Video není dostupné.
Omlouváme se.

টবের মাটিতে পিঁপড়ে, ইউপোকা, কেঁচো, কেন্নো, শামুক প্রতিরোধ 10টি উপায়

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2019
  • আমরা কতটা পরিমাণ এই জৈব কীটনাশক বা কীটনাশক ব্যবহার করব তার নিচে দিয়ে দিলাম।
    ১. নিম খোল:- গাছ লাগানোর সময় বা মাটি তৈরির সময় অবশ্যই নিম খৈল ব্যবহার করতে হবে।
    জৈব পদ্ধতি:-
    ২. নিম তেল:- গাছে যখন জল দেবো সেই জলের সাথে আমরা নিম তেল মিশিয়ে টবের মাটিতে দিতে পারে একটা টবের জন্য 4ml নিম তেল যথেষ্ট।
    ৩. লঙ্কাগুঁড়ো:- টবের মাটিতে জল দেয়ার পর অল্প করে অর্থাৎ হাফ চামচ লঙ্কাগুঁড়ো চামচ টবের মাটিতে ছড়িয়ে দিতে পারে মাসে একবার।
    ৪. রসুন:- জৈবিক পদ্ধতিতে টবের মাটিতে পোকামাকড়ের উপদ্রব এর সবচেয়ে ভালো কাজ করে রুসুন জল, একটা টবের এর জন্য এক থেকে দু কোয়া রসুন হালকা থেঁতো করে, আধঘন্টা অল্প জলের মধ্যে ভিজিয়ে রেখে ওই জলটাকে এবং থেঁতো করা রসুন গুলিকে টবের মাটির উপর দিয়ে দিতে হবে।
    কীটনাশক বা রাসায়নিক পদ্ধতি:-
    ৫. ফলিডল ডাস্ট পাউডার হাফ চামচ টবের মাটিতে ছড়িয়ে দিতে পারি।
    ৬.গাম্যাক্স/ গ্যামাক্সিন হাফ চামচ টবের মাটিতে মাটির উপর ছড়িয়ে দিন।
    ৭. দানাদার কীটনাশক হিসেবে কারবোফুরান ৩জি(carbonfuran 3%G) 5গ্রাম করে প্রতিটি টবের মাটিতে।
    ৮. ফোরেট ১০জি(phorate 10G) (গন্ধযুক্ত দানা ওষুধ) 5গ্রাম করে টবের মাটিতে ব্যবহার করতে পারি।
    ৯. CHLORPYRIPHOS 20%EC 2ML/প্রতি টবের জন্য ।
    ১০. Chlorpyriphos 50%+Cypermethrin 5%EC 1ml/প্রতি টবের জন্য ।
    কুল গাছ • টবের মাটিতে বা বাগানের...
    চারা তৈরি কাটিং করে • how to grow plant from...
    মাল্টা লেবু গাছ • টবে বা বাগানের মাটিতে ...
    জলপাই/olive tree • টবে তে যদি জলপাই/olive...
    ল্যাদা পোকা • Video
    আঙুর গাছ • Video
    আমার ফেসবুক পেজ
    Facebook page / agri-tech-shanto-39703...

Komentáře •