বাইকের ইঞ্জিন অয়েল (মবিল) কখন, কত কিলোমিটারে পরিবর্তন করা উচিৎ?সঠিক তথ্য জেনে নিন।

Sdílet
Vložit
  • čas přidán 12. 10. 2022
  • আমরা যারা মোটরসাইকেল রাইডার আছি তারা প্রায় সময় মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করব সেটি নিয়ে প্রচুর দ্বিধা দ্বন্দ্বের ভিতরে পড়ে যাই। একটি মোটরসাইকেলের ইঞ্জিন অয়েল কখন পরিবর্তন করতে হবে সেটি নির্ভর করবে কিলোমিটার এবং মাস হিসেবে।
    যদি কোন ব্যক্তি তার বাইক খুবই কম চালায় সে ক্ষেত্রে তার জন্য হিসাব টা হবে মাসে। আর যারা রেগুলার বাইক রাইড করে তাদের জন্য হিসাবটা হবে কিলোমিটারে।
    বাংলাদেশের বাজারে যতগুলো বাইক পাওয়া যায় তার ভিতরে স্পোর্টস বাইকগুলো কোম্পানি ভেদে এবং মডেল ভেদে গড়ে ন্যূনতম ৩ হাজার কিলোমিটারে ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হয়।
    এবং বাংলাদেশের বাজারে প্রাপ্ত কমিউটার বাইক গুলো ন্যূনতম ৪০০০ প্লাস কিলোমিটারে ইঞ্জিনয়েলের লংজিবিলিটি থেকে থাকে।
    এই সম্পূর্ণ বিষয়টি নির্ভর করবে বাইক উৎপাদনকারী প্রতিষ্ঠান এর দেওয়া বইতে যা লেখা আছে সেটার উপরে।
    আমরা বাংলাদেশের যে সকল ব্র্যান্ডের বাইক ব্যবহার করি তার বেশিরভাগ হচ্ছে নামিদামি বিদেশি কোম্পানি এবং ইন্ডিয়ান কোম্পানি দ্বারা প্রস্তুতকৃত। যিনি বা যাহারা এই বাইকের ইঞ্জিন তৈরি করেছেন একমাত্র তারাই এই বাইকের ইঞ্জিনের জন্য কোন গ্রেডের ইঞ্জিন অয়েল প্রয়োজন এবং সেই ইঞ্জিন অয়েল কত কিলোমিটার পর্যন্ত চালিয়ে পরিবর্তন করতে হবে সেটির সম্পূর্ণ হিসাব প্রত্যেকটা বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইতে স্পষ্ট করে লেখা রয়েছে।
    এখন দেখা যাচ্ছে বাইক বিতরণকারী প্রতিষ্ঠান এবং তাদের ডিলারগণ এবং লোকাল সার্ভিস সেন্টার গুলো আমাদের বাইকারদের কে দিনের পর দিন বোকা বানাচ্ছে।
    কেউ কেউ বলছে ৫০০ কিলোমিটার কেউ কেউ বলছে 1000 কিলোমিটার কেউ কেউ বলছে দুই হাজার কিলোমিটার আসলে কারো বলার কোন সঠিক প্রমাণ কারো কাছেই নেই।
    এর পিছনে মূল কারণ রয়েছে আমাদের মত সাধারণ বাইকারদের কাছে একটি ইঞ্জিন অয়েল যদি মেকানিক্স বা বিতরণকারী প্রতিষ্ঠান বিক্রি করতে পারে তাহলে তাদের প্রচুর পরিমাণে লাভ হয়।
    পুরাতন অয়েল গুলো তারা ৪০ টাকা বা ৫০ টাকা লিটার দরে বাজারে বিক্রি করতে পারে এবং আমাদের কাছে বিক্রয়কৃত নতুন ইঞ্জিন অয়েলটি থেকেও তারা ভালো একটি পরিমাণ টাকা লাভ করতে পারে।
    এই লোভের কারণে তারা বুঝে বা না বুঝে অথবা কারণে বা অকারনে তারা আমাদেরকে এক প্রকার ইঞ্জিন নষ্ট হয়ে যাবে এই অজুহাত দিয়ে জোরপূর্বক ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে বলে।
    সত্যি কথা বলতে কোন বাইক এর ইঞ্জিন অয়েল ই ৩ হাজারের নিচে পরিবর্তন করা উচিত নয়।
    এক্ষেত্রে বলে রাখা ভালো ব্যবসায়ীরা সিন্থেটিক সেমি সিনথেটিক টেকনো সিন্থেটিক ইত্যাদি অয়েলকে বিক্রির জন্য মিনারেল কে এক হাজার সিন্থেটিককে ২০০০ সেমি সিনথেটিক কে দেড় হাজার কিলোমিটার পরিবর্তন করার কথা বলে থাকে।
    আদতে আপনি সিন্থেটিক সেমি সিনথেটি ক ফুল সিনথেটিক আপনার বাইকের গ্রেড অনুযায়ী যেই ইঞ্জিন অয়েল ই ভরেন না কেন তার দূরত্ব হবে কোম্পানি প্রদত্ত ইউজার ম্যানুয়ালে লিখা সেই কিলোমিটার।
    এক্ষেত্রে আরও একটি কথা বলে রাখা ভালো আপনি একটি ফুল সিনথেটিক দিয়েও ৩০০০ চালাবেন এবং একটি মিনারেল দিয়ে তিন হাজার চালাবেন শুধু ব্যবধানটা হচ্ছে আপনি যদি সিন্থেটিক ব্যবহার করেন তাহলে আপনার বাইকের এক্সিলারেশন অনেক দ্রুত হবে এবং আপনার যদি রেসিং করার মন মানসিকতা থাকে তাহলে আপনার বাইকের যেহেতু স্পিড প্রয়োজন সেহেতু আপনি রেসে এগিয়ে থাকবেন যদি ফুল সিনথেটিক ইঞ্জিনিয়ার ব্যবহার করেন। যদি আপনি সিন্থেটিক ব্যবহার করেন সে ক্ষেত্রে এক্সট্রা বেনিফিটের মধ্যে আপনি পাবেন স্মুথ এক্সিলারেশন এবং আপনার ইঞ্জিনটি একটু ঠান্ডা থাকবে। এর বাইরে সিন্থেটিক ইঞ্জিন ব্যবহার করে কোন ধরনের কোন লাভ নেই তাই আমি বলবো যদি কোন কোম্পানি তাদের বাইকে মিনারেলের ১০৪০ সাজেস্ট করে তাহলে আপনাকে মিনারেল ১০৪০ই ব্যবহার করতে হবে।
    সব সময় ইউজার ম্যানুয়াল বই দেখে যদি আপনি বাইকের মেন্টেন করেন তাহলে আপনার বাইক থেকে সাশ্রই একটি আউটপুট আপনি পাবেন এবং নিশ্চিন্তে বাইক চালাতে পারবেন।
    আমাদের স্থানীয় মেকানিক্স এবং মোটরসাইকেল বিক্রয়কারী প্রতিষ্ঠান তাদের সবসময় টেন্ডেন্সি থাকে তারা কিভাবে আমাদের পকেট কাটবে তাই সব সময় এদের উপর ভরসা করে নিজের টাকা পানিতে ফেলে দিবেন না।
    তবে আমার এ কথাগুলো যদি কোন বিক্রয়কারী প্রতিষ্ঠান বা মেকানিক মাদার কোম্পানির নিয়ম অনুযায়ী প্রোডাক্ট সার্ভিস করে থাকে তাহলে তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।
    সবাই হেলমেট পড়ে বাইক রাইড করবেন এবং সব সময় ভালো মেকানিক্স এর শরণাপন্ন হবেন যাতে খুব কম খরচে দীর্ঘ পথ আপনারা আপনাদের মোটরসাইকেল থেকে পেতে পারেন সেজন্য।
    ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি যদি মনে করেন আপনার অনেক উপকারে লেগেছে তাহলে অবশ্যই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম সহকারে বিভিন্ন প্লাটফর্মে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন।
    আমি আমার এই লেখাগুলো ভয়েস কমান্ড দিয়ে লিখেছি যার কারণে হয়তো কিছু ভুল ভ্রান্তি থাকতে পারে সেটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
    ধন্যবাদ।
    বাইকের ইঞ্জিন অয়েল (মবিল) কখন, কত কিলোমিটারে পরিবর্তন করা উচিৎ?? ১০০% গ্যারান্টেড সমাধান।
  • Auta a dopravní prostředky

Komentáře • 562

  • @mdhasanurrahmansuzon1278
    @mdhasanurrahmansuzon1278 Před rokem +28

    আপনাকে শ্রদ্ধা জানায় ভাই। আপনি অনেকদিন থেকে ইঞ্জিন ওয়েল নিয়ে মানুষের ভুলগুলো যাতে ঠিক হয় সেটা নিয়ে কাজ করছেন৷ অনেকদিন থেকেই আপনার ভিডিও দেখি। আপনার মতো এইরকম আরও মানুষ দরকার। যারা এই ভুল নিয়ে বেশি বেশি সচেতন করবে মানুষকে। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা আপনাকে। ভাল থাকবেন। ❤️❤️❤️❤️

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      🙄🙄😲😲❤️

  • @s.mfirozkobir7263
    @s.mfirozkobir7263 Před 5 dny +1

    ভাই,,,অত্যন্ত যুক্তি সহকারে বুঝিয়েছেন,,,বিষয়টা ভালো লাগলো❤❤❤,,,,কিন্তু আরো কিছু বিষয় আপনার বলা উচিত ছিলো,,,,, আশা করি,,উত্তর দিবেন,, যাতে করে সবার উপকার হয়,,,,,
    ইঞ্জিন ওয়েলের তো ৩ টা ভ্যারিয়েন্ট আছে,,,মিনারেল, সেমি সিনথেটিক, সিনথেটিক,,,তিনটার দাম ও হয় ভিন্ন,,,,এখন আমি যত গুলো বাইকের ইউজার ম্যানুয়াল বুক দেখেছি,,কোনো টাতেই লেখা নেই,,কোন ভারিয়েন্ট এর ইঞ্জিন ওয়েল ইউজ করতে হবে,,,শুধু লেখা থাকে , কোন গ্রেড এর ইঞ্জিন ওয়েল ইউজ করতে হবে,,যেমন,,10w40, 20w50 এমন,,,এখন আমার কথা হচ্ছে,,, একটা মিনারেল ইঞ্জিন অয়েল অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে দেখবেন, ইঞ্জিন অয়েল এর প্রত্যেকটি দানা ভিন্ন,,, কিন্তু একটি সিনথেটিক ইঞ্জিন অয়েল অণুবীক্ষণ যন্ত্রের নিচে রাখলে দেখবেন এর প্রত্যেকটি দানা একদম একই রকম,,,,,এখন,,আমি যদি সিনথেটিক ইঞ্জিন অয়েল দিয়ে ৩০০০ কিমি গাড়ি চালায়,, তবে তা আমার গাড়ির ইঞ্জিনের কোনো রকম কোনো ক্ষতি করবে না,,,, কিন্তু আমি যদি মিনারেল ইঞ্জিন অয়েল দিয়ে, একই ৩০০০ কিমি গাড়ি চালায়,,,সেটা কি আমার বাইকের ইঞ্জিনের কোনো ক্ষতি করবে না ? কারণ মিনালের ইঞ্জিন অয়েল এর দানা গুলো তো সমান না,,, আশা করি উত্তর টা আমাকে দিবেন,,,আমার জানার প্রয়োজন আছে ❤

    • @RVBD
      @RVBD  Před 5 dny +1

      এই ভিডিওটা তে সব বলা আছে
      czcams.com/video/UF_z9x4h8dc/video.html

  • @sobujbangla901
    @sobujbangla901 Před 9 měsíci +1

    সত্যি অসাধারণ যুক্তি দিয়ে বুঝিছেন। আপনার সাথে সহমত প্রকাশ করছি। ♥️ধন্যবাদ প্রিয়♥️

    • @RVBD
      @RVBD  Před 9 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @nizamulhaquesohan2584
    @nizamulhaquesohan2584 Před rokem +10

    খুব মনযোগ দিয়ে আপনার কথাগুলো শুনলাম।
    আপনি যেভাবে সঠিক কথা গুলা প্রকাশ করলেন এর জন্য অসংখ্য ধন্যবাদ।আপনার কথা শোনার পর ইউজার মানুয়াল বইটা খুলে দেখলাম,এর আগে কখনো বইটা ফলো করি নি।
    এখন দেখলাম আমার বাইকের জন্য ২৫০০ কিলো রিকমন্ডেড

    • @RVBD
      @RVBD  Před rokem +3

      আমার ভিডিওটি দেখে হয়তো কিছু জিনিস উপলব্ধি করতে পেরেছেন।
      এখন মানা না মানা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত বিষয়।
      আমি বিশেষ করে মোটরসাইকেল নিয়ে যখন ভিডিও তৈরি করি তখন সেটার উপরে অনেক গবেষণা পরীক্ষা-নিরীক্ষা করে তারপরে আমি একটি ভিডিও তৈরি করি।
      আমার ভিডিওর মুখ্য উদ্দেশ্য ভিউ জেনারেট করা নয় আমার ভিডিওর সবচেয়ে বড় উদ্দেশ্য হচ্ছে একজন বাইকার সত্যিকার অর্থেই যাতে উপকৃত হয় তার জন্য আমি ভিডিও তৈরি করি।
      অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

    • @Naturalvideography
      @Naturalvideography Před rokem +1

      আপনার কি বাইক?

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      আগে ফেজার ভারশন ১ চালাতাম। ekhon fzs v3 চালাই। এগুলার আগে ডিস্কভার এবং প্লাটিনাও চালাইছি।
      ২০০৭ থেকে শুরু।

    • @Naturalvideography
      @Naturalvideography Před rokem +1

      @@RVBD ভাইয়া একটু বলবেন প্লিজ। আমার পালসার টুইন ডিক্স ১৫০সিসি। কোন মবেল টা ভাল হবে আর কত কিলো পর্যন্ত চালানো যাবে.?? ৫০০টাকার মধ্যে কোন মবেল ভাল হবে??

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      বাজাজ ইঞ্জিন অয়েল ব্যাবহার করেন। ৪০০০ চালাতে পারবেন। আপনি আগে ম্যানুয়াল বই দেখুন। সেখানে বিস্তারিত লিখা আছে। সেভাবেই চালাবেন

  • @MdPolashHossain-pr2bf
    @MdPolashHossain-pr2bf Před 4 měsíci +1

    সত্যি অসাধারণ যুক্তি দিয়ে বুঝিছেন। আপনার সাথে সহমত প্রকাশ করছি। ♥ধন্যবাদ প্রিয়♥

    • @RVBD
      @RVBD  Před 4 měsíci +2

      😆❤️❤️🙏

  • @moinul8050
    @moinul8050 Před rokem

    অনেক উপকৃত হয়েছি আপনার ভিডিও টা দেখে। এতো দিনের ভ্রান্ত ধারণা দূর হলো আমার। এরকম honest ভিডিও বানানোর জন্য ধন্যবাদ।এমন আরো ভিডিও বানান যাতে সাধারণ মানুষ প্রতারণার হাত থেকে রেহাই পাই। আপনার চ্যানেল subscribe করেছি।শুভ কামনা রইলো।

    • @RVBD
      @RVBD  Před rokem

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

    • @RVBD
      @RVBD  Před rokem

      আপনি আরো ক্লিয়ার হতে এই ভিডিওটা দেখতে পারেন czcams.com/video/Bt14gaB5zQg/video.html

    • @moinul8050
      @moinul8050 Před rokem

      @@RVBD IN SHA ALLAH dekbo.Thanks

    • @moinul8050
      @moinul8050 Před rokem

      @@RVBD Bhai apnar dea link er vedio ta deklam.Aro clear hoise engine oil er concept.link tar jnno onk dhonnobad Bhai.JAJAK ALLAH KHAIRAN...

  • @jobaer9394
    @jobaer9394 Před rokem +8

    ধন্যবাদ ভাই সুপরামর্শ দেওয়ার জন্য।চালিয়ে যান আপনার প্রচেষ্টা। কিছু খারাপ মন্তব্য আসতে পারে। কেননা, এই ভিডিও কারও প্রতারণা,বাটপরিতে প্রতিবন্ধকতা তৈরি করবে।

    • @RVBD
      @RVBD  Před rokem +3

      সব সময় যে পজিটিভ মন্তব্য আসবে তেমনটা কখনোই আমি আশা করি না।
      যিনি বা যারা আমার পুরো ভিডিওটি দেখবেন তাদেরকে ভিডিওতেই বলা হয়েছে যারা নেগেটিভ কমেন্ট করবেন তারা অবশ্যই প্রমাণ সহকারে নেগেটিভ কমেন্ট করবেন তাহলে আমিও অনেক কিছু শিখতে পারবো সেখান থেকে।
      তবে আমি যা বলেছি এটাই সত্য এবং আমি নিজেও এভাবে চালাচ্ছি এবং অনেক সিনিয়র টেকনিশিয়ান রয়েছে তারাও এভাবে চালায়।

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      আপনি যদি মনে করেন ভিডিওটি সত্যি কারের প্রয়োজনীয় একটি ভিডিও তাহলে অবশ্যই আপনার পরিচিত কোন বাইকিং কমিউনিটিতে অথবা পরিচিত ব্যক্তিকে ভিডিওটি পাঠিয়ে দিতে পারেন।
      আরেকটি সত্যি কথা সেটি হচ্ছে আমি কোন কোম্পানির দালালি খাওয়া দালাল না। আমি সব সময় ভিডিও তৈরি করি একজন বাইকারের জন্য যা দেখে সত্যিকার অর্থে একজন ভাই কারো উপকৃত হতে পারে।
      যে জিনিসটা আমি বুঝিনা বাজে জিনিসটা আমি জানিনা সেটা নিয়ে কখনোই আমি ভিডিও তৈরি করতে আগ্রহী নই।
      তবে আমি যে জিনিসটি সম্বন্ধে সম্পূর্ণভাবে সঠিক তথ্য জানি এবং উপযুক্ত প্রমাণ সহকারে জানি তাহলেই কেবলমাত্র আমি ভিডিও তৈরি করি।
      ধন্যবাদ ভাই ভালো থাকবেন

  • @shahriarrasel8063
    @shahriarrasel8063 Před rokem +5

    অসংখ্য ধন্যবাদ ভাই, সঠিক তথ্য দেওয়ার জন্য

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      ওকে❤️🫶

  • @rakibhassanroky2412
    @rakibhassanroky2412 Před rokem +5

    অনেক ভালো লাগলো। মহান আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক আর সকল বিপদাপদ থেকে হেফাজত করুক।

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইলো।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।
      আর আমার কোন দোকান নেই। আমি আপনার মতই একজন সাধারন বাইকার❤️❤️👌

    • @rana.nr.7dhaka476
      @rana.nr.7dhaka476 Před 3 měsíci +1

      আসসালামু আলাইকুম ভাই, আপনার দোকানটা কোন জাগায় ভাই

    • @RVBD
      @RVBD  Před 3 měsíci

      @rana.nr.7dhaka476 আমার কোন দোকান নাই ভাই। আমি আমার এক বন্ধুর দোকানে বসে শখের বসে ভিডিও করি

  • @sadikulislam7468
    @sadikulislam7468 Před rokem +18

    ঠিক ভাই সবাই এটা জানে 1500 হলেই মনে করে oil পরিবর্তন করা দরকার আপনার কথা অনুযায়ী বুঝলাম ৪০০০ পর্যন্ত চালালেও সমস্যা নেই

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

    • @sofikalam569
      @sofikalam569 Před 10 měsíci +2

      নুতন গাড়ি গুলোর ক্ষেত্রে 2000 km বেশি না চালালেই ভালো হয় 1yrs পর 3000-4000 Km পর্যন্ত চালানো যেতে পারে ভালো কোম্পানির ইঞ্জিনে oil হলে

    • @quranrecitation9312
      @quranrecitation9312 Před 7 měsíci +1

      3000 por engine a vibration ase

    • @RVBD
      @RVBD  Před 7 měsíci +2

      @quranrecitation9312 মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @lahoriloft3922
    @lahoriloft3922 Před 28 dny

    আপনার কথায় আমার অনেক উপকার হয়েছে আমি প্রতি হাজার কিলোমিটার পর পর অয়েল বদলাতাম❤❤

    • @RVBD
      @RVBD  Před 27 dny

      আপনি যাই করেন না কেন আগে মেনুয়াল বই পড়ে দেখবেন আশা করি সেখান থেকে অনেক তথ্য আপনি জানতে পারবেন।
      ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি মনে করেন ভিডিওটি আরো বাইকারের অনেক উপকারে আসবে তাহলে অবশ্যই শেয়ার করবেন।

  • @nurulaminrudel-gd7gw
    @nurulaminrudel-gd7gw Před rokem +2

    ধন্যবাদ ভাই এত উপকারী আলোচনা করার জন্য

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      অনুগ্রহ করে আমার কথা না সুনে ইউজার ম্যানুয়াল বই দেখুন। আশা করি অনেক কিছুই জানতে পারবেন।

  • @MuslimNetwork_ksm
    @MuslimNetwork_ksm Před 5 měsíci +2

    মুগ্ধ হয়ে সাবস্ক্রাইব করলাম❤️

    • @RVBD
      @RVBD  Před 5 měsíci +3

      মুসলিম নেটওয়ার্ক এর জন্য দোয়া এবং শুভকামনা রইলো ❤️❤️👌

  • @Spondonjewel-ll5rv
    @Spondonjewel-ll5rv Před rokem +3

    বড় ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ ❤

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      অনুগ্রহ করে ভিডিও টা উপকারী মনে হলে একটা শেয়ার করবেন

  • @masudsunny271
    @masudsunny271 Před rokem +15

    লজিক দিয়ে বুঝানোর জন্য অনেক ধন্যবাদ ভাই💝

    • @RVBD
      @RVBD  Před rokem +3

      ভাই মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      আসলে ভিতরে কত ধরনের রিউমার যে কাজ করে তার কোন অন্ত নেই। আমাদের বাইকারদের উপরে পুলিশ যেমন অত্যাচার করে ঠিক তেমনি বাইক বিক্রয় কারী প্রতিষ্ঠান এবং সার্ভিস ম্যান রাও প্রচুর অত্যাচার করে

    • @masudsunny271
      @masudsunny271 Před rokem +2

      @@RVBD আপনি ঠিক বলেছেন ভাই, আপনার ১ম ভিডিওটা দেখার পর থেকে আমি ৩ হাজারের নিচে ইঞ্জিন অয়েল চেঞ্জ করি না আর।

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      আমি যেটা নিজে পরীক্ষা করে সফলতা বা ব্যর্থতার সম্মুখীন হই সেই সফলতা বা ব্যর্থতার সত্যিকার ের ব্যাপারটাই আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি।
      আসলে যদি আমরা ৫০০ কিলোমিটারে ইঞ্জিন অয়েল ফেলে দেই বা ১০০০ কিলোমিটারে ইঞ্জিন অয়েল ফেলে দেই সেটা শুধুমাত্রই অর্থ নষ্ট।
      তবে যদি বিশেষ কোনো কারণে ইঞ্জিনিয়ার পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমরা করব কিন্তু তাই বলে রেগুলার অনর্থক 500 অথবা 1000 কিলোতে ইঞ্জিন অয়েল ফেলে দেওয়ার কোন মানেই নেই।
      আমার কথা হচ্ছে ইউজার ম্যানুয়াল এর বাইরে আমরা বা আমাদের কখনোই না যাওয়া উচিত।
      আমার এই ভিডিও দেখে যদি একজন লোকও সফলতা পায় বা একজন লোকও যদি আমার এই ভিডিওর মর্মার্থ বুঝতে পারে তাহলেই মনে করব আমি বা আমার এই ভিডিওটি সফল।
      আমি কোন কোম্পানির দালালি বা এজেন্ট গিরি পছন্দ করি না। বর্তমান বাজারে যত ইউটিউবার দেখবেন এরা সবাই দাদন খেয়ে বসে আছে।
      গত দুই থেকে তিন দিন আগে আমি মোটরসাইকেলের সিকিউরিটি লক নিয়ে একটি ভিডিও করেছি আপনি চাইলে আমার সেই ভিডিওটি দেখে ফ্রিতেও সিকিউরিটি লক লাগিয়ে নিতে পারেন অথবা সেটাকে আধুনিকায়নও করে নিতে পারেন আমার চ্যানেলে একটু কষ্ট করে খুঁজে দেখেন দুই থেকে তিন দিন আগের একটি সিকিউরিটি লক নিয়ে ভিডিও করা রয়েছে আমার চ্যানেলে যদি আপনি পুরো ভিডিওটি দেখেন আশা করি সেই ভিডিওটি থেকেও আপনি অনেক কিছু শিখতে পারবেন এবং আপনার বাইক কে রক্ষা করতে পারবেন চুরি ছিনতাই থেকে।

  • @mohammadnazmulhoquetipu7419

    Very gentle man, learnt important thing

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      Thanks for your comment❤️👌

  • @villagefunnychallenge
    @villagefunnychallenge Před rokem +5

    সঠিক তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @upazilafoodofficemirsarai9819
    @upazilafoodofficemirsarai9819 Před 10 měsíci +4

    সত্য কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ

    • @RVBD
      @RVBD  Před 10 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @mdsanaullah2201
    @mdsanaullah2201 Před 4 měsíci +1

    সত্য কথা বলার জন্য ধন্যবাদ ভাইয়াকে

  • @monirvlog360
    @monirvlog360 Před 9 měsíci +1

    প্রমাণ সহ বুঝানোর জন্য ধন্যবাদ

    • @RVBD
      @RVBD  Před 9 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @MdAshik-hn2zj
    @MdAshik-hn2zj Před rokem +2

    Vai apner kotha gulo khub sundor apner video monojog sohokare dekhar chesta kori
    amar akti hero honda splendore semi sinthitik ba ful sinthitik use kora jabe kina jodi bolten #

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      যে কোন টাই ব্যাবোহার করতে পারবেন। তবে গ্রেড হতে হবে ১০/৩০।
      কত কিলোমিটার এ পাল্টাবেন তা ইউজার ম্যানুয়াল বই এবং ট্যাংকের উপরে স্টিকারে লেখা আছে।
      অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন

  • @AnisurRahman-sh2bv
    @AnisurRahman-sh2bv Před rokem +2

    Yes, very good, right information.😊

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার করবেন।

  • @nahidhassan8073
    @nahidhassan8073 Před rokem +1

    Nice advice bro...

  • @muhammadkashmir8790
    @muhammadkashmir8790 Před rokem +1

    অনেক টাকা বাঁচাবো এবার ভাই।
    জাযাকাল্লাহ খাইরান ❤❤

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @chowdhurymohmmed8315
    @chowdhurymohmmed8315 Před rokem +2

    সচেতনতাই পারে আপনার বিবেক কে জাগ্রত করতে সাশ্রয়ী হতে

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @zahangiralam2768
    @zahangiralam2768 Před 11 měsíci +2

    Thanks from Mali, Africa.

    • @RVBD
      @RVBD  Před 11 měsíci +1

      ❤️❤️👌

  • @abdullahalmahmud7358
    @abdullahalmahmud7358 Před rokem +5

    ধন্যবাদ,বাস্তবতা তুলে ধরার জন্য।

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। হাজারো ভিডিওর মাঝে আমার এই ভিডিওটা দেখার জন্য❤️
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @shaikatbhuiyan5544
    @shaikatbhuiyan5544 Před rokem +1

    Thanks... Good advice 💕

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      Okey❤️❤️

  • @m.ahamid912
    @m.ahamid912 Před 8 měsíci +1

    ধন্যবাদ প্রিয় ভাই ❤❤❤❤

  • @DurjoyKumar-hq3sp
    @DurjoyKumar-hq3sp Před 10 měsíci +1

    আপনার ভিডিও দেখে অনেক ভাল লাগলো। আমার পালসার ডোবোল ডিক্স গাড়ি। কত কিলো চালানোর পরে মবেল পাল্টাবো

  • @alauddinshah5451
    @alauddinshah5451 Před rokem +1

    খুব ভালো লাগছে ভাই কথা গুলো।

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @nazmulhuda5008
    @nazmulhuda5008 Před rokem +2

    Subscribe না করে পারলাম না, আপনার কথা গুলো ১০০% সঠিক। আমি আমার বাইকে motul ৫১০০ semi synthetic oil দিয়ে ৩০০০ কিলো চালাই আরও বেশি (৪০০০+) চালানো যাবে, কারন হোন্ডা livo ম্যানুয়ালে ইঞ্জিন oil ৪০০০ কিলো পর পর পরিবর্তন করতে বলা হয়েছে। কোন প্রকার প্রবলেম ফেস করি নাই। কিন্তু মেকানিক বলে ১৫০০ কিলোতে পরিবর্তন করতে, কিন্তু আমি করি না।

    • @RVBD
      @RVBD  Před rokem +4

      এটাই বাস্তব। পুলিশ, শোরুম, মেকার, বিক্রেতা সবাই মিলেমিশে বাইকারদের ধোকা দেয়। তাই ভিডিওটা করেছি❤️

    • @SBAcademyNarail
      @SBAcademyNarail Před měsícem

      ❤​@@RVBD

  • @sanjoysarker3005
    @sanjoysarker3005 Před rokem +1

    অনেক ধন্যবাদ ভাই ❤️

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      আপনাকেও অনেক ধন্যবাদ দাদা।

  • @Abdulkader-sq3qo
    @Abdulkader-sq3qo Před 6 měsíci +1

    সত্য কথাটা বলার জন্য ধন্যবাদ।

    • @RVBD
      @RVBD  Před 6 měsíci +1

      প্রিয় কাদের ভাই আপনার মূল্যবান মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।

  • @riyaislam99938
    @riyaislam99938 Před rokem +2

    খুব ভাল কথা বলছেন🥰

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ রোমান্টিক ভাই।

  • @mdobaidullah250
    @mdobaidullah250 Před 7 měsíci +2

    ধন্যবাদ

  • @nahidhassan8073
    @nahidhassan8073 Před rokem +4

    ধন্যবাদ আপনাকে খুব সুন্দর ভাবে ইঞ্জিন অয়েল সম্পর্কিত সত্য তথ্য দেওয়ার জন্য.... এরকম ভিডিও আরো চাই ভাই.....

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      আপনি আমার ভিডিওটি দেখে খুশি হয়েছেন এটি জেনে আমি অনেক আনন্দিত হয়েছি।
      সত্যি কথা বলতে আমি কোন কোম্পানির এজেন্ট নই এবং বাস্তবে যেটি সত্য কথা আমার চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করি সেই প্রকৃত সত্য বা মিথ্যা বিষয়টি আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি।
      অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন এবং সব সময় আপনার মূল্যবান মতামত প্রদান করে আমাকে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ ভাই।

    • @RVBD
      @RVBD  Před rokem +3

      আপনি আমার ভিডিওটি দেখে খুশি হয়েছেন এটি জেনে আমি অনেক আনন্দিত হয়েছি।
      সত্যি কথা বলতে আমি কোন কোম্পানির এজেন্ট নই এবং বাস্তবে যেটি সত্য কথা আমার চ্যানেলে যে ভিডিওগুলো তৈরি করি সেই প্রকৃত সত্য বা মিথ্যা বিষয়টি আমি আমার ভিডিওতে তুলে ধরার চেষ্টা করি।
      অনুগ্রহ করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে আমার পাশেই থাকবেন এবং সব সময় আপনার মূল্যবান মতামত প্রদান করে আমাকে উৎসাহ প্রদান করবেন ধন্যবাদ ভাই।

    • @mdrahath6987
      @mdrahath6987 Před rokem +1

      @@RVBD বাইক যদি ২৫০ কিলোমিটার চালিয়ে তিন মাস বন্ধ থাকলে কি চেঞ্জ করে চালানো শুরু করা লাগবে ভাই।

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      যারা একেবারেই কম চালায়। তারা মাসের হিসাব টা ফলো করবেন।
      ইউজার ম্যানুয়ালে মাস এবং কিলোমিটার দুটোই লিখা আছে ভাই

    • @mdrahath6987
      @mdrahath6987 Před rokem +1

      @@RVBD ভাই এক্সব্লেড,কয়মাস পর চেন্জ করার নিয়ম, বলেন ভাই কস্ট নিয়েন না।

  • @junaidahmed7811
    @junaidahmed7811 Před 2 měsíci +1

    ধন্যবাদ ভাই আল্লাহ ভরসা

    • @RVBD
      @RVBD  Před 2 měsíci +1

      অনুগ্রহ করে ভিডিওটি শেয়ার করবেন

  • @sohagbarman6926
    @sohagbarman6926 Před 3 měsíci +2

    Pulsar 150 কোন মোবিল ব্যবহার করবো?আর কত কিলোমিটার পর পরিবর্তন করব? দয়াকরে জানাবেন🙏

  • @user-wf7ss1qj8h
    @user-wf7ss1qj8h Před 2 měsíci +1

    অসংখ্য ধন্যবাদ❤

    • @RVBD
      @RVBD  Před 2 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই

  • @ahammadtube21
    @ahammadtube21 Před rokem +1

    thanks brother .

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @krishnasarker7318
    @krishnasarker7318 Před rokem +2

    অনেক ধন্যবাদ ভাই। উপকৃত হলাম। আমার জিক্সার বাইকে মটুল ছাড়া অন্য কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করা যাবে কিনা???

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      গ্রেট ঠিক রেখে যে কোন ব্রান্ডের ইঞ্জিন অয়েল আপনি ব্যবহার করতে পারেন।

  • @sujonmia1637
    @sujonmia1637 Před 5 měsíci +1

    ভাই আপনি একদম রাইট বলেছেন

    • @RVBD
      @RVBD  Před 5 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @nahidmusaddiq
    @nahidmusaddiq Před rokem +3

    ধন্যবাদ ভাই আমি ও ১ বছর থেকে ইঞ্জিন ওয়েল ৩০০০ কিলোমিটার চালাই মিনারেল ইঞ্জিন ওয়েল দিয়ে। অনেকে হাসাহাসি করে আমাকে নিয়ে, আমি এটা নিয়ে মন ও খারাপ করি না। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে এটা বুঝিয়ে বলার জন্য। এখন একটা জিনিস জানতে চাওয়া ভাই সিন্থেটিক ইঞ্জিন ওয়েল দিয়ে কত কিলোমিটার চালাবো?

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      এর উত্তর হিসেবে আমার আরেকটা ভিডিও রয়েছে। পুরো ভিডিও টা না টেনে মনোযোগ দিয়ে দেখলে পুরোপুরি বিষয়টা ক্লিয়ার হবেন।
      এই হচ্ছে সেই ভিডিওটির লিংক যেখানে উদাহরণস্বরূপ মতুল ইঞ্জিন অয়েল দিয়ে আমি বুঝিয়ে দিয়েছি
      czcams.com/video/UF_z9x4h8dc/video.html

    • @nahidmusaddiq
      @nahidmusaddiq Před rokem +1

      ধন্যবাদ ভাই এখন দেখতেছি ঐ ভিডিওটা❤️

    • @sahrianshakil1203
      @sahrianshakil1203 Před 9 měsíci +2

      Bike ar boi a e lekha ase...5k chalano jabe...dokandar ra huda e 1k te change korte bolw

    • @RVBD
      @RVBD  Před 9 měsíci +1

      @sahrianshakil1203 অতি মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      ভিডিও টা আপনার কাছে উপকারী মনে হলে বাইকিং কমিউনিটিতে শেয়ার দেওয়ার অনুরোধ থাকবে।

    • @NayemofDishari
      @NayemofDishari Před 9 měsíci +1

      নতুন গাড়ি কিনছি v2 শোরুম থেকে বললো ২০০০ কিঃ ভিতরে ৪টা মবিল পাল্টাতে হবে ব্রেকিং পিরিয়ডর ভিতরে

  • @mdabdullah6676
    @mdabdullah6676 Před 5 měsíci +1

    ❤❤❤ধন্যবাদ ভাই।

    • @RVBD
      @RVBD  Před 5 měsíci +1

      অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার করবেন

  • @shahinislam7056
    @shahinislam7056 Před měsícem +1

    আমি আপনার সাথে একমত। আপনাকে ধন্যবাদ।

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই। অনুগ্রহ করে ভিডিও টা শেয়ার করবেন

  • @mhmahmud3584
    @mhmahmud3584 Před rokem +1

    Dhonnobad bhai

  • @Asadkhan-pm3
    @Asadkhan-pm3 Před 9 dny +1

    ঠিক বলেছেন ভাই

    • @RVBD
      @RVBD  Před 9 dny +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।
      যদি আপনি মনে করেন এই ভিডিওটি আরো বাইকারের অনেক অনেক উপকারে আসবে সে ক্ষেত্রে অবশ্যই নিজ দায়িত্বে ভিডিওটি বাইকার কমিউনিটির ভিতরে শেয়ার করে দিবেন ❤️

  • @asadulislam9036
    @asadulislam9036 Před 10 měsíci

    Hero ignitor xtec 125cc er jnno kon engine mobil best?
    R original mobil chenar way ki?

    • @RVBD
      @RVBD  Před 10 měsíci

      ১০w৩০ এর যে কোন কোম্পানির ইঞ্জিন অয়েল ই হলে ভালো হবে।
      তবে সব সময় চেষ্টা করবেন শোরুম থেকে ইঞ্জিন অয়েল ক্রয় করার জন্য

  • @kudduspathan6001
    @kudduspathan6001 Před rokem +1

    Valo laglo br.....

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @smsayeedacademy7206
    @smsayeedacademy7206 Před rokem

    ভাই অসংখ্য ধন্যবাদ ভাই

    • @RVBD
      @RVBD  Před rokem

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @mdsohel-nz5lq
    @mdsohel-nz5lq Před 11 měsíci +1

    All the Best

    • @RVBD
      @RVBD  Před 11 měsíci +1

      Thanks for your valuable feedback

  • @prithibitawhid2448
    @prithibitawhid2448 Před 7 měsíci +3

    Bai 20w...40 ki gixxer bike a bora jaba

  • @starmultimedia9563
    @starmultimedia9563 Před rokem +2

    Sell advance10_30 ...and motul 3100'10v_30 discover 110 c koto likomiter calano jabe?

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      অনুগ্রহ করে ইউজার ম্যানুয়াল বই দেখুন। সেখানে যা লিখা আছে তত কিলোমিটার নিশ্চিন্তে চালাতে পারবেন। ধন্যবাদ আপনার অতি মুল্যবান মতামতের জন্য।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।

  • @faisalrashid6857
    @faisalrashid6857 Před 10 měsíci +2

    ভালো লাগছে

    • @RVBD
      @RVBD  Před 10 měsíci +1

      প্রিয় ভাই, মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধনবাদ❤️❤️👌

  • @ronjonmridha8522
    @ronjonmridha8522 Před rokem +2

    Very good 👍

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন। ধন্যবাদ

  • @ajitsaha5287
    @ajitsaha5287 Před 2 měsíci +1

    Tnx❤

    • @RVBD
      @RVBD  Před 2 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @mdshehab2007
    @mdshehab2007 Před 11 měsíci +1

    ধন্যবাদ ভাই

    • @RVBD
      @RVBD  Před 11 měsíci +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @atiquehasan2845
    @atiquehasan2845 Před 5 měsíci +1

    ভালো বলেছেন 😊

    • @RVBD
      @RVBD  Před 5 měsíci +1

      ধন্যবাদ

  • @TarikulIslam-oo4gc
    @TarikulIslam-oo4gc Před 9 měsíci +1

    ভাই আমি এভাবেই বিগত ১২ বছর ধরে চালিয়ে আসতেছি এখনো বাইক অনেক ভালো চলে।

    • @RVBD
      @RVBD  Před 9 měsíci +1

      ভাই আসেন, কোলাকুলি করি❤️❤️

  • @RajuAhmed-cp7pl
    @RajuAhmed-cp7pl Před 9 měsíci +1

    আমাদের দেশের রাস্তাঘাটের যেই কন্ডিশন তাতে শহরে মাত্র তিন চার কিলো রাস্তা যেতেই অনেকবার ব্রেক ক্লাস ধরা লাগে এভাবেই মবিলের মাইলেজ কমে যায়

    • @RVBD
      @RVBD  Před 9 měsíci +2

      আমাদের বাইক গুলা কোথায় বা কোন এলাকায় কোন কন্ডিশনে চলে বা চলবে সেটা সারভে করেই তারা ম্যানুয়াল ইন্সট্রাকশন দেয়।

  • @suvojitsarkar8359
    @suvojitsarkar8359 Před 6 měsíci +2

    Gear oil koto km por chanelge kora uchit?brake shoe,spark plug and air filter koto km por change Kora uchit?

    • @RVBD
      @RVBD  Před 6 měsíci +1

      আপনার সবগুলো প্রশ্নের উত্তর স্পষ্ট ভাবে আপনার বাইকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটিতে লেখা রয়েছে। আপনাকে বিশেষভাবে অনুরোধ করব আপনি আপনার মোটরসাইকেলের সাথে দেওয়া ইউজার বইটি ভালো করে পড়ে দেখুন।
      সেখানে প্রথম কিছু পাতা উল্টানোর পরে একটা জায়গায় লেখা থাকবে পিরিয়ডিক মেনটেনেন্স চার্ট। সেই জায়গায় ইঞ্জিন অয়েল ব্রেক শো ফ্রন্ট শক এবজারভার অয়েল ক্লাস কেবল পিক আপ কেবল ইঞ্জিন অয়েল সহকারে সবকিছু কবে কখন কোথায় কিভাবে পরিবর্তন নাকি লুব্রিকেন করবেন নাকি পরিষ্কার করবেন তার বিস্তারিত সকল তথ্য সেখানে লেখা রয়েছে।

  • @abdulmotaleb520
    @abdulmotaleb520 Před 7 měsíci +2

    ভাইজান বাংলাদেশ কোন বাইকে কোন গ্রেড ওয়েল ব্যবহার করবো আর কত কিমি পর পর পরিবর্তন করবো সেটা নিয়ে একটা ভিডিও করেন প্লিজ।।

    • @RVBD
      @RVBD  Před 7 měsíci +1

      এটা বাইকের সাথে দেওয়াই ইউজার ম্যানুয়াল বইতে লেখা থাকে।

  • @pencilboyss
    @pencilboyss Před rokem +1

    আপনাকে ধন্যবাদ ভাই

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      আপনাকেও অনেক অনেক ধন্যবাদ ভাই।

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন প্লিজ।

  • @abdurrahamanm.a6675
    @abdurrahamanm.a6675 Před 9 měsíci +1

    Thanks

    • @RVBD
      @RVBD  Před 9 měsíci +1

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @tanvirhossainnabil8930
    @tanvirhossainnabil8930 Před rokem +2

    Mobil to mineral synthetic semisynthetic hoi konta use korbo?

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      czcams.com/video/UF_z9x4h8dc/video.html

  • @bhabanikumar5804
    @bhabanikumar5804 Před rokem +3

    khub valo laglo vai
    Tvs 125cc motul 10w30 nilam koto kilo calaita parbo bolban

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      ভাই দয়া করে ব্যাংকের সাথে দেওয়া ইউজার ম্যানুয়াল বইটি পড়ে দেখুন সেখানে স্টেপ বাই স্টেপ সবকিছু বিস্তারিত লিখা রয়েছে আপনি একটু প্লিজ আগে দেখেন দেখে তারপর আমাকে কমেন্ট করে জানান।

  • @aysabintejiyana9640
    @aysabintejiyana9640 Před 10 měsíci +3

    good bro

    • @RVBD
      @RVBD  Před 10 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @MDARIF-js7yb
    @MDARIF-js7yb Před rokem +2

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ আগে জানতাম না এখন থেকে তো জানলাম এখন থেকে ৩০০০ হাজার বা ৩৫০০হাজার কিলো চালাবো. বাই আমার ডিসকভার ১১০ সিসি বাইক কোন মোবাইল বরলে ভাল হবে বলবেন ❤

    • @RVBD
      @RVBD  Před rokem +3

      bajaj 20w50

  • @islamallprayer
    @islamallprayer Před rokem +1

    ধন্যবাদ ভাইয়া 🥰

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

    • @AminulIslam-sv4om
      @AminulIslam-sv4om Před rokem

      ভাই মিনারেল। সেমিসিনথেটিক, সিনথেটিক সব মবিলে কি একই নিয়ম?

  • @mdrahim1965
    @mdrahim1965 Před rokem +2

    Tnx

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      প্রিয় ভাই আপনার প্রতি মূল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ।

  • @sbtraders2357
    @sbtraders2357 Před rokem +2

    আসসালামু আলাইকুম,, ভাই আমি platina 100 ES গাড়ি চালাই,,,মাদার কোম্পানি ইন্ডিয়া 10W -30 বলছে,, কিন্তু বাংলাদেশী উত্তরা মোটর্স বলছে Super 4T 2W-50,, তাহলে কোনটা ব্যবহার করবো

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      বাইকের সাথের দেয়া ম্যানুয়াল বইতে যেটা বলেচগে সেটাই ভরবেন।
      উত্তরা মটরস আরেকটা আকাম করেছে।
      পালসার N160 বাইকে বাজাজ থেকে বলেছে ১০-৪০ দিতে।
      আর উত্তরা নিজেরা বলেছে ২০-৫০ দিতে।
      আসলে ভুল গ্রেড দিলে কোন ক্ষতি নেই।
      হয়তো ইঞ্জিন টা তুলনামুলক একটু হিট হবে বা ইঞ্জিনের স্টারটিং এ একটু সমস্যা হতে পারে।
      ইঞ্জিনের সাউন্ড কিছুটা পরিবর্তন হতে পারে। অথবা কিছুটা পাওয়ার লস হতে পারে।
      কিন্তু এটাতে ইঞ্জিনের তেমন বড় কোন ক্ষতি নেই।
      পারফরম্যান্স এর কিছুটা ঘাটতি হবে।
      সুতরাং চিন্তা নেই

  • @kutubahmed5109
    @kutubahmed5109 Před rokem +2

    ভালোই লাগছে ভাই

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      প্রিয় ভাই, মুল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।

    • @kutubahmed5109
      @kutubahmed5109 Před rokem +1

      টিক আছে ভাই

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      ❤️

  • @travelingwithpalash5506
    @travelingwithpalash5506 Před 7 měsíci +2

    Hero 150cc Bike কত km পর মোবিল পরিবর্তন করলে ভাল হবে ?

    • @RVBD
      @RVBD  Před 7 měsíci +1

      ৩০০০ কিলোমিটার।
      বিস্তারিত আপনার ইউজার ম্যানুয়াল বইতে লেখা আছে আগে সেটি পড়ে দেখুন

  • @mdjonyislam4657
    @mdjonyislam4657 Před rokem +1

    অসাধারণ

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।
      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন

  • @user-li9ek4pz8o
    @user-li9ek4pz8o Před rokem

    ভালো লাগলো

    • @RVBD
      @RVBD  Před rokem

      অনুগ্রহ করে চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন এবং ভিডিও টা শেয়ার করবেন

  • @tapashdatta6784
    @tapashdatta6784 Před rokem +1

    আমার FZ s v-3 তে কোন ইঞ্জিন অয়েল ব্যবহার করব? আর মিনারেল, সেমি সিনথেটিক, সিনথেটিক ইঞ্জিন অয়েল এর ক্ষেত্রে কত কিমি পর পর চেইঞ্জ করতে হবে একটু বলবেন।

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      দাদা,
      আপনার সব প্রশ্ন এর উত্তর রয়েছে এই ভিডিওতে। যার লিংক নিচে দেখুন।
      আর আপনার বাইকের জন্য লাগবে 10w40 grade এর যে কোন ভালো ব্রান্ডের অয়েল।
      সম্পুর্ন ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে বুঝতে পারবেন সব।
      czcams.com/video/UF_z9x4h8dc/video.html

  • @tuhinrajveryinformativepro151
    @tuhinrajveryinformativepro151 Před 9 měsíci +1

    Vai Amar user manual miliye dekhlam apni thik bolesen.

    • @RVBD
      @RVBD  Před 9 měsíci +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ

  • @singingvloge
    @singingvloge Před rokem +1

    সত্যি কথা ভাই

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই।

  • @prodyutbhandari3175
    @prodyutbhandari3175 Před 7 měsíci

    ২০২৩ এর নতুন এইচএফ ডিলাক্সের(hf dulax )বাইকের জন্য ইঞ্জিন অয়েল মোটো(motul) কোন ভার্সনটা ব্যবহার করা উচিত 100 সিসি ইঞ্জিন জন্য ।

    • @RVBD
      @RVBD  Před 7 měsíci

      হিরো তাদের মেক্সিমাম বাইকেই ১০/৩০ অয়েল সাজেস্ট করে।
      ১০/৪০ একটু ভারী
      ১০/৩০ তুলিনামুলক একটু পাতলা।
      আপনি ১০/৩০ গ্রেডের হিরো শোরুম থেকে কিনে লাগাবেন।
      বাইরে থেকে কিনলে দুই নাম্বার হবার চাঞ্চ ৫০/৫০
      আর ১০/৪০ ও ভরতে পারেন।
      তবে বাজারে সবচেয়ে বেশী ক্লোন মবিল হয় মতুলের টাই।
      তাই মতুল না ব্যাবহার করাই উত্তম।

  • @anjanbhowmik9761
    @anjanbhowmik9761 Před rokem +3

    Good

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      Many many Thanks Dada❤️

  • @rajuraju6780
    @rajuraju6780 Před rokem +2

    ধন্যবাদ ভাই কতো টাকা যে নষ্ট করেছি
    ভিডিওটা দেখে উপকৃত হলাম

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনুগ্রহ করে ভিডিও টা বন্ধুদের মাঝে শেয়ার করবেন। এবং আমার চ্যানেল টি সাবস্ক্রাইব করে বেল বাজিয়ে পাশেই থাকবেন।

  • @innocentishaan7090
    @innocentishaan7090 Před 17 dny +1

    Vaijan amar bike er user manual ta service er por r khujhe passi na ..
    Amar bike Suzuki Gixxer fi abs 2023
    Kindly bolben Amar bike er engine oil koto km por por Change korbo jehetu user manual book ta somehow passi na tai question ta korlam..asha korso uttor ta diben

    • @RVBD
      @RVBD  Před 17 dny +2

      ৩০০০ কিলোমিটার

  • @MdAlamgir-uc7tl
    @MdAlamgir-uc7tl Před 7 měsíci +2

    Bhaiya
    Apni ki Mobil use kore test koriyesen????????
    Koto kilometer porjonto mobil ar opadan gula tik thake ???????
    Pls show if any report.
    Give report base information.

    • @RVBD
      @RVBD  Před 7 měsíci +1

      ভাই, এত কিছুর তো দরকার নাই।
      আপনি আপনার বাইকের সাথে দেয়া ম্যানুয়াল বই টা একটু পরেন।
      তাহলে নিজেই বুঝবেন

  • @saidehasan9179
    @saidehasan9179 Před 3 měsíci +1

    আমি TVS metru plus চালাই কিন্তু সার্ভিস বইয়ে লেখা আছে ১০০০/১২০০ কিলোমিটার চালানোর পর পর বদল করার কথা বলা হয়েছে

    • @RVBD
      @RVBD  Před 3 měsíci +2

      ম্যানুয়াল বই দেখুন। ম্যানুয়াল বই এ সব কিছু লেখা আছে

  • @itsilubilu
    @itsilubilu Před rokem +1

    Vaiya Yamaha FZ-S V2 te koto km por por engine oil change korte hobe?

  • @fazlerabby3085
    @fazlerabby3085 Před rokem +2

    Engine er fiter o chang korte bole.. Amr bike er ta jor kore change koeaise vai 😢😢😢

  • @MdALAmin-wt2gq
    @MdALAmin-wt2gq Před 5 měsíci +2

    ভাই Platina 110 H-Gear প্রথম ৫০০ কিলো পর ইঞ্জিন ওয়েল পরিবর্তন করেছি, এবার ২য় বার থেকে কত কিলো পর ইঞ্জিন ওয়েল পরিবর্তন করব?? জানালে উপকৃত হতাম ভাই

    • @RVBD
      @RVBD  Před 5 měsíci +1

      ম্যানুয়াল বই দেখুন ভাই। সেখানে লেখা আছে

  • @AnwarHossain-tc7xq
    @AnwarHossain-tc7xq Před rokem +1

    থ্যাংকস ভাই,,,,,

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামত এর জন্য অনেক ধন্যবাদ ভাই❤️👌

  • @alislamkhan3311
    @alislamkhan3311 Před měsícem +1

    পালসার ১৫০ dd এর জন্য mobile super 4t এবং bajaj dtsi কত কিলো চালানো যায়

    • @RVBD
      @RVBD  Před měsícem +1

      ম্যানুয়াল বই তে যত লেখা তত চালাতে পারবেন

  • @mdabdurrahman7489
    @mdabdurrahman7489 Před 18 hodinami +1

    ভাইয়া আমার বাড়িতে গাড়ি পরে থাকে আমি অন্য জায়গায় থাকি তাহলে আমি কখন engine oil change krbo.?

    • @RVBD
      @RVBD  Před 18 hodinami +1

      এক বছরের দুইবার মানে প্রতি ছয় মাসে একবার বছরে দুইবার।

  • @md.moniruzzamanbabu7509
    @md.moniruzzamanbabu7509 Před 10 měsíci +2

    ভাই আপনাকে অনেক ধন্যবাদ। Discover 125 এর জন্য কত কিলোমিটার ইঞ্জিন অয়েল ব্যবহার করতে হবে?

    • @RVBD
      @RVBD  Před 10 měsíci +1

      4000+ চালাবেন।
      শোরুম থেকে bajaj dtsi ইঞ্জিন অয়েল কিনে ভরবেন।
      বিস্তারিত তথ্য আপনার ম্যানুয়াল বই তে দেখুন

  • @OppoOppo-qr9tj
    @OppoOppo-qr9tj Před 3 měsíci +1

    আমি কতদিন হল একটা ডিসকভার গাড়ি নিছি এটা কত কিলোমিটার চালানুর পর মবিল পরিবর্তন করতে হবে ভাই জানতে চাই

  • @rakibulislamshakil9705
    @rakibulislamshakil9705 Před rokem +2

    ভাই আমার বাইক ২০০০ কি.লি চলছে নতুন Yamaha fzs v3. আমি ইয়ামাহা লুব মিনারেল ব্যবহার করি। এখন এই মিনারেল টা কত কি.লি রান করবে? বা চলার পরে চেঞ্জ করবো?

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      ভাইয়া আমাকে কল দিয়েন । হোয়াটস এপে কল দিবেন ।
      কমেন্ট লিখতে লিখতে আমি ক্লান্ত।
      ০১৫৩৯৩৩৯৩০৩ সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৬ তার ভিতরে।

  • @mdzahurulislam2456
    @mdzahurulislam2456 Před 10 měsíci +1

    ভাই পালসার ডাবল ডিক্স ১৫০ সিসি বাইক এ hipro কোন ইন্জিন অয়েলটা ব্যাবহার করবো??

    • @RVBD
      @RVBD  Před 10 měsíci +2

      ২০w50

  • @hmjakir1494
    @hmjakir1494 Před rokem +2

    ভাই ইয়ামাহা স্কুটার ১১৩ cc কোন গ্রেডের ওয়েল ব্যবহার করব

    • @RVBD
      @RVBD  Před rokem

      আমার কাছে আপনার বাইকের ম্যানুয়াল নেই। তাই আপনাকে আন্দাজে বলতে পারবো না। অনুগ্রহ করে ম্যানুয়াল বই দেখুন

  • @mdrahim1965
    @mdrahim1965 Před rokem +1

    .bai ami ekta v2 nici t ami rate raid kori 20kim hed light nitam kon kompani neb plz alu beai

    • @RVBD
      @RVBD  Před rokem +2

      Only 7S For best Brightness.
      you can choose also Novsight. F03/F03x also

    • @mdrahim1965
      @mdrahim1965 Před rokem

      @@RVBD tnx

  • @kamaladhikary918
    @kamaladhikary918 Před 3 měsíci

    nice

  • @moyemkhan9250
    @moyemkhan9250 Před rokem +1

    সুন্দর

    • @RVBD
      @RVBD  Před rokem +1

      মুল্যবান মতামতের জন্য অনেক ধন্যবাদ

  • @NiloyAhmedAlomgir-ik2tj
    @NiloyAhmedAlomgir-ik2tj Před 4 měsíci +2

    আচ্ছা ভাই হোন্ডা র লিভু বাইকে সুপার ৪ টি মবিল কতো কিলোমিটার চালানো যায় প্লিজ ভাই রিপ্লে ই

    • @RVBD
      @RVBD  Před 4 měsíci +1

      ৪০০০ কিলোমিটার। তবে আপনাকে নিশ্চিত হতে হবে আপনি যে ইঞ্জিন অয়েল পড়তেছেন সেটি অরিজিনাল কিনা