কিশোরদাকে রাখি পরিও।। ন‌ইলে তোমাকে বিয়ে করে নেবে।। সাবধান করেছিলেন সঞ্জীব কুমার

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • ভিরানার জ্যাসমীন এখন কোথায় - • কোথায় হারিয়ে গেলেন ভ...
    বাপ্পিদা কেনো বাতিল করেছিলেন রফি সাহেবের গান - • বাপ্পিদা বাতিল করেছিলে...
    কিশোরদার আদেশে বাপ্পী ডাকলেন আজিজ সাহেবকে, ব্যস হিট হয়ে গেলো এই গানটি - • মুন্নাকে ডেকে নাও।। ও ...
    মৃত্যুর মুখ থেকে ফিরে এসে আমজাদ খান করলেন সুপারহিট ছবিতে অভিনয় - • মৃত্যুর সাথে লড়াই চলে...
    কোন গান গেয়ে ছেলের মৃত্যু ডেকে এনেছিলেন জগজিৎ সিং জানেন তো? - • গান গেয়ে ছেলের মৃত্যু...
    রফি সাহেবের কেরিয়ার বরবাদ করতে খেলা হয় পলিটিক্স - • রফি সাহেবের সাথে হলো গ...
    গান কার লিপে থাকবে তাই নিয়ে ঝগড়া শাহরুখ আর ঋষি কাপুরের মধ্যে - • বিনোদ রাঠোরের গান নিয়ে...
    রফির গান শুনে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদলেন নেহরু - • জ‌ওহরলাল নেহরু ফুঁপিয়ে...
    খালি গলায় গান গেয়ে রাতারাতি সুপারস্টার হয়ে যান মুন্না আজিজ - • খালি গলায় গান গেয়ে রাত...
    রোজা রেখে রফি সাহেব গাইলেন গান - • রোজা রেখে রফি সাহেব গে...
    ফাঁসির আসামীর শেষ ইচ্ছা রফির গান শুনবেন - • ফাঁসির আসামীর শেষ ইচ্ছ...
    রফি সাহেবের কোন উপকারের কথা গোপন রাখতে বাধ্য হয়েছিলেন কিশোরদা - • রফি সাহেবের উপকারের কথ...
    রাজেশ খান্নার সাথে প্রথম দেখায় কি করেছিলেন কিশোর দা - • রাজেশ খান্না-কিশোর কুম...
    রফি সাহেবকে আদালতে ঘুরিয়েছিলেন এই ব্যক্তি - • আদালতের চক্কর কেটেছিলে...
    কম টাকায় গাইতে রাজি না হওয়ায় কিশোরদার গান পেলেন অমিত - • কম টাকায় গাইতে রাজি হন...
    আনু মালিকের সুরে যে ২৭টি গান গেয়েছিলেন কিশোরদা - • অনু মালিকের সুরে যে ২৭...
    কিশোরদাকে রাখি পরিও।। ন‌ইলে তোমাকে বিয়ে করে নেবে।। সাবধান করেছিলেন সঞ্জীব কুমার।।
    বন্ধুরা,
    একদিকে কিশোর কুমারের গানের জনপ্রিয়তা যেমন ছিল গগনচুম্বী, তেমনি অন্যদিকে তার ব্যক্তিগত জীবন ছিলো পরতে পরতে বৈচিত্রময়।
    তার বিবাহিত জীবন ছিলো বিতর্কের কেন্দ্রবিন্দু। রুমা গুহঠাকুরতা, মধুবালা, যোগিতা বালি এবং অবশেষে লীনা চন্দ্রভারকর।
    জীবনাবসানের আগে পর্যন্ত লীনাজির সাথেই ছিলেন কিশোরদা। তাদের সন্তান সুমিত কুমার।
    এই লীনা চন্দ্রভারকর আর কিশোরদার বিয়ে একটা ফিল্মের চেয়ে কম কিছু ছিলো না। আর এর সাথে ছিলো সঞ্জীব কুমার হৃদয় ভেঙে যাওয়ার মতো ঘটনাও।
    আমি শুভঙ্কর। আজ বলবো সেই ঘটনা। দেখতে থাকুন গল্পকথার দেশ।
    বন্ধুরা,
    লীনা চন্দ্রভারকর ছিলেন বলিউডের একজন পরিচিত মুখ। হামজোলি, বিদাই, কৈদ এর মতো ছবিগুলিতে তার অভিনয় ছিল নজরকাড়া। আশির দশকের শুরুতে যখন কাজের খোঁজে তিনি উদগ্রীব তখন একদিন কিশোর কুমার লীনার কাছে পৌছালেন। বললেন আমার ছবিতে তুমি কাজ করবে?
    লীনা বললেন দেখুন আমি কমেডি মুভিতে অভিনয় করবো না। আর আমি জানি আপনি মূলত এই ধরনের ছবিই করেন। কিশোর কুমার বললেন আরে না না, এবার আমি একটা সিরিয়াস ছবিই বানাবো। তুমি স্ক্রিপ্টটা অন্তত একবার পড়ে দেখো। ইতস্তত করার পরেও স্ক্রিপ্টটা নিলেন লীনা। মজার বিষয় হলো স্ক্রিপ্ট পছন্দ হয়ে গেলো তার। এরপর আর কী। কিশোরদা বললেন শুভস্য শীঘ্রম। শুরু হলো শুটিং।
    অন্যদিকে লীনাজীর সাথে এবং তার পরিবারের সাথে অভিনেতা সঞ্জীব কুমারের সুসম্পর্ক ছিলো। সঞ্জীব কুমার এবং লীনাজীর বাবা মাঝে মাঝে শতরঞ্জ খেলতেন। এমন‌ই এক সন্ধ্যায় সঞ্জীব কুমার লীনাজীর বাবাকে বললেন দেখুন আপনার মেয়েকে আমি পছন্দ করি, তাকে বিয়ে করতে চাই। জবাব এলো দেখো এ বিষয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু শেষ কথা লীনাই বলবে। আর এমনিতেও ও এখন শুটিংএ ব্যস্ত। সঞ্জীব কুমার জিজ্ঞেস করলেন কোন ছবি? প্রযোজক, পরিচালক কে? উত্তর এলো কিশোর কুমার। ব্যস আকাশ ভেঙে পড়লো মাথায়। কি নাম শুনছি।
    ওই সন্ধ্যাতেই লীনার সাথে দেখা করলেন সঞ্জীব। বললেন দেখো কিশোরদার থেকে সাবধানে থেকো। পারলে হাতে রাখী বেঁধে দিও। ন‌ইলে উনি যে নায়িকাকে ওনার ছবিতে নেন তাকেই বিয়ে করে নেন।
    সঞ্জীবের কথায় তখন কী উত্তর দেবেন লীনা ভেবে পাননি।
    কিন্তু ঘটনাক্রমে তাই ঘটলো। একমাসের মাথায় কিশোর কুমার লীনাজীকে বিয়ের প্রস্তাব দিয়ে বসলেন। ব্যস রাগে টগবগ লীনা। ছবির সেটেও পরেরদিন আর গেলেননা। এবার কিশোরদা ছুটলেন মান ভাঙাতে। গিয়ে বললেন দেখো বিয়ের প্রস্তাবে তোমার অমত থাকতেই পারে। কিন্তু ছবিতে তো তুমি অভিনয় করতেই পারো। লীনাও দেখলেন ঠিক। তিনি আবার সেটে ফিরে গেলেন।
    কিন্তু আগামী তিনমাসে কী হলো কেউ জানে না, কিশোরদা কোন জাদু করলেন। ছবির শুটিং বন্ধ হয়ে গেল। কিন্তু দুজনের বিয়েটা হয়ে গেলো ঠিক‌ই।
    Disclaimer :~
    NOTE: ALL THE IMAGES/PICTURES SHOWN IN THE VIDEO BELONGS TO THE RESPECTED OWNERS AND NOT ME...
    I AM NOT THE OWNER OF ANY PICTURES SHOWED IN THE VIDEO
    ---------------------------------------------------------------------------------------------------------
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in the favor of fair use
  • Zábava

Komentáře • 4