আনন্দপথ-১৯১ কেন অভ্যাস করবো ক্রিয়া যোগ? Why shall we practice the Kriyayoga?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • #anup_b_acharya
    #anandapath_191
    #spiritual_motivational_talks_bangla
    Mobile No. 7595852231 (17:00-18:00 & 21:30-23:00) Please call within the mentioned time.
    Why shall we practice the Kriyayoga?
    কেন অভ্যাস করবো ক্রিয়া যোগ?
    অলৌকিক ভারতবর্ষ। সুপ্রাচীন সভ্যতার দেশ এই ভারতবর্ষ। আত্মতত্ব অনুসন্ধানের জন্য বৈদিক যুগ থেকে সাধু ঋষিগণ নিরন্তর অনুসন্ধান করে এসেছেন। আজ পর্যন্ত সেই ধারা অব্যাহত। ঋষি পতঞ্জলি নির্দেশিত যোগপথ দুটি-- রাজযোগ ও ক্রিয়াযোগ। গৃহী মানুষের জন্য ক্রিয়াযোগ অনুশীলনের কথা বলা হয়েছে। কিন্তু কেন আমরা অনুশীলন করবো ক্রিয়াযোগ? এই বিষয়টাই আলোচনা করা হয়েছে এখানে। সবটা শুনে দেখুন, আশাকরি ভালো লাগবে। নমস্কার।
    Advisor-Mrs Sharmistha
    Technical Advisor--Kaushik Chattopadhya
    Camera- Sourendra Swastik Das
    Speaker- Anup B Acharya.
    Find us on the Facebook page of Anup Bhattacharya- www.facebook.com

Komentáře • 141

  • @user-ul2ry1ms5f
    @user-ul2ry1ms5f Před 7 měsíci

    হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে

  • @labonyomallick905
    @labonyomallick905 Před 2 lety +10

    আপনার কথা এই ভোগবাদী পৃথিবীতে অনেকে বুঝবেনা। কিন্তু যারা বুঝছেন তারা জানেন আপনি আপনার মূল্যবান সময় আমাদের কতটা গুরুত্বপূর্ণ সমৃদ্ধশালী করার প্রয়াস করছেন।আমার প্রনাম নেবেন!

    • @vivekanandaghoshal4690
      @vivekanandaghoshal4690 Před 2 lety

      Apnar sathe kotha bolte chai,kokhon phone korle apnar subidha hobe ektu janale khub bhalo hoy

    • @surmasengupta7070
      @surmasengupta7070 Před 2 lety

      স্তব আর স্ত্রোত্র কি পার্থক্য কি

    • @chandanballav533
      @chandanballav533 Před 2 lety

      আপনার ফোন নাম্বার পেতাম তহলে একুট কথা বলতাম যদি আপনি সমইয় দেন।

  • @chandrasen9744
    @chandrasen9744 Před 11 měsíci +1

    অপূর্ব আলোচনা শুনলাম, জীবনটা অনেক দুর এগিয়ে গেছে বলে মনে হয়।

  • @sumitanandi8842
    @sumitanandi8842 Před 2 lety +13

    কিছু জনের ভালো লাগে না।যাদের ভালো লাগে না তারা এইচ্যানেল নাই বা দেখলে ন । আপনি আপনার কাজ করে যান।

  • @mdmuziruddinbablu6580
    @mdmuziruddinbablu6580 Před 2 lety +2

    আপনার ভিডিও দেখে আমি খুব উপকৃত হয়েছি আপনার প্রতি শ্রদ্ধা রইল

  • @keyasarkar3477
    @keyasarkar3477 Před 2 lety +3

    প্রভূজি, মহৎ কর্মে সমালোচনা হবেই, আপনি আপনার মহৎ কর্মটি করে চলুন, আপনার বাণী মানুষের হৃদয়ে আশা জাগিয়ে তুলেছে, প্রণাম।

  • @nashrinferdoushi9071
    @nashrinferdoushi9071 Před 2 lety +6

    দাদা,প্রণাম জানিয়ে স্মরন করছি আপনাকে। আপনার মানব জন্ম সার্থক। ঠাকুর আপনার সকল মনস্কামনা পূর্ণ করুণ। শুভকামনায় বাংলাদেশ দেশ থেকে আপনার ছোট বোন।

  • @swapanghosh8449
    @swapanghosh8449 Před rokem +1

    বাবা সুন্দর আলোচনা ভাল লাগল ভাল থাকবেন নমস্কার

  • @ami9433480965
    @ami9433480965 Před 2 lety +2

    অসাধারণ ! ক্রিয়া যোগ অনন্য এক পথ জীবনে এ শরীরে ঈশ্বরলাভের ক্ষেত্রে বা উদ্দেশ্যে ! আপনি মহাযজ্ঞে অবতীর্ণ হয়েছেন আচার্য্য ! আপনি আপনার এই কর্মযজ্ঞে এগিয়ে যান আচার্য্য , কারুর সমালোচনা বা নিন্দাতে থামবেন না !

  • @satyajitbanerjee5390
    @satyajitbanerjee5390 Před 2 lety +3

    Amar Pronam neben.. Sottoi aponi thik bolechen.. Jai Babaji.. Jai Shree Shree Lahiri Mahasaye

  • @malatipaul9659
    @malatipaul9659 Před rokem +1

    বাবা আপনি সুন্দর একটি সহজ পথ দেখিয়ে ছেন আশির্বাদ করুন যেন এই পথ ধরে এগিয়ে যেতে পারি প্রনাম নেবেন🙏 💐🙏💐🙏💐

  • @shipra5444
    @shipra5444 Před rokem

    খুব সুন্দর কথা আপনার 🙏🙏🙏

  • @sanjibdhar854
    @sanjibdhar854 Před rokem

    Ghuub bhalo lagchhe

  • @samitmitter4920
    @samitmitter4920 Před rokem +1

    যে যাই মন্তব্য করুন না কেন আপনার শিক্ষাদান কর্মে এগিয়ে যান । খুবই প্রয়োজনীয় এইসব প্রণালী জীবন পথের এগিয়ে যাওয়াতে।

  • @prabirkumarghosh8163
    @prabirkumarghosh8163 Před rokem

    আপনার,মতো,একজন,সত,আদর্শ,মহান,মানুষকে,মোবাইলে,দেখতে,পেয়ে,আমরা,খুবই,খুশি।আপনি,আমার,প্রণাম,নিবেন।

  • @binapanibanerjee5278
    @binapanibanerjee5278 Před rokem +1

    আপনার আলোচনা খুব ভালো । আপনি এই ভালো কিছু শেখাচ্ছেন । ধন্যবাদ । 🙏🙏🙏

  • @suvasishdas7039
    @suvasishdas7039 Před rokem +1

    গুরুজী প্রণাম নিবেন, আপনার আনন্দপথের বেশ কয়েকটি পর্ব আমি দেখেছি আমার খুব ভালো লেগেছে, আমি ধর্ম সম্বন্ধে অনেক কিছুই জানি না, তবে দেরিতে হলেও আনন্দপথের কারণে অনেক কিছু শিখতে চেষ্টা করছি। মহৎ কাজে অনেক সমালোচনা আসে,তাই বলে আমাদেরকে মধুর আনন্দপথের প্রসাদ থেকে বঞ্চিত করবেন না।

  • @sachinnathmandal2553
    @sachinnathmandal2553 Před rokem

    Pronam gurudeb

  • @user-cf2xo4de2z
    @user-cf2xo4de2z Před 9 měsíci

    Joy Gurudev

  • @chandrasen9744
    @chandrasen9744 Před rokem

    খুবই সুন্দর আলোচনা, আমার প্রনাম নেবেন।

  • @Navodayanbu
    @Navodayanbu Před 10 měsíci

    Baba apnake pronam apner kotha sunle khub bhalo lage

  • @mdabdullatif4251
    @mdabdullatif4251 Před 6 měsíci

    জয়গুরু

  • @pragyabiswas1647
    @pragyabiswas1647 Před 9 měsíci

    Apnar video gulor madhyame anek upokrito hachi….
    Apnak pranam janai 🙏🙏🙏
    Ank ank dhanyobad

  • @sikhabasu398
    @sikhabasu398 Před rokem

    আমি অনেক দিন ধরে করি।ভোর চারটার সময় উঠে করি সেসময় চারদিক শান্ত থাকে।
    খুব চেষ্টা করি মনকে কূটসথে রাখতে কিন্ত মনে নানা রকম চিন্তা ও অন্য মানুষের মুখ ভেসে আসে।
    তখন খুব খারাপ লাগে মন খারাপ হয়ে যায়।
    সেসময় চেষ্টা করি যোগিরাজ কে বা রামকৃষ্ণ কে মনে করতে।
    বেশিক্ষন ধরে রাখতে পারিনা।
    খেই হারিয়ে ফেলি আবার চেষ্টা করি।

  • @shilpichatterjee9675
    @shilpichatterjee9675 Před rokem

    যারা ক্রিয়াযোগে মজেছেন, তাঁর কাছে ভক্তিযোগ তেমন গুরুত্বপূর্ণ বলে মনে করেন না।যার যেমন ভাব,তার তেমন লাভ।প্রনাম আচার্য্যদেব🙏

  • @krishnachakraborty6894

    যোগের মর্ম না বুঝলে তাদের ভালো নাও লাগতে পারে।এটি এমন একটি অভ্যাস ধীরে ধীরে আনন্দ উপভোগ করা যায়।সেই আনন্দের ব্যাখা ভাষাহীন।ব্যক্তকরলেও বোধহয় কিছু বলা অসম্পূর্ণ হয়।
    আপনার এই কথা গুলো সুন্দরকরে বলার জন্যে মন ভরে ওঠে🙏

  • @tamalika9
    @tamalika9 Před 2 lety +2

    সুন্দর একটি আলোচনা।

  • @csegggffgggf6627
    @csegggffgggf6627 Před rokem

    DANDABAT PRANAM MAHARAJEE. GO CONTINUE GOD BLESS YOU. JOYHIND JOYGURU HARE KRISHNA BANDEMATARAM.

  • @parthasharathidas4040
    @parthasharathidas4040 Před 2 lety +1

    সাধু সাধু সাধু।

  • @purnimabiswas6350
    @purnimabiswas6350 Před 2 lety

    ভীষণ ভীষণ ভালো লাগে ,আপনি আপনার মতো বলে মান। আমি অনেক দিন ধরে করি আপনার কাছ থেকে ভালো করে বুঝে নিচ্ছি।আমি আগে না জেনে করতাম

  • @user-kp7cb6hp8x
    @user-kp7cb6hp8x Před 3 měsíci

    Pronam🙏🙏

  • @sharmisthaghatak6501
    @sharmisthaghatak6501 Před 2 lety

    Joy guru khub sundor path dekhachen apni pronam apnake dada,🙏🙏

  • @bhajaharimondal2865
    @bhajaharimondal2865 Před rokem

    সুন্দর আলোচনা খুবই ভালো লাগলো আমার প্রনাম নেবেন নমস্কার 🙏🙏🙏🙏🙏

  • @Dilip-db8kf
    @Dilip-db8kf Před rokem

    Amar pronam neben kriajogi
    Kolaghat

  • @gourchandrasarkar3587
    @gourchandrasarkar3587 Před 2 lety

    Bah khub bhalo laglo

  • @namitamitra6650
    @namitamitra6650 Před 2 lety

    Khub khub bhalo laglo

  • @seemapal2376
    @seemapal2376 Před 2 lety

    asadharon lage apner kotha shunte. amake ashirbad korun kriya jog khub valo kore korte parijeno .pronam acherjodeb.

  • @nilimarao1598
    @nilimarao1598 Před 2 lety

    Apnake onek onek dhonnobad. Apni apnar bohu mullo shomoy diye amader mongoler jonne

  • @kartickpramanik4256
    @kartickpramanik4256 Před rokem

    আপনাকে আমার কোটি কোটি প্রণাম।

  • @swapansarkar5248
    @swapansarkar5248 Před rokem

    খুশি হলাম, আমি ক্রিয়া যোগ অভ্যাস করি

  • @jhilikkarmakar9160
    @jhilikkarmakar9160 Před 3 měsíci

    আমি ঝিলিক কর্মকার বাঁকুড়া জেলার সোনামুখী থেকে বলছি আমার এই ক্রিয়া যোগের কথা শুনতে খুব ভালো লাগে 😊😊 আমি খুব মন দিয়ে suni plz আংকেল আপনি আরো ভিডিও দিন আমার বাবা এই ক্রিয়া যোগ a দীক্ষিত কিন্তু দুর্ভাগ্য যে এই অমূল্য ক্রিয়া ক্রিয়া যোগ আমি আজও পাইনি, আমি কোথায় গেলে পাবো এই ক্রিয়া যোগ plz একটু বলবেন 🙏🙏🙏🙏🙏🙏🙏 আমি ব্যাকুল এই ক্রিয়া যোগ পাবার জন্য। পেলে নিজেকে খুব সৌভাগ্যবতী মনে করবো,plz বলবেন 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 জয় যোগী রাজ বাবা কবে তার দয়া হবে জানিনা 😔😔😒😒

  • @latikadatta8192
    @latikadatta8192 Před 2 lety

    ভীষন ভালো লাগল

  • @subratamisra3871
    @subratamisra3871 Před 2 lety +1

    Welcome your spiritual teaching,pranam.

  • @somdip
    @somdip Před rokem

    খুব ভালা

  • @swastika721
    @swastika721 Před rokem

    Jai guru 🙏🏻🙏🏻🙏🏻

  • @tapaseemukherjee329
    @tapaseemukherjee329 Před 2 lety +2

    Apni bolun sunchi

  • @bratatibasu7017
    @bratatibasu7017 Před 2 lety

    বহ দিন ধরে জানবার ইচ্ছা ক্রিয়াযোগ সম্বন্ধে। আজ সেই আশা পূরণ হবে মন বলছে। আমি নিজেকে ধন্য মনে করব যদি সম্যক জ্ঞান লাভ করতে পারি আপনার
    কৃপায়। শত কোটি নমস্কার।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety +1

      ধন্যবাদ আপনাকে। নমস্কার জানবেন।

  • @santoshranjandas1111
    @santoshranjandas1111 Před 2 lety +2

    Actually practicing with faith and love are the factors for achieving benefit from Kriya yuga. Therefore let us practice Kriya yuga to enjoy the results of Indian yoga and meditation. After sometime we will be surprised ourselves seeing the changes in us. We are fortunate that we are born as Hindu and owners of heritage of yogic sadhana.
    Thanks to dada for sharing the secrets of yogic Kriya for our benefits.
    Narmade Har.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety +1

      সত্যি আমরা কম মানুষই মনে রাখি রে আমরা হিন্দু। আর সেই কারণেই এক মহান ঐতিহ্যের অধিকারী। পৃথিবীর বহু দেশে ক্রিয়াযোগ প্রচার করা হয়েছে এবং বহু বিদেশি এই যোগ অনুশীলন করে চলেছেন। শুধু আমরাই এ সম্বন্ধে উদাসীন হয়ে দিন কাটাচ্ছি। ধন্যবাদ জানাই আপনাকে। নমস্কার।

    • @gauribanerjee1803
      @gauribanerjee1803 Před 2 lety

      Tha nkyoukhubsunderyoihelpme

    • @jyotilalmukherjee6629
      @jyotilalmukherjee6629 Před 2 lety

      আমার বয়স চুয়াওর। সগর ও পেশর (presur) আছে। আমি গতকাল প্রথম শুনলাম। তাই অনেক কথা মিস করেছি। যেমন নাড়িশুদধি কী আমি জানিনা। বলুন আমি কী করব? কিভাবে অনূর্ধ্ব করব। আপনাকে?
      য়ায়

  • @kakaliraha5092
    @kakaliraha5092 Před 2 lety

    Pronam Maharaj. Apnar video gulo amake anek inspire korche . Ami mon die kriya yog korte Chai. Apni asirbad korun

  • @Navodayanbu
    @Navodayanbu Před rokem

    Amake asirbad korun baba ami jeno pari❤

  • @biswajitdutta1080
    @biswajitdutta1080 Před 2 lety

    You are mostly welcome Sir, pl carry on.

  • @nashrinferdoushi9071
    @nashrinferdoushi9071 Před 2 lety +2

    প্রণাম দাদা,কতিপয় মানুষের জন্য আপনি আমাদের ভাগ্যের প্রসাদ থেকে বন্চিত করবেন না। বাংলাদেশ থেকে।

  • @probhatganguly4750
    @probhatganguly4750 Před 2 lety

    নমস্কার।খুব ভালো লাগলো।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ধন্যবাদ। নমস্কার আপনাকে।

  • @indranimitra8823
    @indranimitra8823 Před 2 lety +2

    🙏🏻🙏🏻🙏🏻

  • @pranabrudra2932
    @pranabrudra2932 Před 2 lety

    বেশ

  • @sagormoybanerjee8054
    @sagormoybanerjee8054 Před 2 lety

    Your talk is always very interesting and enchanting.

  • @antarray13
    @antarray13 Před rokem

    💜💜🙏🙏♥️♥️

  • @siprasaha4596
    @siprasaha4596 Před 2 lety

    Nomoskar sir,apnar katha sune khub khub valo laglo,amer dikha hoyeche,but kriya korte chai.ami apnar katha mato cholte try korbo

  • @subir197014
    @subir197014 Před 2 lety

    গুরুদেব প্রণাম নেবেন।

  • @niranjanroy9750
    @niranjanroy9750 Před 2 lety

    Joy Go ru

  • @krishnabhattacharya3898
    @krishnabhattacharya3898 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏

  • @amalchandrahalder5286

    , আপনার ক্রিয়া যোগ সকাল লোকের ভাল লাগবে কি করে যাদের ভগবানের উপর বিশ্বাস নাই।

  • @bibekanandabharati561
    @bibekanandabharati561 Před 2 lety

    Khub khub bhalo laglo dada. DUI belai 30 min er besi boste parchhina. Ghum bhangar moto obostha hoye jachhe. Ki je kori. Chesta korcchi.pronam neven.🙏🙏🙏🙏

  • @mukulikaganguly4071
    @mukulikaganguly4071 Před 2 lety +1

    🙏🙏🙏

  • @ontoreontoreshikkha9760

    আমার প্রণাম নিবেন গুরুদেব। আপনার ভিডিও তে দেওয়া উপদেশ অনুযায়ী আমি ক্রিয়াযোগ শুরু করলাম। আজকে দিয়ে দুইদিন হলো। অনেক শান্তি লাগে। কিন্তু এতোদিন আমি কোথাও গুরুশিক্ষা পাইনি বিধায় সজ্ঞানে কিংবা অজান্তে অনেক পাপ করেছি হয়তো। সেই পাপ থেকে কিভাবে মুক্তি পাব? ক্রিয়াযোগের ব্যখ্যা দিতে গিয়ে পতঞ্জলির দেয়া যম,নিয়ম সম্পর্কে যা কিছু বলেছেন সব পালন করার চেষ্টা করবো। গুরুজি, আপনার কৃপা চাই।

  • @saujannyaghosh
    @saujannyaghosh Před 2 lety

    বাহ বেশ বেশ ।

  • @bijaymandal8998
    @bijaymandal8998 Před 2 lety +1

    🌺🌺🌺🌺🌺🙏🙏🙏🙏🙏

  • @madhumitam5955
    @madhumitam5955 Před 2 lety +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnadasgupta667
    @krishnadasgupta667 Před 2 lety

    ক্রিয়াযোগ আর ভক্তিযোগ দুই প্রয়জন। মন লাগাতে হবে।

  • @manaskarmakar9821
    @manaskarmakar9821 Před 2 lety

    The two ways are same.Not one is slow or fast. You take tea through glass or cup -- is not matter.

  • @pritamghosh2630
    @pritamghosh2630 Před 2 lety

    Sir pranam

  • @desiboychannel9371
    @desiboychannel9371 Před rokem

    Babaji maharaj somporke bolben.

  • @dwitiamukherjee2777
    @dwitiamukherjee2777 Před 2 lety

    Jar valo lagbe se thhik valobasbe apnar katha....jar valo lage na tar na parai uchit.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ধন্যবাদ। নমস্কার জানবেন।

  • @nilimarao1598
    @nilimarao1598 Před 2 lety

    Thank you sooooo much Gurudev. You are so great that you are sparing your valuable time for us. Ami thakur ke onek dekechhi jate keu ektu amake proper dhyaner sorol rasta dekhiye debe. Amakeo doya kore apnar January month er group jekhane apni personally shikkha deben shekhane add kore amar adhyamik jibon ta ke unnoto korte shahajjo Korbel. Aamar bhokti purno pronam neben Gurudeb.

  • @PankajKumar-es5bq
    @PankajKumar-es5bq Před 2 lety +1

    এর থেকে আর কিভাবে বোঝা নো সম্ভব কাউকে,,,,! একেবারে মর্মস্পর্শী

  • @malinabiswas3479
    @malinabiswas3479 Před 2 lety

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💖💖💖💖💖💖💖💖💖💖

  • @ratankumarsarkar9335
    @ratankumarsarkar9335 Před 2 lety

    Upakari khabar dabar sadharanata teto hey

  • @goutamchowdhury4550
    @goutamchowdhury4550 Před 2 lety +1

    আপনি আপনার মত বোলে জান, যার ভালো লাগবেনা সে দেখবে না, আমরা, যাদের ভালো লাগে তারা কেনো বঞ্ছিত হব।

  • @akhilmondal4895
    @akhilmondal4895 Před 2 lety

    প্রণাম নেবেন।এই ক্রিয়া যোগ নিয়মিত অভ্যাস করলে কি শরীরের গ্রন্থি কোষ ইত্যাদি পুনর্জীবন লাভ করে বা উন্নতি হয়? একটু জানাবেন।নমস্কার।

  • @somdatta5412
    @somdatta5412 Před 2 lety

    Pronam. Kriya jog abhyash korte gele ki niramish shudhu khete habe.
    Amra Shani, mangal r brihoshpotibar niramish khai.
    Purnima te maida

  • @sontupal5689
    @sontupal5689 Před rokem

    কোন আসন এবং কোন মুদ্রায় ক্রিয়া অভ্যাস করবো জানাবেন। গুরুজি আপনি কোন আসনে এবং মুদ্রায় ক্রিয়া অভ্যাস করেন জানালে মনটা হালকা হতো।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před rokem

      নিজের প্রয়োজনে ফোন করবেন।

  • @prabirkumarghosh8163
    @prabirkumarghosh8163 Před rokem

    ক্রিয়া,যোগ,ও,ধ্যান,পার্থক্য,কি,বলিলে,খুশি,হবো।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před rokem

      অন্য ভিডিওতে বলা হয়েছে।রাজযোগ প্লে লিস্টে ভিডিওগুলি পাওয়া যাবে।

  • @biswanathbera8216
    @biswanathbera8216 Před 2 lety +1

    নমস্কার,আমি আপনার সাক্ষাত প্রার্থী !কিভাবে সম্ভব,জানলে খুশি হব ।🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      Ph. No. 7980680089- বিকেলে ফোন করে যোগাযোগ করতে পারেন।

  • @soumendukundu2866
    @soumendukundu2866 Před 2 lety

    Doya kore kriya yog korar aage naari suddhikoron prokriya ektu bolben

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ১৮৮ পর্ব দেখে নিন, বলা আছে।

  • @subhasischakrabarty4480

    Sir apnar phone sob somay bondho bolchhe .Contact korte parchhi na.

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před rokem

      উল্লেখিত সময়ে ফোন করবেন, তাহলে পাবেন।

  • @priyankadhar6276
    @priyankadhar6276 Před 2 lety

    Spondylitis thakle ki bhabe bosbo jodi ektu bolen kub upokar hoy. 🙏

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      আপনি ফোন করে যোগাযোগ করুন।

  • @bubunchatterjee8951
    @bubunchatterjee8951 Před rokem

    Kriya yoge a kothay kivabe Diksha labh korbo please aktu bolben

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před rokem +1

      ১৮২ থেকে ১৯১ পর্ব দেখে ফোনে যোগাযোগ করবেন।

    • @bubunchatterjee8951
      @bubunchatterjee8951 Před rokem

      @@anupbacharya5711 thanks a lot

  • @user-wu9gw9ks2o
    @user-wu9gw9ks2o Před 11 měsíci

    আমি কিভাবে আপনার সাথে যোগাযোগ করবো।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 11 měsíci

      Description boxএ ফোন নম্বর দেওয়া আছে।

  • @asimanandamaharaj674
    @asimanandamaharaj674 Před 2 lety

    Apner ph. No. Daya kore pathie deben? Kono proyjan hole katha bolbo.

  • @ramkrishnaparua2911
    @ramkrishnaparua2911 Před 2 lety

    এই যোগ চলাকালীন হৃদয়ে প্রিয় মূর্তি রেখে ধ্যান করা যাবে কিনা জানাবেন।কারন এইটি অভ্যাসে আছে। নমস্কার নেবেন।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      কোন অসুবিধা নেই। ইষ্ট দেব দেবীর ধ্যান সর্বদাই উপকারী ও সহায়ক।

  • @rajadas5825
    @rajadas5825 Před 2 lety

    গান বাজনাও তো একপ্রকার সাধনা এর দ্বারা কি ঈশ্বরের কাছে পৌঁছানো যায়?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      অবশ্যই রায়। রামপ্রসাদ তো গানেই সিদ্ধ!

  • @shampadas1992
    @shampadas1992 Před 2 lety

    প্রনাম নেবেন আমার ,🙏 আমি অমরকন্ঠক অনেকবার গিয়েছি , বর্তমানে গুরু আমার দেহে নেই । আমি ক্রিয়া র জন্য সদ গুরু বা তিনি এই সম্পর্কে বলবেন । আমি এই ভিডিও গুলো দেখে উপকৃত হচ্ছি । কি ভাবে যোগাযোগকরব দয়া করে বলুন ।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ধন্যবাদ আপনাকে। ২২১ পর্বের description box দেখুন।

  • @tapasdas8271
    @tapasdas8271 Před 2 lety

    Pranam niben.
    Apnar addres ta deben please.

  • @mandiradas460
    @mandiradas460 Před 2 lety

    ক্রীয়াযোগ কী? একটু ভালো করে বুঝিয়ে দিন।যাতে আমি অভ্যাস করতে পারি।

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ১৮২ থেকে ১৯১ পর্ব পর্যন্ত ক্রিয়া যোগের বিষয়ে আলোচনা করা হয়েছে। শুনে দেখুন।

  • @indranichakraborti4169

    গুরু কৃপা না হলে কী ক্রিয়া যোগ করা যায়না ?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      গুরুকৃপা ছাড়া বিদ্যাশিক্ষা, গান, খেলা- কিছুই কি করা যায়?

  • @chandankar1692
    @chandankar1692 Před 2 lety

    আপনার ফোন নম্বর কোথায় পাবো? আপনি তো ফোনে যোগাযোগ করতে বললেন, কিন্তু কি করে করবো ?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ২০০/২১০/২২০/২২৫/২৩০/২৩৫/২৪০/২৪৫- সবকটি পর্বের description boxএ ফোন নম্বর ও কথা বলার সময় দেওয়া আছে। দেখে নিন।

    • @chandankar1692
      @chandankar1692 Před 2 lety

      @@anupbacharya5711 অনেক ধন‍্যবাদ

  • @catquick2302
    @catquick2302 Před 2 lety

    আমি ক্রিয়াযোগের দীক্ষা নিতে চাই!আপনি কি ক্রিয়াযোগের দীক্ষা দেন?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      আপনি পর্ব- ১৯০ দেখেছেন কি? ঐ পর্বে ক্রিয়া যোগ অভ্যাসের/অনুশীলনের পদ্ধতি পূর্ণভাবে আলোচনা করা হয়েছে। যদি না দেখে থাকেন তো ঐ পর্বটা আগে দেখুন। দেখা থাকলে সেটা জানান। তারপর নিশ্চয় সব জানাবো। নমস্কার।

    • @catquick2302
      @catquick2302 Před 2 lety

      @@anupbacharya5711 হ্যাঁ দেখেছি! এটা হংস সাধনা বলে মনে হয়!

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      মাফ করবেন। এই ক্রিয়া হংস় ক্রিয়া নয়। সহজ সরল এক ক্রিয়া, সর্ব সাধারণের অভ্যাসের জন্য। নমস্কার।

  • @biswajitbhunia9493
    @biswajitbhunia9493 Před 2 lety

    গুরু ছাড়া কি ক্রিয়াযোগ করতে পারি?

    • @anupbacharya5711
      @anupbacharya5711  Před 2 lety

      ১৯১ পর্বে বর্ণিত ক্রিয়াটি সর্ব সাধারণের জন্য। তাই এরজন্য প্রত্যক্ষ গুরু বা দীক্ষার দরকার নেই।

  • @sujatadas7039
    @sujatadas7039 Před 2 lety

    🙏🙏🙏🙏

    • @sumitabhowmick9206
      @sumitabhowmick9206 Před 2 lety +1

      Asadharon alochona. Cheshta korbo mene cholar. Kotodur parbo jani na.tobe cheshtar truti hobe na.