শাহপরীর দ্বীপ - বাংলাদেশের শেষ প্রান্ত থেকে দেখতে পাবেন মিয়ানমার

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • শাহপরীর দ্বীপ - বাংলাদেশের শেষ প্রান্ত থেকে দেখতে পাবেন মিয়ানমার
    কক্সবাজার কে আমি এমন ভাবে দেখতে পাবো তা কল্পনাও করিনি !!!
    ধন্যবাদ জানাচ্ছি Royal Pearl Suites কে।
    কক্সবাজার যদি আমি মন থেকে কল্পনা করতে যাই তাহলে আমার চোখে ২০১০ এর দিকের কিছু চিত্র ভেসে উঠে। ২০১০ সালে আমি প্রথমবার কক্সবাজার গিয়ে ছিলাম। সেই চিত্রে কক্সবাজার এর এক পাশে ছিল দানব আকৃতির পাহাড় এবং আরেক পাশে সমুদ্র। এমন এক ধরণের দৃশ্য আমি সে সময় কলাতলি থেকে ইনানী যাওয়ার পথে দেখে ছিলাম। সময় এর সাথে সাথে অনেক কিছুর অনেক পরিবর্তন হয়েছে। সেই ভাবে কক্সবাজারকে আর দেখা যায় না।
    কিন্তু এবার Royal Pearl হোটেল এর মালিক আমাকে বললো কক্সবাজার এর শেষ প্রান্তে শাহ্‌পরীর দ্বিপ এ তার বাড়ি আছে। বললেন, যান ঘুরে আসেন খুব ভালো লাগবে। এতো বছর কক্সবাজার আসা হয় কিন্তু শাহ্‌পরীর দ্বিপ পর্যন্ত কখনোই যাওয়া হয়নি। আমি রাজি হয়ে গেলাম।
    আমরা সকাল সারে দশটায় রওনা হলাম একটি সিএনজি নিয়ে। ইনানী এর পরে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড যে কি সুন্দর লাগছিল আমি বলে বুঝাতে পারবো না। সেই আগের মত করে যেন আমি কক্সবাজার কে দেখতে পাচ্ছিলাম। যাওয়ার পথে বাম দিকে দানব আকৃতির পাহাড় আর ডান দিকে বিশাল সমুদ্র।
    টেকনাফ পৌঁছে আমরা টেকনাফ এর ভিতর দিয়ে শাহ্‌পরীর দ্বিপ যাওয়ার পথ ধরলাম। আহা, এই পথতো দেখি আরো সুন্দর। দূরে মায়ানমার এর পাহাড় গুলো দেখতে পারছিলাম। কি করলাম, কেন গত ১৪ বছর এর মধ্যে একবারও এখানে আসি নি।
    দুপুর বেলা আমরা পৌছালাম শাহ্‌পরীর দ্বিপ ফেরি ঘাট। আপনারা যারা টেকনাফ থেকে সেইন্ট মার্টিন গিয়েছেন তারা শিপ থেকে এই ফেরিঘাট অবশ্যই দেখেছেন। সামনের পাহাড় হচ্ছে মায়ানমার বিজিপি ক্যাম্প এরিয়া এর পাহাড়। এটা নাফ নদী। অর্ধেক অংশ বাংলাদেশের এবং অর্ধেক মায়ানমার এর।
    এবার যাওয়ার পালা বাংলাদেশ এর শেষ প্রান্তে। দক্ষিণ পারা বিচ এবং শাহ্‌পরী বিচ। এখানে বিজিবি ডিউটি পয়েন্ট আছে। এখানের সাগর যে কতটা উত্তাল। ঢেউ গুলো যে কতটা বড় আপনি নিজ চোখে না দেখলে বুজতে পারবেন না।
    দিগন্ত মেশে যেথায় নীল সমুদ্রের বুকে
    সেথায় হারাতে চাই, অপূর্ণতা চোখে।
    সূর্যোদয়টা নতুন ভোরের, অপার্থিব সূর্যাস্ত
    জীবন সুন্দর হেথায়, প্রশান্তি এক প্রস্ত।
    #কক্সবাজার #coxsbazar #coxsbazarvlog
    ‪@CholJaibyMM‬ || Moshiur Monty
    KEYWORDS
    কক্সবাজার, কক্সবাজার ভ্রমণ, কম খরচে কক্সবাজার ভ্রমণ, কক্সবাজারের দর্শনীয স্হান, কক্সবাজার ভ্লগ, কক্সবাজার ভ্রমণ গাইড, কক্সবাজারের দর্শনীয় স্থান, কক্সবাজারের দর্শনীয় স্থান, কক্সবাজার দর্শনীয় স্থান, coxs bazar, coxs bazar tour, coxs bazar sea beach, cox bazar, cox bazar tour, coxs bazar vlog, coxs bazar beach, cox’s bazar vlog, coxs bazar travel vlog, coxs bazar travel, tour of coxbazar, cox bazar vlog, cox's bazar travel vlog, কক্সবাজার সমুদ্র সৈকত, coxs bazar trip,

Komentáře • 27