ভোক্তা অধিকারকে দেখে তরিঘরি লিখলো চার্জার ফ্যান নেই, অন্যরা পালালো | Daily Issues | Vokta odhikar

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2023
  • #daily_issues #vokta_odhikar #চার্জারফ্যান
    অতিরিক্ত গরমে অতিষ্ঠ জনজীবন। এর মাঝে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হিসেবে দেখা দিয়েছে লোডশেডিং। জীবনে কিছুটা স্বস্তি পেতে চার্জার ফ্যানের খোঁজে রাজধানীসহ সারাদেশের দোকানগুলোতে ভিড় করছেন মানুষ। সেখানেও শান্তি নেই। চার্জার ফ্যানের দাম বাড়িয়ে ভোক্তাদের গলা কাটছে সুযোগ সন্ধানী ব্যবসায়ীরা।
    পাইকারী বাজারে গত কয়েক দিন আগে একটি ১৬ ইঞ্জি চার্জার ফ্যানের দাম দুই হাজার ৪৫০ টাকা দরে বিক্রি করা হলেও এখন চাহিদা বেড়ে যাওয়ায় সেই চার্জার ফ্যানের দাম নেওয়া হচ্ছে ছয় হাজার ৫০০ টাকা। প্রতিটি ফ্যানে সুযোগ বুঝে পাইকারী দোকানেই দাম বাড়িয়ে দিয়েছে চার হাজার ৫০ টাকা। এরপর সেই চার্জার ফ্যান খুচরা পর্যায়ে হয়ে যাচ্ছে নয় থেকে ১০ হাজার টাকা পর্যন্ত।
    চার্জার ফ্যান নিয়ে এমন হরিলুট হাতেনাতে ধরেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার ঢাকাসহ সারাদেশে চার্জার ফ্যানের বাজারের অনিয়ম ধরতে অভিযানে নামে সরকারের এই সংস্থাটি। রাজধানীতেই এই সংস্থাটির তিনটি টিম কাজ করে।
    চার্জার ফ্যানের ইম্পোটারদের বেশির ভাগই রাজধানীর নবাবপুরের। সেখানে অভিযানে যায় ভোক্তা অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের অফিস প্রধান ও সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল এবং প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক (তদন্ত) মো. আসিফ আল আজাদ।
    ভোক্তা অধিদপ্তরের অভিযানের খবরে দোকান বন্ধ করে পালাতে থাকেন ব্যবসায়ীরা। তাদের মধ্যে ন্যাশনাল ফ্যান হাউজের মালিক দোকান বন্ধ করে বাইরে থেকে তালা লাগিয়ে অন্ধকার ঘরে বসেছিলেন। বিষয়টি বুঝতে পেরে ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা পুলিশের সাহায্যে তালা খুলে দোকানের সাটার খুলতেই দেখা যায়, অন্ধকার রুমে বসে আছেন ন্যাশনাল ফ্যান হাউজের মালিক। এই গরমে এভাবে অন্ধকার রুমে তাকে বসে থাকতে দেখে অবাক ভোক্তা কর্মকর্তারা।
    অভিযানে দেখা যায়, ন্যাশনাল ফ্যান হাউজের নেই কোনো ক্রয় রশিদ, নিজেদের ইচ্ছেমতো দাম বাড়িয়ে চার্জার ফ্যান বিক্রি করছেন তারা।
    তবে দোকান বন্ধ রাখার বিষয়ে তিনি বলেন, ‘ভয় পেয়ে দোকান বন্ধ করেছেন।’
    নিজের দোষ স্বীকার করে তিনি বলেন, ‘শুধু তিনি নন, নবাবপুরের সকল ইম্পোটাররা দাম বাড়িয়ে চার্জার ফ্যান বিক্রি করছেন।’
    পরে আরও একটি মার্কেটের মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স নামের প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, প্রতিষ্ঠানটির দরজায় লেখা রয়েছে- ‘চার্জার ফ্যান নেই’। তারপরও আগ্রহ নিয়ে ভেতরে যান ভোক্তা কর্মকর্তারা। দোকানের বিগত কয়েক মাসের বিক্রয় রশিদ দেখে চোক কপালে ওঠার মতো অবস্থা। গত ১১ ফেব্রুয়ার একটি ১৬ ইঞ্জি চার্জার ফ্যান পাইকারী দুই হাজার ৪৫০ টাকায় বিক্রি করা হয়েছে। একই ফ্যান গত ০৪ জুন বিক্রি করা হয়েছে ছয় হাজার ২০০ টাকা।
    অভিযানের বিষয়ে আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘দেশব্যাপী একযোগে চার্জার ফ্যানের উপর অভিযান পরিচালিত হচ্ছে। এর অংশ হিসেবে রাজধানীর নবাবপুর রোডের ইম্পোটার বিশেষ করে পাইকারী দোকানগুলোতে আমরা তদারকি করে দেখলাম। অনৈতিক ভাবে চার্জার ফ্যানের দাম বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। গত ১১ ফেব্রুয়ারি ১৬ ইঞ্জির একটি চার্জার ফ্যান পাইকারী বিক্রি করা হয়েছে দুই হাজার ৪৫০ টাকা। একই ফ্যান ০৪ জুন বিক্রি করা হয়েছে ছয় হাজার ২০০ টাকা। এমনকি আমরা পেয়েছি ছয় হাজার ৫০০ টাকা পর্যন্তও বিক্রি করেছে।’
    তিনি বলেন, ‘যার কাছ থেকে ফ্যান ক্রয় করেছেন তাদের কোনো ক্রয় রশিদ নেই। বা দেখাতে চাচ্ছেন না। কারণ তাদের ব্যবসায় ক্ষতি হয়ে যাবে। এছাড়া অনেক রশিদে দেখলাম চার্জার ফ্যানের নাম লেখা থাকলেও বিক্রয় মূল্য লেখা নেই।’
    তিনি আরও বলেন, ‘আমরা অভিযানে আসার আগেই অনেকে দোকানপাট বন্ধ করে দিয়েছেন। কিন্তু দোকানের ভেতরে তারা অবস্থান করছেন।’
    আব্দুল জব্বার মণ্ডল বলেন, ‘ভোক্তা অধিদপ্তরের স্পষ্ট মেসেজ যারা অনৈতিক ভাবে দাম বাড়িয়ে ভোক্তাদের কাছ থেকে মুনাফা লাভ করবে তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। আগামী কয়েকদিন এই অভিযান চলবে। অভিযান আরও জোড়দার করা হবে।’
    তিনি বলেন, ‘ভোক্তা স্বার্থবিরোধী অপরাধে ন্যাশনাল ফ্যান হাউজ এবং মিডিয়া হোম অ্যাপ্লায়েন্স প্রতিষ্ঠানকে এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’
    এছাড়া, রাজধানীর বায়তুল মোকারম মার্কেট এলাকায় অভিযানের নেতৃত্ব দেন অধিদপ্তরের প্রধান কার্যালয়ের উপপরিচালক মাসুম আরেফিন, সহকারী পরিচালক মাগফুর রহমান।
    স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযানের নেতৃত্ব দেন সহকারী পরিচালক (অভিযোগ শাখা) মুহাম্মদ হাসানুজ্জামান ও রোজিনা সুলতানা।
    চলমান যেকোনো গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইলো।
    চ্যানেল লিংক: / dailyissuesbd
    এছাড়াও আমাদের ফেসবুকে পেইজে যুক্ত থাকতে পারেন।
    ফেসবুক পেইজ লিংক: Daily Issues
    Contact us: banglapatrika24@gmail.com
    #vokta_odhidoptor_ovijan #vokta_odhikar_ovijan #ভোক্তা_অধিকার #ভোক্তা_অধিকার_অভিযান #ভোক্তা_অধিদপ্তরের_অভিযান #অভিযান #জরিমানা

Komentáře • 469

  • @md.mostafijurrahman6946
    @md.mostafijurrahman6946 Před měsícem +2

    নিয়মিত তদারকি ও কঠোর শাস্তির আওতায় আনা প্রয়োজন। জাজাকাল্লাহ খয়ের।।

  • @abcxyz-qf8ud
    @abcxyz-qf8ud Před 9 měsíci +21

    স্যার অনেক অনেক ধন্যবাদ। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত রাখুন।আপনার মত সকল বিচারক যদি এমন হত তাহলে দেশটা আজ উন্নত বিশ্বের কাতারে দাড়াত। আপনাকে স্যালুট জানাই।।

  • @khalkoeverything6203
    @khalkoeverything6203 Před rokem +76

    বাংলাদেশ জুড়ে একটি মাত্র অফিসার 😢😢😢😢

  • @Mehedi4
    @Mehedi4 Před rokem +75

    এভাবে স্যুট পরে, ক্যামেরা নিয়ে, গাড়ি নিয়ে সাথে গাড়িতে পুলিশের হর্ন, ওনারাই যাচ্ছেন সবাইকে শুনিয়ে যে ওনারা আসছেন, অপরাধীরা তো পালাবেই।

  • @kasempaik7228
    @kasempaik7228 Před rokem +8

    খুব ভালো হইছে,
    আপনারা এগিয়ে যান তাহলে কিছু কাস্টমার ও যারা ন্যায্য মূল্য পাবে
    অনেক ধন্যবাদ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরকে

  • @junayed1694
    @junayed1694 Před rokem +33

    এইরকম অসৎ ব্যবসায়ীদের আইনের আওতায় এনে সাজা দেওয়া উচিত আর যেসব দোকান বন্ধ করা হয়েছে সেইসব দোকানকে সিলকরা করা দরকার

    • @mdemonsardar8027
      @mdemonsardar8027 Před rokem

      কেনরে ব্যবসায়ীরা কি তোর মায়েরে চুদছিল

  • @mdlookman1448
    @mdlookman1448 Před rokem +75

    যেই ফ্যান ছিল 3000 টাকা সে ফ্যান হয়েছে 6000-7000 টাকা বাংলাদেশের অসৎ ব্যবসায়ীদের শায়েস্তা করা দরকার

    • @istiaqahmed5708
      @istiaqahmed5708 Před rokem

      ভোক্তা অধিকার ১৬১২১ কল দিন

    • @farihajahan5762
      @farihajahan5762 Před rokem +5

      ৩০০০ টাকার ফ্যান ৬০০০ টাকায় কিনেন কেন ? কোথা থেকে আসে এই ডাবল টাকা এটা আগে তদন্ত হওয়া উচিত নয় কি ?

    • @hasanislam9485
      @hasanislam9485 Před rokem +3

      ​@@farihajahan5762manos day porle kine na janen kon bal

    • @ararif1045
      @ararif1045 Před rokem

      Saharon fan e r daam e to 2500 - 3000 , sei hsebe daaam to thik e ache bhai

    • @proticchaya2825
      @proticchaya2825 Před rokem

      ​@@farihajahan5762হেডার ব্রেইন নিয়ে ঘুরস বাল। মানুষ দায়ে পড়েই কিনে।

  • @raselahmed378
    @raselahmed378 Před rokem +35

    এই গরমে মানুষকে কিভাবে সেবা দেওয়া যায় এটা না ভেবে ব্যাবসায়ী তারা তাদের সুযোগ কাজে লাগিয়ে মানুষদের ভুগান্তিতে পালাচ্ছে।ভোক্তা অধিকার দের সকল কর্মকর্তাদের ধন্যবাদ জানাই। তারা যে এসব বিষয় নিয়ে কাজ করছেন এর জন্য অনেক ধন্যবাদ।

    • @kankanbhattacharjee853
      @kankanbhattacharjee853 Před rokem

      বাংলাদেশে এর চেয়ে ভাল কিছু আশা করা অসম্ভব

    • @LKI40
      @LKI40 Před 5 měsíci

      ​@@kankanbhattacharjee853 শুধু খবিশেরাই নিজের দেশকে ছোট মনে করে। তাহলে দেশের জন্য কাজ করবি কীভাবে। এক কাজ কর, তুই দেশ থেকে চলে যা।

  • @ashrafuddin5665
    @ashrafuddin5665 Před rokem +5

    সুজুগ সন্ধানী ব্যাবসায়ীদের কঠিন শাস্তি দেয়া উচিৎ।

  • @shovosokalbd.2110
    @shovosokalbd.2110 Před rokem +49

    প্রচুর কয়লা এসে গেছে এবং এখন কারেন্ট এর এতো বেশি লোডশেডিং নাই …… যারা একদিনেই অধর্য্য হয়ে গেছে তারাই বেশি টাকাই চার্জার ফ্যান কিনে ঠকেছেন । ধর্য্যই ধর্ম ❤

    • @akmmahdihasan9125
      @akmmahdihasan9125 Před rokem +4

      আপনার বাড়ীর চুলার কয়লা নাকি

    • @mainulhossain6109
      @mainulhossain6109 Před rokem

      😂😂😂😂

    • @shovosokalbd.2110
      @shovosokalbd.2110 Před rokem

      @@akmmahdihasan9125 না রে ভাই লাইনের গ্যাস ছাড়া এলপিজি ছিল 😀

    • @muhammudrayhan2782
      @muhammudrayhan2782 Před rokem

      কয়লা কি তোর কাকা নিয়া আইছে নাকি

    • @rafisuvo1190
      @rafisuvo1190 Před rokem +1

      Sokal sokal Valo Kotha bollen. Patience heals.

  • @nishatzahan1253
    @nishatzahan1253 Před rokem +8

    ম্যাজিস্ট্রেট এত ভদ্র যে দোকানদাররা উনাকে সম্মান ই দিচ্ছে না, ওনার প্রায় ভিডিও গুলো দেখি খুব শান্তশিষ্ট ভাবে কথা বলেন।

    • @user-ni4uz5pr6b
      @user-ni4uz5pr6b Před 11 měsíci

      একদিন পিটানি খাইছিলো তাই

  • @azizhossain6239
    @azizhossain6239 Před rokem +9

    এভারকেয়ার হসপিটালের সামনে খাবারের দোকানে অতিরিক্ত দাম, চট্টগ্রাম

    • @istiaqahmed5708
      @istiaqahmed5708 Před rokem

      ভোক্তা অধিকার ১৬১২১ কল দিন

    • @farihajahan5762
      @farihajahan5762 Před rokem

      এভার কেয়ার হাসপাতালটাই তো দামী। কেন ? এখানকার ডাক্তারগুলো কি সোনার তৈরি ?

  • @Mitra229
    @Mitra229 Před měsícem +1

    উনার ব্যবহারে মুগ্ধ হতেই হয়🥰

  • @BD......
    @BD...... Před rokem +9

    পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় অভিজানের খুব জরুরি প্রয়োজন।
    এখানে সব ধরনের ব্যাবসাতেই পুরাপুরি সিন্ডিকেট ব্যাবসা চলে।

  • @mahbubabegum9335
    @mahbubabegum9335 Před rokem +4

    শুধু বাজারে নয়। পোস্ট অফিস গুলোতে সঞ্চয় পত্র কিনতে গেলেও ❤বলে যে সঞ্চয় পত্র এখন নাই পরে আসেন। কিন্তু চা খাওয়া র পয়সা দিলে করে দেয়। দয়্যা করে পোস্ট অফিস গুলোতে ও অভিযান চালান।

  • @rmdhaka
    @rmdhaka Před rokem +3

    দারুণ এক খানা অভিযান

  • @Skenergysolution
    @Skenergysolution Před rokem +5

    ৩০০০ টাকার চার্জার, ৩৫০০ টাকা হলে পারে, তাই বলে ৫০০০-৬০০০ টাকা তো হতে পারে না,আল্লাহপাক আমাদের হালাল উপার্জন করার তৌফিক দান করুক,

  • @p0ulomysanjana816
    @p0ulomysanjana816 Před rokem +2

    salut salut khub valo lage mishti kotha
    .

  • @mohammadferdous2160
    @mohammadferdous2160 Před rokem +3

    প্রত্যেকটা বন্ধ দোকান এর নাম লিখে নিয়ে এদের ভোক্তা অধিকারে তলব করা উচিত।

  • @tusimondal6499
    @tusimondal6499 Před rokem +3

    রাস্তার পাশে লেবুর শরবত দোকানগুলোয় তদারকির জন্য অনুরোধ করছি..
    চিনির কেজি যেখানে প্রায় 200 টাকা সেখানে 5 টাকায় কিভাবে এক গ্লাস লেবুর শরবত হয়?
    তারা চিনির পরিবর্তেকোন মেডিসিন ব্যবহার করে বিষয়গুলো দেখার জন্য অনুরোধ জানাচ্ছি.

  • @shakiraakhi1640
    @shakiraakhi1640 Před rokem +1

    Thank yoi Sir❤

  • @hmomor9776
    @hmomor9776 Před 2 měsíci +1

    প্রত্যেক থানায় থানায় এরকম অভিযান প্রতিদিন হওয়া দরকার

  • @user-vn1eh9el5z
    @user-vn1eh9el5z Před 2 měsíci +1

    অতি ভদ্র মানুষ। এত সুন্দর করে কথা বলেন কত শান্তভাবে। কঠিন হন কিন্তু অনেক শান্ত ভাবে। এটাই শিক্ষণীয়।
    সাংবাদিক গেলে তো তার হেডামের থালায় বাঁচা যায় না।

  • @RakibulIslam-jc8kv
    @RakibulIslam-jc8kv Před rokem +4

    সব সময় অভিযান পরিচালনা করা উচিত

  • @kazisalim1128
    @kazisalim1128 Před rokem +13

    যারা দোকানে উপস্থিত থাকবেন তাদের অপরাধ অনুযায়ী জরিমানা করবেন আর যারা দোকানে তালা লাগিয়ে পালাবে তাদেরকে 2 লক্ষ টাকা জরিমানা করে নোটিশ দিয়ে দিবেন ।

  • @RubinaAkhter-sf6zk
    @RubinaAkhter-sf6zk Před měsícem

    আমাদের পটুয়াখালী জেলা গলাচিপা উপজেলায় একদিন র‍্যটদিন স্যার

  • @maniksarkar577
    @maniksarkar577 Před rokem +3

    যে সমস্ত জানোয়ার ব্যবসায়ীরা সাধারণ মানুষকে ঠকিয়ে গলা কাটা ব্যাবসা করে তাদেরকে আইনের আওতায় আনা হোক।

  • @babluhossain593
    @babluhossain593 Před 20 dny

    স্যার এইসব ব্যবসায়ীর আলাদা গোডাউন থাকে সব দোকানদারের গোডাউন সেভ করেন গোডাউনের ভিতর থাকে

  • @md.shahidulislammanik3029

    ভোক্তা অধিকারের একজনকেই দেখেছি তিনি মহা নায়ক ছিলেন আর তিনি হলেন "" সারোয়ার আলম"" স্যার

  • @mdHuq
    @mdHuq Před rokem +1

    অসাধু ব্যবসায়ীদের জরিমানা করা হোক। এবং একই সাথে স্বর্ণের দোকান গুলোতে অভিজান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে।

  • @fantuz2790
    @fantuz2790 Před rokem +5

    আপনাদের জন্য শুভকামনা রইলো... ❤

  • @3DP_
    @3DP_ Před rokem +1

    Good job

  • @Darkangel-xv7bs
    @Darkangel-xv7bs Před rokem +176

    স্বর্ণের দোকান গুলোতে ভোক্তা অধিকার ক্ষুন্ন হচ্ছে...আমি একটি নাকফুল কিনি ৫৩০০টাকা দিয়ে কিন্তু তারা আমাকে বিভিন্ন হিসাব দিল কিন্তু কোনো চালান পত্র দিল না,আমি বললাম ভাই রাস্তায় যদি পুলিশ আমাকে জিজ্ঞাস করে এটা কিভাবে পেয়েছেন আমি কি জবাব দিবো?? তারা উত্তরে বললো আমরা ভিজিটিং কার্ড লিখে দিচ্ছে তার পর বললাম আমি যদি অন্য কোথাও বিক্রি করতে যাই তাহলে কি ভাবে বিক্রয় করবো কারণ বিক্রয় পত্র তো আমার কাছে নেই..উনারা বলল কেউ আপনাকে এভাবে দিবে না শুধু আমার দুকান বলে কথা না..এখন এই বিষয়ে কি কিছুই করার নাই ???

    • @shivamenterprisectg
      @shivamenterprisectg Před rokem +9

      আপনি ৫৩০০/- টাকায় কি নাকফুল নিলেন তো জানি না বা কার থেকে নিলেন সেটাও জানা নাই। এক আনা স্বর্ণের দাম ই তো প্রায় ৬০০০/- টাকার মত, তাহলে কি আপনি যে নাকফুল নিলেন সেটা প্রায় এক আনা ওজনের? 🙄

    • @Darkangel-xv7bs
      @Darkangel-xv7bs Před rokem

      @@shivamenterprisectg উনারা কি মিলি গ্রাম 1গ্রাম থেকে কম এখন প্রশ্নও টা সেখানে উনারা বলছে 22K,আমি শুধু পছন্দ করলাম তারপর ওজন ছাড়াই বললো এটা দাম 5300 টাকা তারপর আমি বললাম কমানো যায় না তারা কি হিসাব করলো বললো না পসিবল না কমানো তারপর আমি নিলাম কিন্তু পেমেন্ট করার পর বিক্রয় পত্র চাইতে গেলে তারা এমন টা বললো তারপর আমি আর সেইটা নিলাম না আপনি চাইলে আমি সেইটার প্রমাণ দিতে পারবো। হাজী হোসাইন প্লাজা স্টাফ কো়ার্টার ডেমরা

    • @harunurrashidselimbd
      @harunurrashidselimbd Před rokem

      ​@@shivamenterprisectgভাই আপনি এতো বোকা কেন নাকফুল কেউ এক আনা দিয়ে বানায়না, রতি দিয়ে বানায় সে হিসেবে দাম অনেক বেশি নিয়েছে।

    • @user-vd3is7ef4p
      @user-vd3is7ef4p Před rokem +2

      মেকিং চার্স এবং সরকারি ভ্যাট ব্যতীত আর কোনো অতিরিক্ত চার্স নেই। সরকারি ভ্যাট এইটাও দামের সাথেই যোগ,আলাদা করে দিতে হয়না।

    • @user-vd3is7ef4p
      @user-vd3is7ef4p Před rokem +6

      আপনি অভিযোগ করলেই তারা এ্যাকশন নিবে,আপনি অভিযোগ না করলে আপনাকে ঘরে এসে জিজ্ঞেস করবে নাকি??

  • @shajmunnahar4629
    @shajmunnahar4629 Před měsícem

    Excellent sir Allah bless you sir

  • @noyonahammed2254
    @noyonahammed2254 Před měsícem

    Sir apnak gazipur dorkar❤

  • @user-gn3py4nt6w
    @user-gn3py4nt6w Před 3 měsíci

    কিছু অসাধু মানুষের কারনে আজ আমাদের সমাজের এমন অধপতন 🥹,,, আর সমাজ ব্যবস্থার কিছু সংখ্যেক অসাধু লোকের কারনে 🥹

  • @TuhinAlam-jw8jn
    @TuhinAlam-jw8jn Před měsícem

    ভাই বড় বড় কোম্পানিগুলো ও চাহিদা বাড়লে দাম বাড়িয়ে দেয় ওনারা সেখানে যায়না কেন?

  • @mdjahidhasan4932
    @mdjahidhasan4932 Před rokem

    সোনারগা মদনপুর এ যদি আনারা আসতেন অনেক ভালো হতো

  • @sumisarker8578
    @sumisarker8578 Před rokem +1

    আমরা সাধারণ মানুষ হলাম বু কা চু দা,

  • @saifaltyeb6853
    @saifaltyeb6853 Před rokem +1

    বাংলাদেশের হসপিটাল গুলোতে এভাবে রেইট দিলে অনেক ভুয়া ডাক্তার বিজিট বেশি এগুলো বাহির হতো স্যার

    • @farihajahan5762
      @farihajahan5762 Před rokem

      সুন্দর প্রস্তাব । দেশের হাসপাতাল গুলো হল দূনীতির বড় আখড়া । নরমাল ডেলিভারীকে এরা সিজার করে ফেলে শুধু টাকার জন্য । তার পরে আছে এসি / নন এসি কেবিন বানিজ্য ।

  • @zakariya9577
    @zakariya9577 Před 11 měsíci

    ফেনীতে এরুকুম অভিযান হলে বালো হতো।বিশেষ করে পারমেচি গুলোতে।

  • @rdsaudio2184
    @rdsaudio2184 Před rokem

    ধন্যবাদ স্যার❤❤

  • @T2NT_GamingBD
    @T2NT_GamingBD Před měsícem

    Nice job sir❤❤❤❤

  • @TaiserArafat
    @TaiserArafat Před rokem +10

    আপনারা যদি বন্ধ দোকান দেখে চলে যান তাহলে এখন থেকে সবাই আপনাদের আসার খবর শুনে দোকান বন্ধ করে পালাবে।এর একটা ব্যবস্থা নেওয়া উচিত।ধন্যবাদ।

  • @NOORNABiSir
    @NOORNABiSir Před rokem

    এ ধরনের ম্যাজিস্ট্রেট আরও দরকার।

  • @Tumarmegh
    @Tumarmegh Před rokem +12

    দেশের সকল জেলায় এই অভিযান চালানো হোক

  • @sondipkumarbiswas513
    @sondipkumarbiswas513 Před rokem

    আমি গতকাল স্পীড কিনলাম 30 টাকা দিয়ে নড়াইল ধোপাখলা মোড় থেকে। বডিতে লেখা আছে 25 টাকা। আর নিলো 30 টাকা। কিন্তু কেনো??

  • @artlooby5380
    @artlooby5380 Před rokem

    আমি কমপ্লেইন জানাইতে চাই বাস ভাড়া নিয়ে। নরমাল সময় যে বাস ভাড়া 1400 টাকা থাকে ঈদ আসলেই সেই ভাড়া 2100-2500 টাকা কোন হিসাবে হয়ে যায়। আমার ছোট্ট মস্তিষ্কে তো এটা আসে না

  • @mohammedkadir5590
    @mohammedkadir5590 Před 10 měsíci

    স্যার মোবাইল ফোন, যেমন vivo Android, oppo Android, Samsung Android, realmi Android phone এর দোকানে অভিযান করুণ plz

  • @ruvachowdhury2911
    @ruvachowdhury2911 Před rokem +1

    High way er pasher restaurant e plz ektu jaben
    15tk pani 20 tk
    Ek cup coffee 20tk but tader kase 40
    Onno kabar e o ek e onek dam

  • @jishudhar7241
    @jishudhar7241 Před rokem +1

    স্যার চিটাগং এ এই ভোক্তাঅধিকার কার্যক্রম চালু থাকলে চিটাং এর মানুষ কিছুটা স্বস্তি পাইত।

  • @titocb6891
    @titocb6891 Před 2 měsíci

    সিলেট এই রকম অভিযান দরকার

  • @user-np1vw1pi9i
    @user-np1vw1pi9i Před 6 měsíci

    Alhamdulillah bay vary good

  • @MDJalisMahamudManikME
    @MDJalisMahamudManikME Před rokem +3

    কঠোর ভাবে এইসব ডাকাত ব্যবসায়ীদের দমন করা উচিত আর জরিমানা বাড়িয়ে দেয়া উচিত।

  • @ferojjamanfahim3654
    @ferojjamanfahim3654 Před 3 měsíci

    আন্তঃনগর ট্রেনগুলো তে খাবারের দাম প্রচুর পরিমাণে নিচ্ছে এবং খাবারের মানও ভালো নেই এদিকে একটু ভোক্তা অধিকার দপ্তরের দৃষ্টি আকর্ষণ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি আশা করি তাড়াতাড়ি এটির একটি সমাধান পাব ইনশাআল্লাহ

  • @ismailbikelover
    @ismailbikelover Před měsícem

    Noakhali sonaimuri asar onk onk request roilo😊

  • @sabbirkhanshimanta3581
    @sabbirkhanshimanta3581 Před 5 měsíci

    sir er patience level dekhe shbshmy obak hoi

  • @angkurbarua
    @angkurbarua Před 10 měsíci

    অনুগ্রহ পূর্বক,
    চট্টগ্রামেও এরূপে বিবিধ মার্কেট যেমনঃ সানমার ওশ্যান সিটি, ইয়াকুব সেন্টার, চট্টগ্রাম নিউ মার্কেট, রেয়াজউদ্দীন বাজার সহ, মিমি সুপার মার্কেট ইত্যাদিতে অভিযান পরিচালনা করলে পরে আমরা চট্টগ্রামবাসীগণ অত্যন্ত উপকৃত হতাম।
    এখানে, অনেক দোকানেই ক্যাশ মেমো দেয় না। নিজেদের ইচ্ছমতোন দাম দেয়। বিশেষ করে, সানমার ওশ্যান সিটি মার্কেটের ফুড কোর্টে যা খাবার বিক্কিরি হয়,
    তা যথেষ্ট মানসম্মত নয়।
    অসংখ্য ধন্যবাদ ভোক্তা অধিদপ্তরের মহাপরিচালক সহ সকল অফিসারগণকে..
    🌼

  • @user-ll7wd2cj9p
    @user-ll7wd2cj9p Před měsícem

    Sar naogaon jodi ai rokom dekhten

  • @amindidar2126
    @amindidar2126 Před rokem +2

    পুরাতন ক্যাশমেমোতেই আসল খেলা।

  • @user-ih7lb7fe2x
    @user-ih7lb7fe2x Před rokem +1

    স্যার দয়া করে আমাদের মুন্সিহাট বাজরে একটু বিজিট করবেন

  • @appi2782
    @appi2782 Před 9 měsíci

    মাশা আল্লাহ!!!

  • @kmdimran409
    @kmdimran409 Před rokem +2

    গাজীপুরের ২ নাম্বার ঘি ব্যবসা রমরমা হয়ে উঠেছে. ভোক্ত অধিকার দৃষ্টি আকর্ষণ করছি,বিশেষ করে টংগি বাজার

  • @hirahira9058
    @hirahira9058 Před 11 měsíci

    কিশোরগঞ্জ এ-ও এমন আইনের পদক্ষেপ নেওয়া উচিৎ। কিশোরগঞ্জে প্রত্তেকটা জিনিস এর দাম বেশি লাগাম ছাড়া 😢

  • @maphotocopy909
    @maphotocopy909 Před rokem

    🤣🤣🤣🤣🤣🤣আই পি এস ব্যাটারীর দোকান গুলোতে অভিযানের জোর দাবি জানাচ্ছি😏😏😏😏😏😏😏😏😏😏😏😏

  • @GODSE108
    @GODSE108 Před rokem +7

    তালা ভেঙ্গে দেখা উচিত ছিল এবং বাজার কমিটির সহ

    • @mdemonsardar8027
      @mdemonsardar8027 Před rokem

      শুয়োরের বাচ্চা মুখ সামলে কথা বল

  • @lilybgom1456
    @lilybgom1456 Před rokem

    Thanks

  • @user-oh7xx5jx6s
    @user-oh7xx5jx6s Před rokem

    দয়া করে যদি এই ধরনের অভিযান কাপড়ের দোকান দিতেন তাহলে ভালো হতো।

  • @user-mk6wo8sg7k
    @user-mk6wo8sg7k Před rokem

    আমি একটা সানকা চারজার ফ্যানের ব্যাটারি কিনে ধোকা খেয়েছি, কেনার সময় বলছে ১ নামবার,অথচো এক শপতাহ ঠিকমত চলেনাই

  • @mdtuhin9202
    @mdtuhin9202 Před rokem +1

    স্যার এই মৌসুমে বিশেষ করে যাত্রাবাড়ির মোড়ে লিচু দোকানদারদের অনিয়মের কারণে আমরা ক্রেতারা সঠিকভাবে লিচু ক্রয় করতে পারছি না

  • @user-fb9gg1ev6f
    @user-fb9gg1ev6f Před měsícem

    আমি একজন পোবাসী

  • @fapatwarychannl3529
    @fapatwarychannl3529 Před rokem +4

    বাজেটে বলছে গরুর গোসের দাম কমবে আগে চিল ৭৫০/= এখন ও আছে ৭৫০/= তাহলে কমলো কোথায় সব সরকারের দান্দা বাজি।

    • @LegendsYTATH
      @LegendsYTATH Před rokem

      সরকার গরুর গোস বেচে??

  • @RobinKhan-zd2rs
    @RobinKhan-zd2rs Před rokem

    Sir apnara vokta sheje ashle onader dhorte parten. Onara apnader ashar khobor pelei palai. Aie obhijane ashe shadharon manusher kono protikar hobena. Dhonnobad apnader k.

  • @HiraKhatun-dw2bs
    @HiraKhatun-dw2bs Před měsícem

    স্যার আমাদের রাজবাড়ি জেলায় আসেন আমার একটা চার্জার ফ্যান একটা আয়রন একটা গ্যাগের চুলা সারাতে দিছি পাঁচ মাস আগে উনি দিচ্ছে না বলে অমুক দিন না তমুক দিন করে আজ পাঁচ মাস ধরে হয়রানি করছে পিলিজ স্যার আমাদের রাজবাড়ি জেলায় আসেন

  • @mdmozibur3053
    @mdmozibur3053 Před rokem

    এমন করেই ধরা দরকার।

  • @tanvirahmed8327
    @tanvirahmed8327 Před rokem

    সোনার বাংলাদেশ।

  • @mdhasanmdhasan5686
    @mdhasanmdhasan5686 Před rokem

    ভাই গাজীপুর চৌরাস্তার সোলার ফ্যান এর মার্কেট একটু আসেন এখানে অনেক সিন্ডিকেট হচ্ছে পনেরশো টাকার প্যান্ট পর 25 শো টাকা

  • @user-qb4fu4ll5v
    @user-qb4fu4ll5v Před měsícem

    আসসালামু আলাইকুম আপনাদের পরামর্শটা দেওয়া ঠিক কিনা সটিক কিনা জানিনা আমার মতে যখন আপনারা অভিযানে যাবেন ওই মুহূর্তে যদি কেউ দোকান বন্ধ করে পালিয়ে যায় সেই দোকান সবার আগে সিল্কালা করা উচিত

  • @kabirhussain4998
    @kabirhussain4998 Před rokem +4

    এই রকম চুর পুলিশ খেলা করে লাভ কি যারা বন্ধ করে চলে গেছে তাদের ধরে এনে জরিমানা করে না কেন 😡

  • @md.enamulhaque4404
    @md.enamulhaque4404 Před rokem

    সবক্ষেত্রে একই অবস্থা কাচাঁ মরিচের বাজারে পণ্য যখন একটু কম সাথেই দাম বারায়ে দেয়, আশ্চর্য লিমিট ক্রস করেগেলেও কেউ কিচ্ছুই বলছেনা কারণটা কি?

  • @mddipu3277
    @mddipu3277 Před rokem

    প্রতিটা যায়গায় অভিযান চালানো দরকার

  • @AKGAMING.S
    @AKGAMING.S Před 2 měsíci

    Manus are thake besi tk diya bikri kore janowar… sir apnk onk donnobad amon janowar gula re joripana korar jonno … kotin sasti dawa dorkar agula re

  • @MdHalim-oe8mb
    @MdHalim-oe8mb Před 3 měsíci

    উনারা বলে ডলারের দাম বেড়েছে ফ্যানের দাম বাড়তি

  • @moonstonebd
    @moonstonebd Před 2 měsíci

    ব্যাটারির দাম এত কেন?, সোলারের দাম এত কেন?

  • @user-ey4xv3dw4w
    @user-ey4xv3dw4w Před rokem

    আমন জদি সারা বাংলাদেশে হত

  • @nusaibaislamnoor708
    @nusaibaislamnoor708 Před rokem

    মিরপুর ১ এর দোকান গুলো যদি একটু দেখতেন তাহলে অনেক উপকার হতো পিলিজ

  • @mominulislam6041
    @mominulislam6041 Před rokem

    আমার এ ভাইয়ের কথা ভাল লাগে

  • @ibrahimkhan-rr8hr
    @ibrahimkhan-rr8hr Před 10 měsíci

    সিলিন্ডার গ্যাসের দাম দুই দিন বাদে বাদে বাড়ে কারা এগুলোর সাথে জড়িত তাদেরকে জরিমানা করেন।

  • @user-qi7hg2hp3f
    @user-qi7hg2hp3f Před rokem +1

    স্যার আপনা তো বড় অফিসার হয়ে গেছেন এভাবে গেলে তো দোকান বন্ধ করে তা আপনারা জানেন একটু ভালো ভাবে কাজ করেন

  • @enamulhaque6892
    @enamulhaque6892 Před 3 měsíci

    ক্রেতাদের ঠকিয়ে এরা লাভবান হয়। নিয়মের মধ্যে থেকে এরা সততার সাথে ব্যবসা পরিচালনা করেন না। স্বর্ণের দোকানে ক্যাশমেমো রাখেন না এটা তো রীতিমত অরাজক পরিস্থিতি, এটা ব্যবসা নয় ঠগ‌বাজি।
    এ ব্যাপারে সংশ্লিষ্ট আইন আছে কঠোরভাবে তা প্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে।

  • @mdsani1241
    @mdsani1241 Před rokem

    আমাদের এলাকার বাজারে ওনাদের আসার দরকার ছিল

  • @_Sirajganj-Express.
    @_Sirajganj-Express. Před 11 měsíci

    সব ইলেকট্রনিক পন্য ডবল মূল্য বিক্রি হয় , সারাদেশে একই অবস্থা

  • @faah1m
    @faah1m Před rokem

    Darun

  • @sajibhossain7068
    @sajibhossain7068 Před rokem

    Good job 👍👍👍

  • @ahrahim233
    @ahrahim233 Před 3 měsíci

    জনাবের কাছে বিনীত নিবেদন দয়া করে সিলেটের সিটির কন্ট্রাক্টরদের কাজের যথাযথ বিল পরিশোধ হচ্ছে কিনা একটু দেখবেন,আমার বাবার প্রায় ৮০লক্ষ্য টাকা সিটি সাবেক মেয়ের আরিফুর হক গায়েব করেছেন আমাদের কাছে সকল প্রমান আছে এবং বাংলাদেশের হাইকোর্ট থেকে মামালায় রায় পাওয়ার পর ও অনারা টাকা দিচ্ছেন না🥺🥺🥺

  • @bdsimplelifessmile9373

    good job....

  • @MdImran-ij5mk
    @MdImran-ij5mk Před rokem

    Love you sir.

  • @MrKhan-dx8jk
    @MrKhan-dx8jk Před rokem

    ভোক্তা অধিকার এর কাছে বিশেষ আনোরধ এবারের ঈদে পরিবহনের গুলো দিকে খেয়াল রাখবেন,যাতে ভাড়া নিয়ে সিন্ডেকেট না করতে পারে

    • @idnumber82
      @idnumber82 Před rokem

      হ্যাঁ, ঈদের এক সপ্তাহ আগে থেকে ঈদের এক সপ্তাহ পর পর্যন্তও যেন ডাবলেরও বেশী ভাড়া নিয়েই যাচ্ছে, সিন্ডিকেট করে প্রতিটা কাউন্টারই, ৫০০/- টাকার ভাড়া কিভাবে ১২০০/- হয় এবং বলে গেলে যান না গেলে নাই, এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, আর হ্যাঁ, উদ্দেশ্য অপরাধ কমানো, তাই কেউ অভিযোগ না দিলেও নিজেরাই একটু খোঁজ নেন কাউন্টারগুলোতে তাহলে হাতেনাতেই প্রমাণ মিলবে এবং সাজাও হবে,

  • @Robiulislam-hm1jt
    @Robiulislam-hm1jt Před rokem

    কাপরের দোকানে অভিযান চালানো হোক...আকাশ সমান দাম চায়

  • @HridoyKhan-sk1ns
    @HridoyKhan-sk1ns Před rokem

    সিলেটে কাপড়ের দোকান গুলোতে অভিযানের প্রয়োজন আছে বলে আমি মনে করি। কারণ ওরা অনেক চউরা দাম নেয়।