হৈমন্তী | কবি সুধীন্দ্রনাথ দত্তর কবিতা | Hoimonti | bangla poem

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • হৈমন্তী
    কবি সুধীন্দ্র নাথ দত্ত
    দেবীপ্রসাদ বন্দ্যোপাধ্যায় ও দীপক রায় সম্পাদিত “বাংলা আধুনিক কবিতা” ১ (১৯৯২ )
    থেকে নেওয়া |
    বৈদেহী বিচিত্রা আজি সংকুচিত শিশিরসন্ধ্যায়
    প্রচারিল আচম্বিতে অধরার অহেতু আকূতি :
    অস্তগামী সবিতার মোঘমুক্ত মাঙ্গলিক দ্যুতি
    অনিত্যের দায়ভাগ রেখে গেল রজনীগন্ধায় ||
    ধূমায়িত রিক্ত মাঠ, গিরিতট হেমন্তলোহিত,
    তরুণতরুণীশূন্য বনবীথি চ্যুত পত্রে ঢাকা,
    শৈবালিত স্তব্ধ হ্রদ, নিশাক্রান্ত বিষণ্ণ বলাকা
    ম্লান চেতনারে মোর অকস্মাৎ করেছে মোহিত ||
    নীরব, নশ্বর যারা, অবজ্ঞেয়, অকিঞ্চন যত,
    রুচির মায়ায় যেন বিকশিত তাদের মহিমা ;
    আমার সংকীর্ণ আত্মা, লঙ্ঘি আজ দর্শনের সীমা,
    ছুটছে দক্ষিণাপথে যাযাবর বিহঙ্গের মতো ||
    সহসা বিস্ময়মৌন উচ্চকন্ঠে বিতর্ক, বিচার,
    প্রাণের প্রত্যেক ছিদ্রে পরিপূর্ণ বাঁশরীর সুর ;
    জানি মুগ্ধ মুহূর্তের অবশেষ নৈরাশে নিষ্ঠুর ;
    তবু জীবনের জয় ভাষা মাগে অধরে আমার ||
    যারা ছিল এক দিন ; কথা দিয়ে, চ’লে গেছে যারা ;
    যাদের আগমবার্তা মিছে ব’লে বুঝেছি নিশ্চয় ;
    স্বয়ম্ভু সংগীতে আজ তাদের চপল পরিচয়
    আকস্মিক দুরাশায় থেকে থেকে করিবে ইশারা ||
    ফুটিবে গীতায় মোর দুঃস্থ হাসি, সুখের ক্রন্দন,
    দৈনিক দীনতা-দুষ্ট বাঁচিবার উল্লাস কেবল,
    নিমেষের আত্মবোধ, নিমেষের অধৈর্য অবল,
    অখণ্ড নির্বাণ-ভরা রমণীর তড়িৎ চুম্বন ||
    মোদের ক্ষণিক প্রেম স্থান পাবে ক্ষণিকের গানে,
    স্থান পাবে, হে ক্ষণিকা, শ্লথনীবি যৌবন তোমার
    বক্ষের যুগল স্বর্গে ক্ষণতরে দিলে অধিকার,
    আজি আর ফিরিব না শাশ্বতের নিষ্ফল সন্ধানে ||

Komentáře • 2

  • @dhyandharona
    @dhyandharona Před rokem

    Ki asadharon kantho. Khubi valo.mon vore galo.r o sonar apekhay roilam.👌👌👌🙏🙏🙏

  • @kabitasamanta7615
    @kabitasamanta7615 Před rokem

    দারুণ শুনলাম বন্ধু আজ প্রথম তোমার গলায় 5লাইক দিয়ে।খুব ভালো লাগল,খুব ভালো থেকো,সময় মতো ❤❤❤❤❤