জমিতে পানে চারা রোপন

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • জমিতে পানে চারা রোপন
    দেশী জাতঃ সাধারনত বাংলা, মিঠা, সাচি, কর্পূরী, গ্যাচ, নাতিয়াবাসুত, উজানী, মাঘি, দেশী, বরিশাল ও ঝালি প্রভৃতি জাতের পান বরজে চাষ করা হয়
    উপযোগী জমি ও মাটিঃ
    পান চাষের জন্য দরকার উঁচু, বন্যামুক্ত, বেলে দোআঁশ বা এটেল দোআঁশযুক্ত জমি। (ছায়াযুক্ত নাতিশীতোষ্ণ আবহাওয়া পান চাষের জন্য ভাল)।
    বীজঃ
    বীজের হারঃ কাটিং সামান্য কাৎ করে (৪৫ ডিগ্রী) অর্ধেক অংশ মাটির ভেতর এবং বাকি অংশ চোখ বা মুকুল মাটির ওপর রাখা হয়। দ্বিসারি পদ্ধতিতে ৩-৬ ইঞ্চি লম্বা কাটিং লাগে শতক প্রতি ৪০০-৫০০ টি।
    জমি তৈরীঃ
    জমি চাষঃ জমিকে আগাছামুক্ত, সমতল ও উঁচু করে তৈরি করে প্রতি ৬০ সে.মি পর পর ২০ সে.মি চওড়া করে নালা তৈরি করে নিতে হয়। বরোজের বাইরে একটি বড় নিকাশ নালার সাথে ছোট নালাগুলোকে যুক্ত করে দিতে হয়।
    বপন ও রোপন এর পদ্ধতিঃ
    বপন ও রোপন এর সময়ঃ সাধারণত বর্ষাকাল বা আষাঢ় মাস চারা লাগানোর উপযুক্ত সময়।

Komentáře • 8

  • @hatemali1888
    @hatemali1888 Před 5 měsíci +1

    পড় দিতে পারবেন

  • @user-io9eg2mz4l
    @user-io9eg2mz4l Před 3 měsíci

    Khub sundor protibedon

  • @user-ut1pn2nz8n
    @user-ut1pn2nz8n Před 8 měsíci

    ❤❤❤

  • @SR-ko4nq
    @SR-ko4nq Před 8 měsíci

    দশ কাটা মাটিতে পানের বর তৈরি করতে কত খরচ হইতে পারে.

  • @rakibulislamrakibul4512
    @rakibulislamrakibul4512 Před 8 měsíci

    তোকে উপস্থাপন করা কে শিখিয়েছে ।

    • @shoankobir4735
      @shoankobir4735 Před 6 měsíci

      বড় ভাই উনি যা পারছে তাই করছে বুঝছেন আপনারা তাকে উৎসাহ দেন