কোরআনের হুর পর্ব ৪: নারী গবেষক, খালেদ আবুল ফজল, আব্দুল কাদের জিলানি এবং আমার সাবস্ক্রাইবারদের চোখে

Sdílet
Vložit
  • čas přidán 26. 06. 2024

Komentáře • 99

  • @miraslam-ip6pf
    @miraslam-ip6pf Před 29 dny +1

    আলহামদুলিল্লাহ বিজ্ঞান যতো আবিষ্কার করবে কোরআন বোঝা ততো সহজ হবে ইনশাআল্লাহ।

  • @janatulferdoush8970
    @janatulferdoush8970 Před měsícem

    Thank you very much about make me more knowledgeable and nice clean true .

  • @sarwaralam2161
    @sarwaralam2161 Před měsícem

    আপনার বেশি বেশি কোরআনের গবেষণা চাই । চট্টগ্রাম থেকে সরওয়ার আলম বলছি । আপনার সাধনা আল্লাহ কবুল করুন ।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। মি. সরওয়ার। দোয়া করবেন।

    • @user-if9vw6mc8j
      @user-if9vw6mc8j Před měsícem

      ​@@Dr.AnisFaroque jannate ki sex nisiddho ?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      @@user-if9vw6mc8j নিষিদ্ধ না বিশুদ্ধ- কোনোটাই মানুষের জানা নেই। সেইজন্য শুধু একটা মত প্রচার না করে দুটি মতই থাকা উচিত। আর যার যেটা মনে চায়, সে সেটা ফলো করলো।

    • @user-if9vw6mc8j
      @user-if9vw6mc8j Před měsícem

      @@Dr.AnisFaroque sotto Ekta hobe.ekjon quraner gobesok quraner alok dabi koriyachhen nisiddh.

  • @bishwajitdas5189
    @bishwajitdas5189 Před měsícem +1

    সত্য একদিন আসবেই ধন্যবাদ স্যার

  • @user-nb6bx4nf9i
    @user-nb6bx4nf9i Před měsícem

    ছার ❤ অসাধারণ অপেক্ষায় করচিলাম। ❤🎉 অনেক দন্যবাদ আপ্নাকে এই ভিডিওর জন্ন

  • @Hafiz-yw3pb
    @Hafiz-yw3pb Před měsícem +3

    ওয়াল্লাহি আপনার এই আলোচনার দ্বারা মানুষ উপকারের জাগায় বিভ্রান্ত হবে তাতে বিন্দুমাত্র সন্দেহ নাই।কারন আমি আপনার এই আলোচনা শুনেছি কিন্তু এখানে শুধু সন্দেহ বাড়াচ্ছে

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +2

      এটাও আপনার নিজস্ব চিন্তা ও মতামত। মানুষের উপকার হবে কি না হবে সেটা আপনি বলবেন কী করে? আপনি শুধু আপনারটা বলতে পারবেন। আর সন্দেহ বাড়লে যদি ভালো কিছু চিন্তার সুযোগ হয়, তা তো ভালো। আর যদি কেউ হুর পাবে না বলে জান্নাতই ছেড়ে দিতে চাইবে, তারা এই ধরনের লেকচার এবং মতবাদ থেকে এমনিতেই দূরে থাকবে। ভয় পাবেন না!

    • @yahmed4274
      @yahmed4274 Před měsícem

      পুরানো ঠাকুরমার ঝুলির বস্তাপঁচা আলেমদের দাঁত কেলানো কিচ্ছা-কাহীনি শুনতে শুনতে ব্রেইন ভরাট হয়ে গিয়েছে, তাই এখন প্রকৃত সত্য ব্রেইন গ্রহন করতে পারছে না।
      ঠাকুরমার ঝুলি ব্রেইন থেকে বের করে দেন, দেখবেন সব ঠিক হয়ে গেছে।

    • @mohammadabdurrahman3282
      @mohammadabdurrahman3282 Před měsícem +1

      @@Dr.AnisFaroque আপনি কতোটা সহনশীল ও লেখকের মতো বুদ্ধিদ্বীপ্ত উত্তর করেছেন আপনার ব্যক্তিত্বের জন্যে জাজাকাআল্লাহ খাইরান !

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem +1

      @@mohammadabdurrahman3282 ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। ❤️

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      ​​@@Dr.AnisFaroque
      অধিকাংশ মানুষই উচ্চশিক্ষিত হবার পরে জন্মসূত্রে পাওয়া পারিবারিক ধর্মবিশ্বাসের সত্যতা বিজ্ঞানমনস্কতা নিয়ে যাচাই না করে অন্ধভালোবাসায় পরিণত করে। এবং নানান গোঁজামিল ও কুযুক্তি দিয়ে অন্ধবিশ্বাসকে আঁকড়ে থাকে। Celene Ibrahim তার বইয়ে (Women and Gender in the Qur'an) জান্নাতে হুরের যে যৌনাঙ্গহীন অবয়ব ও যৌনাকর্ষণহীন বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, তা উনার জন্মসূত্রে পাওয়া ইসলাম ধর্ম সম্বন্ধে পরিবার ও সমাজ থেকে পাওয়া অন্ধবিশ্বাস থেকে। ইসলামকে যৌনতার ধর্মের লজ্জা থেকে কলুষযুক্ত করার প্রচেষ্টায়ই Celene Ibrahim কোরানের সাথে সামঞ্জস্যহীন ঐ ব্যাখ্যা করেছেন। অথবা পেশাগত কারণেই হয়তো উকিল মানসিকতা নিয়ে মক্কেলের পক্ষে/স্বার্থে অমন বই লেখা হয়ে থাকতে পারে। কারণ যে আল্লাহ দুনিয়া বিষয়ে অনেক ভুলভাল্ ও পরস্পরবিরোধী কথা বলেছে, বান্দার সাথে করা ওয়াদার বরখেলাপ করে চলেছে। সেই আল্লাহ মরার পরের জীবনে জান্নাতে চিরতরুণ ও চিরজীবী করে রাখার এবং চাওয়া মাত্র যেকোনো কিছু দেবার অঙ্গীকার কোনো সুশিক্ষিত যুক্তিজ্ঞানসম্পন্ন মানুষ কখনো বিশ্বাস করতে পারেনা।
      যৌনতায় পুরুষকে আকর্ষণ করতেই নারী দেহে যৌনাঙ্গ, সুডৌল স্তন ও ত্বকে সেক্সি কমনীয়তা থাকে। আপনি Celene Ibrahim এর সাথে একমত হবার আগে জান্নাতে সুডৌল স্তনহীন, যৌনাঙ্গহীন, জেল্লাহীন ত্বকের নারীকে সঙ্গীরূপে কল্পনা করুন। ফুলের সৌন্দর্য্যে মানুষ মুগ্ধ হলেও প্রকৃতি/ফুলের উদ্দেশ্যে ভ্রমর, মৌমাছিকে রূপে আকৃষ্ট করে মধুপানের লোভ দেখিয়ে পরাগায়নে সহায়তা নেওয়া।
      Celene Ibrahim বইয়ের নাম যেহেতু Women and Gender in the Qur'an তাই উনার মনের মাধুরী মিশিয়ে কল্পিত জান্নাতি হুর নয়, আল্লাহ কোরআনে পার্থিব নারী ও জান্নাতী হুর সৃষ্টির উদ্দেশ্য সম্পর্কে যা যা বলেছে সেসবই আমাদের আমলে নিতে হবে।
      আল্লাহ পৃথিবীতে তার একজন প্রতিনিধি বানাতে মানব সৃষ্টির পরিকল্পনা করে আদমকে সৃষ্টি করে। আল্লাহর মানব সৃষ্টির পরিকল্পনায় প্রথমে নারী ছিলোনা। একাকী বিষন্ন পুরুষের স্বস্তির জন্য পুরুষ থেকেই আল্লাহ পুরুষের জোড়া বা সঙ্গী তৈরী করেছে (কোরআন -- ০৭ঃ১৮৯, ৩০ঃ২১)। দুনিয়ায় যারা ইসলামের আল্লাহর প্রতি ঈমান এনেছে এবং সৎকাজসমূহ করেছে তাদের জন্য পুরস্কার হিসেবে আল্লাহ বেহেশতে শুদ্ধচারিণী রমণীকূল/পরিচ্ছন্ন সঙ্গিনিগণ রাখার কথা বলেছে (কোরআন -- ০২ঃ২৫, ০৩ঃ১৫)।
      আল্লাহ তার মুত্তাক্বী বান্দাদের সাথে জান্নাতে কামিনী, জিন ও মানব পূর্বে যাদেরকে ব্যবহার করেনি এমন হুরদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেবার ওয়াদা করেছে (কোরআন -- ৫২ঃ২০, ৫৫ঃ৫৬, ৫৬ঃ৩৭)। আয়াতে 'কামিনী' ও 'ব্যবহার' শব্দ দুটির অর্থ উপলব্ধি করলেই কী উদ্দেশ্যে জান্নাতে হুর রাখা হয়েছে তা সুস্পষ্ট হয়।
      Celene Ibrahim এর মতে রোগ-শোকহীন চিরতরুণ ও চিরজীবী থাকা জান্নাতে যেহেতু যৌনতা করে বংশধর রাখার প্রয়োজনীয়তা নেই, তাই জান্নাতের হুরদের ও জান্নাতী নারী পুরুষের যৌনাঙ্গ থাকারও প্রয়োজন নেই। Celene Ibrahim এর এই যুক্তি আপনার কাছে ১৪০০ বছরের মধ্যে অনন্য মনে হয়েছে। তাহলে জান্নাতে বসবাসরত অবস্থায় আদম-হাওয়ার যৌনাঙ্গ ছিলো কী কারণে? যৌনতাকে পরিপূর্ণভাবে উপভোগ্য করতে জান্নাতে মদ, মাংস, ফল-মূলসহ যাবতীয় সুস্বাদু খাবার-পানীয়র ব্যবস্থা আছে, সুতরাং চিরতরুণ চিরযুবক জান্নাতীদের ক্ষুধা, তৃষ্ণা থাকলে তাদের যৌনাকাঙ্ক্ষাও থাকবে সেটাই স্বাভাবিক।
      দুনিয়ায় মানুষ যদি যৌনসঙ্গমে আনন্দ না পেতো, তাহলে বৃদ্ধ বয়সে নিজেদের দেখাশোনা করা ও নিজ বংশধর রাখার উদ্দেশ্যে কত সংখ্যক মানুষ সন্তান জন্মাতো? পৃথিবীতে যত সন্তান জন্মায় তার কত পার্সেন্ট কাঙ্খিত যৌনানন্দের অনাকাঙ্ক্ষিত বাই-প্রোডাক্ট, আর কত পার্সেন্ট পরিকল্পিত সন্তান জন্মানোর উদ্দেশ্যে যৌনতা থেকে জন্মে? যদিও রিপ্রডাকশনের উদ্দেশ্যে যৌনতাকে উৎসাহিত করতে আল্লাহ যৌনতাকে আনন্দময় করে থাকে। কিন্তু চালাক মানুষ রিপ্রডাকশন আটকে দিয়ে যৌনানন্দটুকু পেতে কৌশল ও ঔষধ আবিস্কার করে আল্লাহর উদ্দেশ্যকে কাঁচকলা দেখাচ্ছে। সুতরাং পুরুষের কাছে সন্তান উৎপাদনের চেয়ে নারীকে যৌনানন্দের 'যন্ত্র' হিসেবেই প্রধান প্রায়োরিটি করেছে। আল্লাহ নিজেও পুরুষের স্বস্তির উদ্দেশ্যেই নারী সৃষ্টির কথা কোরআনে বলেছে।
      মানুষ টাকা-ডলার খরচ করে সেক্স ট্যূর করে কি সন্তান জন্মানোর উদ্দেশ্যে, নাকি যৌনানন্দ পেতে? সুতরাং পরহেজগার মুসলমান জান্নাতে হিজরত কর‍তে নেকী কামাই করে হুরের সাথে মাস্তি করার উদ্দেশ্যেই, দৃষ্টিনন্দন ম্যানেকুইন/Mannequin এর সাথে নিরামিষ বসবাস করতে নয়।

  • @SarifulIslam-cr2su
    @SarifulIslam-cr2su Před měsícem

    ❤🎉🎉🎉 ছালামুন🎉🎉🎉❤ আলা মানিতাবা🎉🎉🎉❤ আলাল🎉🎉🎉 হুদা🎉🎉🎉❤

  • @skbablurrahman9261
    @skbablurrahman9261 Před měsícem +1

    গভীরতা আছে আলোচনায়! জাযাকাল্লাহ খয়ের!

  • @najibargazi4736
    @najibargazi4736 Před měsícem

    মানুষের কোনো চিন্তা চেতনা বেহেশতে থাকবে যা পৃথিবীতে ছিল। মানুষ তো মানুষ।এক অনন্য সৃষ্টি। পৃথিবীর স্মৃতি বেহেশতে মানুষের সঙ্গে থাকলে সে কি করে শান্তি পাবে? সে তো মানুষ। পুরস্কার যা ই দেওয়া হোক কেন মানুষ তো চিন্তা শীল।।

  • @abuhanif329
    @abuhanif329 Před měsícem +1

    হুর সমন্ধে আপনার মুসলিম বিশেষজ্ঞদের মতামত নিচ্ছেন? নাকি অন্যান্য ধর্মের অন্যান্য স্কলারদের মতামত নিচ্ছেন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      সব পর্ব দেখে মন্তব্য করেন। শুধু শুধু এমন করেন কেন?

  • @asadulislam7349
    @asadulislam7349 Před měsícem

    Hur : বর্তমান সময়ে রোবট/AI সঙ্গে তুলনা করা যেতে পারে।

  • @amdadulhaq3506
    @amdadulhaq3506 Před měsícem

    সুন্নহর আলোকে কোরআন বুঝতে হবে। মানুষের চিন্তা চেতনা দ্বারা কোরআনের ব্যাখ্যা হাদিস ব্যাতীত অবশ্যই ভূল পথে নিয়ে যাবে।

  • @sarwaralam2161
    @sarwaralam2161 Před měsícem

    আপনি যেসব গবেষকদের গবেষণা বইয়ের উল্লেখ করলেন ঐ বইগুলো পেতে পারি কিভাবে জানাবেন প্লিজ

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      আমাজান এ অর্ডার করে দেখতে পারেন। কিন্তু অনেক দাম পড়বে। এগুলো অরিজিনাল বুকস।

    • @abashar3502
      @abashar3502 Před měsícem

      সালামুন আলাইকুম। মাইজদী কোর্ট, নোয়াখালী। ❤️💥

    • @user-if9vw6mc8j
      @user-if9vw6mc8j Před měsícem +1

      ​@@Dr.AnisFaroque hurer j bornona deoya achhe ta meyeder boishisto. Puruser kon bornona nai.

  • @L.L.A.F
    @L.L.A.F Před 29 dny

    Nobody even thousands researchers thousands years research never imagined life style of Heaven.

  • @L.L.A.F
    @L.L.A.F Před 29 dny

    Your identity I don't know
    What do you mean by scholar? Is an expert knows when he will die?

  • @jackbrown2744
    @jackbrown2744 Před měsícem

    Some advise as a brother :
    1) take time slowly..
    2) Learn More...
    3) never get married earlier first study religion fully then...

  • @shaikhaslam8409
    @shaikhaslam8409 Před měsícem

    Assalamu Alaykum, do you mind to tell about something Azan it came from Quran or somewhere else

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      Walaikum salam. I don’t have any research on that topic.

  • @sarwaralam2161
    @sarwaralam2161 Před měsícem

    ওই নারী গবেষকের নাম ও বইয়ের নামটা লিখে জানাবেন প্লিজ ।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      Women and Gender in the Quran: Celene Ibrahim, Oxford University Press

  • @bonggojbihonggo991
    @bonggojbihonggo991 Před měsícem

    @Omar Faruk
    বড় বড় আলেমরা এতোদিন আপনাদের কী শিক্ষা দিলো? আপনারা বড় বড় আলেমদের থেকে শিক্ষা নিয়ে তাদের পক্ষে আলোচনা করতে পারার মতো যোগ্যতা অর্জন করতে পারছেননা কেনো? ছাত্রের শিক্ষার অবস্থাই শিক্ষক ও স্কুলের অবস্থার অনেকটাই প্রমাণ করে।

    • @mohammadabdurrahman3282
      @mohammadabdurrahman3282 Před měsícem

      উনার পুরোটা আলোচনায় আল্লাহ পাকের রাহমাত আর বারাকাতে পরিপূর্ণ হয়েছে কারন উনি তো কুরআন নিয়েই আলোচনা করছেন। নবীজি বা সাহাবিগণ কোনো মাদ্রাসাকে ইছলাম নিয়ে সনদ দিতে বলেছেন ? তাই আলেম তৈরীর কারখানা হলো মাদ্রাসা আর কিছু আয়-উন্নতির পথ তাই এদের কথাই প্রকৃত ইছলাম এই সিদ্ধান্তটা কোথা থেকে এসেছে বলবেন কি ? আর একজন স্বাধীন মানুষ স্বাধীন ভাবে কুরআন ও ইছলাম নিয়ে গবেষনা করতে পাড়বে না তাকে কথিত ছাদাকার ওপর নির্ভরশীল আলেমের কথায়/চিন্তা-চেতনায় কুরআন ও ইছলাম বুঝতে হবে এই সিদ্ধান্ত কোথায় পেলেন ? অথচ আল্লাহ পাক কুরআন -এ বারবার তাগিদ দিয়েছেন কুরআন থেকে জ্ঞান নিতে আর কুরআনেই রয়েছে জ্ঞানীদের জন্যে নিদর্শন, এখানে আলেমের জন্যে কোনো নিদর্শন নাই।

  • @mohammadyousup3734
    @mohammadyousup3734 Před 26 dny +1

    এগুলা আরবি গপ্প ছাড়া কিছুই নয়

  • @taslimamohsin2543
    @taslimamohsin2543 Před měsícem

    সালাম নিবেন, কোরআনের আলো কে হুর সম্পর্কে যে বিস্তারিত আলোচনা করলেন তাতে আল্লাহ্ সুবহানাহু তাআলার শ্রেষ্ঠ গুনাবলীর প্রমাণ পাওয়া গেল ।আমাদের দেশের ধর্মীয় কাউয়াদের বর্ণনায় ( বর্তমান ইউটিবার আলেম সমাজ ) আল্লাহ এক শ্রেণীর মানুষের জন্য ভালো কিছু রেখেছেন , অন্য শ্রেণীর জন্য কী রেখেছে তা পরিষ্কার করে বলেন না । বল্লে তাদের দাম কমে যাবে মনে করেন। । আমার দৃড বিশ্বাস ছিলো আল্লাহ তাঁর সৃষ্টি বিষয়ে পুরস্কারও শ্বাস্তির বিষয়ে দুই রকম করবেন না অন্যতম কারণ প্রার্থনার সব বিষয়ে নিয়ত ও নিয়ম এক ।কোরআন গবেষণায় আপনি এগিয়ে যান ।দোয়া করি আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন আমিন।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      ওয়ালাইকুম সালাম। ধন্যবাদ আপনার মন্তব্য ও শুভকামনার জন্য।

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      @Talima Mohsin
      পূর্ণাঙ্গভাবে হুর সম্পর্কে কোরআনের আলোকে এই পর্বে আলোচনা করা হয়নি। বরং হুর সম্পর্কে কোরআনে বলা সত্যকে আড়াল করে হুরের খাৎনা করে হুরে 'পবিত্রতা' আরোপ করা হয়েছে। সুতরাং ইসলাম জানতে দাড়ি-টুপি জোব্বা পরা ওয়াজজীবী আলেম ও ক্লিন শেভ্ড কোট-টাই পরা PhD. ডিগ্রীধারী মডারেট (কোরআনের ভাষায় মুনাফিক) আলেমদের ওয়াজ অন্ধভাবে বিশ্বাস না করে তাদের বক্তব্যের সত্যতা যাচাই করতে কোরআন-হাদিস নিজেই পড়ুন।

  • @L.L.A.F
    @L.L.A.F Před 29 dny

    Your lecture proves you are a little knowledged man.Such type of debating not fit for you .

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před 29 dny

      You are right. But I believe as you understand that this type of debating doesn’t fit me, this definitely suits you. I invite you to do some debate on this topic and upload that video and give me the link. Congratulations on your future work!
      However, I will be delighted if you could logically prove that I am not fit for this debating, by criticising my lecture. If you just give your conclusion, where is the main discussion? This shows actually you don’t have anything to criticise from my lecture. I will prepare a lecture soon to prove how our preconception or belief determines our decisions. You are not an exception.

  • @abuhanif329
    @abuhanif329 Před měsícem

    আপনি কি পুরো নাস্তিক না অর্ধ নাস্তিক পুরো সংশয়বাদী নাকি কিছু সংশয়বাদী আর নিয়ে চিন্তা ও প্রকাশনা 😂করে আপনার কি ও কৌতুহল তৃপ্তি ভোগ করেন নাকি অর্থনৈতিক লাভবান হওয়ার সুযোগ আছে প্রকাশ করলে আমরা আপনাকে বুঝতে পারতাম না হলে বিভিন্নভাবে ধারণা করিয়ে নিব।

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      যেভাবে মনে চায় ধারণা করে নেন। সমস্যা নাই।

    • @AbdullahAbuSayed
      @AbdullahAbuSayed Před 28 dny

      Actually he is a gan papi.

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před 28 dny

      @@AbdullahAbuSayed আল্লাহকে ছেড়ে তারা যাদের আরাধনা করে, তোমরা তাদেরকে মন্দ বলো না। তাহলে তারা ধৃষ্টতা দেখাতে গিয়ে অজ্ঞতাবশত আল্লাহকে গাল-মন্দ করবে। এমনিভাবে আমি প্রত্যেক সম্প্রদায়ের দৃষ্টিতে তাদের কাজ-কর্মকে সুশোভিত করে দিয়েছি। অতপর স্বীয় পালনকর্তার কাছে তাদের প্রত্যাবর্তন করতে হবে। তখন তিনি তাদের বলে দেবেন যা কিছু তারা করত।’ (সুরা আনআম : আয়াত ১০৮)
      আজকে এই ফায়সালা আমি করতে পারবো না যে, আপনি না আমি, কে আসলে সত্যপথে আছি। আমার কাছে আমি রাইট। আপনার কাছে আপনি। আর আল্লাহ আমাদের দৃষ্টিতে আমাদের যার যার মতবাদ ও কর্মকে বিউটিফুল করে রেখেছেন। কিন্তু সেদিন আল্লাহ প্রকাশ করে দেবেন সত্যটা। বিচার করবেন। আজকে আমাকে অর্ধেক নাস্তিক, পুরো নাস্তিক কিংবা সংশয়বাদী মনে হচ্ছে। কিন্তু আমি আল্লাহর চোখে কী? আপনিই বা কী? এই সিদ্ধান্ত আপনি দিতে পারবেন না। আমাকে বুঝে লাভ নেই। নিজেকে বুঝার চেষ্টা করেন। সেদিন আল্লাহর কাছে আমি আমার জবাব দিবো আর আপনিও আপনারটাই দেবেন। আমারটা না। আমার দাড়ির পেছনে না ঘুরে নিজের দাড়ির পরিচর্যা করুন। তবে এই যে অপবাদ আমাকে দিলেন, সেটার বিচার দিয়ে রাখলাম মহান প্রভুর কাছে আর মন্তব্যগুলো এখানে কেয়ামত পর্যন্ত থাকুক সাক্ষী হয়ে। আমার মতবাদ ভালো না লাগলে আল্লাহর শিক্ষা অনুযায়ী আপনার দরকার ছিলো এড়িয়ে যাওয়া। খারাপ মন্তব্য করা নয়। ব্যক্তিগত আক্রমণ করা নয়। আমি কিন্তু সেই পাপ থেকে মুক্ত রইলাম।

  • @royaltechnozonelimited9071
    @royaltechnozonelimited9071 Před měsícem

    ভাই, যেইসব বিষয়ে আপনার অভিজ্ঞতা নেই, সেই বিষয়ে কথা না বলা উত্তম, তাতে করে আপনি নিজে এবং অপর কে বিভ্রান্ত করছেন

    • @md.sujonsujon6282
      @md.sujonsujon6282 Před měsícem

      তুই বেশি অভিজ্ঞ, তোদের কারণে কি সমালোচনা করা যাবে না?

    • @Dr.AnisFaroque
      @Dr.AnisFaroque  Před měsícem

      আমি যে বিষয়ে কথা বলছি সে বিষয়ে আমি জেনেই তো বললাম। ১২০০ বছর ধরে হুরের সংগা, অবয়ব ও বৈশিষ্ট্য নিয়ে যা বলা হয়েছে, পুরো বিষয়ের ওপর একটা সামগ্রিক গবেষণা আমি তুলে ধরলাম। আপনার কমেন্টটা এখন আমি আপনাকেই ফিরিয়ে দিচ্ছি। আমি যে বিষয় নিয়ে বললাম, সেই বিষয়ে আপনার কোনো জ্ঞান নেই। তাই এই বিষয়, মানে, আমার লেকচারের বিষয়ে কথা বলার মতো জ্ঞান আপনার নেই। তবুও আপনি বারবার দেখবেন আমার ভিডিওগুলো। অনেকবার করে। তখন আপনি এটার ভেতরের নির্যাসটা উপভোগ করতে পারবেন। ভালো থাকুন। লাগেজটা খুলে রাখুন। তবেই না সেখানে নতুন অভিজ্ঞতা, নতুন জ্ঞানের কথা ঢুকতে পারবে। ধন্যবাদ।

    • @Importexportbd
      @Importexportbd Před 20 dny

      মৌলিক ইসলামে আবার মুক্ত বুদ্ধি আবার আনতে হবে।😢😢😢😢😢

  • @bishwajitdas5189
    @bishwajitdas5189 Před měsícem

    কোথায় খুঁজেছ স্বর্গ নরক কে বলে তা বহুদূর মানুষের মাঝে স্বর্গ নরক মানুষেরই সুরাসুর

  • @Hafiz-yw3pb
    @Hafiz-yw3pb Před měsícem +2

    আখেরাতের হিসাব কোনভাবেই দুনিয়ার সাথে মিলানো যাবেনা।আমরা কোরান হাদিস মানি ব্যাস এটাই সত্য সঠিক,

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      কোরআন কি অসম্পূর্ণ, অপূর্ণাঙ্গ?
      কোরআনে কোথায় হাদিস মানতে বলা হয়েছে?

    • @Hafiz-yw3pb
      @Hafiz-yw3pb Před měsícem

      কোরানে রাসুল সা কে মানতে বলা হয়ছে,,আচ্চা এখন আমাকে বুঝান রাসুল সা:কে কিভাবে মানবেন যদি হাদিস না মানেন????????? কোরানে বলা হয়েছে যাকাত দাও এখন কিভাবে কি পরিমাণ যাকাত দিবেন আপনার সম্পদের???কোরানে বলা হয়েছে সালাত কায়েম কর এখন বলেন কয় রাকাত কখন কিভাবে পড়বেন অথচ কোরানে বিস্তারিত বলা হয়নি

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      ​@@Hafiz-yw3pb
      আল্লাহ তার কোরআনে বলেছে,
      তোমাদের প্রতি নাযিল করেছি প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমতসহ বিস্তারিত গ্রন্থ, সবকিছুই সুবিন্যস্ত কিতাবে রয়েছে। আমি কোন কিছু লিখতে ছাড়িনি, ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই। অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে। সুতরাং যাকাত কী পরিমাণ দিবেন, সালাত কত রাকাত কীভাবে আদায় করবেন সেসব যদি বর্তমান কোরআনে না পান, তাহলে নিশ্চয়ই এই কোরআন সহীহ কোরান নয়।
      ০৬. সূরা আল্-আন্-আম
      ১১৪. তবে কি আমি আল্লাহ ব্যতীত অন্য কোন বিচারক অনুসন্ধান করব, অথচ তিনিই তোমাদের প্রতি বিস্তারিত গ্রন্থ অবতীর্ণ করেছেন?
      ১১. সূরা হুদ
      ০৬. .... সবকিছুই এক সুবিন্যস্ত কিতাবে রয়েছে।
      ১৬. সূরা নাহল
      ৮৯. ...... আমি আপনার প্রতি গ্রন্থ নাযিল করেছি যেটি এমন যে তা প্রত্যেক বস্তুর সুস্পষ্ট বর্ণনা, হেদায়েত, রহমত এবং মুসলমানদের জন্যে সুসংবাদ।
      ১০. সূরা ইউনুস
      ৬১. .... আর তোমার পরওয়ারদেগার থেকে গোপন থাকে না একটি কণাও, না যমীনের এবং না আসমানের। না এর চেয়ে ক্ষুদ্র কোন কিছু আছে, না বড় যা এই প্রকৃষ্ট কিতাবে নেই।
      ৩৪. সূরা সাবা
      ০৩. ..... তিনি অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। নভোমণ্ডলে ও ভূ-মণ্ডলে তাঁর আগোচরে নয় অণু পরিমাণ কিছু, না তদপেক্ষা ক্ষুদ্র এবং না বৃহৎ-সমস্তই আছে সুস্পষ্ট কিতাবে।
      "আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম।" বলার পরে হাদিস, আয়াতের আলাদা তাফসির বা ব্যাখ্যা করার কি আর কিছু বাকী থাকে?
      ০৬. সূরা আল্-আন্-আম
      ১১৫. আপনার প্রতিপালকের বাক্য পূর্ণ সত্য ও সুষম। তাঁর বাক্যের কোন পরিবর্তকারী নেই। ...
      "সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি" বলার পরে কি বুঝানোর আর কিছু বাকী থাকে? যদি থাকে তাহলে যে বুঝাবে যে অবশ্যই আল্লাহর চেয়েও অনেক অনেক বেশী জ্ঞানী।
      ১৭. সূরা বনী ইসরাঈল
      ৮৯. আমি এই কোরআনে মানুষকে বিভিন্ন উপকার দ্বারা সব রকম বিষয়বস্তু বুঝিয়েছি। কিন্তু অধিকাংশ লোক অস্বীকার না করে থাকেনি।
      কোরআনের ০৫ঃ০৩ আয়াতে বলা হয়েছে
      "আজ আমি তোমাদের জন্যে তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করে দিলাম, তোমাদের প্রতি আমার অবদান সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে তোমাদের জন্যে দ্বীন হিসেবে পছন্দ করলাম।"
      আল্লাহ কোরআনের ০৫ঃ০৩ আয়াতের মাধ্যমে মুসলমানদের জন্য দ্বীন ইসলাম পূর্ণাঙ্গ করে দেবার কথা বলেছে। অথচ মুসলমানরা কোরআন উপেক্ষা করে হাদিস, তাফসির, নাসিক-মানসুক, ইজমা-কিয়াস, মানহাজ, ফিকাহ শাস্ত্র দিয়ে নিজেদের পছন্দমতো ইসলাম বানিয়ে তা পালন করে নিজেদের মুসলমান মনে করে।

  • @abdullahchowdhury5207
    @abdullahchowdhury5207 Před 29 dny +1

    Quran is full of hypocrisy.

  • @Hafiz-yw3pb
    @Hafiz-yw3pb Před měsícem

    আপনি মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি করছেন!😡

    • @bonggojbihonggo991
      @bonggojbihonggo991 Před měsícem

      উনি কোরআনের আয়াত উল্লেখ করেই আলোচনা করছেন। উনি যদি আয়াতটি যথাযথ অর্থ না করে ভিন্নার্থ করে থাকেন, তাহলে আপনি ঐ আয়াত উল্লেখ করেই আয়াতটিতে যা বুঝেন তা জানান।