মাল্টার ভিসা ঢাকা VFS থেকে কীভাবে করবেন? | Malta Visa from VFS Dhaka | Malta VISA| Malta Work Permit

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • #MaltaVisafromVFSDhaka #MaltaVisafromVFSBangladesh #MaltaVISA #WorkPermitVISAMalta #MaltaWorkPermit #MaltainEurope #EuropeanVISA
    বাংলাদেশ থেকে মাল্টার ভিসার জন্য কী কী ডকুমেন্ট দিয়ে ফাইল গোছাবেন এবং তা কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে ঢাকার VFS অফিসে জমা দিবেন সরাসরি দেখুন ভিডিওতে। ভিসা ফরম পূরণ করা থেকে শুরু করে VFS এর ঠিকানা, প্রসেসিং টাইম, খরচ ইত্যাদি আপনার সব প্রশ্নেরই উত্তর আশাকরি এখানে পাবেন। তারপরও কোনকিছু জানতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে প্রশ্ন করুন। ইউটিউব লিংক 👉 / @lakminajesminsoma4299
    #MaltaVisafromVFSDhaka #MaltaVisafromVFSBangladesh #MaltaVISA #WorkPermitVISAMalta #MaltaWorkPermit #MaltainEurope #EuropeanVISA #MaltaCountryinEurope #Maltatravel #Maltacountry #Maltaisland #VFSglobal #Maltaworkvisa #VFSMaltavisatracking #MaltaVFSDhakaappointment #Maltavisaapplication #Maltavisatrackingonline #মাল্টাভিসাআপডেট #ঢাকাথেকেমাল্টারভিসা

Komentáře • 976

  • @jakirhossen531
    @jakirhossen531 Před rokem +14

    সুন্দর বিস্তারিত আলোচনা,, আগে কখনো এমন ভিডিও দেখা হয় নাই।।।
    আপু রিকুয়েষ্ট থাকবে,Work permit বের করব কিভাবে,,একটা ভিডিও দিবেন।
    ❤️❤️

  • @polashmmbd4186
    @polashmmbd4186 Před rokem +31

    বিপদ-আপদের সময়,,,,দুনিয়ার সকল দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ তায়ালার দরজার সবসময় খুলা থাকে

    • @Mission_Businessman
      @Mission_Businessman Před 11 měsíci

      Kon jiga dea allahr dorja 🤣🤣

    • @Shamim93
      @Shamim93 Před 10 měsíci

      তোমার জন্মটাই ভুল দরজা দিয়া। কোথায় কোন কথা প্রাসঙ্গিক বোঝা শিখ।

  • @Sawdasultana
    @Sawdasultana Před rokem +3

    সেনজেন ভ্রমন ভিসা এবং ওর্য়াক পারমিট ভিসার জন্য এরকম সুন্দর ভিডিও আর কোথাও পাইনি। অসংখ্য ধন্যবাদ।

  • @dtvbangla3425
    @dtvbangla3425 Před rokem +2

    এই প্রথম এমন একটা ভিডিও ভালো লেগেছে সুন্দর উপস্থাপন, দোয়া ও শুভকামনা রইল আপু

  • @thtanzilyoutubechannel2755

    অনেকদিন পর প্রিয় জন কে দেখলাম,,,মাশাল্লাহ 🥰🥰

  • @adnanexpress5799
    @adnanexpress5799 Před rokem +2

    এতো সুন্দর ভাবে আর কেউ কখনো বুজায় নাই

  • @biswajitsarker5505
    @biswajitsarker5505 Před rokem +19

    ওয়ার্ক পারমিট না নিয়ে কি মাল্টাতে Visa Application করা যাবে ?
    আপু আপনার ভিডিওতে বয়সের সীমা জানাতে ভুলবেন না।

  • @mr.noyon-3148
    @mr.noyon-3148 Před rokem +1

    মাল্টা ওয়ার্ক পারমিট, কিভাবে নিতে হয়, কতদিন সময় লাগে, তারপর কি কি করা লাগে ভিসার জন্য, একটা ভিডিও দেন প্লিজ আপু ♥️

  • @maksudbappy3479
    @maksudbappy3479 Před rokem +3

    কি ভাবে জব বা ওয়ার্ক পারমিট নিবো এই বিষয় টা নিয়ে বিস্তারিত আর একটি ভিডিও দিলে খুব উপকার হবে আপু

  • @smjohanvai420
    @smjohanvai420 Před rokem

    অসাধারণ উপস্থাপনা এবং বিভিন্ন প্রতারকের হাত থেকে আমরা রেহাই পাব বিভিন্ন দালাল আমাদেরকে প্রচুর ধোকা দেয়।

  • @Sawdasultana
    @Sawdasultana Před rokem +5

    বর্তমানে ইতালির কৃষি ভিসা এবং স্পনসর ভিসা সম্পর্কে বিস্তারিত একটা প্রতিবেদন চাই ম্যাম

  • @JahidHasan-hl3di
    @JahidHasan-hl3di Před rokem

    ধন্যবাদ আপু আমি যতগুলো ভিডিও দেখেছি তার মধ‍্য আপনার ভিডিওি টি খুবই ভাল ভাবে অভিজ্ঞতা নেওয়া গেল আমার মনে সবারই এই রকম ভিডিও বানিয়ে আপলোড করা দরকার তাহলে সবাই উপকৃত হবে এখন কম বা বেশি সবাই ভিউয়ার বাড়ানো আশায় ভিডিও বানায় যা দেখলে সঠিক পথে যাওয়ার আগেই হোচট খেয়ে পড়ে যায় উপকারের চেয়ে বেশি ক্ষতির সমক্ষিন হতে হয়

  • @polimarnews8137
    @polimarnews8137 Před rokem +6

    ১|ওয়ার্ক পারমিট পাওয়ার পর কি ভিএফএস ভিসার আবেদন করতে হবে?
    ২|ওয়ার্ক পারমিট না থাকলে কি ওয়ার্ক ভিসার আবেদন করা যাবে?

  • @ShamimAhmed-nx3ur
    @ShamimAhmed-nx3ur Před rokem

    আমি অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার মতো সুন্দর ভাবে কেউ দেখাই নি

  • @Asif-xs2sm
    @Asif-xs2sm Před rokem +3

    ধন্যবাদ ম্যাম অনেক তথ্যই জানতে পারলাম আপনার কাছ থেকে। আশাকরি ভবিষ্যতেও তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করবেন। ভালো থাকবেন।

  • @TariqKhan-mv5jk
    @TariqKhan-mv5jk Před rokem +1

    অনেক অনেক ধন্যবাদ আপু ডিটেইল্ড ইনফরমেশন দেওয়ার জন্য।

  • @TalesofTowhid
    @TalesofTowhid Před rokem +5

    Many Thanks for this informative video. Can you please tell me if it is necessary to travel to a few countries before applying visit visa for Malta?

  • @minmoin4853
    @minmoin4853 Před měsícem

    আপু রিকুয়েষ্ট থাকবে,Work permit বের করব কিভাবে,,একটা ভিডিও দিবেন।
    কি ভাবে জব বা ওয়ার্ক পারমিট নিবো এই বিষয় টা নিয়ে বিস্তারিত আর একটি ভিডিও দিলে খুব উপকার হবে আপু

  • @RABIULISLAM-hf7iq
    @RABIULISLAM-hf7iq Před rokem +3

    মালটার কোম্পানি থেকে কিভাবে ওয়ার্ক পার মিট নিতে হবে এই সম্পর্কে তথ্য মূলক ভিডিও চাই। ❤️❤️

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem +4

      Thank you. Dibo InshaAllah.

    • @mdlimonislamstudent4402
      @mdlimonislamstudent4402 Před rokem +1

      @@lakminajesminsoma4299 হুম আপু দয়া করে দিয়েন।।। সাধারন মানুস রা জেনো জেতে পারে কোনো অবিজ্ঞাতা ছাড়া।।। please apu mone kore diyen

  • @umanmiah4522
    @umanmiah4522 Před rokem +1

    আপু প্লিজ স্টুডেন্ট ভিসার জন্য এভাবে একটা ভিডিও করেন অনেক মানুষ উপকৃত হবে কারণ স্টুডেন্ট ভিসার জন্য সবাই নিজে আবেদন করতে চায়।

  • @skbofficial2024
    @skbofficial2024 Před rokem +3

    আপু আপনার নিকট অনুরোধ থাকবে, কোন দেশের ওয়ার্ক পারমিট কিভাবে বের করবো এ বিষয়ে ভিডিও দিবেন প্লিজ এবং কোন দেশের ওয়ার্ক পারমিট দিচ্ছে তা জানাবেন প্লিজ।

  • @tanvir1524
    @tanvir1524 Před 9 měsíci

    আপু আপনাকে অনেক ধন্যবাদ এত ইনফরমেশন দিয়ে আমাদের বাংলাদেশীদের সাহায্য করার জন্য। স্টুডেন্ট ভিসা নিয়ে যদি একটু ইনফরমেশন দিতেন তাহলে খুবই ভালো হয়।

  • @swarupsaharaj3276
    @swarupsaharaj3276 Před rokem +5

    Apu, if you could assist with the detailed cost(from A-Z) after getting work permit visa then it would be great!

    • @muminahmed1766
      @muminahmed1766 Před rokem

      আপু আপনি কি ঢাকাতে থাকেন

  • @amdadulhaque7723
    @amdadulhaque7723 Před rokem +1

    আপু আজকে আপনাকে প্রথম দেখলাম এবং আজকেই সাবস্ক্রাইব করলাম!!
    খুবই গুরুত্বপূর্ণ তথ্য ছিলো।

  • @reza-e-rabbihemal5900
    @reza-e-rabbihemal5900 Před rokem +24

    আপু অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর উপস্থাপনা আমি এর আগে অন্য কাউকে দেখিনি। এত বিস্তারিতভাবে কেউ এখন পর্যন্ত ভিডিও বানায়নি। তাই আপনার প্রতিটি ভিডিও মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি এবং নতুন নতুন ভিডিওর অপেক্ষায় থাকি। আমার প্রশ্ন হল- কিভাবে ওয়ার্ক পারমিট পাওয়া যাবে? ওয়ার্ক পারমিট না থাকলে কি ওয়ার্ক ভিসার আবেদন করা যাবে?

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem +17

      Thank you! Work permit chara visa kora jabe na. tourist visa korte parben. tobe pawar possibility kom. next ekti video te work permit niye kotha bolbo.

    • @jewelahmed8463
      @jewelahmed8463 Před rokem +3

      @@lakminajesminsoma4299 আমরা আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। কোন কোম্পানি ওয়ার্ক পারমিট দিচ্চে

    • @morsadmd5575
      @morsadmd5575 Před rokem

      thank you so much

    • @Asif-xs2sm
      @Asif-xs2sm Před rokem

      ওয়ার্ক পারমিট না থাকলে ভাইয়া আপনার লাভই বা কি ভিসা ফর্ম ফিলাপ,অ্যাপয়েনমেন্ট নেয়ার।দেখেন কোনো কাছের লোক বা কোম্পানি থেকে মাল্টার বা অন্য কোনো দেশের পারমিট সংগ্রহ করতে পারেন কি না। তাহলেই ম্যামের দেখানো প্রসেস গুলো আপনার উপকারে আসবে বলে আমি মনে করি।

    • @mdmithu2028
      @mdmithu2028 Před rokem

      ব্যাবসা করার কোন সুযোগ আছে?

  • @imranshakil2582
    @imranshakil2582 Před rokem +2

    অসাধারণ সুন্দর একটি ভিডিও। এত সহজ ও সুন্দর করে বিস্তারিত ভাবে কেউ বলে কিনা আমার জানা নাই। অসংখ্য ধন্যবাদ কষ্ট করে ভিডিও করার জন্য। & পরবর্তী ভিডিটির অপেক্ষায় আছি।

  • @thegod4035
    @thegod4035 Před rokem +5

    Firstly thanks for your qualitative presentation. I want to know- what is the deference between business and study proffessional passport? Thanks again.

  • @rimonhassan9763
    @rimonhassan9763 Před rokem +1

    আপু আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ভিডিও দেখে খুব উৎসাহিত হয় আর আমার তো সেইরকম লেখাপড়া নাই লেখাপড়া না ধরে থাকে তাহলে কি যেতে পারবো কিনা আমার কৃষি কাম খুব পছন্দ আমি ভিডিও দেখে খুব ভালো লাগে কিছুই কাম করতে চাই আমি বর্তমান দুবাই জব করতেছি

    • @rimonhassan9763
      @rimonhassan9763 Před rokem

      আপু আপনার আপনি কি ওই জায়গায় থাকেন আপনি বাংলাদেশ থেকে ভিডিও করেন যদি ওই জায়গায় থাকে থাকেন তাহলে আপনার whatsapp টা আমাকে নাম্বারটা দিয়ে দেন

  • @tasrifislam7275
    @tasrifislam7275 Před rokem +4

    Its V F S not vsf, but by the way thanks for you information 🖤

  • @tawakkulbd
    @tawakkulbd Před rokem +2

    আপু পর্তুগাল জব সিকার ভিসার ব্যাপারে ও এভাবে একটু বিস্তারিত একটা ভিডিও বানাবেন।

  • @palashbd6733b
    @palashbd6733b Před rokem +1

    এত সুন্দর উপস্থাপনা আগে দেখিনি আপু।

  • @selamatalam9809
    @selamatalam9809 Před rokem +2

    আসসালামুআলাইকুম আপু,
    আপনার মত এত সুন্দর ও সহজ করে কেউ কখনও উপস্থাপনা করে নি। আপনাকে অসংখ্য ধন্যবাদ।
    আশাকরি আপনি সবসময় আমাদের এভাবেই নতুন নতুন তথ্যদিয়ে উপকার করবেন। আপু ভিষার জন্য বয়স সিমা কত যদি উল্লেখ করতেন।
    আপনার নতুন ভিডিওর অপেক্ষায় থাকবো ।

  • @atikurrahman-vv4xm
    @atikurrahman-vv4xm Před rokem

    Mam last few months I watch more than 500 videos. Bangladesh Indian Pakistani and European about schengen countries visa. For me your video more helpful. Haily appreciate 🙏

  • @mohammadmohiuddin1457
    @mohammadmohiuddin1457 Před 6 měsíci

    মাল্টা ওয়ার্ক পারমিটের আবেদনের একটা ভিডিও করেন প্লিজ। প্লিজ প্লিজ।

  • @MDSOHAGMizi-ok6jx
    @MDSOHAGMizi-ok6jx Před rokem +1

    আপু আর একটা বিষয় আমার আবেদন করতে হলে আগে কি company সিলেট করতে হবে, বিষয় গুলো দিয়ে সহযোগিতা কামনা করছি।

  • @mahmudulhasanasif1
    @mahmudulhasanasif1 Před rokem +1

    আপু পিডিএফ ইডিট করে কম্পিউটারে কিভাবে লিখব আপনি তো করেছেন যদি বলতেন

  • @tuhinipbd8816
    @tuhinipbd8816 Před rokem +1

    অনেক সুন্দর ভাবে বলেছেন ধন্যবাদ।
    একটা জিনিস জানার ছিল। ওয়ার্ক পারমিট কি ভাবে ব্যবস্থা করবো আপনি ভিডিও তে বললেন

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem +1

      Ha work permit lagbe. eta niye alda video thakbe. eita only work permit peye gele visa korben kivabe ta niye. eikhane dile video 1 ghonta hoito.

    • @tuhinipbd8816
      @tuhinipbd8816 Před rokem

      @Lakmina Jesmin Soma Tahole Work permit ar video dan, kivebe work permit pabo

  • @MainUddin-bx7bg
    @MainUddin-bx7bg Před rokem +2

    আপু মালটাতে যেতে শিক্ষাগত যোগ্যতা কতটুকু প্রয়োজন হয় এবং কত টাকা লাগে? দয়া করে একটু যানাবেন।

  • @poroshmoni919
    @poroshmoni919 Před rokem +1

    অসাধারন উপস্থাপনা আপু, আমি মাল্টা যেতে আগ্রহী, আমাকে হেল্প করুন।
    বিশেষ করে যেমন ঃ ইনভেটিশন লেটার ও থাকার জন্য হোটেল বুকিং কাজে সাহায্য লাগবে।

  • @matin6996
    @matin6996 Před 10 měsíci +1

    Obviously mam you have done excellent presentation thank you very very much for your hard work to help others.

  • @hridoyhassan1097
    @hridoyhassan1097 Před rokem +1

    এত সুন্দর উপস্থাপনা আমি কখনোই দেখিনি আপু আমাকে এই ফর্মটা ফিলাপ করার জন্য একটু সাহায্য করতে পারেন

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      ধন্যবাদ। কোন প্রশ্ন থাকলে করতে পারেন।

    • @hridoyhassan1097
      @hridoyhassan1097 Před rokem

      @@lakminajesminsoma4299 ওয়ার্ক পারমিট টা কিভাবে পাব

  • @ferdousislam6595
    @ferdousislam6595 Před rokem +1

    আসসালামু আলাইকুম আপু...
    আমি মালটা যেতে আগ্রহী।
    আপনার উত্তর আশা করছি...

  • @Asif-xs2sm
    @Asif-xs2sm Před rokem +1

    আপু এর পরের ভিডিওটা বানাবেন কিভাবে নিজেই মাল্টার ওয়ার্ক পারমিট কোম্পানির কাছ থেকে সংগ্রহ করা যায়।

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      InshaAllah dibo.

    • @md.salauddinahamed3617
      @md.salauddinahamed3617 Před rokem

      Apu first of all thanks To provide important information, apu can you tell us how to get work permission from a company in malta and suggest any company names those are giving work permission for work visa.

  • @abrahamlincon7171
    @abrahamlincon7171 Před rokem +1

    আপু অনেক অনেক ধন্যবাদ এত ভালো একটি ইনফরমেশন দেওয়ার জন্য। আপু অনেক বড় উপকৃত হইতাম যদি আপনি একটা ট্রাষ্টটেবল এজেন্সির ঠিকানা দিতেন। একটি হামবেল রিকুয়েষ্ট থাকলো প্লিজ

  • @mrmufazzol
    @mrmufazzol Před rokem +2

    Many thanks Apu, information ta very important ☺️🤲

  • @sankarbiswas2066
    @sankarbiswas2066 Před rokem

    Excellent for your explanation, thank you very much. It is sure people must be benefiting about filling applications for Malta.thanks again.

  • @alaminrifat380
    @alaminrifat380 Před rokem +1

    আগে টিকিট বুক করলে ভিসা না হলে টাকা লস?
    এবং ফিরে আসবে সেই ডেইট টা কবে দিলে ভালো হয়? যেহেতু ৩ মাসের ভিসা।

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      ticket book korte taka lage na. 3 months er age kono ekta date diye diben, eita bepar na.

  • @user-do1zb2el5g
    @user-do1zb2el5g Před 5 měsíci

    অসাধারন উপস্থাপনা

  • @saifislam23246
    @saifislam23246 Před rokem +1

    Assalamualaikum Malta r low Tution fee university te application process niye ekta video upload dile upokrito hotam

  • @SaddamHossain-zo4zi
    @SaddamHossain-zo4zi Před 9 měsíci

    আপনি প্রশংসার দাবিদার। থ্যাংকস ফর ইওর নাইস প্রেজেন্টেশন।

  • @user-xu9oo6qo3k
    @user-xu9oo6qo3k Před 7 měsíci

    ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য❤

  • @alaminhossain9982
    @alaminhossain9982 Před rokem

    আপু ধন্যবাদ আপনাকে এতো সু্ন্দর ও সহজ করে সব কিছু উপস্থাপন করেছেন আপনি, আর একটা বিষয়ে যদি সাহায্য করেন তাহলে আরো উপক্রিত হতাম, Work permit পাওয়া জন্য কি কি করনীয় আর, মাইলটার Wap side গুলো নিয়ে যদি একটা ভিডিও দিতেন প্লিজ আপু।

  • @JahidulIslam-cc2rq
    @JahidulIslam-cc2rq Před rokem

    আপু , নিজে নিজে এপ্লাই করে কিভাবে মালটার ওয়ার্ক পারমিট পাবো, তার ভিডিও চাই, কারণ আগে ওয়ার্ক পারমিট তারপরে না ভিসা, ওয়ার্ক পারমিট না পেলে ভিসা কিভাবে পাব?

  • @mdlimonislamstudent4402
    @mdlimonislamstudent4402 Před rokem +1

    আপু ভিডিও টা দেখে অনেক ধারনা পেয়েছি।।। কিন্তু একটা রিকুয়েস্ট ছিলো।please। এইরকম ভাবে আমরা work permitter জন্য আবেদন করার পর আমাদের কাচে তারা কিভাবে work permit পাঠাবে। কত টাকা খরচ হবে।।। এইরকম ফুল একটা ভিডিও দিলে সাধারন মানুসের অনেক উপকার হবে।। Please apu... অপেক্কায় থাকবো।

  • @abdullahsadik1284
    @abdullahsadik1284 Před rokem +1

    আসসালামু আলাইকুম আপু
    আমি ২০২৩ এ আন্ডারগ্রাজুয়েট এর জন্য Australia 🇦🇺 যেতে চাচ্ছি |
    কিন্তু আমার পরিবারের আর্থিক অবস্থা মোটামুটি তারা হাইয়েস্ট গেলে আমাকে ৫ থেকে ৬ মাস পর্যন্ত টাকা দিতে পারবে এরপর তাদের দ্বারা আর সম্ভব হবে না এখন আমি কি Australia 🇦🇺 তে ইউনিভার্সিটি ফি এবং লিভিং কস্ট ২ টা পার্ট টাইম জব করে চালাতে পারবো ?
    আমার কোন অভিজ্ঞতা নাই এগুলা নিয়ে এজন্য পেজে পোষ্ট করলাম । এই দেশটা আমার কাছে ভালো লাগছে পড়ালেখার জন্য
    অন্য কোন ভালো দেশ থাকলে যেখানে ইউনিভার্সিটি ফি এবং লিভিং কস্ট ২ টা পার্ট টাইম জব করে চালাতে পারবো জানাবেন আমাকে প্লিজ

  • @mahmudhosan9593
    @mahmudhosan9593 Před rokem +1

    Mam your presentation performance excellent. I am proud of you. For your Good information.
    Thanks

  • @wahidurrahman2527
    @wahidurrahman2527 Před rokem +1

    অসংখ্য ধন্যবাদ অাপু।তবে কোম্পানি থেকে আমারা স্পন্সর কিভাবে পাব সে বিষয়ে একটু জানাবেন।।

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      eita usually agency / personal contact / mediator/ dalal er maddhome pete hoy.

  • @md.masihurrahman1239
    @md.masihurrahman1239 Před rokem +1

    ইনভাইটেশন কি ভাবে নিজে নিজে করবো, একটু বলবেন...?
    তাহলে বাকি সব আমরা নিজেরাই করতে পারবো

  • @sajibhossain52007
    @sajibhossain52007 Před rokem

    আপা আমি সজিব ব্রাহ্মণবাড়িয়া থেকে আমার এপয়েনমেন্ট নেওয়া হয়েছে ০৫/০৬/২০২৩ সকাল ১০ টায় এখন আমার কিছু জানার ছিল।

  • @SakibNazmul-ie1qw
    @SakibNazmul-ie1qw Před 3 měsíci

    মরক্কোর বিষয় নিয়ে একটি বিডিও দেওয়ার জন্য রিকোয়েস্ট রইলো আপু

  • @sbenterprise7025
    @sbenterprise7025 Před 4 měsíci +1

    জব অফার কিভাবে নেওয়া জাবে জানালে উপকৃত হব

  • @mdfahadhossainriad3342
    @mdfahadhossainriad3342 Před 5 měsíci

    আপু প্লিজ বলবেন যে মাল্টায় ওয়ার্কপারমিট কিভাবে পাবো সেই প্রসেস টা একটু বলবেন।

  • @NoksiBangla
    @NoksiBangla Před rokem

    আপু,প্লিক এপয়েন্টমেন্ট সহ আরেকটা ভিডিও বানান, এই ভিডিও টা পুরাতন হয়ে গেছে। দয়া করে আরেকটি ভিডিও দেন।

  • @rajeshbarua8608
    @rajeshbarua8608 Před rokem

    মাল্টাতে কিভাবে ওয়াক পারমিটা নিব ঐটা একটু জানালে ভাল হবে। হোটেল বুকিং টা দিতে হোটেলের ঠিকানা কিভাবে পাব। এই গুলো জানিয়ে একটা ভিডিও করলে ভাল হবে।

  • @user-ruhilamin
    @user-ruhilamin Před 4 měsíci

    পর্যন্ত অনেক ভিডিও দেখেছি কিন্তু আপনার ভিডিওর মত আর একটা ভিডিও আমি পাই নাই, আপু এর মধ্যে যোগ্যতা লাগবে, আপু আমি আপনার সাথে কথা বলতে চাই

  • @mdsekenderchowdhury4811
    @mdsekenderchowdhury4811 Před rokem +1

    আপু ওয়ার্ক পারমিট ছাড়া কি ভিসার জন্য আবেদন করা যাবে অথবা কিভাবে ওয়ার্ক পারমি ট এরেঞ্জ করতে পারব ধন্যবাদ

  • @BechelorParty
    @BechelorParty Před rokem +1

    আপু, মাল্টার ভিসার জন্য ১১ লাখ চুক্তি করেছি। কিন্তু ফাইল জমা দিয়েছি অগ্রিম বাবদ ২ লাখ টাকা চাচ্ছে, এখনো দেইনি। পরামর্শ চাই টাকা কি জমা দেব?
    Hungary available visa বাংলাদেশ কে নাকি দিচ্ছে? প্লিজ উত্তর চাই আপু।

  • @rsranaofficial4171
    @rsranaofficial4171 Před 6 měsíci

    Cv and job letter bishoye akta video diben apu example soho,please

  • @mohammadrakib5265
    @mohammadrakib5265 Před 8 dny

    জাযাকাল্লাহ খাইরান আপু❤

  • @md.ramjanaliuzzal.2637
    @md.ramjanaliuzzal.2637 Před rokem +1

    আপু টুরিস্ট ভিসা হবে কি।এ ব্যাপারে একটি ভিডিও চাই।আমি একজন ব্যবসায়ি ফ্যামিলি সহ ভিসা চাইতেপারি কি?

  • @vliydgg3439
    @vliydgg3439 Před 6 měsíci

    অনেক ধন্যবাদ আপু

  • @m.a.rpatwary174
    @m.a.rpatwary174 Před rokem

    আপু ওয়ার্ক পারমিট কিভাবে পাবো তার একটা ভিডিও যদি দিতেন তাহলে খুবই উপকৃত হইতাম,,, অপেক্ষায় থাকলাম

  • @mohammadrobiulalam2043
    @mohammadrobiulalam2043 Před rokem +2

    আসসালামু আলাইকুম আপু, রোমানিয়া সমপর্কে আরেক টি ভিডিও করার কথা ছিল।আশায় রইলাম

  • @user-py8zc8ue2z
    @user-py8zc8ue2z Před 7 měsíci

    Thanks man, Please can you advice easiest way to get unskilled job offer from Malta.

  • @ShoptoKonika-d2f
    @ShoptoKonika-d2f Před měsícem

    মালটার কোন কোম্পানি আমাকে কাজ দিবে? বা আগে থেকে কিভাবে কাজ সিলেক্ট করতে হয়? এটা কাদের মাধ্যমে করতে হয়? জানালে উপকৃত হব

  • @MizanurRahman-zp5fh
    @MizanurRahman-zp5fh Před rokem

    ধন্যবাদ আপু এতো সুন্দর করে বুজিয়ে দিয়ার জন্য। আপু সেনজেন ভুক্ত কোন কোন দেশের ওয়ার্ক ভিসা ঢাকা থেকে করা যায় যদি একটু জানাতেন ভালো হতো। কারো কাছেই সঠিক তত্ত পাচ্ছিনা। অনেকেই বলে ঢাকা থেকে হয়না ইন্ডিয়া যেতেই হবে।।।

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      বেশিরভাগ সেনজেনভূক্ত দেশের এ্যম্বাসিই ঢাকায়। তবে যেসব দেশ সাধারনত 'সাধারন কর্মী' হায়ার করে সেগুলোর বেশিরভাগ এ্যাম্বাসি ইন্ডিয়ায়। আপনি সেনজেনভূক্ত দেশের ট্যুরিস্ট ভিসা করতে চাইলে ঢাকা-ই যথেষ্ট, ইন্ডিয়া যাওয়ার দরকার নেই।

    • @MizanurRahman-zp5fh
      @MizanurRahman-zp5fh Před rokem

      আমি ওয়াক পারমিট ভিসার জন্য জানতে চাইছিলাম।

  • @salehahmed6062
    @salehahmed6062 Před rokem

    Apu apni Osadaron!

  • @JMusa
    @JMusa Před rokem

    ঢাকা থেকে আমেরিকার টুরিস্ট ভিসা বিষয়ে বিস্তারিত আলোচনা করার জন্য অনুরোধ রইলো।

  • @rjrahulyoutubechannel1324

    আপু অনেক সুন্দর করে কথা বলেছেন ধন্যবাদ আপনাকে

  • @MdSaifulIslam-ng3xe
    @MdSaifulIslam-ng3xe Před rokem

    সোমা আপু,
    ধন্যবাদ।
    খুবই ভাল লাগলো।

  • @BaitusSalam1985
    @BaitusSalam1985 Před rokem +1

    কথা গুলো অনেক সুন্দর হয়েছে ধন্যবাদ

  • @sumonamir8833
    @sumonamir8833 Před rokem

    Anek darun bolsen apa😊

  • @md.zulfikarali5863
    @md.zulfikarali5863 Před rokem

    Student visaর ক্ষেত্রে এভাবে বলবেন please.

  • @aroundtheworld6777
    @aroundtheworld6777 Před rokem

    Appu video theke apnak beshi vlo lagtache 😍

  • @mazarulislam6148
    @mazarulislam6148 Před rokem

    অবশ্যই appointment লাগবে।ইতিমধ্যে মালটা থেকে appointment দেওয়া শুরু করছে।

    • @ahnabrasid5707
      @ahnabrasid5707 Před rokem

      Yes Must bee needed Appointment

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      You see what they wrote on their website. They may change their policy anytime I mentioned at the end of the video.

  • @md.masihurrahman1239
    @md.masihurrahman1239 Před rokem +1

    আমরা সবাই এই একটা জায়গায়ই দুর্বল, সেটা হল ইনভাইটিং কম্পানী বা জব কন্ট্রাক্ট। যা আমাদের কাছে নেই। এই ব্যাপারে কি করা যাবে যদি একটু বলতেন প্লিজ।

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      Usually agency er maddhome work permit nite hoy, tobe educated ra online a job apply kore dekhte paren, kono company response kortei pare .

  • @afrozakhan4109
    @afrozakhan4109 Před rokem +1

    আপু কিভাবে মাল্টার work permit পাওয়া যাবে এই বিষয়টা যদি একটু বলতেন প্লিজ।

    • @lakminajesminsoma4299
      @lakminajesminsoma4299  Před rokem

      work permit usually agency / personal contact / mediator/ dalal er maddhome pete hoy.

  • @soulmateimran4052
    @soulmateimran4052 Před měsícem

    মালটায় যাওয়ার জন্যে এপ্লিকেশন ফি এবং ভিএফএস ফি চারা আর কতো টাকা লাগবে জানাবেন আপু...?

  • @ahmedsakib5579
    @ahmedsakib5579 Před rokem

    হাঙ্গেরি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে একটা ভিডিও দেন। হাঙ্গেরির ও নাকি ভিএফএস এখন ঢাকায় এবং ৩ মাসে পারমিট বের হয়ে যায় ।এ নিয়ে একটা ভিডিও দিলে উপকৃত হত অনেকেই

  • @learningquranbasicpartbangla

    আল্লাহ আপনার মঙ্গল করুন

  • @reaj4569
    @reaj4569 Před rokem

    আপু এটা জানাতে পারেন ডাকা vsf ভিসা,দেয় না ভুল থাকলে জানায় না ,সাত মাস ধরে জমা.ইটালির জন অনেকে জমা দিছে।

  • @mintu6288
    @mintu6288 Před rokem

    Thank for your advertisement.

  • @MehediHasan-wn5zv
    @MehediHasan-wn5zv Před rokem

    Apu schengen visa nia akta video dile khub vlo hoy, jader white passport tarder schengen visa pawar possibility koto tuko ey topic nia akta video den.plz
    Thank you.

  • @shakzz99
    @shakzz99 Před rokem +1

    মাল্টাতে এপ্লাই করতে হলে কি ওয়ার্ক পার্মিট ম্যানেজ করে ফাইল জমা দিতে হবে।। নাকি জব সিকার এর মত আবেদন করলেই হবে???

  • @abdulaziz-ib3xi
    @abdulaziz-ib3xi Před měsícem

    আসসালামালাইকুম আপু
    আমি দুবাই ছিলাম 17-18 বছরের মত হোটেলে কাজ করেছি 2022 সাল পর্যন্ত |
    এখনো কাজ করছি বাংলাদেশে একটা রিসোর্টে আছি ফ্রন্ট অফিসে | আমি মালটা আসতে চাই | হোটেল রিসোর্টে ভালো কোন অপরচুনিটি আছে কিনা থাকলে জানাবেন প্লিজ | ধন্যবাদ আপনাকে

  • @mdsurujhossain9707
    @mdsurujhossain9707 Před rokem

    Khub sundor... apnar video ta onek valo legese ......Malta Jawar jonno help Korte parben

  • @SumonAhmed-uc1rm
    @SumonAhmed-uc1rm Před rokem +1

    Ma Sha Allah
    Dear Apu Apnake thank u
    Kothagulo valovabe bujhi a bolar jonno

  • @MDALAMIN-od4pz
    @MDALAMIN-od4pz Před rokem

    আপু ডেনমার্ক বিষয়ে কিছু বলেন।

  • @taponmonika3079
    @taponmonika3079 Před 2 měsíci

    কোন এজেন্সি কি আছে যে ভালো ভাবে ওয়াক পারমিট সহ সকল কিছু প্রসেসিং করে?

  • @ariz1444
    @ariz1444 Před rokem

    ماشاء اللہ. طیب....جزاك الله خيرا في الدارين......