মিঠামইন হাওর || mithamoin haor

Sdílet
Vložit
  • čas přidán 6. 07. 2024
  • ভ্রমণের সকল তথ্য
    কিশোরগঞ্জ জেলার ৪টি উপজেলা নিকলী, মিঠামইন, অষ্টগ্রাম ও ইটনা এর প্রায় সবটুকুই হাওর অঞ্চল। বর্ষাকালে হাওর অঞ্চল পানিতে কানায় কানায় পূর্ণ থাকে। বর্ষাশেষে ধীরে ধীরে পানি কমতে শুরু করে। হাওরের বুকে যোগাযোগের জন্যে নির্মিত সাবমার্সেবল রাস্তা গুলো তখন ভেসে উঠে।
    একসময় হাওরের মানুষের কাছে একটা কথা প্রচলিত ছিলো, ‘বর্ষাকালে নাউ আর শুকনায় পাও’। মানে বর্ষাকালে যোগাযোগের মাধ্যম ছিলো নৌকা আর শুকনো সময়ে এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হেঁটে যাওয়াই ভরসা। কিন্তু এখন দিন বদলে গেছে। উপজেলা গুলোর মধ্যে যোগাযোগের জন্যে অল ওয়েদার রোড ও সাবমার্সেবল রোড তৈরি হয়েছে। শুকনো কালে আর পায়ে হেঁটে যেতে হয়না।
    বর্ষায় হাওর ভ্রমণ খুবই জনপ্রিয় এখন। চারপাশের সমুদ্র সমান জলরাশির মেলা দেখতে দুর দূরান্ত থেকে মানুষ আসে কিশোরগঞ্জ হাওর অঞ্চলে। নিকলী বেড়ীবাধ, করিমগঞ্জের বালিখোলা, মিঠামইন ও অষ্টগ্রাম হাওর দেখতে প্রচুর মানুষ ঘুরতে আসে। বিশেষ করে অষ্টগ্রাম-মিঠামইন-ইটনা এই তিন উপজেলায় সংযোগের জন্যে ৪৭ কিলোমিটার উঁচু পাকা সড়ক (অলওয়েদার রোড) চালু হওয়ায় যে কোন সময় হাওরের ভিন্ন রূপ দেখার জন্যে ঘুরতে পারেন পুরো হাওর অঞ্চল।
    #মিঠামইন হাওর
    #মিঠামইন হাওর রিসোর্ট
    #মিঠামইন হাওর কিশোরগঞ্জ ইত্যাদি
    #মিঠামইন হাওর আলপনা
    #মিঠামইন হাওর কিশোরগঞ্জ
    #মিঠামইন হাওর রাস্তা
    #মিঠামইন হাওর বর্তমান অবস্থা
    #মিঠামইন হাওর ড্রোন ভিউ
    #মিঠামইন হাওর টিভি
    #মিঠামইন হাওর এলাকা
    #মিঠামইন হাওর ২০২৪
    #মিঠামইন ও অষ্টগ্রাম হাওর ভ্রমণ mithamain traveller boy
    #মিঠামইন হাওর 2024
    #হাওর বিলাস কিশোরগঞ্জ মিঠামইন অষ্টগ্রাম হাওর 2023

Komentáře • 4