ওয়ারিশি সম্পত্তি বন্টননামা,বাটোয়ারা দলিল না করে জমি ক্রয়/বিক্রয় করা যাবে কি | joint property

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • ওয়ারিশি সম্পত্তি বন্টন দলিল ছাড়া বিক্রি করা যাবে কি? বন্টননামা দলিল ছাড়া জমি ক্রয় করা যাবে কি? বাটোয়ারা দলিল ছাড়া জমি ক্রয় করা যাবে কি? বন্টন ছাড়া জমি বিক্রি করা যাবে কি? যৌথ সম্পত্তি বন্টন দলিল ছাড়া ক্রয় করা যাবে কি? ওয়ারিসি সম্পত্তি দলিল করার নিয়ম। ওয়ারিশ সম্পত্তি খারিজ ছাড়া ক্রয় করা যাবে কি? ইত্যাদি বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হয়েছে।
    #জমিক্রয়বিক্রয়
    #জমি_বিক্রয়

Komentáře • 49

  • @mdkhirulislam1072
    @mdkhirulislam1072 Před 3 měsíci

    আগে পেখে গেলে, সে ফল ভালো আসা করা যায় না,,, আসলে যে এই lad এর বিষয় টা যে যত আগিয়ে দেখতে গেছে সে আজ। এই বিডিওটা সরন করে দিল আমার মনে হয়।

  • @user-pm1ii4vh6r
    @user-pm1ii4vh6r Před 10 měsíci +2

    আমার দাদা এস এ রেকর্ডের মালিক 173 শতাংশ এক দাগে রেখে ইন্তেকাল করেন পাঁচ ছেলে দুই মেয়ে আমার ৩ চাচা ৫ ব্যক্তির কাছে জমি বিক্রি করেছেন বাটোয়ারা দলিল না করে আর এস রেকর্ডে আমার বাড়ি সহ দুটি দাগ হয়ে গেছে এখন আমার চাচার দলিল গ্রহীতা আমার বাড়িতে সম্পত্তি দাবি করছেন তারা কি নিতে পারবেন সর্ব মোট 11 জন ব্যক্তির নামে আর এস খতিয়ান হয়েছে

  • @shulthan_shuvo
    @shulthan_shuvo Před 6 měsíci

    বন্টন দলিল না করে হেবার ঘোষণা দলিলের মাধ্যমে একেকজন একেক দাগে নিয়েছে, আট জন ওয়ারিশের মধ্যে একজন কে বাদ দিয়ে+ তার হিস্যা অনুযায়ী অংশ বাদ রেখে দিয়েছে।

  • @easilylearningenglish779
    @easilylearningenglish779 Před 6 měsíci

    ৫৬ রেকড এর আগে /৭০ বছর আগে লিখিত ছাড়া ভাগ হয়েছে।
    অনেক জমি বিক্রি হয়ে গেছে।
    বাড়ী বাড়ী আলাদা হয়ে গেছে।
    অনেকও মারা গেছে।
    এখন বংশের একজন হিংসা থেকে মামলা করে দিছে
    এখানে কি আদালত বন্টন করে দিবে? না আগের মতোই থাকবে??

  • @mdjobireblog
    @mdjobireblog Před 9 měsíci

    আসসালামু আলাইকুম ভাই কেউ যদি ওয়ারিশ সুত্রে জায়গা পেয়ে থাকলে সেইটা বিক্রি করার সময় কি ঐ ওয়ারিশ এর নাম উল্লেখযোগ্য করতে হবে

  • @tawshifhasan2363
    @tawshifhasan2363 Před 10 měsíci

    বন্টন দলিল করা নেই। দাদার মৃত্যুর পর সবার নামে নামজারি হয়েছে জমির পরিমান সহ। এখন আমার বাবা তার জমিটি estate কম্পানিতে দিতে চায়। চাচা ফুফু বিদেশে থাকে। এখন এ বিষয়ে কোন সমস্যা হবে কিনা? যেহেতু কোন ট্রেসম্যাপ হয় নি

  • @faruquemohammadjahangir141
    @faruquemohammadjahangir141 Před 9 měsíci

    ধন্যবাদ

  • @user-rl9pq6ox9x
    @user-rl9pq6ox9x Před 6 měsíci

    ভাই সম্পত্তি মালিক সাতজন এখন আমি যে পরিমাণ আংস পাব নামজারি করতে পারব কিনা

  • @azizulhossain337
    @azizulhossain337 Před 9 měsíci

    আমার যৌথ খতিয়ানে সম্পত্তি, অন্য সবাই এক দাগ করে নিয়ে নামজারি করে ফেলেছে,কিন্তু আমি নামজারি করতে গিয়েছিলাম,ভূমি অফিস থেকে নামজারি করতে দেয় নাই, বলে তোমার সব দাগে থেকে নিতে হবে, সব দাগ থেকে নিবো কিভাবে, এক দাগ রেখে সবাই বাকি গুলা নামজারি করে নিয়েছে, এখন আমার করনীয় কি একটু জানালে উপকৃত হতাম।

  • @user-fg9jn3ep7w
    @user-fg9jn3ep7w Před 5 měsíci

    ভাই, পিতার মৃত্যুর পর ৩ ভাই ২ বোন ওয়ারিশ হিসেবে ১২ বিঘা জমি পেয়েছে ১৩টা দাগে। ৫ জনের নামে খারিজ করা হয়েছে এবং ওয়ারিশ সনদ বের করা হয়েছে। কিন্তু এখন বন্টননামা দলিল করতে চাইলেও ৫ জনের মধ্যে দুই ভাই বন্টননামা দলিল করতে চায় না। এখন এক বোন দাগে দাগে জমি নিয়ে বিক্রি করতে চাইলে প্রতিটি দাগের কোন পাশ (উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম) থেকে জমি নিবে? এই ১৩টা দাগের কোন দিক থেকে জমি নিয়ে বিক্রি করতে পারবে একটু জানাবেন প্লিজ।

  • @user-qw1ou6pk4z
    @user-qw1ou6pk4z Před 7 měsíci

    সার হিসসা অনুসারে এক দাগে আমার বাবা 72 পয়েন্ট জায়গা পাইছে কিন্তূ আমার বাবা সরল সোজা ছিল তার বোন আমার বাবার কাছ থেকে তিন শতক জায়গা লিখে নিছে 1979 তারা খারিজ করেনি 2024 সালে আসছে খারিজ করার জন্য তাদের দলিল টিকবে কি দয়া করে জানাবেন

  • @user-hg6jq1pb7m
    @user-hg6jq1pb7m Před 7 měsíci

    দাদার জমির বাপ চাচা তিন ভাই 3 অংশ বন্টন করে বাটোয়ারা কাগজ এলাকার মুরুব্বিদের সাক্ষরিত কাগজ থাকলে কি জমির মালিক ওউয়আ জাবে।

  • @user-rp4dp5eg1q
    @user-rp4dp5eg1q Před 3 měsíci

    জমি বিক্রেতা ওয়ারিশান সনদ দেয় না 23 বছর যাবদ কি করনিয় ৷

  • @hasanmohammed7420
    @hasanmohammed7420 Před 10 měsíci

    আসসালামু আলাইকুম।ভাই আমরা R S মুলে চার আনা জায়গার মালিক কিন্তু P S মুলে আমাদের রেকড় না থাকায় আমাদেরকে আমাদের অন্য শরিকরা জায়গা দিচ্ছে না এমত অবস্থায় আমরা কি জায়গা পাব?জানাবেন।

  • @Shuaib-uf7gr
    @Shuaib-uf7gr Před 4 měsíci

    শ্রদ্ধেয় ভাই, গাজীপুরে আমি ৬৬ শতাংশের একটি জমি ক্রয় করি, বহু বছর পর জমিটি খারিজ করা হয় যে দাগ নাম্বার হতে, সেই দাগে মোট জমির পরিমাণ প্রায় ১০০ শতাংশ, সেই দাগের অবশিষ্ট জমি যাহাদের নামে আছে, আমি তাহাদের চিনিনা, এখন সেই দাগ নাম্বারের লোকেশন আমি কিভাবে বাহির করিব এবং জমির সীমানা নির্ধারণ কিংবা বাটোয়ারা কিভাবে করিব, আমাকে সহজ সমাধান প্রদান করিলে কৃতজ্ঞ থাকিব।

  • @shahjalalsabuz8610
    @shahjalalsabuz8610 Před 7 měsíci

    পিছনের পর্দা সরিয়ে দিলে সম্পূর্ণ সাদা background হবে, দেখতে ভালো লাগবে

    • @EASYWAYOFLAW
      @EASYWAYOFLAW  Před 7 měsíci

      ধন্যবাদ ♥️। এসব ভিডিও মিডিও করতে আর ভালো লাগে না। যা হয় হোক। যেমন হয় হোক

  • @mdkhirulislam1072
    @mdkhirulislam1072 Před 3 měsíci

  • @AliReza-xk7if
    @AliReza-xk7if Před měsícem

    ভাইয়া আপনি কোথায় বসেন?

  • @KajalHalder-jj6ye
    @KajalHalder-jj6ye Před 2 měsíci

    দাদার সম্পত্তি 4জন ওয়ারিশ আছে কি ভাবে বণ্টন করব

  • @mohammaddoliluddin1694
    @mohammaddoliluddin1694 Před 7 měsíci

    আমার বসত বাড়ি ছয় ভাই তিন বোন ওয়ারিস এক ভাই তার অংশ বাইরের একজনকে বিক্রি কিরে দিছে কাউকে না জানিয়ে ক্রেতা দলিল করেছে খারিজ করেছে কিভাবে আমি এই বাড়িতে থাকি না বন্টন আছে না খারিজ আছে না চোহদ্দি আছে এই দাগে আবার বাবার ১১ বাকি নানার সিএসএসএ মোট্ ৩৪ ভাগ বাটয়ারা নাই কিন্তূ কিনে ঠুকে গেছে আমি কি করবো জানাবেন

  • @user-xb5eq5gf8h
    @user-xb5eq5gf8h Před 10 měsíci

    ভাই আমি পেনশানের বি এস রেকর্ড আমি সহ আমার ভাইদের নামে রেকড হয়েছে িকনতু তাহারা কোন বনটননামা করে দেয় না। আমি কি আমার অংশ কি নামজারি করব কি ভাবে।

  • @chittagongfarmcf9969
    @chittagongfarmcf9969 Před 9 měsíci

    ওয়ারিশিন সম্পত্তিতে পাশাপাশি কয়েক দাগ হলে একেক জন একেক দাগে দখল নিলে বন্টন নামা করতে হবে কি না??

    • @EASYWAYOFLAW
      @EASYWAYOFLAW  Před 9 měsíci

      হ্যাঁ অবশ্যই বন্টন দলিল করে নেন।

  • @hmiqbalhossain2132
    @hmiqbalhossain2132 Před 10 měsíci

    আমার মার নামে সম্পত্তি আছে আর এস রেকর্ড আর এস রেকর্ডে নাম আছে আমার আমার মামাতো জোর দখল করে খাচ্ছে রেকর্ড করে খাচ্ছে সেই সম্পত্তি কিভাবে একটু পরামর্শ দিলে কৃতজ্ঞ উপকার

  • @fgvb3908
    @fgvb3908 Před 7 měsíci

    আমি যার কাছ থেকে জমি ক্রয় করছি তার ওয়ারিশ সম্পত্তি তিনি দাগে দাগে বিক্রি করেছে নামজারি করে বাটোয়ারা মামলা করলে আমার দলিল টিকবে কি

    • @fgvb3908
      @fgvb3908 Před 7 měsíci

      কমেন্ট জানা বেন

  • @shulthan_shuvo
    @shulthan_shuvo Před 10 měsíci

    পত্যয়ন পত্র দিয়ে কি দলিল করতে হবে? আর নানা নানীর সম্পত্তি কি ওয়ারিশ সূত্রে দলিল করা যাবে? আর এটা কি দলিল করতে হবে

    • @EASYWAYOFLAW
      @EASYWAYOFLAW  Před 10 měsíci

      যাবে। এ বিষয়ে আরো খোলামেলা বিস্তারিত আলোচনা করতে আপনার এলাকার দলিল লেখক এর সাথে পরামর্শ করুন। সহযোগিতা নিন

  • @hossainarman7172
    @hossainarman7172 Před 9 měsíci

    জমির দলিল আমার বাবার নামে বাবা মারা গেছে আমরা চার ভাই সবাই চাই জমিটা বিক্রি করতে,বিক্রি করতে পারবো কি

  • @abdussatter9525
    @abdussatter9525 Před 10 měsíci

    দলিল ছাড়া বাবার জমি চার ভাই মুখে মুখে বাটোয়ারা করে খেতাম। কিছু পর বড় ভাই এর অংশের ৩০ শতাংশ জমি আমি কিনেছি কিন্তু খারিজ করতে পারছিনা সমাধান কি?

    • @EASYWAYOFLAW
      @EASYWAYOFLAW  Před 10 měsíci

      অন্য ওয়ারিশদের সাথে এওয়াজ বদল দলিল করেন নেন।

  • @Awesome__Meee
    @Awesome__Meee Před 5 měsíci

    বন্টন দলিল রেজি: নাই জ্কিব্তু নোটারী করা থাকলে

  • @md.rasedul3904
    @md.rasedul3904 Před 10 měsíci

    আমার আব্বা জমি ক্রয় করেছে শুধুমাত্র খারিজ হয়েছে এখন বাবা মারা গেছে এখন আমরা ভাই গুলি জমিটা বিক্রয় আর কিছু কাজ করা লাগবে কিনা।

    • @EASYWAYOFLAW
      @EASYWAYOFLAW  Před 10 měsíci

      বাবা মারা গেছে বাবার সম্পত্তি অবশ্যই আপনারা কে কোন পাশে কতটুকু জানি ভোগ দখল করবেন সেটার একটা বন্টন দলিল রেজিস্ট্রি করে নিবেন। ওয়ারিশিয়ান সনদ দিয়ে আপনারা জমিটা বিক্রি করতে পারবেন।

  • @SORNAROCKYVIDEOS
    @SORNAROCKYVIDEOS Před 9 měsíci

    বাবা মারা গিয়েছে কিন্তু সম্পত্তি এখনো বাবার নামেই বন্টন নামা হয় নি। ওয়ারিস আছে মা আর তার দুই ছেলে দুই মেয়ে। এক ছেলে আর এক মেয়ে বন্টন করে দিবে না। এতে করে মা আর অন্য এক ছেলে আর এক মেয়ে কি তাদের অংশ হিসাব করে বের করে নিয়ে বিক্রি করতে পারবে?

    • @sohojsotterpoth
      @sohojsotterpoth Před 9 měsíci +1

      পিতা কয়জন ওয়ারিস রেখে মারা গেলেন সেটার একটা অরিশিয়ান সনদ চেয়ারম্যানের থেকে নিয়ে এবং পিতা কোন কোন জমির মালিক সেসব জমির কাগজপত্র নিয়ে আপনি অনলাইনে অথবা ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নামজারীর জন্য আবেদন করেন। নামজারি হয়ে গেলে সেই নামজারি মোতাবেক আপনার জমিটা বিক্রি করতে পারবেন।

    • @juealgoala4968
      @juealgoala4968 Před 9 měsíci

      আমার বাবা-কাকা- রা তিন ভাই, তাদের বাটোয়ারা করা হয়েছে, বাটোয়ারা দলিল করা হয়নি, এখন আমার বাবা কিছু জমি বিক্রি করতে চান, নতুন ভূমি আইনে বিক্রিত জমিটির রেজিস্ট্রি করা যাবে কি না,জানাবেন

  • @shahalamfakir9267
    @shahalamfakir9267 Před 8 měsíci

    আমার ভাই বন্টন নামা দলিল করতে চায় না

  • @sabujmetya8529
    @sabujmetya8529 Před 10 měsíci

    সবাই দাগ দাগে না নিয়ে ek এক জন পুরো দাগ বিক্রি করলো আপোশ বন্টন দলিল ছাড়া.5 জন এর 5 জন ই বিক্রি করলো.50 yr আগে সবাই মৃত বর্তমানে.
    কেউ এক জন চালাকি করে আপস বিক্রি করে ও অন্য দাগ বিক্রি করলো
    যাকে বিক্রি করেছিলো সে কি এখন জাইগা পাবে 2022 a বলছে

    • @sabujmetya8529
      @sabujmetya8529 Před 10 měsíci

      এখন দাবি করছে. বাইরের লোক। যাকে বিক্রি করে ছিল. কিন্তু আপোষ এ তো আগেই বিক্রি হয়ে গিয়েছে ওই দাগ

    • @sabujmetya8529
      @sabujmetya8529 Před 10 měsíci

      তার সই আছে।1965 এর দলিল এ। তার পরেও দলিল করে গেলো

  • @user-wo5qk1uk6u
    @user-wo5qk1uk6u Před 3 měsíci

    স্যার আপনার নম্বর টা দিয়েন প্লিজ, জমিজমা বিষয় কথা বলতাম

    • @EASYWAYOFLAW
      @EASYWAYOFLAW  Před 3 měsíci

      চ্যানেল ডেসক্রিপশনে whatsapp নাম্বার দেয়া আছে

  • @user-li5xy7gq8c
    @user-li5xy7gq8c Před 7 měsíci

    ভাই আপনার৷ নাম্বার বা ওয়াসআপ চাই

    • @EASYWAYOFLAW
      @EASYWAYOFLAW  Před 7 měsíci

      চ্যানেল ডেসক্রিপশনে whatsapp নাম্বার দেয়া আছে।