Video není dostupné.
Omlouváme se.

একবারের আয়োজন, সারাবছরের পুঁইশাকের চাহিদা পূরণ। পুঁইশাক। ছাদে পুঁইশাক।

Sdílet
Vložit
  • čas přidán 14. 06. 2024
  • একবারের আয়োজন, সারাবছরের পুঁইশাকের চাহিদা পূরণ। পুঁইশাক। ছাদে পুঁইশাক।#ssroofgarden #rooftopgarden ‪@shykhseraj‬
    আসসালামু আলাইকুম। এস এস রুফ গার্ডেনের পক্ষ থেকে সবাইকে আন্তরিক এবং স্বাগতম। আজকের আপনাদের সামনে পুইশাকের ভিডিও নিয়ে হাজির হয়েছে। আজকের এই ভিডিওতে অনেক উপকারী তথ্য রয়েছে যা আপনাদের বিশেষ উপকারে আসবে।
    ছাদে পুইশাকের চাষ সহজেই করা যায়। বীজ পানিতে ভিজিয়ে রাখতে হবে ৬ ঘন্টা। মাটিতে রোপনের ৪/৫ দিনের মধ্যে বীজ অংকুরোদম হয়ে যাবে।
    পুইশাকের চাষ ছাদবাগানে অনায়াস করা যায়। মাচা করে পুইশাকের চাষ করলে কয়েকগুন বেশী পুইশাক পাওয়া যায়।
    পুইশাকের পাতায় মাঝে মাঝে কিছু দাগ পড়ে যায়। অনেকেই এটাকে রোগ বলে আখ্যায়িত করেন। কিন্তু এটা রোগ নয় । মূলত নাইট্রোজেনের অভাবে এই সমস্যাটি দেখা যায়।
    পুইশাক যত কাটা হবে তত বাড়বে। তাই পুইশাক খাওয়ার উপযোগী হলে কেটে ফেলতে হবে। তাহলে আরো কয়েকগুন হারে পুখি ছাড়বে।
    পুইশাক জৈবিক উপায়ে চাষ করা যায়। গোবর, খৈলপচা পানি, চা পাতা অথবা লিকুইড কম্পোষ্ট ব্যবহার করতে পারেন।

Komentáře •