ঢাকা থেকে যেভাবে গেলাম নারায়ণগঞ্জ, পানাম নগর | সোনারগাঁও, নারায়ণগঞ্জ

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2024
  • ঢাকা থেকে যেভাবে যাবেন সোনারগাঁও জাদুঘর | সোনারগাঁও জাদুঘর | পানাম নগর | নারায়ণগঞ্জ
    এই ভিডিও তে আমি দেখানোর চেষ্টা করেছি, আপনি কিভাবে ঢাকা থেকে সোনারগাঁও জাদুঘর এবং পানাম নগর দেখতে যাবেন।
    আমি যেহেতু উত্তরা থেকে যাচ্ছি, প্রথমে আমি গাজীপুর পরিবহন এ করে গুলিস্তান গিয়েছি।ভাড়া
    জনপ্রতি ৫০ টাকা।
    গুলিস্তান গোলাপশাহ মাজারের সামনে থেকে কিছুক্ষণ হেটে আমি ভাসানী স্টেডিয়াম এর সামনে আসলাম। আপনি চাইলে রিক্সা নিতে পারবেন।
    ওখান থেকে দোয়েল অথবা স্বদেশ পরিবহণ এ করে নারায়ণগঞ্জ যাওয়া যায়।ভাড়া ৬৫ টাকা।
    নারায়ণগঞ্জ গিয়ে মোগরাপাড়া বাসস্টেন নামবেন।ওখান থেকে অটোরিকশা নিয়ে যেতে পারবেন সোনারগাঁও জাদুঘর অথবা পানাম নগর। দুইটা একি রাস্তায় এবং খুব কাছাকাছি অবস্থিত।ভাড়া জনপ্রতি ১০ টাকা।
    #নারায়ণগঞ্জ জেলা
    নারায়ণগঞ্জ জেলা বাংলাদেশের মধ্যাঞ্চলের #ঢাকা বিভাগের একটি জেলা। অত্যন্ত প্রাচীন এবং প্রসিদ্ধ #সোনারগাঁও এ জেলার অন্তর্গত। শীতলক্ষ্যা নদীর পাড়ে অবস্থিত নারায়ণগঞ্জ নদীবন্দর একটি বিখ্যাত নদীবন্দর। ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জকে জেলা হিসেবে ঘোষণা করা হয় যা ৫টি উপজেলা নিয়ে গঠিত। সেগুলো হল নারায়ণগঞ্জ সদর, বন্দর, আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও
    #নারায়ণগঞ্জ_নামকরণ - ১৭৬৬ সালে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় নেতা বিকন লাল পান্ডে, যিনি বেণুর ঠাকুর বা লক্ষী নারায়ণ ঠাকুর নামে অধিক পরিচিত ছিলেন। তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানির নিকট থেকে এ অঞ্চল অধীনে নিয়েছিলেন। তিনি প্রভু নারায়ণের সেবার ব্যয়ভার বহনের জন্য একটি উইলের মাধ্যমে শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত মার্কেটকে দেবোত্তর সম্পতি হিসেবে ঘোষণা করেন। তাই পরবর্তীকালে এ স্থানের নাম হয় নারায়ণগঞ্জ।
    #নারায়ণগঞ্জ কে প্রাচ্যের ডান্ডি বলা হয় কেন?
    সড়ক, ট্রেন ও স্টিমার সার্ভিস সম্বলিত উন্নত যোগাযোগ ব্যবস্থা নারায়ণগঞ্জ নগরকে #পাট ব্যবসার জন্য বিখ্যাত করে তোলে। এ জন্য নারায়ণগঞ্জ বিশ্বময় “#প্রাচ্যের_ডান্ডি” (Dundee of the East) হিসেবে পরিচিত হয়ে ওঠে। ( #ডান্ডি মূলত #ইউরোপের #স্কটল্যান্ডে অবস্থিত একটি বিখ্যাত বাণিজ্যিক বন্দর নগরী।) এই নগরেই ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয় বিশ্বের সবচেয়ে বড় পাটকল #আদমজী পাটকল"।
    #নারায়ণগঞ্জ জেলার ইতিহাস - সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর মধ্যভাগ পর্যন্ত নারায়ণগঞ্জ নামের কোনো নগরীর অস্তিত্ব প্রাচীন বাংলার মানচিত্রে পাওয়া যায় না। নারায়ণগঞ্জ নামকরণের পূর্বে সোনারগাঁ ছিল প্রাচীন বাংলার রাজধানী। মুসলিম আমলের সোনারগাঁ নামের উদ্ভব প্রাচীন #সুবর্ণগ্রামকে কেন্দ্র করেই।
    #নারায়ণগঞ্জ জেলার আয়তন - এর জেলা উত্তরে #নরসিংদী জেলা, #গাজীপুর জেলা এবং দক্ষিণে #মুন্সীগঞ্জ জেলা, পূর্বে #ব্রাহ্মণবাড়িয়া জেলা ও #কুমিল্লা জেলা, পশ্চিমে #ঢাকা। #নারায়ণগঞ্জ জেলার মোট আয়তন ৬৮৪.৩৫ বর্গ কিলোমিটার।
    #নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থানসমূহ -
    #বন্দর উপজেলা - মেরি এন্ডারসন, কদম রাসুল, বন্দর শাহী মসজিদ, হাজীবাবা সালের মাজার, সোনাকান্দা দুর্গ, সিরাজ শাহ্‌র আস্তানা, ফুলের গ্রাম সাবদি (সাবদি পার্ক), বন্দর নৌকা ঘাট, ইত্যাদি।
    #সোনারগাঁও উপজেলা - লোক ও কারুশিল্প জাদুঘর (বড় সরদার বাড়ি, ঈশা খাঁর বাড়ি), পানাম নগর, বাংলার তাজমহল, মায়াদ্বীপ, গিয়াসউদ্দিন আজম শাহ্‌র সমাধি,গোয়ালদি মসজিদ, জ্যোতি বসুর বাড়ি, কাইকারটেক হাট, ইত্যাদি।
    #আড়াইহাজার উপজেলা - সাতগ্রাম জমিদার বাড়ি, বালিয়াপারা জমিদার বাড়ি, জমিদার আমলের আম্বিকা কুটির, বিশনন্দী ফেরিঘাট,বান্টি বাজার ইত্যাদি।
    #রুপগঞ্জ উপজেলা - জিন্দা পার্ক, মুড়াপারা জমিদার বাড়ি, শাপলা বিল, জলসিড়ি সেন্টাল পার্ক, ইত্যাদি।
    #সদর_উপজেলা - বোস কেবিন, শেখ রাসেল পার্ক, হাজীগঞ্জ দুর্গ, বিবি মরিয়মের মসাধি (হাজীগঞ্জ), ইত্যাদি।
    #নারায়ণগঞ্জ জেলার যেসব দর্শনীয় স্থানসমূহ আমি ভ্রমণ করেছি তার ভিডিও পাবেন আমার ইউটিউব চ্যানেল "Traveling With Tushar Emran Khan" এর মধ্যে। নারায়ণগঞ্জ জেলার সকল দর্শনীয় স্থাল দেখার জন্য আমার চ্যানেল থেকে ঘুুরে আসতে পারেন। চ্যানেল লিংক - / @travelingwithtusharim...
    #ভিডিও_লিংক -
    1. #বাংলার_তাজমহল - • বাংলার তাজমহল। Banglar...
    2. #জিন্দা_পার্ক - • জিন্দা পার্ক 💝 প্রকৃতি...
    3. #মায়াদ্বীপ - • মায়াদ্বীপ। মেঘনার বুকে...
    4. #পানাম_নগর - • মায়াদ্বীপ। মেঘনার বুকে...
    5. #লোক_ও_কারুশিল্প_জাদুঘর - • ঈশা খাঁর রাজবাড়ি, লোক ...
    6. #সোনাকান্দা_দুর্গ - • মৌসুমের সর্বোচ্চ তাপমা... ইত্যাদি।
    #ঢাকা থেকে কিভাবে #নারায়ণগঞ্জ ঘুরতে যাবেন জানতে ছাইলে আমার এই ভিডিও ঘুলি দেখতে পারেন।
    1. #জিন্দা_পার্ক কিভাবে যাবেন - • ঢাকা থেকে কিভাবে যাবেন...
    2. #বাংলার_তাজমহল কিভাবে যাবেন - • ঢাকা থেকে কিভাবে যাবেন...
    3. #লোক_ও_কারুশিল্প_জাদুঘর, #পানাম_নগর,#মায়াদ্বীপ কিভাবে যাবেন - • ঢাকা থেকে যেভাবে গেলাম...
    4. যেভাবে গেলাম #বন্দর_উপজেলা (এক দিনে ঘুবে দেখলাম সকল দর্শনীয় স্থান) - • ঢাকা থেকে কিভাবে যাবেন...
    ♥️♥️ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ♥️♥️ আমার ভিডিও গুলো ভালো লাগলে আপনার বন্ধুবান্ধব এবং আত্মীয়-স্বজনের সাথে শেয়ার করতে পারেন।
    ♥দয়াকরে চ্যানেল টি সাবস্ক্রাইব করবেন। ♥️
    মুরাপাড়া জমিদার বাড়ির সৌন্দর্য্য ও ঘটনাবহুল ইতিহাস - Murapara Jamidar Bari
    ঐতিহাসিক মুরাপাড়া জমিদার বাড়ি ভ্রমণ। Murapara Jamidar Bari, Rupganj Narayanganj |
    সাইকেল নিয়ে ঐতিহাসিক মুরাপাড়া জমিদার ভ্রমণ 🚲Murapara Jamidar bari🏛️
    সরকারি মুুড়াপাড়া কলেজ ও বিশ্ববিদ্যালয়। Government Murapara University College.
    রুপগঞ্জের ইতিহাস ও ঐতিহ্য, নারায়ণগঞ্জ। History and tradition of Rupganj, Narayanganj

Komentáře • 5