শতবর্ষে হেমন্ত মুখোপাধ্যায় || Heritage Bengal || Hemonta Mukhopadhaya || D-2

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • হেরিটেজ বেঙ্গল উপস্থাপনা শতবর্ষে হেমন্ত মুখোপাধ্যায়.
    রবীন্দ্র সদন 14 থেকে 15 ফেব্রুয়ারি বিকেল 4:30 বিনামূল্যে প্রবেশ পত্র হলে ৪ দিন আগে
    #HeritageBengal

Komentáře • 114

  • @syedabedin2141
    @syedabedin2141 Před 3 lety +19

    এক মহান মানুষের স্মৃতিচারণ করলেন আরেক মহান ব্যাক্তিত্ব। হেমন্তদা ও সৌমিত্রদার প্রতি বাংলাদেশের ঢাকা থেকে জানাই গভীর শ্রদ্ধাঞ্জলী। তাঁরা আমাদের চিন্তাচেতনাকে, আমাদের মানসকে সাঁজিয়ে দিয়ে গিয়েছেন। শত-সহস্র বছর চলে যাবে, কিন্তু তাদের অবিস্মরণীয় অবদান বাঙালীকে আচ্ছন্ন করে রাখবে চিরকাল। আল্লাহতায়ালার নিকট প্রার্থনা করি তিনি যেন তাদের বিদেহী আত্মাদের শান্তিতে রাখেন এবং তাদেরকে স্বর্গে স্থান দেন।

  • @DebashisDas-yr6jy
    @DebashisDas-yr6jy Před rokem +5

    এই অনুষ্ঠান দেখার জন্য গিয়ে রবীন্দ্র সদনের গেট থেকে টিকিট না পেয়ে বিফল হয়ে ফিরতে হয়েছিল। আজ আমাদের সকালের প্রিয় মানুষের শ্রদ্ধা অনুষ্ঠান দেখার সুযোগ করে দেওয়ার জন্যে অনেক ধন্যবাদ।

  • @abirahad2152
    @abirahad2152 Před rokem +5

    হেমন্ত মুখোপাধ্যায়। ভারতীয় উপমহাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ কণ্ঠশিল্প। তিনি ছিলেন সুরের জাদুকর।
    -------আবীর আহাদ,
    লেখক গবেষক। বীর মুক্তিযোদ্ধা, ঢাকা।

  • @alamscanada
    @alamscanada Před 3 lety +8

    সুরের মহাসাগর কণ্ঠের জাদুকর হেমন্ত মুখোপাধ্যায়কে আমার হাজার প্রণাম

  • @ashishkumarchatterjee4140

    একটি মহান কিংবদন্তি হেমন্ত মুখোপাধ্যায় ', সর্বম শ্রদ্ধা।

  • @buddhadebsarkar7962
    @buddhadebsarkar7962 Před 2 lety +7

    অনবদ্য উপস্থাপনার জন্য প্রণাম ও শুভকামনা রইলো পিতা ও পুত্রের জন্য।

  • @goutamruidas7729
    @goutamruidas7729 Před 3 lety +6

    হেমন্ত মুখোপাধ্যায়ের গান শ্রীকান্ত আচার্যের কণ্ঠে একদমই বেমানান। তবে ওনাকে শ্রদ্ধা জানানোর একটা সুন্দর প্রচেষ্টা। ভালো লাগলো৷

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před rokem +2

    সঙ্গীতের ইতিহাসে এই বাঙলায় এই ভারতবর্ষে বহু গুণী শিল্পী এসেছেন কিন্তু মানুষ হিসেবে হেমন্ত মুখোপাধ্যায় অনন্য। তাঁর তুলনা একমাত্র তিনিই।
    তাঁর জন্ম শতবর্ষে আমার প্রণাম। সেই

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před rokem +2

    আমার তরুন বয়স থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের গান আমার ভালো লাগার উৎস ছিল একা একা বা কখনো আত্মীয় বন্ধুদের মাঝে তাঁর গান খালি গলায় প্রদান খুলে গাইতাম গাইতে পারতাম।আজ ৮৪ বছর বয়সে সেই সব সোনালী দিনগুলোর কথা খুব মনে পড়ে। তিনি আমাকে আমাদের কী দিয়ে গেছেন তার মূল্যায়ন করা আমার পক্ষে অসম্ভব।তাই আছে আমার বুকের গভীরে।❤প্রনাম হে আমার প্রিয়।

    • @PurabiRoy-og8mo
      @PurabiRoy-og8mo Před měsícem

      Great persons always example of humanity.

    • @PurabiRoy-og8mo
      @PurabiRoy-og8mo Před měsícem

      Pranam janai , ei samasta , memorable moments and all of them.

    • @PurabiRoy-og8mo
      @PurabiRoy-og8mo Před měsícem

      Jibone jata Puja , holona. sara , Jani. he Jani Tao hoyni Hara .......

  • @md.enamulquaderkhan7929
    @md.enamulquaderkhan7929 Před 3 lety +13

    সৌমিত্রর কথা শুনে কান্না পেল। সত্যি কত বড় মানুষ ছিলেন হেমন্ত। সৌমিত্রও চলে গেছেন। আমাদের সৌভাগ্য যে তার মুখে এ জন্মশতবর্ষে হেমন্তের উপর কিছু কথা শুনতে পেলাম। হেমন্তের এ জন্মশত বর্ষেই সৌমিত্র চলে গেলেন।। অনুষ্ঠানটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।

    • @subhadipadG
      @subhadipadG Před 3 lety +3

      একদম মনের কথা বলেছেন।

  • @sukantabhattacharya2293
    @sukantabhattacharya2293 Před 3 lety +8

    হেরিটেজ বেঙ্গলকে অনেক ধন্যবাদ হেমন্ত মুখোপাধ্যায়ের শতবর্ষে এতো সুন্দর একটা অনুষ্ঠানের মাধ্যমে ওঁনাকে শ্রদ্ধা নিবেদন করার জন্য। অনেক কিছু শিখলাম।

  • @jagabandhumukherjee8397
    @jagabandhumukherjee8397 Před 3 lety +5

    ঈশ্বরের বিস্ময়কর সৃষ্টি। হেমন্ত মুখোপাধ্যায়

  • @sushilchowdhury4320
    @sushilchowdhury4320 Před 3 lety +9

    ভারতীয় সঙ্গীতের উজ্জলতম নক্ষত্র হেমন্ত মুখোপাধ্যায়।তাঁকে নিয়ে এই অসাধারণ অনুষ্ঠান।অনেক অনেক অভিনন্দন জানাই উদ্দোগতাদের।আমরা অনেক কিছু পেলাম।🙏🙏🙏💜💜💜

  • @Saktipadamukherjee-mf6gm
    @Saktipadamukherjee-mf6gm Před 8 měsíci +1

    অসাধারণ একটি অনুষ্ঠান দেখলাম ও শূনলাম অসংখ্য ধন্যবাদ।

  • @arpitapariamusic955
    @arpitapariamusic955 Před 3 lety +12

    " আপনি একজন সৌভাগ্যবান মানুষ ,আপনার মত স্রধ্যাভাজন মানুষ আর দেখতে পাবো না , আপনি একজন উদীয়মান প্রতিভা ,আপনার জন্য বার বার মন কাঁদবে "

  • @pratanukumarlahiri9929
    @pratanukumarlahiri9929 Před 3 lety +11

    খুব ভালো লাগলো. অসাধারণ অনুভূতি হল .মহান শিল্পীর অনেক অজানা তথ্য জানতে পেরে আনন্দিত হলাম. মহান শিল্পীকে শতকোটি প্রণাম.

  • @samarghosh5999
    @samarghosh5999 Před 2 lety +3

    হেমন্ত মুখোপাধ্যায়ের মতো মহান মানুষদের অহংকার থাকে না, থাকতে নেই ।

  • @pradipbanerjee2172
    @pradipbanerjee2172 Před rokem +1

    মহান শিল্পীর জন্ম শতবর্ষে আমার প্রণাম জানাই ।

  • @jayantakumardey682
    @jayantakumardey682 Před 3 lety +5

    Excellent Sitar composition. Hemant
    Kumar was God's excellent creation.

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před 8 měsíci +1

    মনে পড়ে জানুয়ারি ১৯৬৬ সালে মনিহার ছবি মুক্তির পরপরই একটা সাড়া পড়ে যায়। আমরা ছবি না দেখেই গানে মশগুল হয়ে পড়ি এমনি সুরের যাদু!
    তারও আগে থেকেই ৫০ এর দশকের প্রথম থেকেই হেমন্তে মুগ্ধ আমরা সেই অসমাপ্ত শাপমোচন কত সঙ্গীত সম্ভার বলে শেষ হবেনা শুধু অনুভব আর স্মৃতিতে অক্ষয় হয়ে থাকবে জীবনের শেষ দিন পর্যন্ত।এখন আমি অশীতিপর বৃদ্ধ!❤❤❤❤🎉 অপেক্ষা করে আছি কবে তাঁর গান তাঁর পায়ের তলায় বসে শুনবো স্বর্গের নন্দনকাননে!

  • @md.enamulquaderkhan7929
    @md.enamulquaderkhan7929 Před 3 lety +9

    আহারে। সৌমিত্রের প্রতিটি কথা শুনে কান্না পেল। কী মহত মানুষ ওনারা। সৌমিত্রও তো চলে গেলেন। শেষ বেলায় তাঁর মুখ থেকে হেমন্তের কথা শোনার সুযোগ করে দেয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

  • @subontorokho2764
    @subontorokho2764 Před 3 lety +9

    সত্যিই শ্রদ্ধেয় হেমন্ত দার সুরকরা গানগুলো মানুষের মাঝে আজো অনন্য হয়ে আছে এবং থাকবে। তাঁর আত্মার শান্তি কামনা করি।

  • @md.enamulquaderkhan7929
    @md.enamulquaderkhan7929 Před 3 lety +9

    শ্রীকান্ত আর জয়তীর গান খুব ভালো লাগল। হেমন্তের গান শ্রীকান্তের কন্ঠেই সবচেয়ে ভালো লাগে। এ দুজনকে অন্তর থেকে শ্রদ্ধা জানাই। সৌমিত্র, জয়তী, শ্রীকান্ত, যারা সেতারে বাজালেন তাদের প্রতিও অনেক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই।

  • @ashishkumarchatterjee4140

    শ্রদ্ধেয়,প্রতিটি গান সেতারে অত্যন্ত সুন্দর ভাবে শুনলাম,একটি গান শেষের দিকে " য়ে অপনা দিল"..এই গানটির মিউজিক যেটা originally মাউথ অর্গানে বাজানো হয়ে ছিল, সেটা এখানে একটু অন্য ভাবে বাজানো হলো : শিল্পীদের আমার শুভেচ্ছা ও অভিনন্দন জানাই !

  • @tapanhazra3608
    @tapanhazra3608 Před 3 lety +6

    কিংবদন্তী শিল্পী কে সশ্রদ্ধ প্রণাম জানাই 🙏🙏🙏

  • @azizhasan138
    @azizhasan138 Před 3 lety +9

    হেমন্তবাবুর ব্যারিটোন ভয়েস (আসলে স্বর্ণকণ্ঠ) ষাটের দশকের শেষ পর্যন্ত পূর্ণমাত্রায় ছিল (উদাহরণ: 'এমন আমি ঘর বেঁধেছি আহারে যার ঠিকানা নাই' 'একটু বাতাস ছিল কখন যে হয়ে গেল ঝড়' অথবা 'আর কত রহিব শুধু পথ চেয়ে' ইত্যাদি) । সে সময়ের কোন গান অন্য কেউ গাইলে অনিবার্যভাবেই মনে একটা তুলনা উপস্থিত হয়।
    শ্রীকান্তবাবু সাধ্যমতো গানগুলোর প্রতি সুবিচার করার চেষ্টা করেছেন। তবে গানের চেয়ে এই মহান শিল্পীর সৃষ্টি সম্পর্কে তথ্যগুলোই তার কাছে দর্শকের মূল্যবান প্রাপ্তি।

    • @user-oi6tg8or2p
      @user-oi6tg8or2p Před 2 lety +1

      না জীবনের প্রায় শেষ অবধিই

    • @souhardya947
      @souhardya947 Před rokem +1

      Amar mote 1975 porjonto osadharon kontho chilo.... Even 1978 e shyamla gayer kajla meye, 1980 te chorono dhorite diyo go ba ei korecho bhalo.. Onar kontho chara sombhob chilo na.

  • @m.ajabbar7433
    @m.ajabbar7433 Před rokem +1

    হেমন্ত মুখোপাধ‍্যায় প্রকৃতির দান।উনার জন্ম শতবার্ষীকিতে গভীর শ্রদ্ধাঞ্জলি।

  • @sibsankarbanerjee1244
    @sibsankarbanerjee1244 Před 3 lety +8

    Wonderful program 👏 👌👍Thanks all the organizers for a memorable presentation to remember a legend.🙏

  • @anm8306
    @anm8306 Před 4 lety +11

    Many many thanks for Heritage Bengal for the great endeavor to tribute Great Hemanta Mukherjee, the Man with Golden Voice.

  • @bazlurr
    @bazlurr Před 3 lety +4

    কী গান শোনাবো বলো ও গো সুচরিতা...
    Voice: Hemanta Mukherjee, Haimanti Sukla, Lyrics: Pulak Banerjee. ei ganta darun bajayeche dui pondit. SITAR amar priyo ekta musical instrument and love all kinds of musical intruments.

  • @dranjanchatterji2529
    @dranjanchatterji2529 Před 3 lety +3

    Fantastic program. Thanks to Bengal Heritage.

  • @subratapal1448
    @subratapal1448 Před 3 lety +8

    One stalwart paying tribute to another stalwart. Soumitra Chattopaadhyaay seems sick, despite he remembering Hemanta Mukhopadhyay at stage.
    Enjoyed unbound.

  • @subratabanerjee1737
    @subratabanerjee1737 Před 3 lety +2

    Apurbo anusthan.Amar Shilpi Hemanta Mukherjee.Jayati Chakraborty bhison bhalo geyechhen.Srikanta Acharya o khub bhalo geyechhen.eirakam akta anusthaner janya apnader ajasrya dhanyabad.

  • @nirmalkumarsarkar2226
    @nirmalkumarsarkar2226 Před rokem +1

    ১৯৬৩ সালের জানুয়ারি মাস প্রথম চাকরি পেয়ে সিনিতে ট্রেনিং নিতে গেছি।রুম মেট বললো,চলে টাটাতে সিনেমা দেখে আসি।তা গেলাম। সেই প্রথম জামসেপুরে যাওয়া। শহরের একটি হলে ঢুকে পড়লাম। সিনেমা দেখলাম এই ছবি।" মায়ার সংসার "। ফেরার ট্রেন না পেয়ে মালগাড়ির ইঞ্জিনে উঠে অনেক রাতে সিনিতে ফিরে আসা।ভাগ্যিস হোষ্টেল সুপারিনটেনডেন্টের অনুমতি নেয়া ছিল। তাই কোন শাস্তি পেতে হয়নি।
    আজ৬০/৬১ বছর আগের সেই দিনগুলি র জন্য মন কেমন করে। স্মৃতি তুমি বেদনার। আবার সুখের ও।

  • @premanandachattopadhyay7246
    @premanandachattopadhyay7246 Před 4 měsíci

    খুব খুব ভালো লাগলো। অনেক অনেক ধন্যবাদ জানাই।

  • @debasisghorai1861
    @debasisghorai1861 Před 3 lety +2

    অত্যন্ত সমৃদ্ধ অনুষ্ঠান। এ প্রজন্মের কাছে এসব অমূল্য সম্পদ পোঁছে দেবার দায়িত্ব বর্তমান শিল্পীদের। বর্তমানে যাঁরা গান লিখেছেন ও সুর করছেন তাঁরা যদি সময়োপযোগীভাবে এই সৃষ্টিসম্ভারকে মাথায় রাখেন তাহলে পরম্পরা বজায় থাকবে। ঐতিহ্যের সংগে যোগসূত্র রক্ষা করে এগিয়ে চলার নামই আধুনিকতা।

  • @sumitkumarnayak4234
    @sumitkumarnayak4234 Před 3 lety +5

    Sitar duo is superb and unique.

  • @archanaray4136
    @archanaray4136 Před 3 lety +1

    Sashraddhya pronam amar protham sangit Gurur uddeshye .

  • @chandanlahiri7648
    @chandanlahiri7648 Před 4 lety +9

    খুব উপভোগ্য ও সুন্দর অনুষ্ঠান। শ্রীকান্ত বাবু বক্তা হিসেবেও সমান দক্ষ। তবে বিভিন্ন তথ্যে এক আধটু ভুল আছে বলে মনে হয়। যেমন "পটদীপ" রাগ নিয়ে যে ঘটনার কথা বলা হয়েছে তাতে মনে হতে পারে ঐ রাগটি সম্বন্ধে হয়তো হেমন্ত বাবু
    সেদিনই প্রথম পরিচিত হলেন। কিন্তু তা নয়, এই রাগের উপরই ভিত্তি করে "শাপ মোচন" ছবিতে প্রতিমা বন্দ্যোপাধ্যায় ও চিন্ময় লাহিড়ী কে দিয়ে দ্বৈতসঙ্গীত হিসেবে হেমন্ত বাবু গাইয়ে ছিলেন। গানটি ছিল, "ত্রীবেনী তীর্থ পথে কে গাহিল গান"।খুব জনপ্রিয় হয়েছিল। "সঙ্গিনী" ছবির "একটু বাতাস ছিল, কখন যে হয়ে গেল ঝড়" গায়ক ছিলেন হেমন্ত মুখোপাধ্যায়, সুরকার ছিলেন সুধীন দাশগুপ্ত। হেমন্ত মুখোপাধ্যায় নয়।

    • @kanchonenduroy451
      @kanchonenduroy451 Před 3 lety +1

      Apnar kathar resh nie e bolbo, uni Pulak babu k nie ja bollen, akdom banano, kanona Pulak babu amader 1999 tei chhere chole gachhen.

  • @kakalibasu7020
    @kakalibasu7020 Před 2 lety

    Apurboo ekti anusthan.....siter badan vision valo laglo....khub valo...Hemanta Mukhopadhaya ke amar binamra pronam janai...

  • @ahritibaivab3007
    @ahritibaivab3007 Před rokem

    অনেক ধন্যবাদ। 🙏🙏🙏

  • @PurabiRoy-og8mo
    @PurabiRoy-og8mo Před měsícem

    Great persons , every time behave great ly .

  • @subimalgoswami3941
    @subimalgoswami3941 Před 3 lety +2

    অসাধারণ অতুলনীয় অসংখ্য ধন্যবাদ 🙏🙏

  • @qaiyumchoudhury5008
    @qaiyumchoudhury5008 Před 5 měsíci

    অপূর্ব ❤

  • @kibrias.mahtab9656
    @kibrias.mahtab9656 Před 3 lety +3

    বিনম্র শ্রদ্ধা।

  • @swapanmajumder1496
    @swapanmajumder1496 Před 3 lety +4

    আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার পরে। কবির কথা দিয়ে সম্মান জানাই

  • @user-bs8uf1sk2i
    @user-bs8uf1sk2i Před 8 měsíci

    Beyond expression .

  • @SankarBanerjee-wk4zb
    @SankarBanerjee-wk4zb Před 6 měsíci

    Anobonddyo anuusthhan,shesh holeo tar resh theke jai.

  • @amitavaghosh8618
    @amitavaghosh8618 Před 3 lety +2

    Asadharan!

  • @anjanguptabiswas451
    @anjanguptabiswas451 Před 4 lety +6

    Soumitra Babu R Kache 'AMADER MOST BELOVED GURU-HEMANTA BABU' R Tar Sathe Parichare Bivinna Bayeser 'Sakhater' Parichaye Pelum!!! HEARTILY Dhandaybad, Soumitra Babu Ke.
    GURU 'R' 'Mato ATAL SPARSHI HIRDAY' 'ENTERTAINMENT INDUSTRY' Te '"RARE AMONG RAREST"!!!!!@@@@@@@

    • @mdmonirulislam6868
      @mdmonirulislam6868 Před 3 lety +3

      বিনম্র শ্রদ্ধা ভক্তি ভালোবাসা।।

  • @user-em9lq5es4y
    @user-em9lq5es4y Před 11 měsíci

    🙏

  • @rajubiswas9414
    @rajubiswas9414 Před 4 lety +4

    ভালো লাগলো

  • @khokansantra5799
    @khokansantra5799 Před 3 lety +1

    🌺🙏🌺🙏🌺

  • @kanikaroy1288
    @kanikaroy1288 Před 4 lety +3

    খুব ভালো লাগলো

  • @bazlurr
    @bazlurr Před 3 lety +2

    Ami hote parini akash- Monihar khub popular movie. Ganti chotobela theke shunchi. Monihar, Harano sur eisob chobite onek gan. ei gantir lekhok Mukul Dutta, je onek blockbuster chobir jonno gan likhechen.

  • @sonalichatterjee884
    @sonalichatterjee884 Před 3 lety +1

    🙏🙏🙏

  • @chunilalmukherjee8553
    @chunilalmukherjee8553 Před 3 lety +1

    Bhari sundor

  • @dipakkumargarani8432
    @dipakkumargarani8432 Před 3 lety +1

    Pronam janai

  • @kaustavpal8438
    @kaustavpal8438 Před 4 lety +6

    Heritage Bengal er onusthan ta khub vlo hoyeche.... Aamar akta jiggasho ache Sroddheo Hemanta Babur Smarak grontho ta are ki pawa jabe???
    Kothay pawa jabe???

  • @albinamrong6769
    @albinamrong6769 Před rokem +1

    Hemonda sorge sure thakun

  • @albinamrong6769
    @albinamrong6769 Před rokem

    Sunder onusthan thanks

  • @bijitchatterjee759
    @bijitchatterjee759 Před 2 lety +2

    অপূর্ব কোন কথা নেই , কোনো কথা হবে না। শুধু এটুকু অনুরোধ কোন দিকে অহংকার করবেন না।

  • @albinamrong6769
    @albinamrong6769 Před rokem

    Sundor on-stage thAnhkyou

  • @samirkrdas5339
    @samirkrdas5339 Před rokem

    Khub vhalo laglo

  • @pijuskantipradhan1873
    @pijuskantipradhan1873 Před 3 lety +2

    Just listen 1:42:43

  • @alamscanada
    @alamscanada Před 3 lety +3

    শান্ত নদীটি... গানের গীতিকার ও মূল সুরকার পরেশ ধর। পরে হেমন্তমুখোপাধ্যায় সুর পরিমার্জন করে রেকর্ড করেন। পরিমার্জিত সুরে গানটি বেশি মধুর লাগে

  • @nirmalkumarsarkar2226

    গানে গানে ৩/৪ ঘন্টা কোথায় দিয়ে কেটে গেছে। নাওয়া খাওয়া ভুলে ভুলে শুধু অতীতচারিতায় আচ্ছন্ন ছিলাম যার কেন্দ্র বিন্দু আমার আর এক ঈশ্বর হেমন্ত মুখোপাধ্যায়।
    এতে করে আমার হৃদয়েশ্বর রবীন্দ্রনাথ নিশ্চয়ই রাগ করবেন না।

  • @md.enamulquaderkhan7929
    @md.enamulquaderkhan7929 Před 3 lety +1

    নীল ধ্রুবতারা বইটি কিভাবে পাওয়া যাবে দয়া করে কেউ জানাবেব কি?

  • @amitavaghosh8618
    @amitavaghosh8618 Před 3 lety +2

    Anabadya!

  • @SAMITGHOSH-iw2bz
    @SAMITGHOSH-iw2bz Před 8 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏ABSOLUTELY GREAT ❤️ ❤️ ❤ ❤TOUCHING NOSTALGIC ❤- OUR OLD GODGIFTED GREAT - GOLDEN DAY'S FEELINGS 🙏-- - WITH MY HEAD DOWN TO --- EARTH 🌍 🙏🌍 BINORMO 🙏 - SRADDHANJALIS TO BOTH -- THE GREAT- GODGIFTED 🙏🙏 GREAT TALENTED, VETSATILE HIGHLY CALTURED, AS WELL - AS INTELLECTUAL, SIMPLE, -- DOWN TO EARTH 🌍🙏🌍 👍- - WORLD FAMOUS LEGENDS !!! ABSOLUTELY EXTRAORDINAR- Y.....AND.... AMAZING TRUE --- - 😍👌👌🎶🎶😍🎬📹🎬 😍- - LIFE'S STORIES WHICH ALL- ARE PRACTICALLY GREAT 🙏-- LESSONS FOR US AS WELL AS OUR NEXT GENERATIONS 🙏!! *I AM NOW REALLY TOTALLY - - SPEECHLESS WITH GREAT -- HEART ❤TOUCHING 💕💖💞 FEELINGS 🙏😍🙏 WITH DUE- RESPECTS FOR MY MOST 👍- FAVORITE SINGER CUM 🎶🎶- COMPOSER CUM 🎬📹🎬 🇮🇳- CLASSIC SUPER-HIT FLIM 👌-- MAKETS AS PRODUCER BOTH IN BENGALI AND HINDI FLIMS -🙏🇮🇳🙏!!! * HE SHOULD HAV- AWARDED WITH OUR 🇮🇳 👍--- NATION'S 🇮🇳 HIGHEST DADA- SAHEB FALKE FLIM AWARDS-- LONG TIMES BACK WHEN 'HE' WAS ALIVE WITH DUE 🙏🙏--- RESPECTS FOR "HIS" GREAT- -- CONTRIBUTIONS IN THE 🇮🇳---- NATION'S 🇮🇳 FLIM INDUSTRIE -S 🙏😍🙏👌👌😍🎶🎶😍🙏 * KHUBEI 👍 SUNDOR EKTA --- CALTURE TRIBUTE PARIBESH- AN...🙏... HATSOFF TO THE --- ORGANISER OF THIS SHOW !!!. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @bazlurr
    @bazlurr Před 3 lety +1

    Fuleshwari movieta ditiobar 3 din age dekhlam. ei gantar kotha lekha ache Mukul Dutta/Pulak Banerjee. amar mone hoy ganta Mukhul Dutta er lekha, sur korar somoy kotha poriborton korar dorkar chilo, tai hoyto Pulak Banerjee r nam okhane ache. ei chobir gan likhechen Mukul Dutta, Pulak Banerjee ar Probir Majumder.

  • @dipankarchoudhury2057
    @dipankarchoudhury2057 Před měsícem

    Khamoshi film er ei bikkhatio gaan r tyanto jaghanyo poribeshona.

  • @suryamallick4553
    @suryamallick4553 Před 3 lety +1

    সম্বর্থনা সবাইকে দেযা উ চিত ছিল

    • @sukhendusekharray8203
      @sukhendusekharray8203 Před 3 lety

      সবাই বলতে কারা? দুদিনের অনুষ্ঠানে যতজন বিশেষ অতিথি, কণ্ঠশিল্পী ও যন্ত্রশিল্পী আমন্ত্রিত ছিলেন তাঁদের সবাইকেই সম্বর্ধনা দেওয়া হয়েছিল।

  • @user-em9lq5es4y
    @user-em9lq5es4y Před 11 měsíci

    Z ❤

  • @subodhpramanik2954
    @subodhpramanik2954 Před 3 lety +1

    খুবই ভাল

  • @kaustavpal8438
    @kaustavpal8438 Před 2 lety +1

    স্মারক গ্রন্থের নাম লেখক আর প্রকাশনার নাম টা বলুন প্লিজ 🙏🏾

  • @dharsgreen650
    @dharsgreen650 Před 2 lety

    প্রথম ঘোষক আমার পরিচিত । তিনি আমায় চেনেন কিনা জানিনা ।আমরা এক ই অফিস এ চাকরী করতাম ।আমার নাম লোকেন ধর ।

  • @keshabmishra9271
    @keshabmishra9271 Před rokem

    Rag sangit onar jamnagata.vagobanke abar alada kore ragsangit shikhte hoi naki?

  • @koushikdas5529
    @koushikdas5529 Před 3 lety

    সেতারে বাজানো দ্বিতীয় গানটি কি কেউ বলতে পারেন কি?

    • @2subrata
      @2subrata Před 3 lety +2

      "Jeona darao bondhu", my favourite song from the fim Phuleswari

    • @barunbhattacjarjee1942
      @barunbhattacjarjee1942 Před 2 lety

      Jeona darou badhu aro balo kukatha

    • @SanjitKumar-nx8uo
      @SanjitKumar-nx8uo Před 2 lety

      যেওনা দাড়াও বন্ধু আরও বলো কুকথা - ফুলেশ্বরী

  • @sandipray6006
    @sandipray6006 Před 11 měsíci

    Eta ki TMC dadar function ?

  • @albinamrong6769
    @albinamrong6769 Před rokem

    Opulurbo

  • @swapanmajumder1496
    @swapanmajumder1496 Před 2 lety

    কৌশিক বাবুকে সেতারে দ্বিতীয় গান টি যেওনা দাড়াও বন্ধু আরো বলো কুকথা ফুলেশ্বরী ছায়াছবি

  • @bijitchatterjee759
    @bijitchatterjee759 Před 2 lety

    যে সব শিল্পী কোন গলার সুর ধরে রাখতে জানেন না তারাই হারমোনিয়ামের বেশি দরকার হয়।

    • @user-oi6tg8or2p
      @user-oi6tg8or2p Před 2 lety +1

      তাহলে তো হারমোনিয়াম উঠেই যেত। বড়ো বড়ো শিল্পীরা ব্যবহার করতেন না। আচ্ছা এক একটা লেখা পড়তে হয়।

  • @samadritamaity3932
    @samadritamaity3932 Před 3 lety +1

    Amadar gorbo

  • @bijitchatterjee759
    @bijitchatterjee759 Před 2 lety

    এটা সস্তায় বাজিমাত,

  • @debopriyo1965
    @debopriyo1965 Před rokem

    Khub baje anchoring. Uni ki master naki!!

  • @sonalipramanik8430
    @sonalipramanik8430 Před rokem

    খুব ভালো লাগল