Chorono dhorite diyo go amare/চরণ ধরিতে দিয়ো গো আমারে.... রবীন্দ্রসঙ্গীত

Sdílet
Vložit
  • čas přidán 6. 06. 2024
  • রবীন্দ্র সঙ্গীত
    চরণ ধরিতে দিয়ো গো আমারে, নিয়ো না, নিয়ো না সরায়ে--
    জীবন মরণ সুখ দুখ দিয়ে বক্ষে ধরিব জড়ায়ে।
    স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরি কত আর--
    নিজ হাতে তুমি গেঁথে নিয়ো হার,
    ফেলো না আমারে ছড়ায়ে ॥
    চিরপিপাসিত বাসনা বেদনা
    বাঁচাও তাহারে মারিয়া।
    শেষ জয়ে যেন হয় সে বিজয়ী
    তোমারি কাছেতে হারিয়া।
    বিকায়ে বিকায়ে দীন আপনারে পারি না ফিরিতে দুয়ারে দুয়ারে--
    তোমারি করিয়া নিয়ো গো আমারে
    বরণের মালা পরায়ে ॥
    রাগ ভৈরবী(একবার 'র্র' ব্যবহার)
    রচনাকাল ১৩২১ বঙ্গাব্দ
  • Hudba

Komentáře • 3

  • @Medicobita
    @Medicobita Před 19 dny

    হঠাৎ করে সামনে এলো গানটা, খুব প্রিয় গানটি, খুব সুন্দর গাইলেন..❤❤❤❤❤❤❤

  • @ANANDO_KANON
    @ANANDO_KANON Před 23 dny

    5 ❤️ খুবই সুন্দর ❤ ; মন জড়িয়ে যাই ❤।