মুসলিম বিশ্বের অনন্য স্থাপনা টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ । Bijoy TV

Sdílet
Vložit
  • čas přidán 16. 02. 2024
  • ২০১ গম্বুজ মসজিদ,২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইল,২০১ টি গম্বুজ,টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ,২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইল আজান,২০১ গম্বুজ মসজিদ গোপালপুর টাঙ্গাইল,বড় মসজিদ টাঙ্গাইল,মসজিদ,201 গম্বুজ মসজিদ,দুইশত এক গম্বুজ মসজিদ,বিশ্বরেকর্ড গড়লো বাংলাদেশের ২০১ গম্বুজ মসজিদ,টাঙ্গাইলের বিখ্যাত ২০১ গম্বুজ মসজিদ,টাঙ্গাইলের ২০১ গম্বুজ মসজিদ কিভাবে যাবো,বাংলাদেশের মসজিদ,২০১ গম্বুজ মসজিদ টাঙ্গাইল ২০২০,টাঙ্গাইলের বড় মসজিদ ২০১ গম্বুজ মসজিদে কিভাবে যেতে হয়
    বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে অসংখ্য নান্দনিক ইসলামিক স্থাপনা। এসব স্থাপনার মধ্যে অন্যতম হচ্ছে মসজিদ। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রয়েছে আলোচিত বেশ কয়েকটি মসজিদ। এরমধ্যে বর্তমান সময়ে নির্মিত টাঙ্গাইলের ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটি বেশ আলোচনার জন্ম দিয়েছে।
    টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার নগদা শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত এ মসজিদটির গম্বুজ ২০১টি। মসজিদটি নির্মাণ করেছেন, বীর মক্তিযোদ্ধা রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্টের প্রতিষ্ঠাতা রফিকুল ইসলামের মা রিজিয়া খাতুন।
    মসজিদটির ২০১টি গম্বুজ ছাড়াও রয়েছে বিশাল আকৃতি। এর প্রধান মিনারের উচ্চতা ৪৫১ ফুট বা ১৩৮ মিটার। যা প্রায় ৫৭ তলা একটি ভবনের সমান। এটিকে বলা হচ্ছে বিশ্বের দ্বিতীয় উঁচু মিনারের মসজিদ।
    মূল মসজিদের চার কোণে রয়েছে ১০১ ফুট উচ্চতার চারটি মিনার। পাশাপাশি রয়েছে ৮১ ফুট উচ্চতার আরও চারটি মিনার। মসজিদের দেয়ালের টাইলসে অঙ্কিত করা হয়েছে পূর্ণ কোরআন এবং আল্লাহর ৯৯টি নাম। এছাড়া মসজিদের প্রধান দরজা নির্মাণে ব্যবহার করা হয়েছে ৫০ মণ পিতল। পাশাপাশি, আজান দেয়ার জন্য মসজিদের সবচেয়ে উঁচু মিনারে বানানো হয়েছে আলাদা রুম। এছাড়াও এখানে নির্মাণ করা হয়েছে দুটি হেলিপ্যাড। মসজিদটির নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ১০০ কোটি টাকা।
    ডিজাইন ও কারুকার্যের দিক থেকে মসজিদটি একটি ভিন্ন সৌন্দর্যের প্রতীক হয়ে উঠছে। ফলে
    প্রচুর দর্শনার্থী প্রতিদিনই মসজিদটি দেখতে আসেন।
    এছাড়া প্রতি শুক্রবার জুমার নামাজে শরিক হতে দূর দুরান্ত থেকে মানুষ এখানে ছুটে আসেন।
    copyright © A BIJOY TV Production-2024
    সঙ্গে থাকুন বিজয় টিভির
    Website: bijoy.tv/
    Facebook: / bijoytvlimited
    CZcams: / bijoytvofficial

Komentáře • 5