Education: বলতে পারবেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? কলকাতা নয় কিন্তু, তাহলে চমকে উঠবেন

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Education, বলতে পারবেন, পশ্চিমবঙ্গের সবচেয়ে শিক্ষিত জেলা কোনটি? কলকাতা নয় কিন্তু, তাহলে শুনে চমকে উঠবেন, Most educated District Of West bengal, পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার ৭৬.২৬%, যা জাতীয় গড় ৭৪.০৪% এর থেকে বেশি। ২০১১ সালের জনগণনা অনুসারে, ভারতের ৩৬টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে সাক্ষরতার হারের দিক দিয়ে পশ্চিমবঙ্গ ২০ তম।
    দশম স্থানে রয়েছে নদিয়া জেলা, সেখানে সাক্ষরতার হার ৭৫.৫৮ শতাংশ, নবম স্থানে রয়েছে বর্ধমান জেলা। সেখানে সাক্ষরতার হার ৭৭.১৫ শতাংশ।
    অষ্টম স্থানে রয়েছে দক্ষিণ ২৪ পরগনা। এই জেলায় সাক্ষরতার হার ৭৮.৫৭ শতাংশ। সপ্তম স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা। এই জেলায় সাক্ষরতার হার ৭৯.০৪ শতাংশ।
    এরপরই রয়েছে দার্জিলিং জেলা। দার্জিলিংয়ে সাক্ষরতার হার ৭৯.৯২ শতাংশ। দার্জিলিংয়ের পরেই রয়েছে হুগলি জেলা। হুগলিতে সাক্ষরতার হার ৮২.৫৫ শতাংশ। পিছিয়ে নেই হাওড়াও। সাক্ষরতার হারে চতুর্থ স্থানে রয়েছে হাওড়া। এই জেলায় সাক্ষরতার হার ৮৩.৮৫ শতাংশ।
    তৃতীয় স্থানে থাকা জেলা উত্তর ২৪ পরগনা। এই জেলায় সাক্ষরতার হার ৮৪.৯৫ শতাংশ। দ্বিতীয় স্থান অবশ্য দখল করেছে রাজধানী কলকাতা। কলকাতায় সাক্ষরতার হার ৮৭.১৪ শতাংশ।
    পূর্ব মেদিনীপুর। এই জেলায় সাক্ষরতার হার ৮৭.৬৬ শতাংশ।
    Travel Shooters,
    #westbengal #education #mosteducateddistrict #travelshooters

Komentáře • 114