অ্যাডেনিয়াম ফুল গাছ সেরা বানিয়ে সারাবছর প্রচুর ফুল পেতে এখনই করুন এই কয়েকটি কাজ। adenium prunning

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024

Komentáře • 49

  • @rainbowdevid1430
    @rainbowdevid1430 Před 5 měsíci +4

    অনেকদিন পর একটা বড় ভিডিও পেয়ে খুব ভালো লাগছে রাজু ভাই। করডেক্স এর নীচে যে হাফ টব টা তুমি বসালে, সেটা দারুন একটা কনসেপ্ট। আর Cinder মিডিয়া ও মাটির মিডিয়া দুটোরই পরিচর্যা যেভাবে দেখালে, তাতে কোথার থেকে 18 মিনিট কেটে গেল বুঝতেই পারলাম না।
    Thank you very much❤❤

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      প্রতিস্থাপনের সময় কর্ডেক্স এর নীচে একটা চায়ের ভাঁড় দিলেও দারুন শেপ পাবেন।
      আর cinder ও বালি মিশিয়ে একবার একটা গাছ করে দেখুন। দুর্দান্ত রেজাল্ট পাবেন, কথা দিলাম।

    • @joykanaisumitadas3106
      @joykanaisumitadas3106 Před 5 měsíci +1

      খুবই ভালো গাইড ,শেষ বছরে 3 টে ছিলো ,এবার 10 জন ,,আমিই প্রথমে বলেছিলাম এই ভিডিও নিয়ে আলোচনা ,❤😊

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      হ্যাঁ সুমিতা দি
      আপনাদের উপকারে লাগলে আমি সত্যিই আনন্দিত হবো।
      খুব ভালো থাকবেন দিদি।

  • @swapanchakraborty9690
    @swapanchakraborty9690 Před 5 měsíci +1

    Very nice and informative video is. Waiting for next video. Thank you Raju vai

  • @joykanaisumitadas3106
    @joykanaisumitadas3106 Před 5 měsíci +1

    আহারে বসন্তের কোকিলের কন্ঠস্বর সব মিলে ভিডিওটি মনো মুগ্ধতার মধ্যে রয়েছে🙏🙏

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci +1

      কি করবো দিদি
      দু টো কোকিল সব সময়ই আমাকে ফলো করে চলেছে।
      আমি ছাদে উঠলেই ওরা ডাকতে থাকে।
      কি বলি বলুন তো??

  • @swapanchakraborty9690
    @swapanchakraborty9690 Před 5 měsíci +1

    জয় গুরু রাজু ভাই সুন্দর ভিডিও উপস্থাপন করেছ, ভালো থাকো এমন আরো ভিডিও কর।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      জয়গুরু বন্দে পুরুষোত্তমম।

  • @papiaghosh7046
    @papiaghosh7046 Před 5 měsíci +1

    খুব খুব সুন্দর তোমার পরামর্শ। অনেক উপকৃত হলাম ❤

  • @user-un7pp3ci2i
    @user-un7pp3ci2i Před 5 měsíci +1

    Darun video. Eto sundar descriptive way te bala hoeche je ar jiggyaswa kichu thakena. Stay well

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      থ্যাংক ইউ ভেরি মাচ।
      আমি খুবই অনুপ্রেরণা পেলাম।
      ভালো থাকবেন।

  • @babitamondal7520
    @babitamondal7520 Před 5 měsíci +1

    দারুন ভিডিও ভাই
    খুব ভালো লাগল

  • @Sumona_Yesmin_Shoma
    @Sumona_Yesmin_Shoma Před 4 měsíci

    অসংখ্য ধন্যবাদ ভাই

  • @user-nc5nu2oz1o
    @user-nc5nu2oz1o Před 5 měsíci +1

    খুব ভালো লাগলো তুমি এত সুন্দর করে সাজিয়ে পরিবেশন করো এবং প্রতিটা ধাপ গুছিয়ে বলো আমাদের কোন রকম অসুবিধা হয়না। ভালো থেকো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci +1

      আপনিও ভালো থাকবেন। আপনাদের কাজে লাগলেই আমি আনন্দিত হবো , সমৃদ্ধ হবে সাধের ছাদ বাগান চ্যানেল।

  • @joydeepchowdhury519
    @joydeepchowdhury519 Před 5 měsíci +1

    Darun video dada.. eto poriskar kore keu bolena. Onek onek dhonnobad.. ar onek din por ekta boro video pelam. Khub valo laglo.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      জয়দীপ দা
      সময় পাই না আসলে।
      প্রচুর মানুষ তাদের মেসেজের মাধ্যমে গাছ এর নানা ধরনের সমস্যার কথা জানান।
      আমি শর্ট ভিডিওর মাধ্যমে সেগুলো সলভ করার চেষ্টা করি।
      ভালো থাকবেন।
      চেষ্টা করবো মাঝে মাঝে বড় ভিডিও উপহার দিতে।

  • @jiniaroy7335
    @jiniaroy7335 Před 5 měsíci +1

    আপনার উপদেশ গুলি খুব ভালো কাজ হয় এবং গাছ পরিচর্যার আগ্ৰহ পায়।
    একটি অনুরোধ আমার একটি হলুদ পুনে জবা বাড়ছে না। কি করব জানালে ভালো হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      দাদা
      আন্তরিক ধন্যবাদ আপনাকে।
      যদি জবা গাছটি একটু বড় হয়ে থাকে, তাহলে গোড়ায় মিশ্র জৈব সার দিয়ে হালকা করে ছেঁটে ফেলুন।
      দেখবেন নতুন কচি পাতা নিয়ে বেড়ে উঠবে গাছ।
      আর গাছ যদি ছোট হয়, তাহলে NPK 13 0 45
      5 গ্রাম্ এক লিটার জলে গুলে স্প্রে করুন সপ্তাহে একবার করে।

  • @chandralekhakarmakar1187
    @chandralekhakarmakar1187 Před 5 měsíci

    Khub sundar kore bolen apni

  • @tanmoyeeghosh1949
    @tanmoyeeghosh1949 Před 5 měsíci +1

    Apnar gada gach ta kub sundar ache.gada ta Inca gada?gada gach er summer er jonno ki korte hobe bolen.

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      কোন গাঁদার কথা বলছেন।
      আসলে এই ফুলের উপর অনেক ভিডিও আছে আমার।
      তবে সম্ভবত ড্রাগন গাঁদা হবে।
      গরমের বারোমাসি গাঁদা ফুলের উপর ভিডিও শীঘ্রই আসছে

  • @balaramdas5999
    @balaramdas5999 Před 5 měsíci +1

    রাজু ভাই অ্যাডেনিয়াম গাছ থেকে কি করলে অনেক ব্রাঞ্চ বার হবে এটার ব্যাপারে যদি একটু বলেন তাহলে ভালো হয়।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      আপনার সমস্যা লিখে নিলাম
      খুবই শীঘ্রই Short ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেওয়া হবে বন্ধু।

  • @user-bn2ms6qi8e
    @user-bn2ms6qi8e Před 14 dny

    দাদা আমার এডেনিয়াম গাছের পাতা সব হলুদ হয়ে ঝরে যাচ্ছে। এখন বর্ষা কাল। পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া স্বাভাবিক কিনা একটু বলবেন।ধন্যবাদ

  • @Aradhona572
    @Aradhona572 Před 5 měsíci +1

    Dada, liquid coffee powder gache ki dose e debo and monthly kotobar?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      2 গ্রাম 1লিটার জলে মিশিয়ে 200 ml জল
      মাসে দুবার।

  • @puspabayen2951
    @puspabayen2951 Před měsícem +1

    July mase repotting ki karte pari?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před měsícem

      হ্যাঁ পারবেন।
      তবে শেকড় ও ডাল কোনোটাই কাটা যাবে না।

  • @rajatchakraborty9922
    @rajatchakraborty9922 Před 5 měsíci +1

    ভাই,কিছুটা ভয়েই এডেনিয়াম করিনি। এবার করবো। অসুবিধা হলে জানাবো

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 4 měsíci

      অবশ্যই করুন।
      খুব সহজ গাছ।

  • @gouribiswas3563
    @gouribiswas3563 Před 5 měsíci +1

    আমার আ্যডেনিয়াম গাছে এখন প্রচুর ফুল এসেছে,এই অবস্থায় কি pruning করা যাবে?

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      ফুল শুকিয়ে গেলে
      Pruning করুন
      তবে বর্ষার আগে করবেন।
      এপ্রিল মাসের মধ্যে।

  • @parthamajumdarmajumdar2394
    @parthamajumdarmajumdar2394 Před 5 měsíci +1

    অ্যাডেনিয়াম চারা কিনেছি এখন কি কি করোনিও যদি একটু জানান নতুন বাগানি আমি

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      প্রতিস্থাপন করে দিন
      যেভাবে মাটি তৈরী করতে বলেছি, দেই ভাবে।
      তবে ছোট গাছ হলে কাটবেন না এখন।

  • @pamparay3640
    @pamparay3640 Před 5 měsíci

    Jabar clorosis hoeyche, treatment ki korbo?

  • @abhijitbanerjee5595
    @abhijitbanerjee5595 Před 5 měsíci +1

    ভাই, আমার অ্যাডেনিয়াম এর প্রচুর কুড়ি আছে, কিন্তু শুকিয়ে ঝরে বা পচে যাচ্ছে। অনেক কুড়ি বড় হচ্ছে, কিন্তু ফুটছে না। কি করবো, please বলো।

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      Fungicide স্প্রে করুন Bavistin 2গ্রাম 1 লিটার জলে গুলে।
      তার চার দিন পর
      যেকোন মাইক্রোনিউট্রেন্ট যেমন Mobomin (1.5গ্রাম) বা Agromin gold (1ml) 1 লিটার জলে মিশিয়ে স্প্রে করুন।

  • @purabidey3106
    @purabidey3106 Před 5 měsíci +1

    দাদা পটিং করার পর কাটিং করে মোম দেয়া যাবে কি?

  • @shameekacharya7153
    @shameekacharya7153 Před 5 měsíci +1

    গাছে বিভিন্ন রকম ওষুধ দিতে গিয়ে দেখি আমার tata tafgor ১২/২০২৩ এর expiry date পার করে ফেলেছে।এই ওষুধ কি ব্যবহার করা যাবে? উত্তর দিলে উপকৃত হব।ধন্যবাদ

    • @sadherchhadbagan
      @sadherchhadbagan  Před 5 měsíci

      দিদি
      Expaire ঔষধ, বিশেষ করে কীটনাশক এর কাজ অর্ধেক হয়।
      ব্যবহার করতে পারেন, কাজ অর্ধেক হলেও ক্ষতি হবে না।

  • @pabloditi
    @pabloditi Před 2 měsíci +1

    Kokil ta khub jalache to