প্রতিবছরের ন্যায় এ বছরও চট্টগ্রামের পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে, পহেলা মাঘ ১৫ই জানুয়ারী, হয়ে

Sdílet
Vložit
  • čas přidán 16. 01. 2023
  • প্রতিবছরের ন্যায় এ বছরও চট্টগ্রামের পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফে, পহেলা মাঘ ১৫ই জানুয়ারী, হয়ে গেল লক্ষ লক্ষ ভক্তগণের মিলনমেলা। পটিয়ার আমির ভান্ডার দরবার শরীফ ঘুরে এসে রিপোর্ট করেন বিশেষ প্রতিনিধি মোহাম্মদ ইমাম হোসাইন ইমন, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ ইউসুফ, উপমহাদেশের অন্যতম সুফি সাধক পীরে কামেল হযরত আমিরুজ্জামান সাহা রহমাতুল্লাহ আলাইহির বাৎসরিক খুজরত ওরশ শরীফ উদযাপন করা হয়। উত্ত ওরশ শরীফে, চট্টগ্রাম সহ দেশের দূরদূরান্ত থেকে আসা ভক্ত অনুরাগীদের ভিড় ছিল চোখে পড়ার মতো, উত্ত ওরশ শরীফে আরো উপস্থিত ছিলেন পটিয়ার, আঞ্জুমানে আশেকানে হাসনাত মাওলা ফাউন্ডেশন এর চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানা কমিটির, প্রতিষ্ঠাতা, মোহাম্মদ মেহের আলী ভান্ডারীর ,মোঃ ইমাম হোসাইন ইমন এর উদ্যোগে, নিজ সাধ্য মত হাদিয়া নিয়ে পতেঙ্গা থানা কমিটির সদস্যবৃন্দরা এতে উপস্থিত ছিলেন। পতেঙ্গা থানা কমিটির প্রতিষ্ঠাতা ,মোঃ মেহের আলী ভান্ডারী, মোঃ ইমাম হোসাইন ইমন, মোহাম্মদ, সাইফুল ইসলাম, মোঃ সেলিম, মোহাম্মদ ইউসুফ ,মহিউদ্দিন জাহির মিয়া সহ অন্যান্য সদস্যবৃন্দরা এতে উপস্থিত ছিলেন, পরে মাজার কমিটির পক্ষ থেকে, কোরআন তেলাওয়াত মিলাদ কিয়াম খতমে গাউছিয়া শ্যামা মাহফিলের , ও আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি হয় বলে জানায় মাজার কমিটি কর্তৃপক্ষ।

Komentáře • 1