাম কিভাবে কার্যকর হবে? যেখানে শিক্ষকদেরই প্রশিক্ষণ নাই৷

    • @mimjim974
      @mimjim974 Před 3 měsíci

      Teacher der proshikhon dila ki hobe jokhon Tara ter gurutoi daina

  • @md.enamulhaque2496
    @md.enamulhaque2496 Před 5 měsíci +50

    এ কারিকুলাম বাস্তবায়ন করতে সবচেয়ে বেশি প্রয়োজন দক্ষ শিক্ষক, আর দক্ষ শিক্ষকের জন্য প্রয়োজন স্মার্ট বেতন কাঠামো। শিক্ষকের বেতন দিবেন ১২৫০০/- টাকা অর্থাৎ শিক্ষককে ক্ষুধার্ত রেখে কেমনে বাস্তবায়ন করবেন???

    • @chondonkantidas5160
      @chondonkantidas5160 Před 5 měsíci +3

      Absolutely right bro,,,,I agree with you as a teacher,,,,,

    • @mimjim974
      @mimjim974 Před 3 měsíci

      Private porai to jibon sesh apnader

    • @karnafulyenterprise7656
      @karnafulyenterprise7656 Před 3 měsíci

      chaki pawar age ai chakrike sonar horin mone hoy powar por r valolagena ai holo bangali.

    • @mdgaming4857
      @mdgaming4857 Před 3 měsíci

      শিক্ষকদের পেট এতো সহজে ভরতো নাগো শিক্ষাকে ব‍্যাবসা বানিয়ে এখনো নজর ভরেনা

    • @shahariarrashidsajid6709
      @shahariarrashidsajid6709 Před 3 měsíci

      স্কুলে কোন ক্লাস হয়না? ফোকাস শুধু প্রাইভেট??

  • @shahnazparvin4798
    @shahnazparvin4798 Před 5 měsíci +17

    ধুর ছাই! আমিতো খুব মজায় আছে। আগের দুই বছরের পড়ালেখায় চ্যাপ্টা হইয়া গেছিলাম। আর এবার নতুন কারিকুলাম পাইয়া তিন মাসেই নীতা আম্বানির ছোট ছেলের মতো হইয়া গেছি।

    • @syedsakibahammedshihab
      @syedsakibahammedshihab Před 4 měsíci +2

      😂😂😂

    • @lailanaher7160
      @lailanaher7160 Před 4 měsíci +2

      Last year i studied 8 hours per day but my damn teachers didn’t marked it correctly. In this year my little brother studied more then me

  • @khadijakhanomsheema1240
    @khadijakhanomsheema1240 Před 5 měsíci +18

    ওনার কথা শুনলেই মাথা গরম হয়ে যায়। কিন্তু আমরা অভিভাবকরা অসহায়। তাদের বাচ্চারাতো শিক্ষা ধ্বংসকারী এই কারিকুলামে পড়ে না। গিনিপিগতো আমাদের বাচ্চারা। বিচার আল্লাহ পাকের কাছেই দিলাম 😢

  • @soniaaktar7138
    @soniaaktar7138 Před 5 měsíci +111

    পুরোপুরি ব্যর্থ.. কেননা শ্রেণীতে সকল শিক্ষার্থীর সম্পূর্ণ অংশগ্রহণ সম্ভব হয় না.. যারা পিছিয়ে ছিল তারা আরো পিছিয়ে পরছে পড়া নেই বলে বই উল্টে দেখার ও প্রয়োজন বোধ করে না.. মূল্যায়ণ পদ্ধতির কথা আর কি বলবো.. একদম মাঠপর্যায়ের অভিজ্ঞতার আলোকে বলছি.. ক্যারিকুলাম নির্ধারণের চেয়ারে বসে বহুত কথা বলা যায়.. আসুন মাসদুয়েক মাঠপর্যায়ে কাজ করে তারপর সিদ্ধান্ত দিন কোনদিকে যাবেন!
    পাইলটিং স্কুলগুলো কি তথ্য দিয়েছে কে জানে? এত সমস্যা তারা ফেইস করেনি?? দেশজুড়ে চালু হওয়ার পর একটার পর একটা সমস্যা!! এটা বাতিল ঐটা চালু...!! একটা ফাঁপা ব্রেনের জাতি তৈরি হবে আগামী ৫/১০ বছরে.. অবিলম্বে কোনো সঠিক সিদ্ধান্তে না আসলে!

    • @academicseminar177
      @academicseminar177 Před 5 měsíci

      আসুন আন্দোলন করি মরলে মরবো আমি সবকিছুর জন্য প্রস্তুত

    • @safwanlegend
      @safwanlegend Před 4 měsíci +1

      Ekta funny fact :well being boi ekta shikhkharti bochore matro 4 bar dhore😂😂😂😂😂.

    • @tofayelipcc2527
      @tofayelipcc2527 Před 4 měsíci +1

      দিপু মনিরে ত খুব বাদ দিতে চাইসেন এবার বুঝেন থেলা😂😂😂

    • @tofayelipcc2527
      @tofayelipcc2527 Před 4 měsíci +1

      ​@@safwanlegend😂😂

    • @subarnomajumdarbarnooffici3561
      @subarnomajumdarbarnooffici3561 Před 2 měsíci

      😂😂😂😂😂😂😂😂😂😂

  • @ShafiqSir-qj5po
    @ShafiqSir-qj5po Před 4 měsíci +8

    আমি চার পাঁচটা স্কুলে ক্লাস দেখার জন্য গিয়েছিলাম।
    দেখলাম, ক্লাসে পড়াশোনা ছাই!
    ছাত্র শিক্ষক উভয়ের একটাই কথা ছিলো কি পড়বো?
    কোন পড়া নাই।

  • @user-wq2zo7ri1r
    @user-wq2zo7ri1r Před 4 měsíci +8

    কারিকুলাম ১০০% সার্থক হবে,শিক্ষার্থীদের মাথা মগজ বিহীন হয়ে যাচ্ছে।

  • @user-zz9lr4dp5i
    @user-zz9lr4dp5i Před 5 měsíci +11

    পড়াশোনা তুলে দেন, এতো নাটক এর প্রয়োজন নাই

  • @lalonfokir2362
    @lalonfokir2362 Před 5 měsíci +26

    রোল হলো সমস্যা কারণ পরীক্ষা দিয়েও যার রোল যা ছিল তাই আছে।তারপর দলিয় কাজে সমস্যা হয়। বিভিন্ন কারণে এই কারিকুলাম আমার ভলো লাগেনা। আর ৫ ঘন্টা কি করব!!

    • @user-rf2gf6eb8h
      @user-rf2gf6eb8h Před 2 měsíci +1

      রোল বৈষম্য তৈরী করে। রোল gpa5 এগুলা উঠিয়ে দেয়া উচিৎ।

  • @mdtowhedulislam8641
    @mdtowhedulislam8641 Před měsícem +3

    পরীক্ষার হলে মোবাইল নিয়ে ইউটিউব থেকে উওর পএ দেও হচ্ছে। এই কারিকুলাম বাতিল হক।।।। কে কে এক মত আছো।

  • @mst-rr4sh
    @mst-rr4sh Před 5 měsíci +18

    এক জন টিচার দিয়ে পঞ্চাশ ছাত্র এই কারিকুলামে পড়াশোনা কি সম্ভব বাচ্চাদের শিক্ষক হচ্ছে মা সেই মা যদি প্রশ্ন ধরে জিজ্ঞেস না করতে পারে সন্তান পরীক্ষায় কি লিখছে তার চেয়ে কষ্টের কিছু থাকেনা

    • @academicseminar177
      @academicseminar177 Před 5 měsíci

      আসুন আন্দোলন করি মরলে মরবো আমি সবকিছুর জন্য প্রস্তুত

  • @dpmcell8922
    @dpmcell8922 Před 5 měsíci +35

    নতুন কারিকুলাম নিয়ে শিক্ষার্থী ও অভিভাবক উভয়ই অনেক চিন্তায় আছে। এ কারিকুলামে পাশ করা শিক্ষার্থীরা কি যে শিখবে বা শিখছে তা আর বলার অপেক্ষা রাখে না। বাচ্চাদের গিনিপিগ বানাচ্ছে। যারা এ কারিকুলাম তৈরী করেছে তাদের ছেলে মেয়রা দেখা যাবে ইংলিশ মিডিয়াম বা দেশের বাইরে পরে।

    • @kuragari_YT
      @kuragari_YT Před 5 měsíci +2

      wrong opinion

    • @lutfaakter495
      @lutfaakter495 Před 5 měsíci +1

      Ja jene kotha bolen kn

    • @academicseminar177
      @academicseminar177 Před 5 měsíci

      আসুন আন্দোলন করি মরলে মরবো আমি সবকিছুর জন্য প্রস্তুত

    • @Samirkhan-h5r
      @Samirkhan-h5r Před 4 měsíci

      না বুঝে চিল্লান কেন

    • @dpmcell8922
      @dpmcell8922 Před 2 měsíci

      তোমার চোখে মনে হয় ছানী পড়ছে, যে কারনে লক্ষ লক্ষ শিক্ষার্থী ও অভিভাবকদের উদ্বেগ-উৎকন্ঠা, প্রতিবাদ তোমার চোখে পড়েনা।

  • @user-je2uj3cy4k
    @user-je2uj3cy4k Před 2 měsíci +1

    আলোচনায় অনেক ভালো দিক উন্মোচিত হলো। আলোচনা শুনে মুগ্ধ হলাম।।

  • @sohel24h
    @sohel24h Před 5 měsíci +28

    আপনারা ৫ তলায় থেকে নিচ তলার খবর কিভাবে বুঝবেন।যারা গ্রামের স্টুডেন্ট এরা ঠিক ভাবে খাবার যোগার করতেই হিমশিম খেয়ে যায় আর বর্তমান শিক্ষায় যে পরিমান ইন্সট্রুমেন্ট দরকার তার যোগান দেওয়া তো বিলাসিতা
    ।যদি যে কোন বিষয়ের ক্ষেত্রেই কম্পিটিশন না থাকে সে ক্ষেত্রে সবাই নিস্তেজ হয়ে যায়।আর এ ক্ষেত্রে তো স্টুডেন্ট ওরা তো পড়াশোনাই করতে চায় না।

    • @tituz20
      @tituz20 Před 5 měsíci

      আপনাকে কে বলছে এগুলো?

    • @Thevain.
      @Thevain. Před 5 měsíci

      bilashita holo tar porar dorkar nei, goriber chele o bcs cader hoy.

    • @Thevain.
      @Thevain. Před 5 měsíci

      hole*

    • @academicseminar177
      @academicseminar177 Před 5 měsíci

      আসুন আন্দোলন করি মরলে মরবো আমি সবকিছুর জন্য প্রস্তুত

    • @user-ec8tz7vu3n
      @user-ec8tz7vu3n Před 5 měsíci +1

      ​@@tituz20আপনি কি মঙ্গলগ্রহে থাকেন?

  • @Prisoner8892
    @Prisoner8892 Před 4 měsíci +5

    শিক্ষক যদি তার নিজস্ব প্রাইভেট স্টুডেন্ট দের প্রতি স্বজন প্রীতি করে, তবে কারো কিছুই করার ক্ষমতা নেই!!! অভিভাবকদের ও করার কিছুই নাই। শুধু স্কুল শিক্ষকদের কাছে প্রাইভেট পড়াতে দিলেই হবে। 😊😊😊

  • @miftekharabir4938
    @miftekharabir4938 Před 5 měsíci +11

    আমার 2 জন ছাত্র আছে, তারা তাদের স্কুলের যে দলগত কাজ সেগুলো কেমন কি করে জানিনা তবে তাদের পড়ানোর সময় যখন কোন একটা বিষয় ব্যাখ্যা করি তারপর যখন সেই বিষয়ে একটা hw দিতে যাই তখন দেখা যায় ওরা youtube বা গাইড বই থেকে করে ফেলে। দিন শেষে ওদের থেকে আমি যা প্রতিক্রিয়া/ফলাফল আশা করি সেটা পাইনা।

    • @mimjim974
      @mimjim974 Před 3 měsíci

      Seta apner dosh apni balomoto guide korta para nai

    • @farukhossain9440
      @farukhossain9440 Před 2 měsíci

      @@mimjim974right!
      It’s the teachers fault
      Your on point

  • @amalchandra2522
    @amalchandra2522 Před 2 měsíci +2

    বলা সহজ করা কঠিন।

  • @labuadikari6325
    @labuadikari6325 Před 5 měsíci +9

    স্যার যেভাবে বলে সে ভাবে বাস্তবে বাস্তবায়ন করা কঠিন।

  • @SleepyChurros-xv7ms
    @SleepyChurros-xv7ms Před 5 měsíci +9

    প্রত্যেকটা বছর কারিকুলার পরিবর্তন এতে করে কি লাভ শুধুমাত্র কোমলমতি শিশুদের মাথার মধ্যে চাপ সৃষ্টি করা মাত্র।

  • @mdtowhedulislam8641
    @mdtowhedulislam8641 Před měsícem +1

    আমাদের কে অতি শিঘ্রই, আগের পুরাতন কারিকোলামের বই দেও হোক। 😢❤❤

  • @MonirHossain-dv8uh
    @MonirHossain-dv8uh Před 5 měsíci +7

    আর ভাই এতোই যদি আপনার পরিবর্তন করেত চান। তাহলে দেশ ও জাতির জন্য কল্যাণকর হবে তা করেন। ছোট থেকে সকলকে কি ভাবে কমিউনিকেশন ইশকিল ভালো করা যায়। এবং কারিগরি ও প্রযুক্তি নির্ভর পড়ালেখা করান।

  • @sefatulkhan8780
    @sefatulkhan8780 Před 3 měsíci +3

    আল্লাহ যেন এই লোকটাকে ২০৪১ পর্যন্ত বাচাইয়া রাখে, এদেশটা কেমন উন্নত হয় সেটা যেন দেইখা যাইতে পারে এই মানুষটা।

  • @uzzalkumarroy6997
    @uzzalkumarroy6997 Před 4 měsíci +4

    শিক্ষকদের অর্থনৈতিক সমাধান করতে হবে

  • @english8940
    @english8940 Před 5 měsíci +6

    সন্তান ৮/৯ টায় স্কুলে যাবে। ২ টার মধ্যে বাড়ি চলে যাবে। গোসল খাওয়া শেষ করে রেস্ট নিয়ে বিকাল বেলা পড়বে আবার খেলবে। রাতের বেলা পড়বে। সারাদিন স্কুলে থাকলে নিজের পড়া কখন হবে? খেলাধুলা কখন হবে? নাকি রোবট তৈরি হবে?

  • @abu_musa160
    @abu_musa160 Před 3 měsíci +5

    Vai amara to faisa gesi New cariculam class 9 ssc batch 2026

  • @sadiasultana8018
    @sadiasultana8018 Před 4 měsíci +5

    নতুন কারিকুলামটি ভালো কিন্তু এটা বাংলাদেশের জন্য কার্য কর নয়,,,,,,

  • @Semusworld
    @Semusworld Před 2 měsíci +1

    পরীক্ষার হলে কি লিখবে,কি আসবে কোন আভাস নাই। কোন ভাবে টেনশন যাচ্ছে না। বরং টেনশন বাড়ছে।

  • @survivorxn9680
    @survivorxn9680 Před 5 měsíci +1

    Go ahead. A initiative to make new Bangladesh

  • @Md.MoksadurRahman-kr1kc
    @Md.MoksadurRahman-kr1kc Před 5 měsíci +3

    লিখিত পরীক্ষার কথা বলে পাবলিক কে বোকা বানিয়ে থামাচ্ছে। কারণ যাহা ব্যবহারিকে করবে তাহাই খাতায় লিখে দেবে। এর নামই লিখিত পরীক্ষা।

  • @educatorbd
    @educatorbd Před 5 měsíci +10

    আমাদের দেশের কারিকুলামকে ব্রিটিশ বা আমেরিকান কারিকুলামের সাথে কেন সমন্বয় করা হচ্ছে না? কারণ আমাদের দেশের শিক্ষার্থীরা তো উচ্চ শিক্ষার জন্য ঐ সব দেশেই যায়।

    • @lailanaher7160
      @lailanaher7160 Před 4 měsíci

      Exactly. Our ex curriculum was very bad. We had to study 10 hours and learned a lot but our teachers is so lazy to appreciate our hard work

    • @lailanaher7160
      @lailanaher7160 Před 4 měsíci +1

      Our ex curriculum was only based on memorizing. It's so hard tbh

    • @lailanaher7160
      @lailanaher7160 Před 4 měsíci +1

      This curriculum is even worsts. I Like to study but this year, i dont know how to study.

  • @a.larabi7754
    @a.larabi7754 Před 5 měsíci +10

    নতুন কারিকুলামে কিছু ই শেখার নেই । সম্পুর্ন ব‍্যার্থ । ভবিষ্যতে আমারা কিছু গর্ধভ পেতে যাচ্ছি ।

    • @iatemychocoletpudding4577
      @iatemychocoletpudding4577 Před 5 měsíci +1

      call 9 er book khoula dacksen

    • @unique92952
      @unique92952 Před 5 měsíci +1

      Ei curriculum a jara portese tarai bujtase 😢

    • @user-ry4sl9me8q
      @user-ry4sl9me8q Před 5 měsíci +1

      @@iatemychocoletpudding4577 Vai apnar writting dekhe apnar skill shomporke valo dharona poshon korar karon nai. Apni kon curriculum er student vai.

  • @ABDULLATIF-gp8mi
    @ABDULLATIF-gp8mi Před 3 měsíci +1

    যেহেতু আমাদের শিক্ষা ব্যবস্থা ফিনল্যান্ড থেকে আমদানী করা হয়েছে। তাই ফিনল্যান্ড থেকে শিক্ষকও আমদানি করা হোক।

  • @Samirkhan-h5r
    @Samirkhan-h5r Před 4 měsíci +1

    একদম সঠিক,, যারা বুঝে না তারা এখানে এসে চিল্লাচিল্লি করবে

  • @10xmoodstatus2
    @10xmoodstatus2 Před 5 měsíci +5

    ঘড়ার ডিম এর কারিকুলাম 😂😂

  • @nazninakter5994
    @nazninakter5994 Před 4 měsíci +2

    Group study দিয়ে কিভাবে একজনের evaluation হয়

  • @sumonsorker128
    @sumonsorker128 Před 5 měsíci +10

    এই কারিকুলাম আলোর মুখ দেখবে না।

  • @user-wb6si6pb9c
    @user-wb6si6pb9c Před 3 měsíci +1

    বিদেশি শিক্ষাব্যবস্থা চালু করবেন ভালো কিন্তু আমার দেশের শিক্ষকদের দুরাবস্থার কথা বললে ভালো হতো স্যার

  • @mdahosanhabib3111
    @mdahosanhabib3111 Před 2 měsíci

    ঠিক বলেছেন আপনি

  • @jamalhossain9439
    @jamalhossain9439 Před 4 měsíci +3

    আপনি নতুন কারিকুলামের না পড়ে এখানে আসলেন কিভাবে? আবার পুরনো কারিকুলামে পড়াশোনা করে আপনার কি কোন ক্ষতি হয়েছে?

  • @ashrafulalam3826
    @ashrafulalam3826 Před 2 měsíci

    সব ঠিক আছে। কারিকুলাম পরিবর্তন শীল কিন্তু এই কারিকুলাম পড়ানোর জন্য ভালো বেতনের শিক্ষক লাগবে সেটি কেউ চিন্তা করছে না। বর্তমান বাজারে একজন শিক্ষক কিভাবে সমাজে টিকে থাকবে সেই বিষয়ে কারো
    আলোচনা করার দরকার নেই।

  • @mugdhabiswas3967
    @mugdhabiswas3967 Před 4 měsíci +3

    বেশিরভাগ টিচার কিন্তু ফাঁকিবাজ বেতন বাড়িয়েও কি লাভ হবে?

  • @rokeyasultana7590
    @rokeyasultana7590 Před 2 měsíci

    বাস্তবায়ন করা কঠিন , ঢাকার বাইরে বিশেষ করে ‌।

  • @ArifulIslam-yh6it
    @ArifulIslam-yh6it Před 5 měsíci +4

    IELTS e toh score dey like 6, 6.5 amn type .. Ai curriculum e toh trivuj, bitto type ... Tile ielts er sathe kmne mil hoilo ai curriculum.. ai curriculum toh dalaw vabe maximum student expert level pabe😅

  • @BDVLOGGERNargisFatema
    @BDVLOGGERNargisFatema Před měsícem

    যত দ্রুত সম্ভব এই নতুন কারিকুলাম পরিবর্তন করেন।

  • @yousufsatter8887
    @yousufsatter8887 Před 5 měsíci +6

    ইনি কী বললেন কিছুই বুঝি নাই।

    • @mimandsaravlog4259
      @mimandsaravlog4259 Před 4 měsíci +1

      ১২ মিনিটে বোঝা গেল উনি ভুল পথে যাচ্ছে, কারণ স্বীকার করলেন এটা আবার পরিবর্তন হবে।

  • @md.abutofayel2684
    @md.abutofayel2684 Před 5 měsíci +2

    যেই লাউ সেই কদু। সেই তো মূল্যায়ন এর উপরে ভার্সিটিতে পরীক্ষা দেওয়ার সুযোগ। তাহলে শিক্ষার্থীরা কী শিক্ষকদের হাতে জিম্মি হচ্ছে না।তারা তো সঠিক মূল্যায়ন করবে না প্রাইভেট না‌ পড়লে।

    • @academicseminar177
      @academicseminar177 Před 5 měsíci +1

      দেশের বেকাররা প্রাইভেট পড়িয়ে তাদের পড়াশোনাটা করতে পারতো এখন তার ও ১২ টা বাজায়ে দিলো।শেখ হাসিনার দেখতে খুব ভালো লাগবে যে ১৬ ক্লাস পড়ে কেউ রিক্সা চালাচ্ছে

  • @user-hc6ls9ln4t
    @user-hc6ls9ln4t Před 2 měsíci

    পরিবর্তন হবে ভাল কথা,সব কারিকুলাম পরিবর্তনে মানুষ আফসোস করে বলে পুবের কারিকুলাম ভাল ছিল,,কিন্তু এই কারিকুলাম পরিবর্তন হলে সবাই খুশি হবে,,,,

  • @user-vw7vn9ks7r
    @user-vw7vn9ks7r Před 2 měsíci

    আমরা শিক্ষার্থীরা চাচ্ছি নতুন কারিকুলাম বদলানো হোক পরীক্ষার দুই সপ্তাহ আগে সিলেবাস দেওয়া ক্লাসের PI মূল্যায়নে শিক্ষকরা তাদের মোন মত চিহ্ন দিচ্ছে যারা তাদের কাছে প্রাইভেট পড়ে তাদেরকে ত্রিভুজ যারা পড়েনা তাদেরকে চতুর্ভুজ পেতে হচ্ছে। এভাবে হলে তো ভালো শিক্ষার্থীরা ঝরে পরবে

  • @MithilOmor
    @MithilOmor Před 2 měsíci

    You should see what the curriculum has in the UK, USA, Japan, Finland, Switzerland.

  • @AzizarRahman-fw9de
    @AzizarRahman-fw9de Před měsícem +1

    আমরা আগের কারিকুলাম চাই

  • @Nazrul-fr1ri
    @Nazrul-fr1ri Před 3 měsíci +1

    Amar children asay ki competency achieve korsay ta to deksi.

  • @mdshohiduzzamanahad9130
    @mdshohiduzzamanahad9130 Před 3 měsíci

    স্যার আপনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সাথে সমন্বয় করুন। শিক্ষকদের বেতন কাঠামো, দেশের সার্বিক অবস্থা বিবেচনা করুন।

  • @Mayura950
    @Mayura950 Před 3 měsíci +1

    Notun karikulame pora hocha na mojja hocha valo students ra neja sob kiju korta chi ar jara durbol tara aro pichiya jacha ar khub tk khoroch hocha jara poor tadar vaban aktu asob pora kora somvob hocha na 😢 agar pora onakh valo chilo please agar moto kora dan please apnadar kacha amra atai chi please please change kora dan🙏🙏🙏🙏

  • @lokmanhossain7590
    @lokmanhossain7590 Před 3 měsíci +1

    Ami class 9 a pori ses a ase notun cariculam 😭😥🥺

  • @user-ud3je7bz8c
    @user-ud3je7bz8c Před 5 měsíci +1

    শিক্ষকদের মান উন্নয়ন, সামাজিক মর্যাদা, বেতন বৃদ্ধি ,প্রমোশন ইত্যাদি বিষয়ে কোনো দিকনির্দেশনা নেই।

  • @jahirulislamjahirul3608
    @jahirulislamjahirul3608 Před 5 měsíci +3

    এমন কারিকুলাম স্বচ্ছতা জবাবদিহিতা কম।

  • @mdhowlader2295
    @mdhowlader2295 Před 5 měsíci +2

    Exam er ki dorker. Certificate bashay send kore den. Bangladesh er education system it’s a worldwide joke 😢. Not a single country taking it seriously😢sad

  • @TanhaFarin-fl9qu
    @TanhaFarin-fl9qu Před 2 měsíci

    Jokhon prai sobai chaije ager curriculum ashuk tahole curriculum change hoai better ar amader desher bacchara amniteo porte chaina tahole nijetheke porato durer kotha boio chubena.Tai ami mone kori ager curriculum ekhoner cheye 100% better

  • @AfrinJui-iw9ol
    @AfrinJui-iw9ol Před 5 měsíci +4

    নতুন কারিকুলামে এসএসসি ও এইচএসসি পরীক্ষা দিয়ে যদি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় এমসিকিউ (নৈবিত্তিক) মুখস্তের যুদ্ধে নামতে হয় তাহলে কি লাভ হলো?

    • @user-eo1yq6vd5n
      @user-eo1yq6vd5n Před 5 měsíci +1

      change asbe

    • @nitrovenom991
      @nitrovenom991 Před 5 měsíci

      ​@@user-eo1yq6vd5n Nope. Public e seat limited. Admissions test system amon e thakbe.

    • @academicseminar177
      @academicseminar177 Před 5 měsíci

      যে পরিবর্তন ই আসুক পরিক্ষা ছাড়া যেমন সোনা চেনা যায় না তেমনি সোনার মানুষ চিনতে হলে পরিক্ষা লাগবেই।কোনো তালবাহানার সুযোগ নেই।

  • @mdshohiduzzamanahad9130
    @mdshohiduzzamanahad9130 Před 5 měsíci +1

    ডাকফার মহিশুর চাকরীর ব্যবস্থা কি ভাবে করবে?

  • @muhammadalamin5285
    @muhammadalamin5285 Před 3 měsíci

    পরীক্ষা ছাড়া কোন মেধাবী তৈরি হবেনা।

  • @nondansarker6484
    @nondansarker6484 Před 5 měsíci +2

    যেখানে প্লেজারিজম করে জাফর ইকবালের মত লোকেরা বই লিখে৷ , সেখানে কতটুকু বাস্তবায়ন হবে?

  • @mdmishkat5036
    @mdmishkat5036 Před 3 měsíci +1

    কত সাল থেকে ভাইয়া 25 সালে পরীক্ষার্থীদের

  • @ausfiajamal8229
    @ausfiajamal8229 Před 2 měsíci +1

    নতুন কারিকুলাম চাই না। হাসিনা পড়ুক নতুন কারিকুলাম।

  • @funnyanimals4843
    @funnyanimals4843 Před 2 měsíci

    Curriculum thik asee ..i like it

  • @mdsharik4614
    @mdsharik4614 Před 3 měsíci

    Nice education system…thanks to them❤.Brilliant idea .Finally we are getting out of pressure and memories, It’s kind of same as American education system . It will boost creativity and knowledge …..education purposes is to gain knowledge not to memorise ….❤❤We all need some time to adopt it and understand the benefit

  • @mdshadman9660
    @mdshadman9660 Před 2 měsíci

    Ek hisabe eita vlo hoise Karon jokhon aage Amara exam ditam tokhon questions onek hard asto tokhon amader parents Ra Bolte J Ki Hobe amar cheler meyer ar akhon jokhon education Minister exam easy kore dise akhon amader parents der onek problem hocche J amar cheler to future nosto hoye jaba Mane eitar nam Bangladesh valo korlei kharap ar valo korelo kharap kisu boler nai

  • @exynos_1008
    @exynos_1008 Před 2 měsíci +2

    Ami bujlam je apnara onk gobeshona kore curriculum pronoyon korsen
    Kintu apnara keno!keno?class 9 e ei curriculum pronoyon korlen amra 8 bochor dhore jei podhotite obhosto chilam ota keno change korte gelen?
    Amader ki lav hobe ei curriculum je koto ta baje ta shudhu tarai jane jara bujte pare
    Ajk 3.7.24 tarik aki itihash o shamajk biggan porikha diye ashlam ar porikha diye ami shompurno hotash karon evabe jodi class 10 eo porikha dite hoa tahole to future onk somossa hobe
    Proshne amn jinish khub e kom chillo ja boi theke
    Keu boi keno porte chaibe jodi boi theke proshnoi na ashe
    Boite jotoshob ajaira chok deua teacher bolle porikhar ager din chok puron kore niye anba etar upore pi
    Abr bole assignment korba design kore
    Poster e bivonno colour pen use korba
    Are vai!?class 9 e ki amra ফুল akar jonno utsi naki?
    Curriculum ta amn je apnar boi na porleo cholbe
    Amader college e giye ashol shomossa suru hobe
    Tokhon ki apnara amader dayitto niben?
    Doya kore eta change koren

  • @HasanAli-p7h
    @HasanAli-p7h Před 2 měsíci

    লিখত আমরা চাই ❤❤❤❤

  • @SuzanDeb-jl5hz
    @SuzanDeb-jl5hz Před 2 měsíci

    আমরা বাঙালি নকলের অভ্যাস কোনদিন যাবে না ঊন্নতি অসম্ভব

  • @sumayamim9994
    @sumayamim9994 Před 4 měsíci +1

    99% children will fail to cope with the situation.

  • @user-fn8sl6qi4e
    @user-fn8sl6qi4e Před 4 měsíci

    Ai cariculam ta bangladesh air jonno akdom perfect

    • @lailanaher7160
      @lailanaher7160 Před 4 měsíci

      Who are you bro? Are you okay bro? Are you joking?

    • @user-fn8sl6qi4e
      @user-fn8sl6qi4e Před 4 měsíci

      @@lailanaher7160 what do you mean you think i am made

    • @lailanaher7160
      @lailanaher7160 Před 4 měsíci +1

      @@user-fn8sl6qi4e i didn’t said that you are mad. I just asked if you were okay, cause this curriculum is the worsts curriculum ever and i just asked if you were joking. Don’t get me wrong

    • @user-fn8sl6qi4e
      @user-fn8sl6qi4e Před 4 měsíci

      @@lailanaher7160 i dont get you rong but you just analysis this education system but our education minister want to change this system

  • @sdipokpaul2513
    @sdipokpaul2513 Před 5 měsíci

    তাহলে এটা কি?
    Kolb's experiential learning cycle concept divides the learning process into a cycle of four basic theoretical components: concrete experience, reflective observation, abstract conceptualization, and active experimentation

  • @faruksaifi6454
    @faruksaifi6454 Před 3 měsíci

    অসাধারণ শিক্ষা ব্যবস্থা😂😂😂

  • @nelsonquiah9243
    @nelsonquiah9243 Před 3 měsíci

    জানিনা আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যত কি অবস্থা হবে অনেক চিন্তিত আমরা এই শিক্ষাব্যবস্তা নিয়ে

  • @tanvinararahman
    @tanvinararahman Před 2 měsíci

    নতুন কারি কলমের লেখাপড়া চায়না বাচ্চাদেরকে মানুষের মতো মানুষ হতে চাই

  • @academicseminar177
    @academicseminar177 Před 5 měsíci +2

    ওনারে প্রশ্ন করেন একটি ছোট বাচ্চাকে কি ওরা ১০ পাশের পড়ে চাকরি দিবে যে তাকে এখনি এমন পড়াশোনা করতে হবে?এই সিস্টেম টা ৩য় ৪র্থ বর্ষের ছাত্রদের জন্য ঠিক আছে।তখন তারা নিজেরা এগুলো গোছায় নিতে পারবে।এই বাচ্চা পোলাপান গুলারে এতো ফাকিবাজির দরজা খুলে দেওয়ার কোনো মানে হয়?ভাই আমি একটা স্কুল চালাই ট্রেনিং ও করছি।সত্যি কথা হল বাচ্চারা অনেক ফকিবাজ হয়ে গেছে তারা কোনো পড়াশোনা করে না বলে স্যার সমস্যা নাই আপনি চতুর্ভুজ দেন ফেল তো দিতে পারবেননা।তারা বিদ্যালয়কে খেলার জায়গা বানাইছে।ভাই তোরা এগুলা বন্ধ কর অতিস্ট হয়ে গেছি এবং সিদ্ধান্ত নিছি বিদ্যালয় বন্ধ করে দিবো তোরা তো এটাই চাস।সমস্যা নাই তোরা এবার বিদ্যালয় বানানোর নামে লুটপাট করে খা।১২বসর গনিত পড়ালাম কিছুই পেলাম না আমার ছাত্রছাত্রী রা ঢাবি,বুয়েট,ঢাকা কলেজ পুলিশ আর্মি সব জায়গাতে আছে। কিন্তু এখন আর আমার এই পেশায় থাকার কোনো মানে দেখি না।শিক্ষক গুলা সব এখন বাসার কাজের বুয়া হয়ে গেছে তাদের কোনো মূল্য নাই।একটা স্টুডেন্ট আপনাকে তখনি মন থেকে সন্মান করবে যখন আপনি তাকে ক্রিটিক্যাল কোনো বিসয় সহজ করে মাথায় ঠিকিয়ে দিবেন তখন অটো সন্মান করবে এই ভেবে যে আমার স্যার বা ম্যাডাম অনেক স্মার্ট এবং অনেক জানে।কিন্তু এখন বইয়ে ক্রিটিক্যাল কিছুই নাই কি শিখাবোরে ভাই।এখন স্টুডেন্ট রাও আমাদেরকে ওদের বই গুলার মতো সহজ ভাবতেছে।পড়াশোনাকে একটা তামাশার জায়গায় এরা নিয়া গেছে।আমি দেখতে পাচ্ছি এ জাতীর কপালে অচিরেই মেধা শূন্যতার দাগ লাগতে যাচ্ছে।ঐ চোরের বাচ্চারে প্রশ্ন করেন ২০ বছর পরে যখন জাতীর মেরুদন্ড ভেংগে যাবে সেই সম্পূর্ণ দায়ভার উনি এবং নওফেল নিবে কিনা।যার নামের মধ্যে ফেল লেখা তার হাত ধরে জাতী কতটুকু বিশ্বের বুকে পাশ করবে সেটা আমরা শিক্ষকরা বুঝে গেছি।আমার গ্রেফতারের ভয় নাই আমি প্রতিবাদ করতে চাই। আপনারাও জাগুন দেশের শিক্ষাটারে বাচান ভাই এগুলা চোখের সামনে দেখতে পারতেছি না ভাই।সব অযোগ্য লোক দিয়া ভরে গেছে।আমি চ্যালেন্জ করতেছি ১০ দিনের জন্য আমাকে শিক্ষা মন্ত্রী দেওয়া হোক আমি এমন কিছু করে দেখাবো আগামী ৫ বছেরের মধ্যে আমাদের শিক্ষিত একটি ছেলে মেয়েও বেকার থাকবে।আর ওদের এই কারিকুলামকে ডাস্টবিনে ফেলে ডাস্টবিন সহ পুড়িয়ে ছাই বানায়ে আটলান্টিক মহাসাগরে ডুবায়ে দিবে।শালা টিকটকারের দল দেশটারে পুরা মগের মুল্লুক পাইয়া নিছে।আয় মেরে ফেল আমায় আয় আর বাছতে ইচ্ছা করেনা তোদের বাংলাদেশে।

    • @academicseminar177
      @academicseminar177 Před 5 měsíci

      একটা শিক্ষিত ছেলেমেয়েও বেকার থাকবে না ইনশাআল্লাহ।মাত্র ১০ দিন শিক্ষা মন্ত্রীকে চ্যালেন্জ করলাম।

    • @jahidhosssin54456
      @jahidhosssin54456 Před 4 měsíci

      @@academicseminar177 বেকারত্ব কত বেশী জানেন?

  • @kalponiksaajghar9294
    @kalponiksaajghar9294 Před 2 měsíci

    আমার ঘরে দুই মেয়ে একজন ষষ্ঠ শ্রেণির আর একজন নবম শ্রেণির ওদের যে পরিক্ষা চলতেছে আমি বুঝতেই পারিনা। কারণ সাড়া দিনে ওদের আমি পারতেই দেখিনা সারাদিন ওরা টিকটিক দেখে আর ঘুমায়। পরিক্ষার দিনে পরিক্ষা দিতে যায় প্রশ্ন করলে বলে সব কিছু বই দেখে লিখতে দেয় পড়ার কোন দরকার নাই এই হলো বর্তমান শিক্ষা ব্যাবস্থা

  • @gelmanulhaque2516
    @gelmanulhaque2516 Před 5 měsíci +1

    Why do we change curriculum again and again? Is it the demand of students ?

    • @lailanaher7160
      @lailanaher7160 Před 4 měsíci

      Our ex curriculum was very bad. And this new curriculum is even worsts. As a student, I want a education system that based on learning, skills and advanced.

  • @tazmd8293
    @tazmd8293 Před 2 měsíci

    আমার দেখা যতগুলো গে দেখলাম সবগুলোর চেহারা সেইম।

  • @shahanazparvin6269
    @shahanazparvin6269 Před 5 měsíci +6

    পুরাই ফালতু সিস্টেম, পড়াশুনা করানো অর্থাৎ বাচ্চাদের পড়ার টেবিলে রাখাটায় দায়।

  • @ShortsFASBIRAHMADSAAD
    @ShortsFASBIRAHMADSAAD Před měsícem

    Apnarai sudhu valo khobor den

  • @saifulIslam-rv3kl
    @saifulIslam-rv3kl Před 4 měsíci +3

    ছাত্র-ছাত্রীদেরকে পড়ার টেবিলে বসাতে হলে লিখিত পরীক্ষার কোন বিকল্প নেই।

  • @RashedulMia-nn3gm
    @RashedulMia-nn3gm Před 2 měsíci

    Amr Ai kori kolam Kob Valo Laga💚🫶

  • @sanlearningtubebd6336
    @sanlearningtubebd6336 Před 2 měsíci

    মশিউর রহমান science background কিনা জাতির জানা দরকার।🇧🇩🇧🇩🇧🇩 India আমাদের থেকে এগিয়ে এবং পাশের দেশ, তাদের প্রশ্নপদ্ধতি আমাদের থেকে সুন্দর কিনা?🇧🇩

  • @nurulhuq9813
    @nurulhuq9813 Před 2 měsíci

    Onek student group dekhe dekhi likhe.

  • @jahidhosssin54456
    @jahidhosssin54456 Před 4 měsíci +1

    এখন কেউ মাদ্রাসার কথা বলবেন না।এখানে দয়া কইরা ধর্মীয় শিক্ষা ঢুকানোর কথা বলবেন না।স্কুল শিক্ষাকে ছোট কইরেন না আর মাদ্রাসা শিক্ষাকে বেশি priority দিবেন না।কারণ মাদ্রাসায় পড়লে দেশ প্রস্তর যুগে চলেই যাবে।আপনাদের মতো লোক তো খালি পাকিস্তানের Single National curriculum চান।যেটা নাকি স্কুলকে মাদ্রাসা বানায়ে দিবে।

  • @mkenglishacademykhan8623
    @mkenglishacademykhan8623 Před 2 měsíci +1

    অ তে অজ, অজ কি প্রচলিত শব্দ? ছাগল, ছাগ প্রচলিত। অ তে অংক,অংশ, অনেক হতে পারে।এখানে বোঝা যায়,কর্মকর্তা সাহেব,যে ভালো কথা ভালো চিন্তার আড়ালে অনরকম চলছে।

  • @kzaman5143
    @kzaman5143 Před 4 měsíci +1

    আসলে আপনি যতো বলেন না কেনো। ইউনিভার্সিটি কিন্তু পরীক্ষা পদ্ধতি ছাড়া কাউকে রিকুড করবেনা।

  • @fatemanoor4034
    @fatemanoor4034 Před 2 měsíci +1

    গ্ৰুপ ওয়ার্ক বন্ধ করেন

  • @user-yv6hn6dm3l
    @user-yv6hn6dm3l Před 2 měsíci

    পরীক্ষার মাঝে ক্লাস চলমান কেন? শিক্ষক কি পড়াবেন?

  • @Semusworld
    @Semusworld Před 2 měsíci

    টেনশনে আছি কি হবে আমার ছেলেটার আর আমার মতো লাখো মায়ের ও এই টেনশন।

  • @arshadurrahman5617
    @arshadurrahman5617 Před 2 měsíci

    তো বাড়িতে পড়ে না এটা নিয়ে কি বলবেন?৬মাসে কি একবার পড়লে হবে?

  • @arshadurrahman5617
    @arshadurrahman5617 Před 2 měsíci

    অসুস্থ শিক্ষা ব্যবস্থা

  • @nurulhuq9813
    @nurulhuq9813 Před 2 měsíci

    Sangbadik vai apnar maddome jante cai je student kicu likte para na school 60persen class present thakte pare na Tara ki babe korbe.amar cele bole baba Ami likhi Ami ja likhi bakita ta likhe tahole Amar mulayon ki baba hobe?