ভারত সীমান্তঘেরা আঙ্গরপোতা-দহগ্রাম ছিটমহলের মানুষেরা কেমন আছেন এখন? || Tin Bigha Corridor

Sdílet
Vložit
  • čas přidán 16. 10. 2022
  • তিনবিঘা করিডোর। কে না শুনেছে এই করিডোরের নাম। লালমনিরহাট সীমান্তে আঙ্গরপোতা-দহগ্রাম ছিটমহল থেকে বাংলাদেশে মূল ভূখণ্ডে আসার একমাত্র পথ ভারতের এই তিনবিঘা জমি। কখনো ৩ ঘণ্টা, কখনো ৬ ঘণ্টা আবার কখনো ১২ঘণ্টা খোলা থাকতো এই করিডোর। এতে মানবতেতর জীবন-যাপন করতে হতো ছিটমহলের মানুষদের। দীর্ঘ আলোচনা ও চুক্তির পর এখন করিডোরটি ২৪ঘণ্টাই খোলা রাখা হয়। এতে অবরুদ্ধ জীবন থেকে মুক্তির স্বাদ পেয়েছে ছিটমহলবাসী। মুক্ত জীবনে কেমন আছেন সেইসব মানুষেরা, সেই চিত্রই তুলে ধরেছি এই ভিডিওতে।
    Contact :
    sumonmcj@yahoo.com
    #tin_bigha_coridor #patgram

Komentáře • 745

  • @hossainmdnabi7687
    @hossainmdnabi7687 Před rokem +99

    সুমন ভাই আমি একজন মালয়েশিয়া প্রবাসী,প্রতিদিন কাজ শেষ করে যখন রাতে একটু বিশ্রামে যাই তখনি মোবাইল হাতে নিয়ে আপনার ভিডিও গুলো খুঁজি, বিশেষ করে আপনার উপস্থাপনা আমাকে বেশ মুগ্ধ করে ❤️❤️❤️❤️।

    • @maxisroco9009
      @maxisroco9009 Před rokem

      অতি আবেগ প্রোবন বোকাচোদা বাঙালি। কতটা বোকাচোদা হলে এমন কমেন্ট করে মানুষ 🤣🤣🤣

    • @mahfuzurrahman9900
      @mahfuzurrahman9900 Před rokem +2

      ❤️ from NYC for Shumon bro

    • @meherunnesa7728
      @meherunnesa7728 Před rokem

      Qqqqqqqq

    • @nayeef11
      @nayeef11 Před rokem

      czcams.com/video/yZrjmqXxFIE/video.html

    • @arifahmed7962
      @arifahmed7962 Před rokem +4

      আসলেই সুমন ভাইয়ের উপস্থাপনা মুগ্ধকর, অসাধারণ ❤️

  • @manasbangla
    @manasbangla Před rokem +261

    চাকরি সূত্রে কোচবিহারে আড়াই বছর ছিলাম তখন তিনবিঘা করিডরে গিয়েছিলাম। ওপার বাংলার মানুষদের সাথে বেশ কিছু সময় গল্প করে কাটিয়েছিলাম। খুব ভালো লেগেছিল জায়গাটা।

    • @ManikAli-zk2oc
      @ManikAli-zk2oc Před rokem +10

      মানুষ বাংলার ভিডিও আমি খুব বেশি দেখি ধন্যবাদ মানুষ বাংলা কে

    • @ashishdev9711
      @ashishdev9711 Před rokem +4

      Iove u dada

    • @nafizvlogs4132
      @nafizvlogs4132 Před rokem +6

      দাদা আমি আসছি মুরর্শিদাবাদ

    • @dabasishdeymajumder9448
      @dabasishdeymajumder9448 Před rokem +1

      ❤️

    • @rezaulkhan1134
      @rezaulkhan1134 Před rokem +3

      আপনার ভিডিও আমি দেখি । খুব ভাল লাগে। ধন্যবাদ দাদা ।

  • @dilipbiswas6693
    @dilipbiswas6693 Před 7 měsíci +14

    সালাহউদ্দিন ভাই তোমার প্রতিবেদন দেখে আমার মনে নাড়া দিয়ে গেলো | আমার পূর্বপুরুষের বাস তো ওপারে ছিলো, খুব ছোটবেলায় গিয়েছিলাম কিছু মনে নেই | এখন সেখানে আর কেউ নেই তাই যাবার জন্যও মন উতলা হয় না | আমার এই সত্তর বছর বয়সে এসে মনে হয় সেই সময়ের কিছু স্বার্থপর মানুষের জন্য এই বাংলা ভাগ হয়, না হলেই বোধহয় ভালো হোতো | ওপার থেকে চলে আসা শিশুকাল, কৈশোর কাটানো বহু মানুষের মনে মাতৃভূমি ছেড়ে আসার কষ্ট দেখেছি, সে যে কী কষ্ট যাদের মাতৃভূমি ছাড়তে হয়েছে তারা ছাড়া কেউ বুঝতে পারবে না | আমাদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই আপনাদের, সবাই ভালো থাকবেন | আমার জন্ম এপারে হলেও আমার শিকড় তো ওপারেই রয়ে গেলো |

    • @ummeysalma384
      @ummeysalma384 Před 2 měsíci

      আপনারা এখান থেকে গিয়েও এই মাতৃভূমির জন্য কাদেন মন টানে আর বর্তমানে আমাদের অনেক হিন্দু ভাই বোন আছেন যাদের এই মাতৃভূমির প্রতি টান অনূভব হয় না।তাদের কাছে ইন্ডিয়া প্রিয়।আপনাদের মতো দেশপ্রেমিক মানুষের জন্ম এই বাংলাদেশের মাটিতে আর হবে কিনা জানা নেই। 😢 কারণ এখন সবাই দেশের চেয়ে সংস্কৃতি নিয়েই ভাগ হতে চায়।

    • @lal2gsh6964
      @lal2gsh6964 Před 11 dny

      আমাদের ভারতেও একই সমস্যা , এখানকার মুসলিম দের প্রাণ কাদে পাকিস্তান আর বাংলাদেশের জন্য , অথচ সীমান্ত পেরিয়ে বেশির ভাগ মুসলিমরাই ভারতে আসে আরো ভাল জীবন যাপন এর জন্য।

  • @gunamaybanerjee3142
    @gunamaybanerjee3142 Před rokem +23

    অনেকদিন পর একটা যুৎসই প্রামাণ্যচিত্র দেখলাম।তিনবিঘা র উপর অনেকে ভিডিও করেছেন কিন্তু এটা ভিন্নধর্মী এবং সম্পূর্ণ।দহগ্রাম ও অঙ্গারপোতার অনেক ছেলে আশির দশকে আমাদের সাথে ভারতের মেখলিগঞ্জ হাই স্কুলে পড়তে আসতো।তবে কোনও মেয়ে কখনও পড়তে আসেনি।কয়েকজন ভালো athlete ছিল,তারা কোচবিহার জেলা meet এও অংশগ্রহণ করেছিল।অঙ্গারপোতার জমিদার ছিলেন উমের আলী সাহেব,তাঁর এক ছেলের নাম বাবলু।দহগ্রাম সেই সময় খুব ভালো একটা ফুটবল টুর্নামেন্ট হতো।ভারত থেকেও অনেকে সেখানে খেলতে যেত। ধন্যবাদ আবার খুব ভালো উপস্থাপনার জন্য।পাটগ্রামের চাচা কেও অনেক শ্রদ্ধা জানাই আপনাকে গাইড করার জন্য।

    • @brazilfans496
      @brazilfans496 Před rokem +2

      যে বাবলুর কথা বলছেন উনি আমার চাচা

    • @Rakib_133
      @Rakib_133 Před rokem +2

      ধন্যবাদ জনাব,সত্যি আমি মর্মাহত, পুরোনো স্মৃতি মনে করিয়ে সত্যি আগের দিনের কথা মনে গেলো,যদিও আগে অনেক কষ্ট ছিলো দহগ্রাম আঙ্গোরপোতার মানুষের তা সত্বেও ভারত বাংলার মানুষের মধ্যে যতটা মিল বা মেলবন্ধন ছিলো সত্যি গর্বকরার মত।

  • @asrafulalambiswas
    @asrafulalambiswas Před rokem +120

    ভালো লাগলো এই সীমান্তবর্তী এলাকার মানুষদের একে অপরের প্রতি মিল বন্ধন দেখে। ঠিক ই একদিন এই কাঁটাতারের বেড়া পেরিয়ে অবশ্যই যাবো সীমান্তবর্তী দেশ বাংলাদেশে। প্রিয় বাংলাদেশি ভাই ও বোনেরা আপনারাও ভালোবাসা নেবেন এই ভারতীয় ভাই এর পক্ষ থেকে।🇮🇳🖤🇧🇩

  • @sazzadhira2776
    @sazzadhira2776 Před rokem +27

    আমার বাবা মোফাজ্জল হোসেন 🤍
    ব্যস্ততার কারণে ওভাবে কথা বলা হয়ে উঠেনি আপনার সাথে কিন্তু দহগ্রাম ও আঙরপোতার গ্রামীণ মানুষদের সাথে আপনার অসাধারণ উপস্থাপনা আমার মনকে সত্যি মনমুগ্ধকর করেছে! প্রত্যন্ত গ্রাম দুটিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছেন। আপনি ভীষণ রকমের ভালো মনের মানুষ। আল্লাহ আপনার নেক হায়াত দারায করুক। 🤗 বাবা আপনার খুব প্রশংসা করেছেন, আবারো নতুন করে নতুন কোনো বিষয় নিয়ে পাটগ্রামে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।
    ধন্যবাদ। ❤️

    • @umx6vir212
      @umx6vir212 Před rokem +2

      কিরে বাউ... কেমন আছিস? তোর বাড়ি কোটে?

    • @sazzadhira2776
      @sazzadhira2776 Před rokem +1

      আলহামদুলিল্লাহ তোমা কেমন আছেন বাহে !
      হামার বাড়ি পাটগ্রামোত তোমার বাড়ি কোটে ?

    • @umx6vir212
      @umx6vir212 Před rokem +1

      @@sazzadhira2776 মোর বাড়ি সরকারি কলেজের ওদি।

  • @mithunbag6238
    @mithunbag6238 Před rokem +24

    আমি অবাক হয়ে যাচ্ছি একটু আগেই আমি এই জায়গাটা গুগল ম্যাপে দেখছিলাম তারপরে ইউটিউব খুলতেই আপনার ভিডিও সত্যি অবাক হয়ে গেলাম। ভিডিওটা দেখি তারপরে জানাবো কেমন লাগলো।

  • @ashrafulkabir7464
    @ashrafulkabir7464 Před rokem +13

    ভাইয়া, বাংলাদেশ সময় এখন রাত ১টা ৩০ মিনিট। আমি ঢাকায় থাকি। এইমাত্র আপনার ভিডিও চিত্রটি দেখলাম। খুব ভালো লাগলো। ভারতীয় সীমান্ত ঘেষা আমাদের বাংলাদেশের ছিটমহল দহগ্ৰাম অধিবাসীদের প্রতিদিনের জীবন যাপন চিত্র তুলে ধরেছেন আমাদের নিকট।
    আমরা জানতে পারলাম আমাদের দেশের মানুষ কেমন আছেন।
    তাই অসংখ্য ধন্যবাদ আপনাকে।
    ভালো থাকুন ও সুস্থ থাকুন।
    শুভ রাত্রি 🌷

  • @AbulKalam-ml8sh
    @AbulKalam-ml8sh Před rokem +6

    আলহামদুলিল্লাহ। আমরা চট্টগ্রামের বোয়ালখালী থেকে ৮ জনের একটি দল তেতুলিয়া,'তিস্তা ব্যারেজ, তিন বিঘা করিডোর আঙ্গরপোতা দহগ্রাম দেখার সুযোগ হয়েছিল। আমার নিকট ঐ জায়গা টা ছিল ঐতিহাসিক স্থান।

  • @MizanurRahman-fk3zm
    @MizanurRahman-fk3zm Před 10 měsíci +5

    এত সুন্দর করে প্রিয় মাতৃভূমি সবার কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ।

  • @shamsulkhan8534
    @shamsulkhan8534 Před 11 měsíci +7

    আঙ্গুর পোতা দহগ্রাম তিন বিঘা করিডোর দেখে অত্যন্ত আনন্দদায়ক ভ্রমণ মনে হলো কোন ধনাত্মক ব্যক্তি যদি আঙ্গুর পোতা দহগ্রামে পিকনিক স্পট করতেন তাহলে ভ্রমণ পিপাসু মানুষগণ আনন্দঘন পরিবেশে যাতায়াত করতে পারতেন। অপেক্ষায় থাকলাম। আপনার ভ্রমণ চিত্রটি দেখে খুবই অভিভূত হলাম। মনে হচ্ছে ব্রিটিশ লোকরা দুই দেশের মধ্যে এমন জঞ্জাল তৈরি করে গেছে। এভাবে পাশাপাশি দুটি দেশের সীমানা হতে পারে না। অদূর ভবিষ্যতে এর কোনো সমাধান হবে কিনা জানিনা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।

  • @labonnyashuvro1046
    @labonnyashuvro1046 Před rokem +23

    সুমন দাদা আপনার ভিডিও গুলো দেখে খুব অবাক হয়ে যাই। মাঝে মাঝে মনে হয় আপনি পাখির মতো উড়াল দিয়ে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে গিয়েছেন।

  • @aqtiarliton641
    @aqtiarliton641 Před rokem +26

    অনেক ছোট বয়সে দহগ্রাম-আঙ্গরপোতা সম্পর্কে একটা বই পড়েছিলাম কৈশোরে পড়া বইটা পড়ে মন অনেক খারাপ হয়েছিল ওখানকার মানুষের দুঃখ কষ্টের কথা পড়ে ,,সুস্পষ্ট ধারণা ছিলো না এতদিন, আজ সব স্পস্ট করে বুঝলাম,, ধন্যবাদ ভাই।।

  • @ranjitchakraborty6094
    @ranjitchakraborty6094 Před rokem +5

    প্রিয় সুমন , আপনার আরো পাঁচটা ভ্লগের মত এই ভ্লগটাও আমার ভীষন সুন্দর লাগল। অসম্ভব সুন্দর এর ভিডিওগ্রাফি ।
    গাঢ় নীলআকাশে সাদা মেঘের ভেসে চলা , নীচে মন পাগল করা সবুজ প্রকৃতি, এদিক-ওদিক ছড়ান-ছিটান গ্রাম্য জীবনের কোলাজ চিত্র , তার মাঝে আংকেলের গাড়ী ছুটে চলেছে কালো ফিতের মত অক্ষত রাস্তা ধরে। মনে হচ্ছিল ওই ফিতেটা যেন ওই গাড়ী র নীচে এসে গুটিয়ে যাচ্ছে এবং এর সাথে আপনার সুন্দর সাবলীল পথ ও দৃশ্য বর্ননা, চমৎকার এবং দুর্দান্ত লেগেছে আমার।
    ' তিন বিঘা করিডর '-- এই বিষয়ে সংবাদপত্রে বিভিন্নসময় অনেক কথা পড়েছি কিন্তু ওই জায়গাটা না দেখার ফলে বিষয়টা একদমই বুঝিনি । কিন্তু আপনি যেভাবে ম্যাপ দিয়ে সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন , তাতে এতদিনে বিষয়টা পরিস্কার হয়েছে। এজন্য আপনাকে অনেক ধন্যবাদ ।
    আপনি সুস্থ থাকুন , ভাল থাকুন , ভগবানের কাছে এই প্রার্থনা করি ।

  • @jahidhasanshanto5579
    @jahidhasanshanto5579 Před rokem +12

    20.13
    A good fence makes good neighbour.
    Robert Forst ( Mending Wall)
    এই লাইনটির বাস্তব যথার্থতা তুলে ধরলেন লোকটি। একটি দেশের সব চাইতে প্রত্যন্ত এলাকায় বাস করেও, নিজ ভূখন্ডের সীমানা প্রাচীরের জন্য,কতটা দরদ মাখা ভাষায় প্রকাশ করলেন এবং সীমানা না থাকার আশঙ্কাটা কত সুন্দর ভাবে তুলে ধরলেন।
    সালাম চাচা

    • @ayondash7063
      @ayondash7063 Před rokem

      হুট করে ভারত করিডর বন্ধ করে দিলে এই লোক খাঁচায় বন্দি হয়ে যাবে বুঝতে পারতেছে না।

  • @whatteverr
    @whatteverr Před rokem +20

    7:26 মে ১৬, ১৯৭৪ সালে ইন্দিরা গান্ধী-বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর মধ্যে করা চুক্তি অনুসারে ভারত-বাংলাদেশ পরস্পরের সাথে ছিটমহল বিনিময়ের কথা ছিল। বাংলাদেশ সাথে সাথেই দক্ষিণ বেরুবাড়ী ভারতের কাছে হস্তান্তর করে চুক্তি বাস্তবায়ন করে, কিন্তু ওই সময় ভারত তাদের দাদাগিরী দেখিয়ে তিনবিঘা করিডোর বাংলাদেশের কাছে হস্তান্তর করেনি।

    • @Insaniyahbd
      @Insaniyahbd Před 8 měsíci

      😢😢😢😢😢

    • @jagobangla-tv
      @jagobangla-tv Před měsícem

      Vai chhitmahal ar Manus India ar sange thakte chai..😅

  • @MAHMUDULHASAN-ir8qu
    @MAHMUDULHASAN-ir8qu Před rokem +3

    রিপোর্টার ভাইকে আন্তরিক মোবারকবাদ জানাই ভাই এগিয়ে জান দীর্ঘজিবী কামনা করি ধন্যবাদ।

  • @paromitadey891
    @paromitadey891 Před rokem +6

    West Bengal 🇮🇳🇮🇳এর কোচবিহার জেলা শহর থেকেই দেখছি আপনার ভিডিও দাদাভাই, আমার কাকাতো বোনের বিয়ে হয়েছে মেখলীগঞ্জ এ। তাই এই করিডোর আমার ভীষন চেনা জায়গা। খুব ভালো লাগল সমস্ত মুহূর্ত গুলো❤❤

  • @kazisalim1128
    @kazisalim1128 Před rokem +3

    ২০১৯ সালে আমরা ২০ জনের একটি টিম ঘুরে বেড়াতে গিয়েছিলাম নাটোর রাজবাড়ী, তিস্তা ব্যারেজ, দহগ্রাম, আঙ্গর পোতা 0 পয়েন্ট এবং দিনাজপুর স্বপ্নপুরীতে । অনেক স্মৃতি আছে, অনেক ছবি আছে বেশ ভালো লেগেছিল । অনেকদিন পর সুমন ভাইয়ের ভিডিওটা দেখে পুরনো সব স্মৃতি মনে পড়ে গেল । ধন্যবাদ সুমন ভাইকে ।

  • @pradipkar2685
    @pradipkar2685 Před rokem +7

    তিন বিঘা নাম শুনেছিলাম, আজ আপনার কল্যাণে সেটা দেখতে পারলাম সেজন্য ধন্যবাদ আপনাকে🍁

  • @shahporanhossainshahporanh6392

    সুন্দর, একটা,গ্রাম,বাংলার,চিত্র, তুলে দরার,জন্য, সুমন,ভাই, আপনাকে,জানাই,অনেক, অনেক, ধন্যবাধ,

  • @kalpananath9375
    @kalpananath9375 Před rokem +3

    ধন্যবাদ আপনাকে তিন বিঘা করিডোর দেখার সুযোগ করে দেয়ার জন্য। অনেক দিনের ইচ্ছা পূরণ হলো।

  • @biswajitguha358
    @biswajitguha358 Před rokem +4

    আপনার এই প্রচেষ্টা খুব ভালো লাগলো। বেশ নির্ভিক, সাবলীল,, নিরপেক্ষ ও সুন্দর পরিবেশনা । বিভেদকামীদের ভারতকে গাল পাড়ার আগে এটা দেখা উচিৎ।
    এই করিডোর ওই দুই গ্ৰামের জীবনযাত্রার উন্নতি করেছে জেনে ভাল লাগলো ।
    আপনার ভিডিওগ্ৰাফি ও ভাষ্য খুব ভালো। এগিয়ে চলুন ভাই। এই জাতীয় প্রচেষ্টা দুই দেশের মানুষ কে কাছাকাছি আনতে সাহায্য করবে ।
    ধন্যবাদ, ভারতের দিনাজপুর জেলা থেকে ।

  • @suvashchandraroy1349
    @suvashchandraroy1349 Před rokem +3

    আপনার ধারাভাষ্য অত্যন্ত সুন্দর এবং সাবলীল। আপনি উত্তরোত্তর উৎকর্ষ লাভ করুন, শুভকামনা রইল।

  • @selinaakter4257
    @selinaakter4257 Před rokem +15

    সালাহউদ্দীন ভাইয়া কতো ভালো মানুষ। উনাকে দেখে ও তো অমানুষ মানুষ হতে পারে। সালাহউদ্দীন ভাইয়ার ভিডিও গুলো অসাধারণ। আল্লাহ সালাহউদ্দীন ভাইয়া দীর্ঘ হায়াত দান করুক, এই আমার দোয়া। আলহামদুলিল্লাহ 🌏🇧🇩👩‍🎓🚗🏍️😀💝🌛✈️💔🌺

  • @mdtahasanemon6005
    @mdtahasanemon6005 Před rokem +17

    ভারতের অভ্যন্তরে বাংলাদেশের অংশটাকে আরও উন্নত করা দরকার। যাতে একটা ভালো পর্যটন শিল্প গড়ে ওঠে

  • @abedali2539
    @abedali2539 Před rokem +3

    স্বাগতম সু স্বাগতম পাটগ্রাম বাসির সৌজন্যে সালাউদ্দিন ভাইকে সুদুর কুয়েত থেকে দেখছি আমার বাড়ীর খুব কাছে দহগ্রাম অনেক আত্তীয় আছে দহগ্রামে খুব সহজ সরল মনের মানুষ আল্লাহ তাদেরকে নিরাপদে রাখুক।

  • @aftabjulficar1840
    @aftabjulficar1840 Před rokem +13

    দুই বাংলার মানুষের জন্য শুভকামনা রইল

  • @reforcesign2778
    @reforcesign2778 Před rokem +7

    সীমান্তবর্তী এলাকাগুলি বিশেষ-বিশেষ স্থানে খুব রোমাঞ্চকর। এইসব অনুভুতি আলাদা। 🙏🌱

  • @ChoyonExpress
    @ChoyonExpress Před rokem +27

    ❤️❤️বাবা মা কে চিকিৎসার জন্য ইন্ডিয়া এগিয়ে দেবার সময় পাটগ্রাম গিয়েছিলাম, অনেক আগে, খুব শীঘ্রই আবার যাব ভাইয়া ❤️

  • @shyamnarayanbiswas1905
    @shyamnarayanbiswas1905 Před rokem +3

    Suman ভাই এর গলার আওয়াজ শুনলে মনটা আনন্দে ভরে ওঠে

  • @SARKERJEE104
    @SARKERJEE104 Před rokem +3

    আমি ৮৮ সালে গিয়েছিলাম। এখন অনেক উন্নত হয়েছে। দারুন মজা লাগলো। ধন্যবাদ সুমন। ধন্যবাদ পাটগ্রাম বাসি সহ সকলকে।

  • @md.yousuf566
    @md.yousuf566 Před rokem +4

    তিন বিঘা করিডোর নিয়ে অনেক ভিডিও দেখেছি। কিন্তু আপনার মত এত সুন্দর করে কেউ ভিডিও বানাতে পারে নি। ধন্যবাদ সুমন ভাই♥️❤️

  • @mofidurrahman594
    @mofidurrahman594 Před rokem +17

    আসাম রাজ্যের ধুবুরী থেকে অবিরাম ভালোবাসা রইলো ভাইয়া।

  • @Sohel.Gulandaz628
    @Sohel.Gulandaz628 Před rokem +7

    সালাহউদ্দিন সুমন ভাইয়ের জন্য দোয়া ও ভালোবাসা সবসময়। আমরা সুমন ভাইয়ের মাধ্যমে প্রত্যন্ত এলাকার ভিডিও বেশি বেশি দেখতে চাই।

  • @civilengineeringbdtech431

    আসসালামুয়ালাইকুম, অসাধারণ একটি ভিডিও সুন্দর দৃশ্য উপভোগ করার মতো। সত্যিই অসাধারণ।

  • @JoyHind123
    @JoyHind123 Před rokem +3

    Vedio টা besh ভালো তবে pic quality not clear

  • @uzzalhossain5487
    @uzzalhossain5487 Před rokem +17

    সীমান্তবর্তী দুই দেশের মানুষের মেলবন্ধন আমাকে আবেগে আপ্লূত করে। চোখে পানি আসে। মনে হয় দেশ-ও তাদেরকে পৃথক করতে পারেনি।

    • @soumensg238
      @soumensg238 Před 11 měsíci +1

      Kharap lge kintu apnar dhormo prithok koreche ata kotota extremists ideology hole amn hoi...same apnar baap dadu jokhn hindu chilo ora amn hoito chilo na kokhnoi.😅

    • @flamehosterllc
      @flamehosterllc Před 8 měsíci

      ​@@soumensg238 আমার ১৪ গুষ্টি মুসলমান আর আপনারা ইন্ডিয়ায় যে পরিমানে মুসলিম মারেন তখন মানবতা কোথায় রাখেন

  • @alaminrahul140
    @alaminrahul140 Před rokem +2

    সুমন ভাই এর প্রতিবেদন গুলো বিগত কয়েক বছর ধরে দেখছি সত্যিই অসাধারণ (যশোর থেকে)।

  • @juthikabarua3599
    @juthikabarua3599 Před rokem +5

    অনেক ধন্যবাদ আপনাকে তিনবিঘা করিডর দেখলাম । এটা আগে ও দেখেছি তবে আপনার উপস্থাপনায় খুব ভালো ভাবে উপভোগ করলাম । সীমান্ত এলাকার ভিডিও গুলো খুব ভালো লাগে ।

  • @anowarulislam842
    @anowarulislam842 Před rokem +2

    ধন্যবাদ আপনাকে, আমাদের জেলা লালমনিরহাটের তিন বিঘা করিডর তুলে ধরার জন্য।

  • @Rktauhidtv
    @Rktauhidtv Před rokem +7

    আমি ভারত থেকে,,তিন বিঘা করিডোর,নিয়ে অনেক ভিডিও খুঁজেছি আগে,,সেরকম পাইনি,,, আপনার ভিডিও প্রায় দেখি আমি, আপনি যে তিন বিঘার। ভিডিও বানাবেন ভাবতেও পারিনি,,, মাশাআল্লাহ,,,আমি ভারত বাংলাদেশ যেখানে, তার,বেরা হয়,নি , ওখানে,আমি বেশ কয়েকবার,গিয়েছি, আপনি যে ,০পয়েন্টে গিয়েছেন,আমি একদিন,রাস্তার এপার থেকে ওপারে,, বাংলাদেশি ভাইদের সাথে কথা বলেছি,,, এবং কি বাংলাদেশের,অনেক ভাই ,, ভারতে ০পয়েন্টে কাজ,করে

  • @subratachakraborty4836
    @subratachakraborty4836 Před rokem +7

    মুক্তির আস্বাদ কে না পেতে চায় কিন্তু সেই আস্বাদ পেতে গেলে কারও বদান্যতার প্রয়োজন। যে মুক্তির আস্বাদ পায় আর যে বা যারা সেই মুক্তি দেয় উভয়েই যৎপরোনাস্তি হর্ষ অনুভব করে। ধন্যবাদ। ভালো থাকবেন সুস্থ্য থাকবেন ।

  • @mohuyachowdhury1850
    @mohuyachowdhury1850 Před rokem +5

    আপনার খুটিনাটি সহ ছিট মহলের প্রতিবেদন দেখে অনেক ভালোলাগলো. আগেও অনুন্নত অবস্থার এখানকারই ভিডিও দেখাছিল.সিমান্ত অঞ্চলের অসুবিধার কথা কিছুটা হলেওজানা আছে তবুও জীবনের তাগিদে বসবাস করতেই হয়.

  • @mdmahbub6214
    @mdmahbub6214 Před rokem +22

    আমার জন্মস্থান ❤🥰
    আলহামদুলিল্লাহ্ এমন একটা সুবর্ণভূমি, প্রাকৃতিক ও ভৌগলিক সৌন্দর্যের লীলাভূমিতে আমার জন্ম❤

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 Před 11 měsíci +2

    সত্যিই এটি একটি তথ্য সমৃদ্ধ ভিডিও 🎉👍👍

  • @mdhossainmanik2825
    @mdhossainmanik2825 Před rokem +4

    কি অদ্ভুত জায়গা ভিডিও টা দেখে নিজেই হাড়িয়ে গেলাম সেই আমার দাদার বাবার আমলে হয়ত ঐ সময়ে মহাভারত ছিলো কোন সীমা ছিলোনা,কঠিন জীবনযাপন এদের,

  • @sanjitsarkar2595
    @sanjitsarkar2595 Před 9 měsíci

    অসাধারণ উপস্থাপনা সুমন ভাই! আমি ভারত থেকে বলছি!অনেক অজানা তথ্য জানতে পারলাম! ধন্যবাদ আপনাকে! ভালো থাকবেন সবসময়!

  • @bluelightfish5144
    @bluelightfish5144 Před rokem +2

    ঢাকা শহরের মধ্যে ও এইরকম তিন বিঘা করিডোর আছে, ঢাকা ক্যান্টনমেন্ট আর কাফরুল এর মধ্যে। এসে দেখে যাওয়ার অনুরধ রইলও। কাফরুল বাসি দের ও রাত ১২ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত সম্পূর্ণ যাতায়াত বন্ধ থাকে ক্যান্টনমেন্ট এর মধ্যে। আর চলাচলে বিধি নিষেধ তো আছেই।

  • @moniruddin8469
    @moniruddin8469 Před 10 měsíci +1

    অনেক ভালো বললেন এবং চমৎকার দৃশ্যও দেখালেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

  • @TechnicalAlamgir177
    @TechnicalAlamgir177 Před rokem +2

    এত সুন্দর করে প্রিয় মাতৃভূমি সবার কাছে তুলে ধরার জন্য ধন্যবাদ। 🥰🥰

  • @ajayjana8630
    @ajayjana8630 Před rokem +4

    আজ, ভিডিও টা খুবই ভালো লাগলো 🌹🌹🌹🙏🏻🙏🏻🇮🇳🇮🇳🇮🇳🇮🇳

  • @asaduzzaman7834
    @asaduzzaman7834 Před rokem +3

    আমাদের সবার খুব প্রিয় সালাউদ্দিন সুমন ভাইয়ের আরও একটি ভিডিও। খুবই ভালো লাগলো ভিডিও টা। বরাবরের মতোই খুবই প্রাণবন্ত উপস্থাপনা। মন ছুঁয়ে যায়।

  • @mdanarulislam3763
    @mdanarulislam3763 Před rokem +4

    প্রথমে শুভেচ্ছা জানাই সালাউদ্দিন ভাই
    আপনি আমার জন্মস্থান পাটগ্রাম আসার জন্য। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা
    পাটগ্রাম আমার জন্মস্থান হওয়ার কারনে
    প্রতি মাসে দহগ্রাম তিন চারবার জাওয়া হয়। কিন্তু আজকে আপনার
    উপস্থাপনায় দহগ্রাম আরো ভালো ভাবে
    ফুটে উঠলে।। আর জে হত আমি আপনার ভিডিও মোটামুটি দেড় বছর থেকে ভিডিও সব দেখি।। বাংলাদেশি ইউটিউবারের মধ্য
    আপনি আর মহসিনউল হক হাকিম ভাইয়ের ভিডিও আমি মিস করি না আপনারা দুজন আমার কাছে বেস্ট ইউটিউবার.....।

  • @shyamalpaul4844
    @shyamalpaul4844 Před rokem +2

    খুবই জানার ইচ্ছা ছিল তিন বিঘা সম্পর্কে🌹 সালাউদ্দিন ভাই আপনাকে অশেষ ধন্যবাদ এত সব খবরা খবর দেওয়ার জন্য 🌹👍

  • @mdatikur624
    @mdatikur624 Před rokem +2

    খুব সুন্দর উপস্থাপনা ,,খুব ভালো লাগলো love from🇮🇳

  • @bijoychakma4173
    @bijoychakma4173 Před 10 měsíci +2

    একটি অদ্ভুত দৃশ্য দেখলাম আপনার মাধ্যেমে, তাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জীবনে আশা আছে একবার হলেও যাবো, আমি একজন বাংলাদেশী হিসেবে.........

  • @OmarOmar-de8js
    @OmarOmar-de8js Před 3 měsíci

    অনেক অনেক বেশি ইচ্ছে ছিল তিনবিঘা সীমান্ত দেখার আজ আপনার ভিডিও টা দেখার পর অনেক ভালো লাগছে অসংখ্য ধন্যবাদ সালাউদ্দিন সুমন ভাই আপনাকে

  • @shimulsk8984
    @shimulsk8984 Před rokem +3

    আপনি আর মহসীন ভাই দুজন খুবই প্রিয় মানুষ

  • @sdrajib7296
    @sdrajib7296 Před rokem +3

    লাভ ইউ ব্রো।।।। আপনাকে অনেক ধন্যবাদ এই সুন্দর সুন্দর জিনিস ইসথাপন করার জন্য

  • @jjannatulferdouse689
    @jjannatulferdouse689 Před rokem +2

    অসাধারন মনমুগ্ধকর উপস্থাপনা ! গ্রাম দুটি অনেক সুন্দর!

  • @shovodey3269
    @shovodey3269 Před rokem +3

    খুব ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে সুমন ভাই।

  • @rayhanuddin6219
    @rayhanuddin6219 Před měsícem

    চমৎকার উপস্থাপনা।
    কল্পনায় মনে হচ্ছে নিজে ঘুরে দেখলাম।

  • @Injoygz4mq
    @Injoygz4mq Před rokem +2

    আমি তো সালাহউদ্দিন ভাইকে অগ্রীম সারা জীবনের জন্য লাইক করে রেখেছি সেই কবে থেকে,আমি নিজেও জানি না,তাই ফার্সট লাইক সব সময় আমারই থাকবে।👍👍👍👍👍👍👍

    • @SalahuddinSumon
      @SalahuddinSumon  Před rokem +2

      অনেক ধন্যবাদ, অশেষ কৃতজ্ঞতা❤️

  • @madhairoy6246
    @madhairoy6246 Před rokem +1

    সুমন ভাইয়া আপনার প্রত্যেকটি ভিডিও মনোমুগ্ধকর। আমি আপনার একজন ভক্ত।

  • @Amikibujhlam.
    @Amikibujhlam. Před rokem +11

    I'm an indian but I love bangladesh

    • @ddbhhh7989
      @ddbhhh7989 Před 11 měsíci +2

      oh really love you my dear sister

    • @TRAVEL_WITHSOURAV
      @TRAVEL_WITHSOURAV Před 6 měsíci +1

      আমিও বাংলাদেশকে ভালবাসি। যাবার খুব ইচ্ছে ভিসা ও নেওয়া আছে মাল্টিপল এন্ট্রি কিন্তু কেউ আপন নেই উখানে আর একা ভালো লাগছে না।
      তুমি যাবে বাংলাদেশ ঘুরতে তাহলে চলো ঘুরে আসি বাংলাদেশ সব খরচ আমি বহন করবো।

  • @user-nf2lo2gy9f
    @user-nf2lo2gy9f Před 3 měsíci

    তিনবিঘা করিডর দিয়ে দহগ্রাম গিয়েছিলাম আমার খালার বাড়ি তাদের একসময় ইন্ডিয়াতেই যাতায়াত ছিল এবং তাদের সাথে অনেকবার ইন্ডিয়াতে গিয়েছি অনেক দিন পর জায়গাটা দেখে খুব ভালো লাগলো

  • @mdsahebmdsaheb5469
    @mdsahebmdsaheb5469 Před rokem +1

    আমাদের লালমনিরহাট দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ

  • @khaledkhan49
    @khaledkhan49 Před rokem +5

    কে করলো এই অদ্ভুত বন্টন,একই ভূখণ্ডে এত কাটা ছেড়া,এটা আমার ঐটা তোমার,ভাষা সাহিত্য সংস্কৃতি এক হওয়া সত্বেও কেন এই বিভেদ।আমার দেশের বুক চিরে নদীর পানি বন্ধ করে দিয়ে আমরা মাইলের পর মাইল ভারতকে ট্রানজিট বা করিডোর দিয়েছি অথচ মাত্র তিন বিঘা জায়গায় জন্য কত দেন দরবার।যে আকারে বড় তার মন ও বড় হওয়া চাই।

  • @VlogTheWanderer
    @VlogTheWanderer Před rokem +7

    মনে মনে এই বিষয়টির উপরে আপনার ভিডিও চাচ্ছিলাম। আর কি দ্রুতই দারুণভাবে আপনি আমার মনে আশাটা পূর্ণ করলেন! 🤨 ধন্যবাদ ভাই ❤️

    • @nafizvlogs4132
      @nafizvlogs4132 Před rokem +2

      আপনার কাছে দেখতে চাই

  • @lxtusarphotography3222
    @lxtusarphotography3222 Před rokem +6

    কতো কিছু অজানা ছিল ❤️❤️❤️

  • @sarithossain3967
    @sarithossain3967 Před rokem +2

    আপনার ভিডিও গুলির বর্ননা জীবন্ত।অসংখ্য ধন্যবাদ।

  • @NYP76
    @NYP76 Před 11 měsíci

    আজ পর্যন্ত ইউটিউবে যত ভিডিও দেখেছি আপনার এই ভিডিওটা তার মধ্যে থেকে সবথেকে বেটার ছিল অনেক ভালো লাগলো।

  • @omrafaruque3419
    @omrafaruque3419 Před 2 měsíci

    তিন বিঘা করিডোর শুধু শুনেছিলাম... আজ মনে হলো স্বচক্ষে দেখলাম! ধন্যবাদ!

  • @muhammadhabib1252
    @muhammadhabib1252 Před rokem +5

    পাটগ্রাম থেকে দেখতেসি ভাই...💜...নিজের এলাকা নিয়ে সুন্দর উপস্থাপন ধন্যবাদ।

  • @mithunbag6238
    @mithunbag6238 Před rokem +2

    ভিডিওটা দেখা শেষ হলো খুব ভালো লাগলো আপনাকে অনেক ধন্যবাদ। ❤️❤️❤️❤️❤️♥️

  • @aabhisarkar526
    @aabhisarkar526 Před rokem +7

    আমার বাবা 2012 to 2014 ডিউটি ছিলো তখন আমি 2time গিয়ে ছিলাম।এই জায়গা একটা মাইল স্টোন ছিলো লিখা ছিলো রংপুর।আমার ওই দিনের কথা মনে পড়লো।then তখন থেকে ইচ্ছে বাংলাদেশ যাবার 2022 সেই স্বপ্ন পূন করলাম

  • @oyesahmed1920
    @oyesahmed1920 Před rokem +2

    অসাধারণ ধন্যবাদ সালাউদ্দীন সুমন সাহেবকে

  • @abhijitsutradhar8970
    @abhijitsutradhar8970 Před měsícem

    আমার বাড়ি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলায়। কোচবিহার জেলা হলো বাংলাদেশের সিমান্ত লাগোয়া। আমার বাড়ি থেকে এই তিনবিঘা করিডোর এর দুরত্ব ১০০ কিমি এর মতো গিয়েছিলাম খুব সুন্দর জায়গা।মেখলিগঞ্জ হয়ে যেতে হয়।

  • @mihirnag1590
    @mihirnag1590 Před rokem +1

    সুমন ভাই, কেনো কথা হবেনা,,, একদম ফাটাফাটি

  • @roktim10
    @roktim10 Před rokem +2

    আরে সুমন ভাই,আমাদের এলাকায়।আমার বাসা পাটগ্রাম।পড়াশুনার জন্য পাবনায় থাকি।দেখা হলোনা ভাই।কয়েকদিন আগেও বাসায় ছিলাম।মোফাজ্জল আংকেল আমার প্রতিবেশী।আমাদের বাসা থেকে ১০০ মিটার দূরেই উনাদের বাসা।

  • @biplabbarua4754
    @biplabbarua4754 Před 7 měsíci

    সুমন ভাই, আমি ভীষণ অভিভূত, পুলকিত ও শিহরিত হলাম আপনার ভিডিওতে তিন বিঘা করিডোর দেখে! এক অজানাকে জানলাম এবং অচেনাকে দেখলাম। ধন্যবাদ ভাই। ভালো থাকবেন।

  • @farukgaming4785
    @farukgaming4785 Před rokem +1

    ভাই আমিই প্রথম কমেন্ট করলাম আপনার এইসব কাজ আমার অনেক ভাল লাগে

  • @dyutimoybose5713
    @dyutimoybose5713 Před rokem +2

    Onek onek Dhonyobad bhai tomake. Khub e sundor uposthapona. Thanks for posting such a nice video.

  • @drnahidhasan7891
    @drnahidhasan7891 Před rokem +4

    পান খাওয়া চাচির কনফিডেন্স দেখে ভালো লাগলো।আপনাদের জীবন আরো ভালো কাটুক।

  • @nayonahmed2547
    @nayonahmed2547 Před rokem +2

    সিরাজগঞ্জ, কাজিপুর থানায় আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।

  • @rakibuddinkhan918
    @rakibuddinkhan918 Před rokem +2

    মাশা আল্লাহ অসাধারন একটি ভিডিও দেখে মন ভরে গেলো ❤️

  • @asikbillah5962
    @asikbillah5962 Před rokem +2

    ধন্যবাদ ভাই আপনাকে, আমাদের উত্তরবঙ্গের প্রতিবেদন তৈরি করার জন্য।

  • @madhubhadra
    @madhubhadra Před 8 měsíci

    কলকাতা থেকে দেখলাম, খুব ভাল লাগল। খুব সুন্দর প্রকৃতি। ব্যাক গ্রাউন্ড মিউজিকটা খুব সুন্দর। উপস্থাপনা খুব ভাল।

  • @shabuddinshaheen5814
    @shabuddinshaheen5814 Před rokem +6

    স্বাধীনতা কি সুন্দর সুখের আমেজ এটি দহগ্রাম,,অংগরপোতা এলাকার মানুষ গুলোই ভালো বলতে পারবেন ❤️👍

  • @afjalhossnia
    @afjalhossnia Před rokem +4

    ভাইয়া আপনাকে ধন্যবাদ আমাদের এলাকায় যাওয়াই। আমাদের বাড়ি লালমনিরহাট

  • @alam90786
    @alam90786 Před rokem +6

    কোচবিহার এর এক ছিটমহল থেকে বলছি, আমি আপনার ভিডিও নিয়মিত দেখি। খুব সুন্দর ভাবে উপস্থাপন করেন আপনি ভিডিও গুলি । ❤️❤️❤️

  • @badshakahan8470
    @badshakahan8470 Před 8 měsíci +1

    সবাইকে আনন্দের সাথে সালাম জানাচ্ছি। এবং সুচতো তা কামনা করছি। আমরা প্রোবাস থেকে দেখিতে ছি। ধন্যবাদ।

  • @rohitgaming1101
    @rohitgaming1101 Před rokem +3

    Love from India 🇮🇳

  • @sakhayathussain8619
    @sakhayathussain8619 Před rokem +2

    আসসালামু আলাইকুম
    সুমন ভাই..কেমন আছেন?
    নিয়মিত আপনার ভিডিও দেখি অনেক ভালো লাগে,পাশাপাশি আপনার ভিডিও এর মাধ্যমে অনেক কিছু দেখতে পারি জানতেও পারি..অনেক ধন্যবাদ 💗

  • @palashmalik9415
    @palashmalik9415 Před rokem +2

    Suman da ami India theke dhekchi ❤️🌺 very beautiful place and attractive video ❤️🌺🍊🍉 so thanks dada.❤️🌺 carry on continue ❤️ onek onek dhoya o bhalobasa janalam ❤️🍏🍒💖

  • @alomgirhossain7545
    @alomgirhossain7545 Před rokem +1

    দহগ্রাম এ আমার খালা বারি আছে। অনেক দিন পর গিয়েছিলাম। জায়গাটা অনেক সুন্দর। এক কথায় ইন্ডিয়া জাওয়ার ফিলিংস হয়

  • @sakil1792
    @sakil1792 Před rokem +1

    চট্টগ্রাম থেকে দেখতেছি nice

  • @citizen_journal
    @citizen_journal Před rokem +7

    মিডিয়ার মাধ্যমে অনেক আগে থেকেই এই বিষয়ে জানতাম, তবে ওখানে গিয়ে দেখার সৌভাগ্য হয়তো কখনো হতো না । কোরিডরটি দেখার সুযোগ করে দেওয়াতে আপনাকে অশেষ ধন্যবাদ ।

  • @manjulapaul5065
    @manjulapaul5065 Před rokem +1

    Khub valo laglo dekhe 👌👌
    From India.