Barir Pashe Arshinagar || IPDC আমাদের গান || Beauty

Sdílet
Vložit
  • čas přidán 7. 10. 2020
  • আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর উদ্যোগে বাংলাদেশের মাটি ও মানুষের গান নিয়ে একটি ভিন্ন মাত্রার সঙ্গীতায়োজন 'IPDC আমাদের গান'। এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য আমাদের সমৃদ্ধ লোকজ সংগীতকে বিশ্বের সামনে তুলে ধরা।
    লালন (১৭ অক্টোবর, ১৭৭৪ - ১৭ অক্টোবর, ১৮৯০) ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী একজন বাঙালি; যিনি ফকির লালন, লালন সাঁই, লালন শাহ, ইত্যাদি নামেও পরিচিত। তিনি একাধারে একজন আধ্যাত্মিক বাউল সাধক, মানবতাবাদী, সমাজ সংস্কারক এবং দার্শনিক। তিনি অসংখ্য গানের গীতিকার, সুরকার ও গায়ক ছিলেন। মানবতাবাদী এই সাধক ধর্ম, বর্ণ, গোত্রসহ সকল প্রকার জাতিগত বিভেদ থেকে সরে এসে মানবতাকে সর্বোচ্চ স্থান দিয়েছিলেন। অসাম্প্রদায়িক এই মনোভাব থেকেই তিনি তাঁর গান রচনা করেছেন। যুগে যুগে বহু সঙ্গীতশিল্পীর কণ্ঠে লালনের এই গানসমূহ উচ্চারিত হয়েছে।
    ফকির লালন সাঁইকে বাউল গানের অগ্রদূতদের অন্যতম একজন হিসেবে বিবেচনা করা হয় এবং তাঁর গানের মাধ্যমেই উনিশ শতকে বাউল গান বেশ জনপ্রিয়তা অর্জন করে।
    আমাদের এই আয়োজনের এবারের পরিবেশনা ফকির লালন সাঁই -এর একটি জনপ্রিয় গান ।
    বাড়ির পাশে আরশিনগর
    কণ্ঠঃ বিউটি
    সঙ্গীত পরিচালনাঃ পার্থ বড়ুয়া
    সার্বিক পরিকল্পনাঃ রাশিদ খান
    এজেন্সিঃ ক্রিয়েটো
    প্রোডাকশনঃ ফোরটিনাইন ব্লু
    শব্দ প্রকৌশলীঃ চারু ও শামীম আহমেদ
    চিত্রগ্রহণঃ মিছিল সাহা
    • ঢোলকঃ অভিজিত চক্রবর্ত্তী
    • তবলা ও হাঁড়িঃ মিলন ভট্টাচার্য
    • বাংলা ঢোলঃ নয়ন
    • পারকেশনঃ উজ্জ্বল
    • নূপুরঃ আলম
    • বাঁশিঃ জালাল
    • এস্রাজঃ অশোক কুমার সরকার
    • হারমোনিয়ামঃ মাখন
    • ড্রামসঃ ডানো
    • বেইজঃ তানিম
    • নাইলং স্ট্রিং গিটারঃ শুভেন্দু দাস শুভ
    • ইলেকট্রিক গিটারঃ রাজীব
    • পিয়ানোঃ তমাল
    • কিবোর্ডঃ মীর মাসুম
    • কোরাসঃ মন, স্বর্ণা
    #BarirPasheArshinagar #IPDC #IPDCআমাদেরগান

Komentáře • 603

  • @ipdc.amadergaan
    @ipdc.amadergaan  Před 3 lety +110

    'IPDC আমাদের গান' -এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ক্লিক করুন:

  • @jashedchowdhuryemon7495
    @jashedchowdhuryemon7495 Před 3 lety +226

    ভাল হইছে এই উদ্যোগ,তাপশের মত যাতে কখনো বাম হাত না ডুকায় কেউ,গানকে ধর্ষন করতেছে গান বাংলা খুইলা

  • @kalimuddin9398
    @kalimuddin9398 Před 3 lety +90

    এ যাবতকালে “আরশিনগর” গানটি নানান কন্ঠে ভিন্ন ভিন্ন ভঙ্গিমা ও সুরে শুনেছি, কিন্তু IPDC'র পরিবেশনায় পার্থ দা’র সঙ্গীতায়োজনে “বিউটি” আপুর কন্ঠে যেন পূর্ণতা পেয়েছে

  • @itsariful1163

    তোমাকে পেয়ে গেলে হয়তো এত সুন্দর গানটা শোনা হতো না,🥹 প্রিয়। স্মৃতি রেখে গেলাম যুগ যুগ ধরে যখন মানুষ এই গানটা শুনতে আসবে তখন কেউ লাইক দিলে নোটিফিকেশন পেয়ে আমি আবারো শুনতে আসব প্রিয় গানটি❤ 😢

  • @hamedshams1951
    @hamedshams1951 Před 2 lety

    তবলাটা খালি শেষের ৩০ সেকেন্ড দিল কেন, ড্রামের চেয়ে ওইটাই বেশি সুন্দর

  • @J0na6K

    উনি লালনের গান খুবই সুন্দর গায়। উনি যদি পুরোপুরিভাবে লালনের গানে ফোকাস করে খুবই নাম করবে। এইখানে একটু অন্য স্টাইলে গাইছে তবে টিপিকাল স্টাইলেও উনি লালন অনেক সুন্দর গায়। ক্লোজআপ ওয়ানের আর কোনো শিল্পীর কথা আমার মনে নাই উনি আর ঋতুরাজ ছাড়া।

  • @janealom1920
    @janealom1920 Před 3 lety +52

    বাংলাদেশের সেরা মিউজিসিয়ানদের মধ্যে বেশ কয়েকজন উপস্থিত ছিলেন ,সবাই দারুণ বাজিয়েছেন এবং পার্থদার সংগীত পরিচালনা ছিল এক কথায় চমত্কার আর মাটির তৈরী স্টুডিওটি ছিল দেখার মতো ।সবাই বাংলা সংস্কৃতির সাথে থাকবেন ধন্যবাদ ।

  • @banglargaanbd17
    @banglargaanbd17 Před 3 lety +10

    লালন গানে রিংকু কে মিস করছি প্রচন্ডভাবে,,,, আসলে লালন গান মানে রিংকু এক ভিন্নতা

  • @tohiedahmedshihab7491
    @tohiedahmedshihab7491 Před 2 lety +1

    নরসিংদীর আর্শিন নগর😬

  • @mohsinromioo1968
    @mohsinromioo1968 Před 3 lety +35

    IPDC এর কারণে বাংলা গান আবার প্রাণ ফিরে পেয়েছে.... Thanks IPD💕💕💕💕

  • @mostakim88
    @mostakim88 Před 3 lety +8

    লালনকন্না বিউটি আপু কে সালাম এতো সুন্দর একটা আয়োজন এর সাথে যুক্ত হতে..

  • @maskawatfahim5834
    @maskawatfahim5834 Před 3 lety +19

    রুনা ম্যামের"মাঝি তুমি মাঝ গাঙ্গে নাও বাইয়া যাও " গানটি শোনার প্রত্যাশায় আছি। ধন্যবাদ IPDC আমাদের গান টিমকে এমন আয়োজন করার জন্য.........

  • @adrianatif5081
    @adrianatif5081 Před 3 lety +14

    বহুদিন পর বিউটির কণ্ঠে মনোমুগ্ধকর একটি লালনগীতি শুনে মন ভালো হয়ে গেলো।

  • @realityrelease3037
    @realityrelease3037 Před 3 lety +19

    পাকিস্তানের Chokie Studio, আর আমাদের দেশের IPDC আমাদের গান,।

  • @jax4k-753
    @jax4k-753 Před 3 lety +230

    I can't understand the language, but I love to listening this song for the peaceful voice and music. Love from USA. 🇺🇸🇺🇸

  • @mostakim88
    @mostakim88 Před 3 lety +16

    অসাধারন গায়কী অসাধারণ আয়োজন. ধন্যবাদ IPDC আমাদের গান কে মাটি ও মানুষের গান কে এতো পরিছন্ন আর সিন্গ্ধ প্রেসেন্টটেশন এর মাধ্যমে দেশ তথা বিশ্বের দরবারে বাংলা গানের শিকড় কে পরিচয় করিয়ে দেবার জন্য.

  • @user-vm1yj3sy6f
    @user-vm1yj3sy6f Před 3 lety +4

    সে আর লালন একখানে রয় তবু...... লক্ষ যোজন ফাঁক রে!!

  • @hossainmahmud1326
    @hossainmahmud1326 Před 3 lety +7

    এমন ভিন্ন ধর্মী আয়োজন কে স্বাগত জানায় এটা আমাদের সংস্কৃতি চর্চায় বিশেষ ভুমিকা রাখবে। ধন্যবাদ

  • @kmistiak7302
    @kmistiak7302 Před 2 lety +5

    অসামান্য পরিবেশনা, এ সময়ে এক মাত্র বিউটি ই পারেন এই উচ্চতায় গান টি নিয়ে যেতে। স্যালুট সবাই কে

  • @kibriasw0988
    @kibriasw0988 Před 3 lety +17

    চমৎকার আয়োজন, রুচিসম্মত দর্শকদের জন্য রুচিসম্মত আয়োজন। IPDC সহ সকলকেই অনেক অনেক ধন্যবাদ। ❤️❤️