হারবাল হাসপাতালের স্বপ্ন ছিল কৃষক আফাজ পাগলার | Shykh Seraj | Channel i |

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • হারবাল হাসপাতালের স্বপ্ন ছিল কৃষক আফাজ পাগলার
    সম্পূর্ণ অনুষ্ঠান- • হারবাল হাসপাতালের স্বপ...
    ========================
    নাটোরের খোলাবাড়িয়া গ্রামের আফাজ উদ্দিনকে এক নামে সকলেই চেনেন আফাজ পাগলা নামে। মাথায় বাবড়ী ঝাকড়া চুল।
    আফাজ উদ্দিনের পথ ধরে বদলে গেছে নাটোরের খোলাবাড়য়া গ্রামে চিত্র। ঔষধি গাছ লাগিয়ে ৫ হাজার মানুষের জীবন জীবিকার চিত্রই যেনে পাল্টে গেছে। খোলাবাড়িয়ার আফাজ উদ্দিনকে সবাই গুরু বলে ডাকতেন।
    ২০১৭ সালের ৬ নভেম্বর ৮৫ বছর বয়সে নাটোর জেলার ঔষধি গ্রামের জনক আফাজ উদ্দিন পাগলা মারা যান।
    Facebook: / shykhseraj
    CZcams: / shykhseraj
    Twitter: / shykhseraj
    Instagram: / shykhseraj
    Linkedin: / shykhseraj
    #SSERAJ #AfazPagla #আফাজ_পাগলা

Komentáře • 347

  • @arifulislam662
    @arifulislam662 Před 3 lety +120

    ঔষধী গ্রামে জন্মে আমি গর্বিত। স্যালুট এবং দোআ রইলো পাগল আফাজ দাদার জন্য। ওপারে ভালো থাকবেন ঔষধী গ্রামের প্রতিষ্ঠাতা আফাজ পাগলা।

    • @ahmedbelal3780
      @ahmedbelal3780 Před 3 lety +2

      আসসালামু আলাইকুম। ভাই, আপনাদের গ্রামে যাবার রাস্তা সম্পর্কে কিছু বলবেন তো? আর যদি পারেন আপনার মোবাইল নাম্বারটা দেবেন প্লিজ।

    • @anwarhossen8194
      @anwarhossen8194 Před 3 lety +2

      ভাই আমাকেও আপনার গ্রামের লোকেশন দিবেন।আমি যাব ইনশাআল্লাহ কিশোরগঞ্জ হতে।

    • @RajuAhmed-bq1oy
      @RajuAhmed-bq1oy Před 3 lety

      Kun thana ata

    • @skusaha9545
      @skusaha9545 Před 3 lety

      @@anwarhossen8194p

    • @lazuknupurlazuknupur3056
      @lazuknupurlazuknupur3056 Před 3 lety

      O par e valo thakben mane????

  • @ruzimotin7815
    @ruzimotin7815 Před 3 lety +83

    এই প্রতিবেদন সৃষ্টি সময়ের উপস্থিত অনেকেই মৃত! মৃতদের বিদেহীর আত্মার শান্তি কামনা করছি।
    কামনা করছি প্রতিটি উপজেলায় হারবাল হাসপাতাল প্রতিষ্টিত হোক।

  • @mosharofbhouiyan678
    @mosharofbhouiyan678 Před 3 lety +23

    ধন্যবাদ শাইখ সিরাজ স্যার কে এমন একটা ভালো প্রতিবেদনের জন্য পাশাপাশি যিনি কবিরাজ আফাজ পাগলার রুহের মাগফেরাত কামনা করছি আল্লাহ উনাকে যেনো জান্নাত বাসী করে

  • @mddurjoy8075
    @mddurjoy8075 Před 3 lety +148

    স্যার আমি প্রবাশে থাকি কিন্তু আপনার ভিডিও দেখলে মাটির গন্ধটা মনে পরে যায়।মনের অজান্তেই চোখের কোনে পানি চলে আসে।😥😥😥😥😥

    • @hellofrombd1960
      @hellofrombd1960 Před 3 lety +2

      Kon desh e thaken vai?

    • @usa5443
      @usa5443 Před 3 lety

      Ore batpar

    • @TomalHasan9905
      @TomalHasan9905 Před 3 lety

      ভাই আমারও এমনও হয়। কেন জানি

    • @anamulhaqueanamul7580
      @anamulhaqueanamul7580 Před rokem

      @@TomalHasan9905 জ্জজজজ্জ্জজ্জ্জজজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজ্জজজজজ

  • @sohidulislam4951
    @sohidulislam4951 Před 3 lety +53

    শায়েক শিরাজ স্যার এর কথা গুলা শুনলে মন জুড়িয়ে যায়।গ্রাম বাংলার অসাধারণ সব জিনিস দেখা যায় উনার দ্বারা।❤️❤️

  • @moinajimmim5645
    @moinajimmim5645 Před 2 lety +14

    আফাজ পাগল আর নেই আমাদের মাঝে,তবে নিঃস্বার্থ ভাবে এলাকার সকল মানুষের ভালো চেয়েছিলেন।সকলকে পরামর্শ দিতেন ঔষধি চাষে এগিয়ে আসতে।আজ এলাকা বাসী পগলার উছিলায় কর্ম খুজে পেয়েছে,সুখে চলে,আলহামদুলিল্লাহ। তবে আফাজ সাহেব তো পাগল, পাগলতো পাগলই নিজের জীবনে কিছুই করতে পারলেন না।নিজের জন্য ভাবেন নি ভেবেছেন দশের সুখ।আল্লাহ উনাকে জান্নাতি করুন।

  • @maruftuyel2627
    @maruftuyel2627 Před 3 lety +43

    ভালবাসা অবিরাম আফাজ পাগলা, আর বিদেহী আত্মার শান্তি কামনায়,,,,,,,,💌💌💌💌

  • @hussainchowdhury1953
    @hussainchowdhury1953 Před 3 lety +39

    এসব ভিডিও দেখলে প্রবাসে থেকেও মাটির গন্ধ পাই।
    ধন্যবাদ সিরাজ স্যার

  • @sumonmahmud3534
    @sumonmahmud3534 Před 3 lety +52

    এরকম হাজারো আফাজ পাগলা বাংলাদেশের রয়েছে ।আপনার অনুষ্ঠানের মাধ্যমে তাদেরকে আমরা দেখতে চাই।

  • @hossainplantnursery
    @hossainplantnursery Před 2 lety +9

    আমার দেশেও যদি এমন একজন শেইখ সিরাজ থাকতো...... এপার বাংলা থেকে অনেক অনেক ভালোবাসা।।

  • @muhammadforhad3027
    @muhammadforhad3027 Před 3 lety +49

    এলোপতি ঔষধ এর গুরুত্ব কমিয়ে সকলের ভেষজ ওষুধের গুরুত্ব বাড়ানো উচিত।

  • @zaimurrahmanzaimzaimurrahm3926

    শায়েখ সিরাজ স‍্যারই একমাত্র প্রতিবেদক যিনি বাংলাদেশের আলোর দিসারী হয়েও অন্ধকারে তলিয়ে যাওয়া মানুষ গুলি নিয়ে সুন্দর মনোমুগ্ধকর চিত্র তৈরি করেছেন

  • @ripanghosh2088
    @ripanghosh2088 Před 3 lety +8

    খুব সুন্দর উদ্যোগ। কারণ আমরা যে সমস্ত এলোপ্যাথিক ঔষধ খাই সবই তৈরী হয় কোনো না কোনো উদ্ভিদ থেকে। তাই একে অবহেলা করার কোনো রাস্তা নেই। যারা করে তারা ওনারাই কোথায় বেশী বোঝা মানুষ।

  • @shakwatulkabirchowdhury3655

    আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহ। ধন্যবাদ শাইখ সিরাজ স্যারকে। এই রত্নকে জাতির সামনে তুলে ধরার জন্য। উনি আজ আমাদের মাঝে নেই। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন।

  • @Channel-jt1jr
    @Channel-jt1jr Před 3 lety +9

    সত্যি অনেক সুন্দর একটা পরিবেশ গাছের পাতায় পাতায়, সবুজ রঙের একটি দৃশ্য অনেক ভালো লাগলো ভিডিও টা দেখে

  • @mdjubelahmed5294
    @mdjubelahmed5294 Před 3 lety +3

    আসসালামুয়ালাইকুম, আপনাকে অনেক ধন্যবাদ বাংলার এই বইচিত্র তুলে ধরার জন্য,আপনার এই ভিডিওগুলো দেখলে দেশের কথা খুব মনে পড়ে যায়, মনে হয় মাটির গন্ধ এসে লাগছে ,আমি প্রবাসে থাকি অজান্তেই চোখের কোনে পানি চলে আসে।

  • @deshmedia9051
    @deshmedia9051 Před 2 lety +3

    খুবই ভালো লাগলো। মা মাটির প্রতিবেদন দেখে ভালো লাগে। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার🙏

  • @abdussattar3743
    @abdussattar3743 Před 3 lety +7

    প্রিয় @Shykh Seraj স্যার অনেক অনেক ধন্যবাদ আগের ভিডিও আপলোডের জন্য।আবার এসে যদি একবার ঘুরে যেতেন আমাদের লক্ষিপুর খোলাবাড়িয়া গ্রাম থেকে।এখন আসলে বুঝতে পারবেন এই ঔষধি গ্রাম আর একশো একরের মধ্য নেই।কতটা বিস্তৃত হয়ে গেছে।কতটা পাল্টে গেছে মানুষের জীবন। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা।
    আর অনেকেই জানতে চেয়েছেন আফাজ পাগলা বেচে আছে কিনা।না এই নিঃস্বার্থপর পরোপকারী মানুষটি আর নেই।তবে ভেষজ চিকিৎসার জন্য এখানে অনেক ভেষজ দোকান আছে, যেখানে আপনার কাংখিত সমস্যার সমাধান পেয়ে যেতে পারেন।

  • @DooarsTraveller
    @DooarsTraveller Před 3 lety +22

    আপনার ভিডিও দেখার অপেক্ষায় থাকি , খুব ভালো লাগলো 👍

  • @durbashadurbar9539
    @durbashadurbar9539 Před 3 lety +5

    আফাজউদ্দীন বেঁচে থাকুন । আপনার মত লোক আ‌রো প্র‌য়োজন । এ‌দেশ আপনার অ‌পেক্ষায় । ভা‌লো থাকুন ,সুস্থ থাকুন ।

  • @rasel12347
    @rasel12347 Před 3 lety +7

    এটা আপনার দ্বারাই সম্ভব , অনেক ধন্যবাদ জানাই 💗

  • @m_ferdaus_raj
    @m_ferdaus_raj Před 3 lety +8

    এসব উদ্যোক্তার দরকার আছে। এমন উদ্যোগ সমৃদ্ধ হোক। তিনি হয়ত ভুল বিশ্বাসের, কিন্তু সমাজকে তো ভুলপথে আটকান না।
    আমাদের এমন মানুষ অনেক দরকার। উদ্যোক্তা, সাথে ভালো ও বিশ্বাসী হলে তো সোনায় সোহাগা।

  • @mdmehedi6344
    @mdmehedi6344 Před 3 lety +13

    কুমিল্লা বুড়িচং থেকে সুন্দর একটা ভিডিও ধন্যবাদ ভাই

    • @itzzzzefty9501
      @itzzzzefty9501 Před 3 lety

      Amioh burichong theke

    • @mdmehedi6344
      @mdmehedi6344 Před 3 lety

      আপনাকে ধন্যবাদ আমিও বুড়িচং সাদক পুর

    • @kawsarmd4667
      @kawsarmd4667 Před 3 lety

      আমিও কুমিল্লার বুড়িচং থেকে..

  • @user-lm5hr1ql6b
    @user-lm5hr1ql6b Před 3 lety +17

    আফজাল সাহেবদের মত ত্যেগি মানুষ আছে বলেই আমরা সুখে থাকি।।
    মানুষটার জন্য মন থেকে ভালো বাসা।

  • @TechTenZeroFans
    @TechTenZeroFans Před 3 lety +4

    ঔষধি গ্রামটি দেখে নিজের মধ্যে অনেক অনুপ্রেরণা জেগে উঠল।। আমরাও চেষ্টা করলে পারবো ইনশাল্লাহ

    • @mozammelmozammel8609
      @mozammelmozammel8609 Před 3 lety

      আমার চাচা ভালো থাকেন।
      লালপুর নাটোর।

  • @juwelhasan979
    @juwelhasan979 Před 3 lety +4

    ভাল একটা সুযোগ পেলেই আশা করি অনেক দূর নক্ষত্রে নিয়ে যাবে ইনশাল্লাহ। আমীন

  • @thufajjal
    @thufajjal Před 3 lety +62

    স্যার ২০২১,০৮,১৭
    ইং,,,এর বর্তমান অবস্থা নিয়ে এই গ্রামের একটা ভিডিও করবেন,,,প্লিজ

    • @udoyto6944
      @udoyto6944 Před 3 lety

      বর্তমান অবস্থা ভালো না খারাপ ভাই..?

    • @aslamhossen132
      @aslamhossen132 Před 3 lety +1

      @@udoyto6944 ekhon aro valo

    • @maksudahaque2033
      @maksudahaque2033 Před 2 lety +1

      Ai gramer video dekte chai abaro sir plz...

  • @arifshahriar4296
    @arifshahriar4296 Před 2 lety +4

    তাদের সুদূর প্রসারী পরিকল্পনার জন্য গ্রামবাসীকে অসংখ্য ধন্যবাদ।

  • @MrArif-bj2up
    @MrArif-bj2up Před 3 lety +5

    নিজের জন্মস্থান হিসেবে গর্বিত 💜

  • @xubaierMission
    @xubaierMission Před 3 lety +60

    এলোপ্যাথি চিকিৎসা ব্যবস্থার দৌরাত্ম্য থামাতে উত্তম উপায় হতে পারে এই প্রাকৃতিক চিকিৎসা বিজ্ঞান।।

  • @jaforiqbal2120
    @jaforiqbal2120 Před 3 lety +3

    যত দিন বেচে থাকেন আল্লাহ আপনাকে সুস্ত বাচিয়ে রাখেন আমিন

  • @CancerResearchandTreatment

    আপনাকে অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা করি, অনেক চমৎকার ভিডিও তোলে ধরেছেন, ভেষজ গাছগাছালির ঔষধি পৃথিবীর সেরা।

  • @user-rt1ec8ui9x
    @user-rt1ec8ui9x Před 3 lety +3

    তখন প্রাইমারী স্কুলে পড়তাম।
    তাড়াতাড়ি করে পড়া শেষ করে বিটিভিতে কৃষি দিবানিশি অনুষ্ঠান দেখতাম। আর আব্বুর সাথে বায়না করতাম আব্বু এভাবে ঐভাবে আবাদ করো‌ ।
    কৃষি দিবানিশি অনুষ্ঠানের শুরুতে যে গান ছিল ওইটা খুবই লাগতো।

  • @saemakon1605
    @saemakon1605 Před 3 lety +11

    আমি এখানে গিয়েছি।স্কাউটের ঔষধি ক্যাম্প করেছি এখানে।

  • @alamkabir1143
    @alamkabir1143 Před 3 lety +5

    আমার প্রানের শহর নাটোর,মালোশিয়া থেকে দেখলাম।অনেক ভালো লাগে জখোন দেখি নাটোরের কিছু নিয়ে ভিডিও করে।

  • @suhidkhan.0177
    @suhidkhan.0177 Před 3 lety +2

    অসাধারণ এ-ই বিডিও টা অনেক

  • @mahedihasan533
    @mahedihasan533 Před 3 lety +21

    আমাদের গ্রাম ❤️
    আফাজ দাদার কথা অনেক মনে পড়ে গেল 😞😢

    • @salam-yl2ec
      @salam-yl2ec Před 3 lety +2

      ভাই কিভাবে যাবো আপনার গ্রামে

    • @ahsunhabib1630
      @ahsunhabib1630 Před 3 lety +2

      ভাই নাটোরে মাদ্রাসা মোড় থেকে কিভাবে যাওয়া যাবে এবং এটা কোন থানার মাঝে পড়ে জানাবেন please?

    • @mahedihasan533
      @mahedihasan533 Před 3 lety +2

      মাদ্রাসামোড় থেকে যে কোন অটো কে বললে হবে যে লক্ষিপুর ঔষুধি গ্রামে যাবেন আপনাকে নিয়ে অটো চলে আসবে।
      ভাড়া ২০ টাকা নিবে অটো

    • @mahedihasan533
      @mahedihasan533 Před 3 lety +1

      এটা নাটোর সদরের মধ্যেই পড়ে

    • @mahedihasan533
      @mahedihasan533 Před 3 lety +1

      অথবা মাদ্রাসা মোড় থেকে বাসে উঠে হয়বতপুর আসবেন তারপর অটোতে করে ঔষুধি গ্রামে যেতে পারবেন।
      বাস ভাড়া ১০ আর অটো ভাড়া ১৫ টাকা নিবে। আর যদি কোন সহযোগীতা লাগে তবে আমাকে বলবেন আমি আপনাদের গ্রাম ঘুরিয়ে দেখাবো ধন্যবাদ

  • @sujan0542
    @sujan0542 Před 3 lety +1

    ধন্যবাদ শায়েক সিরাজ সারকে

  • @jubayer4555
    @jubayer4555 Před 3 lety +19

    গ্রামের বর্তমান অবস্থান নিয়ে একটি প্রতিবেদনে দেন

  • @farukahmedsir989
    @farukahmedsir989 Před 2 lety

    অসাধারণ একটি ভিডিও। ছোট বেলা থেকেই টিভি র একটি অনুষ্ঠান ই দেখতাম।আর সেটি মাটি ও মানুষ। কতবার ভেবেছি নাটোর গিয়ে আফাজ কবিরাজ এর সাথে দেখা করব কিন্তু মানুষ টা শেষ পর্যন্ত হারিয়ে ই গেল। ধন্যবাদ সূপৃয় শাইখ সিরাজ সার। আশা করি দেখা হবে ইনশাআল্লাহ ।

  • @kmfaisal2662
    @kmfaisal2662 Před 3 lety +2

    Masha Allah

  • @azmirjannat3578
    @azmirjannat3578 Před 3 lety +2

    খুব সুন্দর একটা অনুষ্ঠান

  • @user-in8ix5vv6t
    @user-in8ix5vv6t Před 3 lety +2

    দোয়া রইল আপনার জন্য দরদী ভাই আমার

  • @md.melionmelion73
    @md.melionmelion73 Před 3 lety +3

    আললাহ তাকে বেহেশতে রাখুন আমিন

  • @md.walidhasan7760
    @md.walidhasan7760 Před 3 lety +2

    Nature is life and healing remains in nature.... Go natural

  • @sanallahmollah2409
    @sanallahmollah2409 Před 3 lety +1

    মাশাল্লাহ অনেক সুন্দর কুয়েত

  • @ahmedfiroz
    @ahmedfiroz Před 3 lety +7

    হারবাল চিকিৎসা চিরন্তন সত্য

  • @abdulhamidabdulalam8831
    @abdulhamidabdulalam8831 Před 3 lety +11

    শুভ কামনা রইলো আফাজ পাগলা জন্য,

    • @abdulhamidabdulalam8831
      @abdulhamidabdulalam8831 Před 3 lety

      @@shykhseraj আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস নছিব করুক আমীন,

    • @skasibhassan7386
      @skasibhassan7386 Před 3 lety +1

      @@shykhseraj 2007 সালে 56 বছর বয়স হইলে 2017 সালে 66 বছর হওয়ার কথা 😊
      85 বছর না স্যার
      সম্ভবত আমার ভুল হচ্ছে না 🤔

  • @muradchoudhury
    @muradchoudhury Před 3 lety +4

    You have the ability to create green revolution. You have the power to motivate generation of people in all agricultural sectors. We are very proud.
    However, I think you could help some other sectors. Can you expect you see some programs on sanitation, cleanliness, clean and organized place where the retail business takes place. Public vegetable market, groceries are nightmares. If countries much poorer than us can do it, why can’t we. It is not our culture. Please do something on this Mr Shyak Siraj.

  • @mohammednomanahmed6208
    @mohammednomanahmed6208 Před 3 lety +29

    এখন কেমন আছে এই গ্রামটি,জানা ও দেখার আগ্রহ ছিলো?

    • @mdabulhasan3269
      @mdabulhasan3269 Před 3 lety +1

      vai 3ber giyeci ei gram a. sherpur theke onk sundor akti gram. gram er manuser beboher golo onk vlo

    • @mahicookingworld9831
      @mahicookingworld9831 Před 3 lety

      আফাজ কাকা মারা গেছে

    • @ASRAFULISLAM-wj4qz
      @ASRAFULISLAM-wj4qz Před 2 lety +1

      ভাই,আমার বাসা এই গ্রামে,চাইলে আসতে পারেন

  • @parvezchowdhury8038
    @parvezchowdhury8038 Před 3 lety +3

    যারা বলেন ভেষজ ঔষধ বিজ্ঞান সম্মত কিনা, তাদের জেনে নেয়া উচিত গাছপালা মহান স্রষ্টার সৃষ্টি। মানুষ শুধু এটার যথাযথ প্রয়োগ এবং উপকার ভোগ করে মাত্র। সঠিক ভেষজ চিকিৎসা এ্যালোপ্যাথির চেয়ে হাজার গুনে ভাল।

    • @Mashukehsan
      @Mashukehsan Před 3 lety

      Kotha ta onek bhabei bhul .. apnar jotha joto shikhay onek gharti ache

  • @amirhamja4840
    @amirhamja4840 Před rokem

    অসাধারণ

  • @moinuddintuhin8401
    @moinuddintuhin8401 Před 3 lety +3

    আমাদের গ্রাম❤️

    • @mohammadabir4289
      @mohammadabir4289 Před 3 lety

      কবিরাজ টা জিবিত আছে না মারা গেছে

  • @mrfoodloverbd
    @mrfoodloverbd Před 3 lety

    ভিডিওটি ভালো লেগেছে। ধন্যবাদ এমন সুন্দর একটা ভিডিও শেয়ার করার জন্য🌹

  • @k_h_jilani5497
    @k_h_jilani5497 Před 3 lety +39

    আমার দুলা ভাই হাতে ভিডিও করা আজ সে নাই তার হাতে কাজ এখনও চলে

    • @user-qg5on2sh9d
      @user-qg5on2sh9d Před 3 lety

      ভাই বুঝেছেন আপনার দুলাভাইকে ক্যামেরাম্যান

  • @khobirulislam126
    @khobirulislam126 Před 3 lety +1

    আলহামদুলিল্লাহ অসাধারণ

  • @armanmirza2347
    @armanmirza2347 Před 3 lety +3

    আমি দেখতে চাই। শাইখ সিরাজ স্যার এই গ্রামের গিয়ে চিকিৎসা নিচ্ছেন। আমরা নিজেদের জন্য একটা আর অন্যের জন্য আরেক টা পছন্দ করি।

    • @eunusakon1798
      @eunusakon1798 Před 3 lety

      আপনার কথাটা সুন্দর কিন্তু বুঝতে কস্ট হচ্ছে

  • @rokeyaislam3166
    @rokeyaislam3166 Před rokem

    Ameen

  • @nishatrahman9205
    @nishatrahman9205 Před 3 lety +1

    মানুষের সাথে গাছের সম্পর্ক

  • @jaseemjaseem6879
    @jaseemjaseem6879 Před 3 lety

    Our bangladesh public lover for very good job go ahead thanks

  • @khairmiazi4839
    @khairmiazi4839 Před 2 měsíci

    এই কবিরাজ চাচা যেন পুরা বাংলাদেশের মডেল হয়
    কমবেশি সব বাড়িতে যেন কোনো না কোনো ওষুধই গাছ থাকে‼️

  • @mdsafik7361
    @mdsafik7361 Před 3 lety +1

    অনেক ভাল

  • @mdkhadimulislam992
    @mdkhadimulislam992 Před 3 lety +1

    খু্ব ভালো লাগলো ভিডিওটা

  • @pabelahmed3093
    @pabelahmed3093 Před 3 lety +4

    ❣️❣️❣️👌👌👌

  • @monirjhinuk8395
    @monirjhinuk8395 Před 3 lety +1

    খুব ভালো লাগলো দারুণ

  • @user-wd6lq9xs8n
    @user-wd6lq9xs8n Před 11 měsíci

    মাশাআল্লাহ অসাধারণ একটা ভিডিও ভাই ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @AroundBDVillage
    @AroundBDVillage Před 3 lety +2

    আমার ছোট বেলার সেরা মানুষ

  • @rihajofficialabuhurayra407

    এই গ্রামের বর্তমান অবস্থা নিয়ে ভিডিও চাই

  • @LATechnologyBangla
    @LATechnologyBangla Před 3 lety +3

    অসাধারণ গ্রাম👌

  • @freshnotch
    @freshnotch Před 3 lety

    বুঝবে একদিন তুমি, আমি তোমাকে কতটা ভালোবাসি। সেই দিন হইতো আমি হারিয়ে যাবো ঔ দুরে নিল আকাশে তারার মাঝে। বুঝবে একদিন তুমি , আমি তোমাকে কতটা মিচ করি সেইদিন হইতো আমি হারিয়ে যাবো ঔ মরুভুমির বালির মাঝে। বুঝবে একদিন তুমি , আমি তোমাকে ছাড়া কতটা একা একা থাকি সেই দিন হইতো আমি থাকবোনা এই পৃথিবীতে হারিয়ে যাবো ঔ মাটির ছোট্ট ছোট্ট কনায়!

  • @Mddulal-ug9uz
    @Mddulal-ug9uz Před 3 lety +1

    আল্লাহ আকবার এই পাগল বাজানের,উপর হেফাজত করুন আমিন

  • @rubayetaddittohasan25
    @rubayetaddittohasan25 Před 3 lety +1

    Sir Allah Bless You Thanks Your Video Clip

  • @juelrana8167
    @juelrana8167 Před 3 lety

    ঔষধি গ্রাম আমাদের গর্ব
    এই গ্রামে জন্ম নিতে পারে নিজেকে খুব ভাগ্যবান মনে করছি

  • @bshourov1
    @bshourov1 Před 3 lety +3

    Respect to Siraj Sir

  • @nurulamin9301
    @nurulamin9301 Před 3 lety

    খুব ভাল লাগল

  • @gulgulbanu2870
    @gulgulbanu2870 Před 3 lety

    আল্লাহ তুমি এ-ই বিষয় সাহায্য কর। আমিন

  • @sharminafrozvlogandcooking4680

    Alhamdulillah 🌿🌿🌿🌿🌿🌿

  • @ranjitnarzary7532
    @ranjitnarzary7532 Před 3 lety +1

    You are a crusader in the arena of sustainable development!🙏🙏

  • @user-mh5ro6mk7s
    @user-mh5ro6mk7s Před rokem

    আমাদের নাটোর,,আমি গর্বিত

  • @robeuilhasan8978
    @robeuilhasan8978 Před 3 lety

    ধন্যবাদ ভাই আপনাকে

  • @mdhelal5930
    @mdhelal5930 Před 3 lety

    অনেক ভালো লাগলো

  • @mdRaihan668
    @mdRaihan668 Před 2 lety

    খুব ভালো লাগলো

  • @rabbymd8795
    @rabbymd8795 Před 3 lety +5

    আফাজ পাগলা এর হাসপাতাল কি হয়েছে? আর কেমন আছেন উনি এখন? উনাকে নিয়ে নতুন প্রতিবেদন খুব তাড়াতাড়ি দেখতে চাই

  • @alaminislam9321
    @alaminislam9321 Před rokem

    ❤❤ আমি এই এলাকার মানুস হিসাবে গইভিত। ভালবাসা

  • @shohagms5591
    @shohagms5591 Před 3 lety

    Sir apnake onek dhonnobad

  • @shihabshinab1800
    @shihabshinab1800 Před 3 lety

    ধন্যবাদ আপনাকে

  • @jamsnupa
    @jamsnupa Před 3 lety

    সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ।

  • @manojitkumarroy6778
    @manojitkumarroy6778 Před 3 lety

    সত্যিই অসাধারণ । ভাবা দরকার

  • @nasirjomser9876
    @nasirjomser9876 Před 3 lety

    খুব ভালো লাগছে

  • @ismailhosenmeskat4624
    @ismailhosenmeskat4624 Před 3 lety

    মন থেকে অনেক দোয়া রইল, আফাজ উদ্দিন সাহেবের জন্য। আল্লাহ তাঁর এই ভাল কাজের উসিলায় বেহেসত নসীব করুন।

  • @RuhulOfficialRk
    @RuhulOfficialRk Před 3 lety

    MashaAllah

  • @fazlupk3527
    @fazlupk3527 Před 3 lety

    ধন্যবাদ আফাজ ভাই

  • @hasansagor5020
    @hasansagor5020 Před 3 lety

    অনেক ভালো লাগলো।

  • @goldentaijulislam6772
    @goldentaijulislam6772 Před 3 lety

    কুমিল্লা নাঙ্গলকোট থানা থেকে বলছি অনেক ধন্যবাদ এবং সামনের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বাচ্চাদের কে আহবান করা হোক ঔষধি গাছ গ্রামে গ্রামে লাগানোর জন্য অ আমার বাড়ি কুমিল্লা জেলা নাঙ্গলকোট থানা ইউনিয়ন মুখরা এই ভিডিওটা বানানোর জন্য ধন্যবাদ

  • @manasprasaddeylcbrac6872

    KUB VALO LAGLO

  • @mdrahatstor
    @mdrahatstor Před 3 lety +2

    Good

  • @tazlimaakter7337
    @tazlimaakter7337 Před 2 lety

    আপনার ভিডিও দেখার জন্য পতিদিন

  • @anikadhikary9343
    @anikadhikary9343 Před 3 lety +1

    ❤️❤️

  • @rjraj6556
    @rjraj6556 Před 3 lety

    i miss you village

  • @masudbasar6373
    @masudbasar6373 Před 3 lety

    অসাধারণ স্যার..!!