চিন্তা করলেই কি ধনী হওয়া যায়?? Conversation Between Zaved Parvez & Mahmudul Hasan Sohag

Sdílet
Vložit
  • čas přidán 19. 08. 2024
  • চিন্তা করলেই কি ধনী হওয়া যায়?? Conversation Between Zaved Parvez & Mahmudul Hasan Sohag
    ভিডিও টি দেখলে কিংবা এই বইটি পড়লেই কি আপনি প্রচুর টাকা পয়সার মালিক হয়ে যাবেন??
    উত্তর হচ্ছে, “না”।
    এই বইটি পড়লে জানা যাবে আপনার ধনী হওয়ার পথে বাধা কি এবং কি করলে সেই বাধা অতিক্রম করা যাবে।
    এই বইটির মূল্যায়ন তখন করতে পারবেন যখন এই বই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনি জানবেন। আসুন জেনে নেই এই বই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
    • এই বইটির বয়স প্রায় ৮২ বছর।
    • নন ফিকশন বইয়ের বেস্ট সেলিং তালিকায় এই বইয়ের স্থান ১ এ।
    • ২০ বছর রিসার্চ করার পর এই বইটি লেখা হয়েছে। প্রথম ৫ বছর এন্ড্রু কার্নেগী এবং তার পরবর্তী ১৫ বছর অন্যদের উপর রিসার্চ করেছেন।
    • নেপোলিয়ন হিল এই বইটি এন্ড্রু কার্নেগী সহ ঐ সময়কার ৩০ জন ধনী ব্যাক্তিদের জীবনের উপর রিসার্চ করে লিখেছেন।
    • কপি রাইট আইন মেনে এই বইটি ১০ কোটি কপির উপরে বিক্রি হয়েছে।
    সুতরাং এটা সুন্দর করে বোঝা যাচ্ছে এই বইয়ে লেখা, ধনী হওয়ার যে ১৩ টি সূত্র, তা অনেক যাচাই বাছাই এবং রিসার্চের ফলাফল। এখন প্রশ্ন একটাই, এই বইয়ের সূত্রগুলো আপনি বুঝে আপনার জীবনে প্রাকটিস করতে পারছেন কিনা।
    চ্যানেলটি সাবসক্রাইব করতে ক্লিক করুনঃ / @rokomariofficial
    ঘরে বসে বইটি সংগ্রহ করতে কিংবা কিছু অংশ পড়তে ভিজিট করুন-
    ইংরেজি ভাষায়- www.rokomari.c...
    বাংলায় অনুবাদ- www.rokomari.c...
    আজকের আলোচনায় অংশ নিলেন রবির ভাইস প্রেসিডেন্ট এবং ড্রিমস ফর টুমরো, ফাউন্ডার, সি ই ও জাভেদ পারভেজ এবং অন্যরকম গ্রুপের চেয়ারম্যান মাহমুদুল হাসান সোহাগ।
    জাভেদ পারভেজের লেখা বইগুলো পেতে ভিজিট করুন- www.rokomari.c...
    জাভেদ পারভেজের বিভিন্ন লেকচার দেখতে ভিজিট করুন- / @zavedparvez

Komentáře • 298

  • @RokomariOfficial
    @RokomariOfficial  Před 3 lety +16

    ঘরে বসে বইটি সংগ্রহ করতে কিংবা কিছু অংশ পড়তে ভিজিট করুন-
    ইংরেজি ভাষায়- www.rokomari.com/book/109392/
    বাংলায় অনুবাদ- www.rokomari.com/book/116722

    • @shakhawathossain3555
      @shakhawathossain3555 Před rokem +1

      ৩মাস হলো বই অর্ডার করেছি এবং বিকাশে পেমেন্টও করে দিয়েছি কিন্তু বই এখনও পাইনি নক করেও কোন সদুত্তর পাচ্ছিনা আবার বই অর্ডার করতে বলা হচ্ছে!

    • @prosantokumardas4971
      @prosantokumardas4971 Před 8 měsíci

      Khankir pola

  • @muslimprofessionalsbd
    @muslimprofessionalsbd Před 4 lety +208

    সোহাগ ভাই - পবিত্র কুরআন নিয়ে একটা আলোচনা করুন। এর স্বর্বজনীনতা এর অলৌকিকত্ব এখানে বর্ণিত সহজ জীবন দর্শন। এর সাহিত্যশৈলি ইত্যাদি নিয়ে।

    • @farianova7570
      @farianova7570 Před rokem

      Right

    • @fardeenahammedbhuiyan6019
      @fardeenahammedbhuiyan6019 Před rokem +4

      Bhai quran ato vast information ase eta summarry kora onk tough bhalobahbe korte 24 hour o enough na
      Ar jeno teno bhabe korle Allah naraz hote paren

    • @nessaruddin6541
      @nessaruddin6541 Před rokem +1

      Need,

    • @MasumAustralia
      @MasumAustralia Před rokem +1

      কুরআনে কিভাবে বিলিয়নিয়ার হউয়া যায় সেটা কি দেয়া আছে?

    • @hilalurrahman6746
      @hilalurrahman6746 Před rokem

      I am agree with you 💯💯💯

  • @mdsayem1444
    @mdsayem1444 Před 4 lety +75

    জ্ঞানের প্রতি যথেষ্ট তৃষ্ণা থাকা সত্ত্বেও ইংলিশে বই পড়তে না
    পারার কারণে বিশ্বের উন্নত চিন্তাভাবনা ও জ্ঞান থেকে প্রতিনিয়ত বঞ্চিত হচ্ছি এ কথাটি চিরসত্য ।
    আজকের রকমারি বই কথায় মাহমুদুল হাসান সোহাগ স্যারের সর্বশেষ কথা ইংলিশ এ বই পড়তে না পারলে পৃথিবীর অনেক উন্নত জ্ঞান থেকে বঞ্চিত হতে হবে এই কথাটি আমাকে সবচেয়ে বেশি চিন্তিত করে তুলেছে।

    • @mohammedmiah7076
      @mohammedmiah7076 Před rokem

      দুনিয়ার জন্য English ভাষা essential

  • @AshrafulIslam-xn6qv
    @AshrafulIslam-xn6qv Před rokem +8

    একদম সংক্ষেপে যদি বলি 'ধনী হওয়ার সিক্রেট কী ?'
    ১. প্রচন্ড ইচ্ছা থাকতে হবে
    ২. কঠোর পরিশ্রমী হতে হবে
    ৩. জ্ঞান থাকতে হবে ( আমরা জানি , knowledge is one's own property, no one can take it away.)
    কেউ যদি সুখী ও ধনী হতে চায়-
    ১. সৃষ্টিকতার উপর বিশ্বাস থাকতে হবে
    ২. ইচ্ছা থাকতে হবে
    ৩. কঠোর পরিশ্রমী হতে হবে
    ৪. জ্ঞান থাকতে হবে
    ৫. দানশীল হতে হবে

    • @AshrafulIslam-xn6qv
      @AshrafulIslam-xn6qv Před rokem

      কিন্তু আমরা কেউ অনুসরণ করি না

  • @milanbala
    @milanbala Před 4 lety +30

    "They dedicate their life something new and something valuable."
    আমি নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তান।সেই শৈশব থেকেই মুটামুটি ভালই আর্থিক অভাব-অনটনের মধ্যদিয়ে বড় হচ্ছি।স্বভাবতই আজ পর্যন্ত আমার মূল টার্গেট হল 'আর যা-ই হোক প্রচুর টাকা ইনকাম করতে হবে'।অর্থাৎ, আমার ফোকাস পয়েন্ট হল 'টাকা'।কিন্তু, আজকের আলোচনার একজন মনোযোগী ছাত্র হিসেবে মনে হচ্ছে আমার ফোকাস পয়েন্টে একটা বড়সড়ো পরিবর্তন আনা আসলেই অনেক গুরুত্বপূর্ণ।

    • @jotanmazumder8994
      @jotanmazumder8994 Před 4 lety +3

      আপনার প্রোডাক্ট বা সাভি'স যদি অন্যের প্রয়োজনীয় কিছু হয় তাহলে সে এটি লুফে নিবে। আর প্রফিট বাই প্রোডাক্ট

  • @abdullahalmamun7686
    @abdullahalmamun7686 Před 3 lety +10

    জ্বি স্যার আলহামদুলিল্লাহ। আপনাদের এরকম বই পড়ার অভ্যাসটা অনেকেরই খুব কম।
    স্যার আমার একটা অনুরোধ মহা গ্রন্থ আল কোরআন নিয়ে ক্লাস নিলে অনেক বেশি খুশি হবো

  • @user-zc6xz4xf7p
    @user-zc6xz4xf7p Před 4 lety +9

    সোহাগ ভাইকে যতই দেখি ততোই মুগ্ধ হই। তিনি নিজেই একটা মেগনেট।

  • @armanhossen2668
    @armanhossen2668 Před 3 lety +6

    আমি যদি বই পড়ার স্পৃহাটা হারিয়ে ফেলি তখনই এসে এই প্লেলিস্ট গুলো দেখা শুরু করি। 👌

  • @nayeemahmed5169
    @nayeemahmed5169 Před 4 lety +13

    আসলে যারা সফল তারা এরকম ১৩ টা সূত্র মেনে সফল হয় না, , তাদের থাকে একটা নির্দিষ্ট জিনিসের প্রতি প্রচন্ড "ভালোবাসা বা,আবেগ বা জেদ " । সূত্র মূলত এই একটা সেটা হলো "আবেগ" । এই একটা জিনিস থাকলে বাকী ১৩ টা সূত্র আপনা আপনিই এক্সিকিউট করবে ।

  • @rrratan4523
    @rrratan4523 Před 3 lety +5

    আমার কাছে সবচেয়ে উপকারী কথা হচ্ছে "Burning desire থেকে আমরা যখন কাজ করা শুরু করি আর কিছু লাভ করি বা প্রশান্তি পাই তখন এটা ধীরে ধীরে বিশ্বাসে পরিণত হয় ।"আশা করি কিছু লাভ করা পর্যন্ত Burning desire এর নির্দেশনা মেনে চলব ইনশাল্লাহ।

  • @md.rahat-ul-ashekin2821
    @md.rahat-ul-ashekin2821 Před 4 lety +4

    আপনারা আমাদের মত অলস অথচ তরুণ (😉) উদোক্তা দের জন্য যা করছেন, এটা অনেক অনেক বছর পরে গিয়েও আমরা মনে রাখব, যদি একদিন বড় হই। আমার ভেবে খুবই গর্ব হচ্ছে যে, আমাদের বাংলাদেশে এমন চমৎকার একটা উদ্যোগ নেয়া হয়েছে। রকমারি কে ধন্যবাদ। Go ahead 👍

  • @opi0078
    @opi0078 Před 4 lety +12

    ভিডিওটার আমার কাছে সব থেকে important portion মনে হইছে burning desire এবং desire এর প্রতি faith রাখা।কারন কোনো বিষয়ের উপর burning desire থাকলে তা achieve করা possible.At any cost সেটাকে achieve করতেই হবে,এবং burning desire এর সাথে desire এর প্রতি faith থাকাটা এই জন্য important কারন desire achieve করতে হলে মাঝে মাঝে failure আসতে পারে,যদি desire এর প্রতি true faith থাকে তাহলে desire এর প্রতি অনড় থাকা যায়,এবং target এ reach করা যায়।
    amar desire holo Sohag vaier sathe meet kora.....love u sohag vai u r doing e great job.

  • @najimuddin7031
    @najimuddin7031 Před 3 lety +4

    জাবেদ ভায়ের কথাটা আমার অনেক ভাল লাগছে,,,simply একটা কথা unsuccessful হওয়ার পিছনে আমরা নিজেরাই দায়ী।।

  • @md.akbarhossain6124
    @md.akbarhossain6124 Před 4 lety +1

    এই আলোচনা থেকে আমাকে সবছেয়ে বেশি প্রভাবিত করেছে যে ব্যাপারটা বা যে টপিকস টা সেটা হল "Burning Desire"... কারন একজন মানুষ যদি ভাবে আমার পিছনে যাওয়ার কোন সুযোগ নেই সামনে তাকানো ছাড়া, তাহলে তার কাঙ্ক্ষিত সফলতা তার হাতে ধরা দিবেই, দিতে বাধ্য, এবং আমার জীবনের সাথে আমি এটার "Burning Desire" এর খুব মিল পেয়েছি, আমি যখন আমার জীবনে খুব ক্রাইসিস মুহূর্তে ছিলাম, তখনই আমি যে সিদ্ধান্তটা নিই সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করি এবং সেটার উপর অটল থাকি এবং আমি ভাবি আমার পেছনে ফেরার কোন সুযোগ নেই, এবং সর্বশেষ আমি সফল হই। Mahmudul Hasan Shohag ভাইকে ধন্যবাদ এরকম একটা বই নিয়ে আলোচনা করার জন্য ।

  • @Muaz98.
    @Muaz98. Před 4 lety +4

    জাভেদ ভাইয়ের বইয়ের অপেক্ষায় রইলাম।

  • @mohammadhoque558
    @mohammadhoque558 Před 4 lety +18

    Assalamualaikum. 6 learning lessons I get from here.
    1.The rich people contribute for the charity of the society.
    2.People who become successful in their field, they donot work for money, money is only of the consequences of them.
    3.Burning desire is the first step to achieve anything.
    4.Desire must be definite.
    5.Get a mastermind, who achieved mastery in your desired field.Bulid an emotional transaction with them.
    6.Never give up, always work for your dream.

  • @sssystem1575
    @sssystem1575 Před 4 lety +12

    সোহাগ ভাইয়ের ফ্যান হতে হলে আসলেও যোগ্যতা প্রয়োজন কথাটা 100% সত্য। এতোদিন নিজেকে সোহাগ ভায়ের ফ্যান ভেবে এসেছি, এখন একটু ভয়ে আছি সোহাগ ভায়ের ফ্যান হতে পারবোতো?

  • @AminulIslam-lb1eg
    @AminulIslam-lb1eg Před 4 lety +1

    এই বই নিয়ে আলোচনার অনেক অংশ আমার কাছে ভালো লেগেছে। এর মধ্যে আমার সবচেয়ে ভালো লেগেছে এমন তিনটি পয়েন্ট হলঃ
    ১.ধনী যে টাকা পয়সা ছাড়া হওয়া যায় এটা জেনে অনেক ভালো লাগল।জানার দিক দিয়ে বা অন্য কিছু দিয়ে ধনী হওয়া যায় এটা প্রথম জানলাম।
    ২.একসময় কার সবচেয়ে ধনী ব্যাক্তি যে তার ৭০% সম্পদ দান করে দিলো এটা শুনে অবাক এবং মোটিভেট হলাম।
    ৩.তিন চার ফুট নিচে সোনার খনি ছিল এটা ও আমাকে ভাবিয়েছে।
    সব কিছুই ভালো ছিল। ধন্যবাদ এমন ভাবে বই সম্পর্কে জানানোর জন্য।

  • @abudardajubaer246
    @abudardajubaer246 Před 4 lety +13

    38:00 এই অংশটা ভাইয়া আমাকে সবচাইতে বেশি অনুরণিত করেছে। কারণ ইদানিং কালে আমি ধর্ম বিশ্বাস নিয়ে কিছুটা স্ক্যাপটিকাল ছিলাম। কিন্ত এই অংশ টায় আমি সোহাগ ভাইয়ার কথার কারণে, কিছুটা deeply ধর্ম নিয়ে পড়াশোনা করার সিদ্ধান্ত নিয়েছি এবং আরো wisely think করার ইচ্ছা পোষণ করেছি।
    এছাড়াও 22:00 এই অংশে বার্নস এর ও এডিসন এর ঘটনা টা তো আমার জীবনে ঘটানোর পরিকল্পনা আমিই করতেছিলাম এতদিন যাবৎ যা এমন ভাবে মিলবে আমি কল্পনাও করিনি, tbh। (God sake) কারণ আমি অনেক আগেই সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি যেভাবেই হোক সোহাগ ভাইয়ার ব্যাবসার পার্টনার হবো। আর এই অংশটায় আমি আমার পরিকল্পনা বাস্তবায়নের জন্য burning inspiration পেয়েছি 😉। Now I believe I'll definitely be a partner of u সোহাগ ভাইয়া whatever it takes.
    Btw,
    Thanks a lot guys for making this series.
    No one would ever be able to understand that how much this series is helping me to build a better version of me.

  • @learnoncologytogether
    @learnoncologytogether Před 4 lety +2

    বইটি পড়তে গিয়ে মাঝে মাঝে আমাকেও স্কিপ করে যেতে হয়েছে। তবে আমার সৌভাগ্য হয়েছে যে আমি জাহিদ পারভেজ ভাইয়ের সবগুলি বই এর ক্লাসে ছিলাম। প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে উনি যেভাবে বর্ননা করেছেন, বই ছেড়ে ছেড়ে পড়েও আমার মোদ্দা কথা বোঝা হয়ে গিয়েছে। তাই যাদের বইটি নিয়ে আরো বেশি আলোচনা বা চিন্তার ইচ্ছা থাকে, জাহিদ পারভেজ ভাইয়ের ভিডিও গুলা আপনার ভালো লাগবে।
    এখানেও ভালো আলোচনা হয়েছে। স্বল্প সময়ে আর কতটুকু সম্ভব।
    অনীশ দাস অপুর অনুবাদ আসলেই ভালো।

  • @nafiulmomin8527
    @nafiulmomin8527 Před 4 lety +1

    সোহাগ ভাইয়ের নিজস্ব চ্যানেল চাই। এবং সেই চ্যানেলে ভাইয়ের নিয়মিত আলোচনার ভিডিও চাই। ইউটিউবে আপনার সবগুলো ভিডিও আমি দেখেছি। যেটা আমাকে জীবনের মিনিং বুঝতে হেল্প করছে। আপনার কথা শুনে আমি নতুন করে চিন্তা করতে শিখেছি। আর এটা আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। thinking is the superpower of the world i think. ধন্যবাদ সোহাগ ভাইয়া।
    আপনার চ্যানেলের ব্যাপারে একটু ভেবে দেখবেন।

  • @AshrafulIslam-tf3rs
    @AshrafulIslam-tf3rs Před měsícem

    সোহাগ স্যারের প্রত্যেকটা আলোচনা আমার খুবই ভালো লাগে ❤️❤️❤️

  • @orio6708
    @orio6708 Před 4 lety +2

    আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে সোহাগ ভাইয়ের ৩ বছরের মেয়ে ওই লোকের নাম বলতে পেরেছে, আমি একবার শুনে নিজেই ভুলে গেলাম।

  • @minhazulhasan6
    @minhazulhasan6 Před 4 lety +6

    আলহামদুলিল্লাহ্‌, আমি এ বইটা আজ পর্যন্ত ৬ বার পড়ে ছি, কিন্তু আজ এ ভিডিওটা দেখে আর ও মনের নিজের কিছু প্রশ্ন, নিজেই প্রশ্ন সমাধান করেছি,
    এ বইটা পড়লে নিজেকে চেনার জন্য সর্ব উত্তম। কারন কেউ যদি নিজেকে না চিনে তাহলে সে রিচ শব্দবহ দেখলেই কল্পনা করবে টাকা, কিন্তু এটা নয়, আমি নিজে পড়ে নিজেই নিজেকে চিনেছি

  • @mmakjn
    @mmakjn Před 4 lety

    হুম এটা খুব গুরুত্বপূর্ণ অংশ ছিল যে, মানুষ অবশ্যই এ লক্ষ্য ঠিক করে কিছু করা ঠিক হবেনা শুধু টাকা উপার্জন করা। আত্মতৃপ্তি এবং মানুষের জীবন মান পরিবর্তন যেনো হয় লক্ষ্য এবং উদ্দেশ্য। Thanks সোহাগ ভাই, thanks রকমারি।

  • @BabuVhaai
    @BabuVhaai Před 2 lety

    এই অনুষ্টান থেকে আমি যা শিখেছি আর তা হলো একটি বই বার বার পড়তে হয়। একটি বই একবার পড়ে ঐ বইয়ের মূল মেসেজ পাওয়া অনেকটা অসম্ভব।

    • @BabuVhaai
      @BabuVhaai Před 2 lety

      বইটির আজকে পড়া শুরু করেছি। ভূমিকা পর্যন্ত পড়েছি, তারপর এই টকশোর কথা মনে পড়ে গেল, তাই দেখতে এলাম।

  • @insaanchy7136
    @insaanchy7136 Před 4 lety

    এই আলোচনার যে অংশটি আমার সাথে দারুণভাবে মিলেছে তা হল এই বইটি সম্পর্কে আমার ধারণা আজকের পূর্বে। সত্যি বলতে কি রকমারীতে ব্রাউজ করতে গিয়ে যতবার বইটি আমার সামনে এসেছিল আমার মনে হয়েছে মোটিভেশনের খুব সাধারণ একটি বই। তাই আর কখনো ওভাবে আগ্রহ জন্মায়নি কেনার ব্যাপারে। তাছাড়া সেভেন হ্যাবিটস্ অব হাইলি এফেক্টেড পিপল পড়ার পর সেল্ফ ডেভেলপমেন্টের অন্য বইগুলো হালকা লাগতে শুরু করে যদি না কেউ পারসোনালী রিকমেন্ড করে।
    আজ জেনে ভাল লাগল সেভেন হ্যাবিটস্ এর চেয়েও আরো ডেপথ বুক আছে। ধন্যবাদ সোহাগ ভাই ও জাবেদ পারভেজ ভাইকে সুন্দর আলোচনার মাধ্যমে বইটি তুলে ধরার জন্য।

  • @mohammaodalim7572
    @mohammaodalim7572 Před rokem

    সব চাইতে ভাল লেগেছিল এই ভাবে কাজ করলে উপকৃত হব, কেন করছি জানি না, পাচশত মানুষ এর মতামত এই বইয়ের মধ্য আছে ❤❤❤

  • @Biobot
    @Biobot Před 4 lety

    সবচেয়ে আকর্ষণীয় লেগেছে আমার কাছে ফিজিক্স বই এবং এ ধরণের গাইডলাইনাপ রিলেটেড বই পড়েও জীবনে কিছু না করতে পারার উদাহারনটা। কেননা আমিও একজন ইন্টারে পড়ুয়া ছাত্র, এবং আমার জিবনে আজ অবধি কোন জ্ঞানই বাস্তবে কাজে না লাগাতে পারা আমি এর সবচেয়ে ভালো দৃষ্টান্ত।

  • @shawonsaha8662
    @shawonsaha8662 Před 4 lety +1

    আমার কাছে burning Desire টা অনেক ভাল লেগেছে।
    এটা অনেক টা এমন যে,আমার কাছে একটা লক্ষ্য আছে সেই লক্ষ্য এর একটি মাত্র রাস্তা আছে।সেই রাস্তার কোন বাম বা ডান রাস্তা নেই এমনকি আমি যতটুকু রাস্তা এগিয়ে এসেছি ঠিক তার পেছনের রাস্তা টুকু শেষ হয়ে গিয়েছে।সেই চলার পথে যত বাধা আসবে তা আমার সফলতার এক একটি সিড়ি। এই সিড়ি গুলোকেই যদি আমি faith এ convert করতে পারি তাহলেই সফলতা আসবে।মানে আমার বাধা গুলোকে আমি আমার লক্ষ্যর এক একটি faith মনে করতে হবে।এর যার ফলে আমি মানসিক,আর্থিক,সামাজিক সকল ভাবে Rich হতে পারব।

  • @akteromor4499
    @akteromor4499 Před 4 lety +1

    বই নিয়ে কথা বলার এই ভিডিও, আমার কাছে অনেক ভালো লেগেছে। আরোও ভালো অনেক বই নিয়ে ভিডিও দেখতে চাই, আল্লাহ আপনাদের দীর্ঘজীবি করুক।

  • @user-zz9ep2cu9c
    @user-zz9ep2cu9c Před 2 lety

    সোহাগ ভাই আমি আপনাকে নিয়মিত দেখি এবং শুনি জানার চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি মানতে চেষ্টা করছি আলহামদুলিল্লাহ।
    আপনাদের এই আলোচনার যে বিষয়ট। আমাকে বেশি মুগ্ধ করেছে তা হলো মানুষ টাকার পিছনে ছুটতে গেলে তো একটা সময় হয়রান হবে কিন্তু তাকে এমন কিছু করতে হবে যাতে টাকা তার কাছে অটোমেটিক চলে আসে লাইক দিস ম্যাগনেট।
    অ্যামিজিং

  • @learnwithimran9743
    @learnwithimran9743 Před 4 lety +1

    আপনাকে অনেক ধন্যবাদ৷ কিছু চ্যানেল না বললেও মানুষ সাবস্ক্রাইব করবে। এই রকমারি চ্যানেল তাদের মধ্যে একটি।

  • @grameencomputer405
    @grameencomputer405 Před 3 lety +2

    অসাধারণ ধন্যবাদ আপনাকে। আল্লাহ আপনাদের নেক হায়াত দান করুন।

  • @productive-muslim
    @productive-muslim Před 4 lety +2

    Burning desire দিয়ে বড় কিছু করা সম্ভব কিন্তু আমার পরিবেশ আমার burning desire করতে দিবে কিনা এটা চিন্তার বিষয়।তবে যাইহোক আমি যেই পরিস্থিতিতে থাকি না কেন learning attitude আমাকে অনেক কিছু সম্পর্কে জানাবে,আমাকে positive করবে,শিখতে শিখতে আমি হয়ত Socrates এর Know Thyself কথাটির গভীরে যেতে পারব।তারপর beginner's mind থেকে zen mind হব। এভাবে নিজের mind কিভাবে কাজ করে তা জানব,বুঝব আর action নিব।Subconscious mind কে ট্রেইন করার মাধ্যমে সেই habit গুলো form করব যেটা আমার জীবনের উদ্যেশ্যের সাথে সমান্তরাল।সেই অভ্যাস জ্ঞান আমাকে humble করবে EQ শেখাবে,আমি মানুষের সাথে spiritually connect হতে পারব।হয়ত এভাবেই আমি magnet হব,যার গুন,অভ্যাস,জ্ঞান well defined সফলতাকে attract করে,মানুষের সংস্পর্সে আসলে মানুষকে পরিবর্তন করে।

  • @taherabizli2930
    @taherabizli2930 Před 4 lety

    এই বইটি আমি অনেক আগে একবার পড়েছিলাম এবং "ল অফ অ্যাট্রাশন"-এর উপরে একটা """দ্যা সিকরেট""--- বইটা ও পড়েছিলাম।এই ২টো বইয়ের মধ্যে কোথায় যেন একটা মিল খুঁজে পেয়েছিলাম।কিন্তু আমার চিন্তাকে কন্ট্রোল করতে পারতাম না বলে আস্তে আস্তে ২টি বইয়ের থেকে একদম দূরে সরে গিয়েছি।কিন্তু আজকের পুরো আলোচনায় আবার নতুন করে শক্তি পাচ্ছি বই ২টোর মধ্য থেকে নতুন করে চিন্তার অনুশীলনে র জিবনকে পরিবর্তন করার।ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি এরকম একটা অনুষ্ঠান সম্প্রচারণের জন্যে।

  • @mizanulislam4766
    @mizanulislam4766 Před rokem

    আমার লাইফের সেরা শো দেখলাম। নিজের কাজে উৎসাহও পেলাম। আজ থেকে আমিও আমার জীবনের লক্ষ্য নির্ধারণ করলাম।

  • @tonmoyahmed3188
    @tonmoyahmed3188 Před 4 lety

    এখানে শেখার মেইন পয়েন্টটা হচ্ছে মূলত
    একদিনে কিংবা এক মাসে কোন কিছু পাওয়া বা অর্জন করা সম্ভব না এর পিছনে অনেক ত্যাগ, ধৈর্য, তীব্র ইচ্ছা,আকাঙকা থাকতে হবে এবং সময় নিয়ে কাজ করে যেতে হবে... ইনশাল্লাহ এখন থেকে আমি এই কথা বা অার্দেশ পালন করব
    ধন্যবাদ সোহাগ স্যার এবং জাবেদ পারভেজ স্যার..... 😍

  • @sagarsiddiqui5927
    @sagarsiddiqui5927 Před 4 lety +1

    আমার কাছে মনে হয়েছে এই বইটিতে উল্লেখিত সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় "Burning Desire" একজন মানুষকে সাফল্যের সর্বোচ্চ চূড়ায় নিয়ে যেতে পারে।
    "Alchemist by Paulo coelho" বইটি একটা লাইন উল্লেখ করি "when you want something, all the universe conspires in helping you to achieve it." এর মানে দাড়াচ্ছে "আমার কোন চাওয়া আমি খুব তীব্রভাবে চাইলে , আমার সেই চাওয়া অর্জন করার জন্য পুরো মহাবিশ্ব সহযোগীতা করবে।" এবং একজন মানুষ বিনা পারিশ্রমিকে ২০ বছর ধরে ২০০ জন মানুষের পিছনে কাজ করার ধৈর্য্য এবং শ্রমই বুঝিয়ে দেয় "Burning Desire" কেমন হতে পারে অথবা কেমন হলে সাফল্য এসে ধরা দিবে হাতের মুঠোয়।
    এইরকম দারুণ কিছু বই পরিচয় করিয়ে দেওয়ার জন্য, রকমারির বইকথার এপিসোড গুলোর সাথে যারা সম্পৃক্ত, সবাইকে ধন্যবাদ।

  • @mdkamrulhasan5845
    @mdkamrulhasan5845 Před 4 lety

    ভিডিওটি দেখে যা বুঝলাম এক কথায় বলতে গেলে সবকিছু ডিফারেন্টলি চিন্তা করানোই বইটির মুল উদ্দেশ্যগুলোর মধ্যে একটি । আর একটি কথা হচ্ছে সবকিছুর উপর একটি তীব্র ইচ্ছা থাকা এবং সেটার উপর সত্যকার অর্থে প্রবল বিশ্বাস থাকা, যে এটা করলে এটা হবেই, এটি হচ্ছে বইটির একটি অন্যতম উল্লেখযোগ্য দিক। ধন্যবাদ আপনাদেরকে আমাদেরকে এমন একটি শিক্ষনীয় ভিডিও উপহার দেওয়ার জন্য।

  • @abujahid1267
    @abujahid1267 Před 4 lety +1

    বইটি আমি একবার পড়েছি । আজকের আলোচনা থেকে বেশ কিছু বুঝলাম । এরকম ভিডিও আরও চাই ভাই । ভিডিও সময় আরও বেশি হলে ভাল হত ভাই ।

  • @alamgirsk7520
    @alamgirsk7520 Před 3 lety +1

    আল্লাহ আপনার প্রচেষ্টা কে কবুল করুন সোহাগ ভাই।।।। আমিন।।।

  • @ASLAMKHAN-rk4dp
    @ASLAMKHAN-rk4dp Před rokem

    বই পড়লে মানুষ অজানা কে জানতে পারে,বই পড়ার মাধ্যমে মোটিভেট হয়ে সঠিক গন্তব্য পৌছাতে পারে,যদি পাঠকের জানার এবং সঠিক পথ পাওয়ার আগ্রহ থাকে।

  • @MdAlAmin-fk4lz
    @MdAlAmin-fk4lz Před 4 lety

    burning desire ব্যপারটি খুবই ভাল লেগেছে,আমি এ ব্যাপার এ আরও deep understanding ও সেই ভাবে কাজে লেগে থাকার চেষ্টা করছি। ধন্যবাদ, আমার প্রিয় সোহাগ ভাইয়াকে।এধরনের video আর দিতে অনূরুধ।

  • @ashadullahalgalib4808
    @ashadullahalgalib4808 Před 4 lety +2

    থিংক অ্যান্ড গ্রো রিচ
    বইটির ইন্টারভিউটি অনেক সুন্দর হয়েছে। তাছাড়াও আমার মনে হয় ইন্টারভিউটি আরো সুন্দর করা যেত!
    তো যাই হোক, ২ মিনিটে বইটি সম্পর্কে আমার কমেন্টে রিভিউ :
    ১. বার্নিং ডিজায়ার: এটা হল কোন কিছুকে পাওয়ার তীব্র আকাঙ্ক্ষা বা কোন কিছু করার তীব্র আকাঙ্ক্ষা।
    যেমন, 1871 গ্রেট শিকাগো ফায়ার, যা মার্শাল ফিল্ড তার তীব্র আকাঙ্ক্ষায় তৈরি হয়েছিল।তারপরে কলাম্বাসের উদাহরণ দেওয়া যেতে পারে তারপর এবং রাইট ব্রাদার যারা এরোপ্লেনের স্বপ্ন দেখেছিল।
    ২. Faith/আস্থা: নিজের প্রতি সব সময় পজিটিভ চিন্তা করতে হবে।
    এবং বার্নিং ডিজাআর কে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। যেমন মহাত্মা গান্ধী তার নিজের প্রতি বিশ্বাসের কারণেই তিনি জয় করতে পেরেছিল।
    ৩. অটোসাজেশন: অটোসাজেশন আমাদেরকে কন্ট্রোল করতে হবে।
    পজিটিভ সাজেশন গ্রহণ করতে হবে এবং নেগেটিভ সাজেশন থেকে দূরে থাকতে হবে।
    ৪. স্পেশালাইজড নলেজ: যে ফিল্ডে আপনি কাজ করতে চান শেফিল্ড আপনাকে দক্ষ হতে হবে। যেকোনো পার্টিকুলার ফিল্ডে আপনার নলেজ একদম পারফেক্ট হতে হবে।
    ৫. ইমাজিনেশন: নিজের কল্পনাশক্তিকে বৃদ্ধি করতে হবে। যদি আমাদের কল্পনাশক্তি না থাকতো তাহলে আমরা বিমানের স্বপ্ন কখনোই দেখতে পারতাম না এবং সূর্যের ওজন আমরা মাপতে পারতাম না এবং ভবিষ্যতেও অন্য কোন গ্রহে যেতে পারতাম না।
    ৬. অর্গানাইজড প্ল্যানিং: আপনি আপনার কাজের জন্য যে প্ল্যানিং করে থাকুন না কেন আপনার এখন থেকেই শুরু করতে হবে। এখানে একটা কথা বলা যেতে পারে, আপনি কত তাড়াতাড়ি সফল হবেন এটা নির্ভর করে আপনি কত তাড়াতাড়ি এটা শুরু করেছেন।
    ৭. ডিসিশন: ডিসিশন নিতে আমাদের ডিনামিক হলে চলবে না আমাদেরকে প্রক্রাস্টিনেশন থেকে দূরে থাকতে হবে।
    ৮. Persistence/ অধ্যাবসায়: এটা আপনার প্যাশান বাঁকা আজকে সব সময় চার্জ করবে।
    ৯. পাওয়ার অফ দা মাস্টার মাইন্ড: আপনার কাজের জন্য যে লোকগুলো প্রয়োজন সকলকে একত্র করে আপনার কাজটি করার চেষ্টা করুন।
    ১০. The Mystery of Sex Transmutation: এটা সম্পর্কে আমি বেশি কথা বলবো না কারণ আমি ছোট আমি এই বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছি এখন অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছি এখন ও কথাও চান্স হচ্ছে নি আর একটা পরীক্ষা আছে দেখা যাক কি হয় ।
    তবে এতটুকু বলা যায় যে আব্রাহাম লিংকনের সফলতার পিছনে তার স্ত্রী Mary Todd Lincoln এর অবদান অনেক বেশি।
    ১২. সাবকনসাস মাইন্ড: আমাদের ভিতরে দু'ধরনের মাইন্ড কাজ করে একটা হল পজেটিভ ইমোশনস এন্ড আর একটা হল নেগেটিপ ইমোশন।
    😄মেজর পজেটিভ ইমোশান যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো হলো: ১. বার্নিং ডিজায়ার।
    ২. ফেইথ বা আস্থা।
    ৩. Love. 4. Happiness. 5. Romance. 6. Enthusiasm/উদ্যম । 7. Hope.
    😭মেজর নেগেটিভ ইমোশান যেগুলো আমাদের বর্জন করা উচিত সেগুলো হলো:
    ১. রাগান্বিত হওয়া, ২. হিংসা, ৩. ভয়, 4. প্রতিশোধ, 5. Harted, ৬. কুসংস্কার।
    ১২. ব্রেইন: এটা বোঝার জন্য আমি আপনাদের দ্য সিক্রেট বই লেখক রণ্ডার ব্রান এই বইটি পড়ার অনুরোধ করবো।
    ১৩. Sixth Sense: এটা হল কোন কিছু সম্পর্কে আগে থেকেই জ্ঞান অর্জন করা বা কোন কিছু সম্পর্কে আগে থেকে জানতে পারা । এটা আমাদের ভিতরে ইমপ্লিমেন্ট করতে হলে উপরের বারোটার প্রিন্সিপাল আমাদের জীবনে এপ্লাই করতে হবে।
    ASHADULLAH AL GALIB
    Email: galibk600@gmail.com

  • @vidobooks5093
    @vidobooks5093 Před 4 lety

    এই আলোচনা থেকে আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে বার্নস ছোট জব কেও রেসপেক্ট করত, বা ইগো দেখাতো না। আমাদের সকলের যেকোন জব কে রেসপেক্ট করা উচিত। হুট করেই বড় কিছু হওয়া যায়না ছোট থেকেই শুরু করতে হয় ,তারপর বার্নিং ডিজায়ার অনুসরণ করে সাফল্যের পথে এগিয়ে যেতে হবে

  • @naimurrahmanripon1128
    @naimurrahmanripon1128 Před 4 lety

    এই বইটি খুব ভালো একটি বই। অনেক দিন এই বইয়ে নাম শুনেছি কিন্তু পড়া হয় নাই,ভাবছি বইটি কিনে পড়বো। আপনাদের পুরো ভিডিও খুব ভালো হয়েছে কিন্তু বইয়ের মূল বিষয় নিয়ে আলোচনা কম হয়েছে।বইয়ের বিষয় মিলিয়ে যে শিক্ষনীয় গল্প বলা হয়েছে তা খুব ভালো হয়েছে ,বিশেষ করে এডিসনের গল্পটা।

  • @zunusdiaries6544
    @zunusdiaries6544 Před 4 lety +1

    সোহাগ ভাই প্রতি সপ্তাহে একটা করে বইয়ের রিভিউ দেওয়ার জন্য সময় বের করেন প্লিজ!! আমার খুবই ভালো লাগে এই ভিডিওগুলো!!

  • @mohiuddinadnan7129
    @mohiuddinadnan7129 Před 4 lety

    Firstly, ame shuhag bhai ke thanks dite chai eto nice presentation a eto valuable ekta program start korar jonno.. jodio eta apnar boi business a onek help korche but mainly eita new generation ke boi porte onek inspiration dicche and that's the main thing what you are creating value by doing your precious business..amio erokom ekjon businessman hote chai. Pray for me.
    Think and grow rich nyie to amar bolar onek kisui ase ja bola suru korle kokono hoyto ses hobena, taw apnara ja kisu cover korsen ta really appreciable. Ame simply jeta bolte chai " manush jokon proper chinta kora shike jabe thokon tar theke rich person r kew hote parbe na that's the universal truth"

  • @SakibAhmed-js5bq
    @SakibAhmed-js5bq Před 4 lety

    ✓এই আলোচনায় Burning desire টা সবচেয়ে বেশি impact রেখেছে । কারণ আমি বিশ্বাস করি যে তীব্র আকাঙ্ক্ষা থাকলে যেকোনো Goal অর্জন করা সম্ভব ।

  • @Choiceful-English
    @Choiceful-English Před 2 lety +2

    Tremendous discussion. I think even the young generations should watch all the discussions more and more to motivate ourselves.

  • @Rakib_saimon
    @Rakib_saimon Před 4 lety +1

    কোন চিন্তাকে বাস্তবে পরিনতি করার জন্য,তীব্রভাবে চেষ্টা করার উপর জোর দেওয়া হয়েছে।
    আমাকে এটা পেতেই হবে অনেকটা এই রকম।

  • @SaifulIslam-cv9nl
    @SaifulIslam-cv9nl Před 5 měsíci

    I read think and go rich , the secret book , feelings is the secret etc imagination is power , …. All English versions Amar kase ase plus nevel Goddard, Rondha Bryne, Nicolas Tesla theories are the most powerful creative process…. Gratification ❤ …
    I have been applying the over few years to change my negative beliefs what is limitations… thankfully getting good results ❤

  • @abujahid1267
    @abujahid1267 Před 4 lety

    গভীর আলোচনাকে আমার মাস্টার মাইন্ডের অংশ করে ফেললাম । আশা করি তীব্র আকাঙ্ক্ষা আমার আরো তীব্র হয়ে ধরা দিবে আমার মাঝে ।

  • @pialadnan3731
    @pialadnan3731 Před 4 lety +1

    একটি লাইন মানুষের জীবন কে বদলে দেওয়ার অন্যতম হাতিয়ার হলো বই।

  • @abdulmoeidbhuian1034
    @abdulmoeidbhuian1034 Před 4 lety +2

    I have also done the same thing you guys did in past, download this masterpiece and yet not go through it only because of its title name. But, i am totally indebted to you guys (Sohag vai and Zaved Vai) that you open my eyes about this book. Definitely, i will read the whole book. I have seen your full show. My thought is that "Burning Desire" is the key thing to achieve success in life. I want to add two main points those can accelerate or give one person motivation to stay in "Burning Desire" stage which are "Perseverance and Persistence". Without these two qualities you can not stay in "Burning Desire" stage. (Perseverance+Persistence= Burning Desire).

  • @arifulwafi
    @arifulwafi Před 4 lety

    আমার বিজনেস ক্যারিয়ারে একটি পর্যায়ে নিজের জ্ঞান ও চিন্তার স্বল্পতা যখন নিজের কাছে যখন স্পষ্ট হতে শুরু করলো, তখন আমি নিজেকে ডেভেলপ করার জন্য ইউটিউবে আমার উপযোগী ভিডিও খুঁজতে শুরু করলাম। তখন আমি ইউটিউবে বেশ কিছু ভালো চ্যানেলের খোঁজ পেলাম।
    সেখান থেকেই আমি প্রথম "Think and Grow Rich" বইয়ের সন্ধান পাই।
    নীলক্ষেত থেকে ইংলিশ ফটোকপি কিনে পড়া শুরু করতেই বেশ কিছু নতুন নতুন টার্মের সঙ্গে পরিচয় হয়। যেমন: সাবকনশাস মাইন্ড, অটো সাজেশন ইত্যাদি। এরপর আমি বই পড়া বাদ দিয়ে এই রিলেটেড ভিডিও দেখা শুরু করলাম। এবং এই বইয়ের বাংলা অনুবাদ কিনে পড়া শুরু করলাম। দুর্ভাগ্যবশত বাংলা অনুবাদ পড়ে আমি এতটাই হতাশ হই যে বইটি সম্পর্কে আমার ধারণা পাল্টাতে শুরু করলো। এর দীর্ঘদিন পর আবার আমি ইংলিশ টি পড়া শুরু করলাম। সত্যিকার অর্থে পুরো বইটি আমি পড়িনি, তবে সার্বিকভাবে আমি ভালো একটি উপলব্ধি অর্জন করতে সক্ষম হয়েছি। বইটি আমি আবার পড়বো বলে অনেকদিন ধরেই মনস্থির করে ফেলেছি।
    এইবার আমি শেয়ার করতে চাই আমি কি উপলব্ধি করতে পেরেছি -
    যেকোনো কিছুতে সফলতা আনতে হলে সেই বিষয়টিতে নিজের পূর্ণাঙ্গ বিশ্বাস স্থাপন করা আবশ্যক।প্রশ্ন হচ্ছে, আমি যে কাজটি করছি এটি অবশ্যই আমাকে সফলতা এনে দিবে - কিভাবে আমি এটি বিশ্বাস করবো। লেখকের তত্ত্ব অনুযায়ী এটি করার জন্য বিষয়টি নিয়ে সিরিয়াস ড্রিম দেখতে হবে। ব্যাপারটা কেমন, ধরুন আমি ব্যবসা করে ধনী হতে চাই। তাহলে আমি ধনী এই ব্যাপারটা আমার নিজেকে বিশ্বাস করাতে হবে। নিজেকে বিশ্বাস করানোর অন্যতম উপায় হচ্ছে নিজের কল্পনায় নিয়ে আসা যে আমি আসলেই ধনী। আমি ধনী হলে আমার দামি গাড়ী থাকতো, আমি নিয়মিত বিদেশে ক্লায়েন্টদের সাথে মিটিংয়ে যেতে হতো। সম্ভাব্য এই ঘটনাগুলো নিয়মিত কল্পনা করা। ধরুন প্রতিদিন সকালে এবং রাতে ১৫ মিনিট করে ২ মাস ধরে এটা করতে হবে। বাদ দেওয়া যাবেনা। এটি যদি আপনি করতে পারেন তাহলে একটি মজার ঘটনা ঘটবে। আপনি অলমোস্ট ধনী হয়ে যাবেনা। আর কেউ আপনাকে ধনী মনে করুক বা না করুন আপনি নিজেকে ঠিক ধনী মনে করতে পারবেন।
    তার মানে আপনি সত্যি সত্যি ধনী হয়ে গেছেন (কোন ভান নয় কারণ আপনি সত্যি সত্যি বিশ্বাস করেন)। তাই যদি হয় তাহলে নেক্সট স্টেপটি হচ্ছে ধনী হওয়ার উপকরণ যেমন টাকা-পয়সা, সম্পদ এইগুলো আপনার হাতে চলে আসা। যেহেতু আপনি ইতিমধ্যে ধনী হয়ে গেছেন, পার্থক্য হচ্ছে টাকা এবং সম্পদগুলো এখনো আপনার হাতে এসে পৌছায়নি। এটি শুধুমাত্র সময়ের ব্যাপার, আসল কাজ হয়ে গেছে। তাহলে কি অলৌকিক ভাবে আপনার কাছে সম্পদ চলে আসবে। লেখকের মতে, ব্যাপারটা অনেকটা এমনই।
    আমি এই কন্সেপ্টটি প্রাকটিস করা শুরু করলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে বিছানাতেই আমি ধনী হওয়ার পর কি করবো সেগুলো কল্পনায় আনার চেষ্টা করি। নিজে নিজে বিভিন্ন স্টোরি তৈরী করে সেগুলো কল্পনায় আনার চেষ্টা করি। আমি অবাক হয়ে লক্ষ্য করলাম যে আমি কল্পনা করতে পারছিনা। আমার ব্রেন আমার কল্পনাকে থামিয়ে দিয়ে অন্য কোন চিন্তায় ডাইভার্ট করে দিচ্ছে। আমি নিজের ব্রেনের উপর জোর খাটাতে থাকি। এমন অনেক দিন হয়েছে আমি চিন্তা করতে করতে টায়ার্ড হয়ে ঘুমিয়ে পড়েছি। কিন্তু আমি যা চিন্তা করতে চেয়েছি পারিনি। চিন্তা করা কি আসলেই এত কঠিন। আমার কাছে সত্যিই কঠিন। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন।
    এরপর আমি অটো-সাজেশন দেওয়া শুরু করলাম। বাথরুমে গিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে আমি যা চাই বারবার বলতে থাকি। এইগুলো আমি নিজে নিজে বানিয়ে নিয়েছি। একদিন, দুইদিন, তিনদিন বারবার বলতে থাকি কিন্তু নিজের উপর বিশ্বাস আনতে পারিনি।
    আমি নেপোলিয়ন হিলের দেওয়া প্রথম তত্ত্ব ফলো করতে ব্যর্থ হচ্ছি। আমি নিজেই যেহেতু পুরোপুরি বিশ্বাস করতে পারিনি, তাই এখনো আমি ধনী হতে পারিনি। এবার আমি একটু অন্য পদ্ধতিতে এগোচ্ছি।
    আমি আমার কাজে আগের চেয়ে আরো মনোনিবেশ করার চেষ্টা করছি। আমি কাজের মাধ্যমে নিজের বিশ্বাসকে পোক্ত করতে চাই। কারন আমি জেনে গেছি আমি যদি নিজেই বিশ্বাস না করতে পারি তাহলে তো আমি সফল হতে পারবোনা। কাজেই আমার প্রথম কাজ হচ্ছে নিজেকে যেকোনো প্রকারেই হোক বিশ্বাস করানো।
    আরেকটা গভীর যে সত্য আমি আবিষ্কার করলাম তা হচ্ছে - অন্যকে আমি হয়তো ভুলভাল কথা বলে বিশ্বাস করাতে পারি। কিন্তু নিজেকে তো ধোঁকা দিয়ে বিশ্বাস করানো যায়না। এই জন্যই আমি ধনী এটা কল্পনা করে করে বিশ্বাস করা আসলেই অনেক কঠিন কাজ।
    বুজতেই পারছেন বইটি আমি শেষ করিনি। এবং আমি ধনী হইনি। আমি এখন পর্যন্ত সচেষ্ট এবং অপেক্ষমান। এই মুহূর্তে আমি এই বইয়ের আমার সংস্করণের নাম দিয়েছি - "চিন্তা করতে পারছিনা, তাই ধনী হতে পারছিনা"

  • @homework8143
    @homework8143 Před 4 lety +2

    Set target and never give up...

  • @5Mentors
    @5Mentors Před rokem

    একটি বিষয়ে টপিক নির্ধারণ আর সেই টপিকে পরে থাকা যেন তেন বিষয় নয়। তবে প্রবল ইচ্ছাধারী মানুষের জন্য তা এমন কিছু নয়, আর সফলতা তাদের কাছ থেকে পালিয়ে যাওয়ার নয়।🌹🥀🌺🌻🌼🌷

  • @hannanmiah1240
    @hannanmiah1240 Před 4 lety

    আমি পুরোটা অনুষ্ঠান দেখে যতটুকু বুঝেছি যে বইটাতে মনে হয় Burning Desire বা সমার্থক হিসেবে Passion এর প্রতি গুরুত্ব আরোপ করা হয়েছে। আমি মনে করি এইটা একজন ব্যক্তিকে চেইঞ্জ করে দিতে সক্ষম এবং এইটার মাধ্যমে একজন তার নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে সক্ষম। আর এইটার বিকল্প আছে কিনা আমার জানা নেই। আলোচনায় বার্নেস ও এডিসনের বেপারটা খুবই মোটিভেশনাল মনে হয়েছে আমার। বার্নেস এডিসনের বিজনেস পার্টনার হওয়ার জন্যে নানা প্রতিকুলতা সত্বেও যেইভাবে দীর্ঘদিন একজন ্সামান্য ঝাড়ুদাড়ের কাজ করে লেগে ছিলেন এবং শেষ পর্যন্ত উনি উনার লক্ষ্যে পৌছাতে পেরেছিলেন, এইটা সত্যিই যে কারো জন্যে মোটিভেশনাল। আমি মনে করি এই বইটার কি পয়েন্ট হবে এইটাই।

  • @md.nasimreza5183
    @md.nasimreza5183 Před 4 lety +3

    Darbi and her uncle's is most important discuss in this video.

  • @taukirahmed6344
    @taukirahmed6344 Před 4 lety +1

    অামার কাছে ডারবির ঘটনা টা অনেক গুরুত্বপূর্ণ মনে হয়েছে এখন থেকে অামি ও এটা মনে রাখবো কোনো কাজ করতে গিয়ে দেখি যদি হতাশ হয়ে গেছি তখন এই ডারবির ঘটনা টা মনে করবো অার ভাববো এই তো তিন ফিট দুরেই অামার সাকসেস অপেক্ষা করছে।

  • @SohidulIslam-vd4nf
    @SohidulIslam-vd4nf Před rokem

    আসসালামুআলাইকুম ভালো আছেন সোহাগ ভাই,আপনার এই মহান উদ্যোগকে অনেক অনেক রেসপেক্ট করি আপনাদের আলোচনা সমাজের জন্য মঙ্গল বয়ে আনবে আশাকরি। বিশ্বাসীদের দুনিয়ায় আগমনের সাধুবাদ জানাই।।আপনার কাছ থেকে একটা বেপার খুব জানার ইচ্ছা,কেনো আপনি অবিশ্বাসীদের দলে ছিলেন এবং কি কারণে বিশ্বাসী হলেন?

  • @freelancing390
    @freelancing390 Před 4 lety

    আসসালামু আলাইকুম, আশা করি আপনি ভাল আছেন, আসলে আমার কাছে সব থেকে important portion মনে হইছে burning desire এবং desire এর প্রতি faith রাখা।কারন কোনো বিষয়ের উপর burning desire থাকলে তা achieve করা possible.At any cost সেটাকে achieve করতেই হবে,এবং burning desire এর সাথে desire এর প্রতি faith থাকাটা এই জন্য important কারন desire achieve করতে হলে মাঝে মাঝে failure আসতে পারে,যদি desire এর প্রতি true faith থাকে তাহলে desire এর প্রতি অনড় থাকা যায়,এবং target এ reach করা যায়। এবং জীবনে কিছু করতে হলে বই পড়ার বিকল্প নাই, সাথে ইংরেজীতে কথা বলা এবং বই পড়ার যোগ্যতা অর্জন করতে হবে।

  • @mizanurrahmankhan692
    @mizanurrahmankhan692 Před 4 lety +2

    সোহাগ ভাই, আপনার কাছে বিনীত অনুরোধ দয়া করে এই প্রোগ্রামটা বন্ধ করে দিবেন না, যত দিন সম্ভব চালিয়ে যাবেন। আপনার অনুপস্থিতেও যেন এই প্রোগ্রামটা চালু থাকে এটাই আপনার কাছে অনুরোধ। তবে প্রোগ্রামটার সময়টা কিছুটা কমিয়ে আনতে পারলে ভাল।

  • @fjworkshop
    @fjworkshop Před 4 lety +2

    After watching this video i have learnt that when i am doing something i have to be 100% confident about it and there is no option to look back.Thanks for the video.It really motivated me to complete an unfinished work.

  • @rakibahmed718
    @rakibahmed718 Před 4 lety +1

    Amr sobchaye balo lagse barnes r point ta... Barnes gorib, kono knowledge nai tobu o se theme thake nai..he became successful.. Because tar burning desire silo... Ar burning desire amon akta jinis ja tar sopno,issa k bastobe rup dai..manus r jdi ai burning desire thake then he can become successful in any kinds of work.ar last r darbi r kahini ta best silo i enjoyed very much to watch this video.. Now i want to buy this book

  • @piashbiswas5034
    @piashbiswas5034 Před 4 lety

    এখানে এবং আয়মান ভাই এর ভিডিও তে ও আপনার এই থট টা সবচেয়ে ভালো লেগেছিলঃ "টাকার জন্য দৌড়ালে কিছুক্ষন পর টায়ার্ড হয়ে পড়তে হয়। নিজের পছন্দের কিছু করে ভ্যালু ক্রিয়েট করতে পারলে তার বাইপ্রোডাক্ট হিসাবে টাকা নিজে থেকে আসে।

  • @allsportsbd8710
    @allsportsbd8710 Před 4 lety

    থিংক অ্যান্ড গ্রো রিচ।
    মোবাইলে প্রায় ৫০ টার মতো pdf বই ডাউনলোড করি, তারমধ্যে বইটিও ছিলো। সাংসারিক নানা কারণে মাজে মাজে পায়সাওয়ালা হতে ইচ্ছা করে তাই ভাবলাম বইটা পড়ি,কিন্তু বইটার ব্যপারে সোহাগ ভাইয়ের কথা শোনা মাত্রই আমার ধারণা বদলায়, এবারে আসল কথায় আসি
    ১)যাবেদ পারভেজ ভাই, যে কথাটি বলেছেন আমরা অন্যের মতো হতে চাই,কিন্তু তার মতো পরিশ্রম করতে চাইনা। আমি নিজেও রাস্তায় হাটার সময় নিজেকে অনেক বড় মানুষের যায়গায় কল্পনা করি।সত্যি বলতেতো আমি এই মিথ্যে কল্পনায় অনেক মজা পাই,কিন্তু বাস্তবে আমি তা হতে চেষ্টাও করিনা।
    ২)কিছু বই পড়ে একটা বিষয় লক্ষ্য করলাম। আমরা অপরের সফলতায় নিজেকে অনেক ছোট মনে করি, যা একেবারে নেতিবাচক। নেতিবাচকতা মানুষের সফলতার জন্য বাদা। হায় হায় করে কোনও লাভ হবে না, জীবনে দুঃখ আরও বেড়ে যাবে।
    ৩) জীবনে সফল হতে হলে, প্রথমে লক্ষ্য স্থির করতে হবে,কারণ বিখ্যাত মানুষের সফলতার প্রথম ধাপ ছিল লক্ষ্য স্থির।
    ৪)লক্ষ্য যখন স্থির তখন চোখ বন্ধ করে কাজে নেমে যেতে হবে।শুধু কাজ আর কাজ । হযরত আলী(রাঃ) বলেছেন- আমার রাত কাটে ইবাদতে আর দিন কাটে পরিশ্রমে।
    ৫) continue একদিনে অনেক কাজ না করে প্রতিদিন অল্প অল্প করে কাজ করা অর্থাৎ continue করা। আমি মনে করি continue এর অপর নাম সফলতা।
    ৬) কাজে gap না দেওয়া, কারণ gap অনেক সময় কাজকে অর্ধসমাপ্ত করে দেয়, আর অর্ধসমাপ্ত কাজের কোন ফলাফল হয়না(আমি নিজেও এর সাথে জড়িত)
    ৭)জীবনকে যে কোনও অবস্থায় পরিবর্তন করা যায়, চাই শুধু পরিশ্রম আর পন্ডিতমন্ডলীর চিন্তার সঙ্গে যোগস্থাপন।
    ধন্যবাদ

  • @tahminamahboob2621
    @tahminamahboob2621 Před rokem

    আমি আমার জীবন থেকে যা বুঝলাম তা হলো চিন্তা কর লেই আসলেই যা চাওয়া যায় তাই পাওয়া যায়।। আপনি আজকে চাবেন কালকেই অথবা এখুনি পাবেন।।
    চিন্তা আমরা জন্মগত ভাবেই করি।। এবং চিন্তা অনুযায়ী পায় বলেই বাবা মা কে
    বলতে শুনেছি আমার সপ্ন পুরন হয়েছে।
    কিন্তু আমরা যা চেয়েছি তা যে আমাদের চিন্তার কারনে😅 পেয়েছি সেটি আমরা জানতাম না। এখন ব্যাপার টিকে আমি রিলেট করতে পেরেছি সিক্রেট অফ লাইফ পড়ার পর। চিন্তার অনেক ধরন আছে।। সপ্নের ও অনেক ধরন আছে।। ব্যাপারটা এমন না যে বইটি পড়লাম তারপর মনের মধ্যে একটা ঘটনা সাজালাম আর চিন্তা করতে থাকলাম।। তারপর খুব তাড়াতাড়ি সেটি এচিভ করলাম।। কিছু চিন্তা আছে কিছু সপ্ন আছে যা আমাদের ভেতরেই আছে।। যাকে আসলেই আমার মন এচিভ
    করতে চায়।। যে চিন্তা আমাকে আনন্দ দেয়।। যেচিন্তা করার সময় আমাকে কোনো টেক নিক ফলো করতে হয় না।। যে চিন্তা আমাকে কিছু সময়ের জন্য একটা অন্য জগতে নিয়ে যায়।।
    এই ধরনের চিন্তা গুলো আমাদের মনে লুকিয়ে থাকে।। এই বইগুলো আমাদের সেই চিন্তা টিকেই বের করে নিয়ে আসে।। আমি দেখেছি আমি যখন প্রথম বইটি পড়ে বানিয়ে বানিয়ে চিন্তা করতাম আমার কোনো চিন্তাই সত্য হতোনা কিন্তু বইটি কি করলো আমার চিন্তা শক্তি কে বাড়িয়ে দিল।। যার ফলে আমার ভেতরে যে চিন্তা গুলো লুকিয়ে ছিল তাকে বের করে নিয়ে আসলো।। এবং কিছু চিন্তা
    করতে আমাকে ভাবতে হতোনা।। আমার খুব ভালো লাগতো মনে হতো আমি আসলেই পেয়ে গেছি আমি যা চাই।। বসে বসে ভাবতে গেলে মনে হতো আমি যা চাই আমি সেখানেই আছি।। চিন্তা কে বাস্তব মনে হতো।। এবং আল্লাহ জানে আমার প্রতিটি চিন্তাই আজ সত্য।।
    তাই আমার যা মনে হয় আমি যা চাই তা পেতে হলে আমরা যদি চিতা করি তাহলে আমাদের ব্রেইন ও তাকে সফল
    করার জন্য কাজ করা শুরু করে দেয়।। আমি খুবি অবাক হয়েছি কিছু সময় আমার মনে হতো আমি যে প্রব্লেম গুলো সলভ করছি তা আমি করছিনা।। কেউ যেন আমার মাথাকে নিয়ন্ত্রণ করছে।। আলাদিনের চেরাগ যেনো আসলেই মাথায় ঢুকে বসে গেছে।। কিন্তু ব্যাপার একটা ই মনের ভেতর লুকিয়ে থাকা চিন্তার খোজ পেতে হবে।। নিজেকে জানতে হবে।। আর জানতে হলে সিক্রেট অফ লাইফ একটা গাঈড লাইন।। এই
    বই গুলো আমদের বুঝিয়েছে চিন্তাও রুটিন করে করতে হয়।নবিজীতো ধ্যান করে প্র‍্যাক্টিকালি দেখিয়ে গেছেন।।।
    অনেক সময় বাস্তবতার চাপে আমরা নিজেকে হারিয়ে ফেলি।। মন চায় একটা দৌড়াই অন্য কিছুর পেছনে।। এই বই গুলো নিজেকে খুজে পেতে এক বিশেষ সহায়তা করে।। চিন্তা শক্তি বাড়াতে হবে।। যা মন চায় তাই ভাবতে হবে একদিন মন আসল চিন্তা কে খুজে পাবেই পাবে।। 32:34

  • @tanviralrafi1254
    @tanviralrafi1254 Před 4 lety +1

    I've listened full conversation of you....there are lot of things I learned from here.Specially the story of Derby has influenced me. Zaved bhai focused on burning desire,he took different relevant example of this principle...Thank you Rokomari.I'm eagerly waiting for the next episode of "Boikotha".

  • @MasudRana-cz1yi
    @MasudRana-cz1yi Před 4 lety

    ধন্যবাদ সোহাগ ভাইকে রকমারি বইকথা সেসনটা পরিচালনা করার জন্য।
    বইকথা প্রোগামটি আমার ক্ষেত্রে যে পভাব ফেলেছে যে,
    এটি আমাকে বই পড়ার আগ্রহ শতভাগ বাড়িয়ে তুলে এবং যেই বই নিয়ে আলোচনা করা হয় সেই বইটি আরো ভালো করে পড়ার আগ্রহ জন্মায়,আমি আমার কথা বলি, Think and grow rich বইটা রকমারি থেকে দুই মাস আগে কিনেছি এবং আমি বইটা পড়ার সময় নুতুন কিছু সূত্র পেলাম এ রকম মনে হয়েছে কিন্তু এর অনেক ব্যাপার ই আমি বুঝি নাই, কিন্তু বইকথা সেসনে যখন বইটি নিয়ে আলোচনা করা হচ্ছে তখন বইটির গভীরতা প্রকাশ পাচ্ছিল আমার কাছে এবং কিছু কনফিউশনাল জিনিসগুলাও ক্লিয়ার হচ্ছিল এবং বইটাকে আবার কয়েকবার বুঝে পড়ার আগ্রহ জন্মালো! এবং বই নিয়ে আলোচনার সময় সোহাগ ভাই বইয়ে থাকা উদাহারন গুলোর সাথে নিজেদের বাস্তবিক ব্যাপারগুলো মিলিয়ে বুঝানোর চেস্টা করেন সেটাও একটা চমক ক্রিয়েট করে আর মনে হয় বইগুলো নিয়ে বিজ্ঞ ব্যাক্তিদের ক্লাস করানো উচিত তাহলে বইগুলো বুঝতে সুবিধে হয়!
    তাই সোহাগ ভাইকে ধন্যবাদ এবং সাথে রিকুয়েস্ট যে নুতুন নুতুন সেসন পরিচালনা ও যে কোনো বইয়ের কনফিউশনাল ব্যাপারগুলো একটু সময় নিয়ে ও আলোচনা করা সাথে সম্ভব হলে বইগুলো নিয়ে জাভেদ ভাইয়ের মতো ক্লাস করানো!

  • @sayedpritom
    @sayedpritom Před 4 lety

    আপনাদের বই রিভিউয়ের সবকয়টা ভিডিওই অসাধারণ। চমৎকার। সত্যিই খুব চমৎকার

  • @Rakibul_SAU
    @Rakibul_SAU Před 4 lety

    আমার কাছে তিন ফিট দুরের যে সোনার খনির ঘটনা টা খুব ভালো লেগেছে।😍

  • @rubelhossen6057
    @rubelhossen6057 Před 4 lety

    বই কথা ইউটিউব সিরিজ টা আমার অনেক পছন্দের একটা সিরিজ,,, এর প্রত্যেকটা এ পি সো ড আমি খুব মনোযোগ সহকারে দেখি,, এবং এর থেকে অনেক শিক্ষা গ্রহণ করি,,,, I think it’s very effective for everyone who want to receive success,,, কিন্তু কষ্টের কথা হচ্ছে,,, এই সিরিজ টার নির্দিষ্ট ধারাবাহিকতা নেই,,, আমি বলতে চাচ্ছি সব জনপ্রিয় সিরিজ গুলোর একটা নির্দিষ্ট সময় বা দিন পর একটা করে নতুন এপিসোড প্রকাশ হয়,,,,,এই সিরিজ টাও ওই রকম হলে এই সিরিজ টা আরো ফলপ্রসূ হতো,,,,,,ধন্যবাদ

  • @sharifabdullah3998
    @sharifabdullah3998 Před 4 lety

    Go ahead Shohag vai! U r really a great pride of our country, district & our beloved R.U.T school as well!
    However, "Lege thakle finally ekta result ase", its the most important secret I believe. My life till now is a proof & hope that more r loading in future in shaa Allah.

  • @rrratan4523
    @rrratan4523 Před 3 lety +2

    নিক বোয়িক আমার মোটিভেটর।🥇

  • @zhumiliton
    @zhumiliton Před 4 lety +3

    To be connected to "infinite intelligence" was touched for only a couple of seconds, but this is THE ESSENCE. The execution part (that was not covered in this discussion) that Nepoleon Hill described as the Theater of Mind, is directly linked with this infinite intelligence or higher intelligence. And this is the X factor for success.

  • @mahmudhasan1592
    @mahmudhasan1592 Před 2 lety

    Awesome episode, every month akta book discussion korle darun hoy...

  • @Uxarif
    @Uxarif Před 4 lety

    ( 22:16 sec ) Barnes and addison er story kob valo lege ce & sobar ei rokom hoya uciht . Thank you Rokomari .

  • @ahmedshehzad3431
    @ahmedshehzad3431 Před 4 lety +8

    To be honest the whole discussion is significantly significant to improve our thinking and grow rich ( in a broad sense). Specially the term "burning desire" which keeps us active in achieving our goals and when we start achieving new things it creates a strong faith.And finally this faith leads us to success. So burning desire and faith are must to be a successful and rich man. Along with these two term ,the master mind group is also essential as it will continuously motivate us. I have learned these gems from this excellent discussion. Moreover the term 'law of attraction' which is discussed by Shohag Bhai strengthened my belief on some religious practices as they were considered superstitions or pseudosciences before scientific explanation. So we can say science has more to explore before tagging something unscientific.
    And i wrote this comment in English because Shohag Bhai suggested us to improve our skills in English otherwise we'll lag behind.

    • @RokomariOfficial
      @RokomariOfficial  Před 4 lety +1

      ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
      দৈবচয়নে আপনি এই ভিডিওর সেরা কমেন্টকারী নির্বাচিত হয়েছেন !
      অনুগ্রহ করে আপনার নাম, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার সহ মেইল করুন pr@rokomari.com অথবা কল করুন- ০১৭০৮১৬৬২৫১ এই নাম্বারে ।
      মিশু হালদার কিংকর
      ০১৭০৮১৬৬২৫১
      পাবলিক রিলেশন
      রকমারি ডট কম

    • @ahmedshehzad3431
      @ahmedshehzad3431 Před 4 lety

      @@RokomariOfficial I have sent an email with the required information to your account mentioned here.

  • @dulalahmed4598
    @dulalahmed4598 Před rokem

    আমি পুরো বই পড়েছি। জাস্ট অ্যামেজিং এন্ড ইন্সপায়ারিং...........

  • @abdurrazzak-kh7wc
    @abdurrazzak-kh7wc Před 4 lety

    সোহাগ ভাইয়ার ভিডিও দেখে দেখেই আজ আমি উদ্যোগি। হুনর প্রশিক্ষণ একাডেমি এন্ড আইটি সেন্টার তারই ফসল। দোয়া চাই ভাই।

  • @guerrillabiker71
    @guerrillabiker71 Před 4 lety

    Think and Grow Rich!!!!! My most favorite one.

  • @khaledabegum-w9k
    @khaledabegum-w9k Před 4 lety +1

    "Amra shob kichui short cut chai" this is the truth about us..

  • @t-1035
    @t-1035 Před 2 lety

    আমাদের ফেসবুক পেজে লাইক দিয়ে সঙ্গে থাকুন (অডিও বুক রেকর্ড, রোমানটিক গল্প ও কথা নিয়ে ভিডিও)
    facebook.com/Ronyda009/

  • @RabiulIslam-pr1sh
    @RabiulIslam-pr1sh Před 4 lety +1

    Though I have not read the book but what I understood from the discussion; inner message is similar to the book "The Alchemist" by Paulo Coelho. Its all about burning desire that drive rest.

  • @mbooktube9781
    @mbooktube9781 Před 4 lety

    Think and grow rich এই বইটি লিখেছেন Napoleon Hill.
    যদিও আমি বইটি পড়িনি তবে ভিডিও এবং রকমারি প্রকাশনীর ওয়েবসাইট থেকে সামান্য কয়েকপাতা পড়ে যা মনে হলো তাই লিখব-
    ১ঃ তুলনামুলক সাহিত্যের দৃষ্টিকোণ থেকে বলা যায়- ১৯৩৭ সালে আমেরিকার মহা মন্দা চলাকালীন সময়ে লেখা বইটা বাংলাদেশের মানুষদের জন্য পড়া ভালো হবে- কারণঃ
    ক. স্পেডকে স্পেড বলাই বাঞ্চনীয়। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি হচ্ছে। এর সাথে সামঞ্জস্য রেখে কর্মসংস্থান হচ্ছে না ( সুত্রঃ বিবিএস জরিপ, সিপিডি)। ফলে নাগরিকদের মধ্যে হতাশাই বাড়ছে বিশেষ করে তরুণদের মধ্যে। যদিও পরিসংখ্যানের মারপ্যাচে গড় মাথাপিছু আয় ১৯০৯ মার্কিন ডলার। তাই এই বই দেশের তরুণদের বার্নেস এবং ডার্বির মতো চরিত্র হয়ে দেশের এই jobless growth থেকে উত্তরণে সাহস এবং কৌশল শিখাবে।
    খ. আরবি সাহিত্যের এক কবি নাম আনতারা ইবনে শাদ্দাদ।তিনি ছিলেন সাবউল মুয়াল্লাকার ( সাতটি ঝুলন্ত কবিতার) কবিদের একজন।তার কবিতায় আছে-
    هل غادر الشعراء من متردم ام هل عرفت الدار بعد التوهم-
    অর্থাৎ কবিরা কি এমন কিছু রেখে গেছেন আমাদের জন্য নতুন করে রচনা করার জন্য নাকি ছিটেফোঁটা রেখে গেছেন আমাদের তালি দেওয়ার জন্য।
    তেমনি লেখক যেভাবে বইটা লিখেছেন তার মধ্যে অদ্যাবধি লিখিত মোটিভেশনাল বইগুলো ভিন্নভাবে প্রতিধ্বনিত হয়েছে। যেমনঃ 7 effective habits, Alchemist and so on.
    গ.বার্নেসের গল্পটাকে এভাবেও বলা যেতে পারে যে, প্রত্যেকের জীবনের জন্য একটা definite major purpose (বইয়ের ভাষায়) অর্থাৎ অনেকগুলো উদ্দেশ্য থেকে একটি নির্দিষ্ট লক্ষ্য থাকা উচিত যেটা হতে পারে গোপন লক্ষ্য (coveted goal) অথবা প্রকাশ্য। যেটা সাধনের জন্য কাজী নজরুল ইসলাম এর ভাষায় " মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন" বা do or die method অনুসরণ করতে হবে। তেমনি সংগ্রাম ফুটে উঠে গল্পগুলোর মধ্যে। গল্পগুলো ছোটাকারে হলেও বাস্তবতায় ঠাসা।
    ৩। কিভাবে ধনী হওয়া যায়? আর কিভাবে তাড়াতাড়ি ধনী হওয়া যায়? সম্পুর্ন ভিন্নমেরুর কথা। আজকাল বাংলাদেশে চলছে রাতারাতি ধনী হওয়ার কৌশল যা হতে পারে কেবলমাত্র অসধুপায়ে। তাই বলা যায় এই বইটি পড়লে কিভাবে সধুপায়ে ধনী হওয়া যায় সেই মেসেজটিও দিবে।
    এই ভিডি এর প্রধান লেসন আমার জন্যঃ science of entanglement অর্থাৎ দুটি ইলেকট্রন থেকে একটিকে অপরটি থেকে আলাদা করে পৃথিবীর দুই প্রান্তে রেখে একটা ইলেকট্রন এর যাই ঘটানো হবে অন্যটির তাই ঘটবে তাতক্ষনিকভাবে। এই বিষয়কে analogy করা হয়েছে সন্তানের সাথে পিতামাতার ভালোবাসার প্রভাবকে। অসাধারণ!!
    পরিশেষে বলবো ভালো বই মানুষকে একটা ভিন্ন জগতে নিয়ে যায় এবং ভিন্নভাবে চিন্তা করতে শেখায়
    বিঃদ্রঃ বইটির আরো সুন্দর আলোচনা হতে পারত যদি মাল্টিডাইমেনশনাল হতো। যেমনঃ Behavioural science, psychological behaviour. Ethnographic study and so on.

  • @taslimulhasan3847
    @taslimulhasan3847 Před 4 lety

    আমি Rokomari Official এর নিয়মিত দর্শক ... অনেকদিন থেকে ওয়েট করছিলাম পরবর্তী পরবের জন্যে ...।
    40:37 entanglement theory টা আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে ্‌, এটা সম্বন্ধে আর জানার চেষ্টা করব ...।। ২ তা পারটিকের অনেক দূর থেকেও কমিউনিকেট করতে পারে ...তথ্যটা খুব ইন্টারেস্টিং ...।
    45:00 Burning Desire and Faith lession টা সবথেকে ভাল লেগেছে । আমি প্রায় সকালে উঠে ফজর নামাজ মিস করে ফেলি ... এই লেসন আমি সকাল থেকেই চেষ্টা করব... এত সুন্দর একটা লেসন সেয়ার করার জন্যে ধন্যবাদ
    51:00 BookFair থেকে ইনশাআল্লাহ জাভেদ ভাইয়ের বই কালেক্ট করব ..
    51:36 ডাল্বির গল্পটাও অনেক ভাল লেগেছে ।।
    ওরা ১১ জনের মধ্যে আমিও থাকতে চাই 🙂
    hasantaslimul@gmail.com

    • @RokomariOfficial
      @RokomariOfficial  Před 4 lety

      ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
      দৈবচয়নে আপনি এই ভিডিওর সেরা কমেন্টকারী নির্বাচিত হয়েছেন !
      অনুগ্রহ করে আপনার নাম, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার সহ মেইল করুন pr@rokomari.com অথবা কল করুন- ০১৭০৮১৬৬২৫১ এই নাম্বারে ।
      মিশু হালদার কিংকর
      ০১৭০৮১৬৬২৫১
      পাবলিক রিলেশন
      রকমারি ডট কম

  • @AH-tq4zm
    @AH-tq4zm Před 3 lety +2

    ইনশাআল্লাহ! আমি আপনাদের মোটিভেশনাল প্রোগ্রাম গুলো দেখে সেখান থেকে শিক্ষা নিয়ে সফলতা অর্জন করবো!

  • @moksedali2066
    @moksedali2066 Před 3 lety

    আসালামুওলাইকুম আপনাদের সঙেগ কোনো রকম কাজ করা যেতে পারে,আপনার সব ভিডিও গুলো আমি দেখি,আমার খুব ভালো লাগে।আমি INDIA থেকে বলছি।

  • @bikramghosh1905
    @bikramghosh1905 Před 4 lety

    Sohag vai..akta list dite parben? je kon boi gula life a atleast pora uchit! Vai apnar kotha keno jani khub bhalo lage.

  • @BabuVhaai
    @BabuVhaai Před 2 lety

    সম্পূর্ণ ভিডিও টি দেখলাম।

  • @nasimahamedbijoy1406
    @nasimahamedbijoy1406 Před 4 lety +1

    Thinking is the core portion of an entire action. What we do practically or physically is just the reflection of our thinking style, the way we think. The best way of thinking can ensure the best outcome. It produces burning desire inside us naturally, which makes us persistent when even we are not conscious to become persistent. The thing is, it seems thinking style is that, which sets parameters of our actions and thus the results of those actions are decided. Thinking style also decides how we see a fact and how we react to the fact. That is why 'Thinking' is the very core of everything surrounding us. It forms the color of our world which we see through our eyes. Thanks for this video. I was waiting for this one for a long time. Thanks a lot!

    • @RokomariOfficial
      @RokomariOfficial  Před 4 lety

      ভিডিওতে কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ
      দৈবচয়নে আপনি এই ভিডিওর সেরা কমেন্টকারী নির্বাচিত হয়েছেন !
      অনুগ্রহ করে আপনার নাম, মেইল এড্রেস, কন্টাক্ট নাম্বার সহ মেইল করুন pr@rokomari.com অথবা কল করুন- ০১৭০৮১৬৬২৫১ এই নাম্বারে ।
      মিশু হালদার কিংকর
      ০১৭০৮১৬৬২৫১
      পাবলিক রিলেশন
      রকমারি ডট কম

  • @omi932
    @omi932 Před 4 lety

    যেই জিনিসটা আমি ডিপে বুঝছি সেইটা হচ্ছে ফার্স্ট এ চিন্তা, অইটা থেকে ডিসাইয়ার, তারপর ডিসাইয়ার কে বারনিং করে তোলার জন্য সম্মুখীন হওয়া সকল বাধা থেকেও মটিভেশন নেওয়া। দেন যখন আমি বুঝাবো যে ডিসাইয়ার টা বারনিং লেভেল এ পৌঁছে গেছে, তখন জাস্ট নিজের উপর বিশ্বাস রাখা।

  • @mohammedmusa3868
    @mohammedmusa3868 Před 2 lety

    আপনাদের বইপড়ার নেশা সত্যিই আমাকে অভিভূত করেছে।
    এই নেশা আমৃত্যু ধরে রাখার জন্য মহান আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা যেন আপনাদের তৌফিক দিন। সেইজায়গা থেকে আমি আপনাদের অনুরোধ করেছি আপনারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করুণ এবং এর গভীরতা অনুভব করার জন্য যতবার পড়তে হয় চেষ্টা করবেন প্লিজ। প্লিজ প্লিজ প্লিজ।
    এবং আপনাদের থিম নিয়ে কোন বিজ্ঞ আলেমদের সাথে আলোচনা করে ভিডিওটি এডিট করে আপলোড করবেন। কারণ কোরআন হাদিসের আলোচনা আলেমদের জিজ্ঞেস করে ফিনিশিং দিতে হয়।

  • @eyasinalfaz
    @eyasinalfaz Před 2 lety

    চমৎকার আলোচনা।

  • @brittokhan5278
    @brittokhan5278 Před 4 lety

    রকমারি থেকে আমি এই বইটা অর্ডার দিয়ে কিনে পড়েছি।এরকম আরও বেশ কিছু বই আমি অর্ডার করেছিলাম। বিদেশি রাইটারদের এবং সেগুলো পড়েছি। আমি সোহাগ ভাইয়াকে বলতে চাই এই বইগুলো যারা অনুবাদ করে তারা একেবারে বইটির বারোটা বাজায়ে তেরোটায় ঝুলায় দেয়। একেবারে আবোল-তাবোল অবস্থা বানাই বইটার। পড়ার মতন অবস্থায় থাকে ন পড়লেই অস্বস্তি লাগেতাইলে বলতে চাই এই বইগুলো অনুবাদ করতে গেলে খুব দক্ষ এবং জ্ঞানী লোক দিয়ে ভালোভাবে অনুবাদ করে তারপরে বিক্রি করু তাহলে আমাদের এই জাতি খুবই উপকৃত হবে। তা না হলে কোন লাভ নাই ওই আবোল-তাবোল অনুবাদকের বই পড়ে। তবে অনীশ দাস অপু এই বইটি মোটামুটি ভালো অনুবাদ করেছেন। অন্যগুলোর অবস্থা খুবই খারাপ।

  • @manaz8035
    @manaz8035 Před 4 lety

    # আলোচনাতে বইয়ের সব গুলো পয়েন্ট অল্প করে হলেও আলোচনা করলে সুবিধা হত।
    # সাবস্ক্রাইবের নতুন কৌশল টা দেখে মজা পাইছি।
    # কাব্যের উপস্থিতি ভাল লাগছে।

  • @ashrafulalam1986
    @ashrafulalam1986 Před 4 lety

    Rich dad poor dad পড়ার পর এই বইটা পড়া শুরু করে হতাশ হয়ে গেলাম কারণ ভালো লাগছিল না বইটা। এই Episode শুনে সবচেয়ে বড় উপকার যেটা হল আবার প্রচন্ড আগ্রহ ও Attention নিয়ে বইটা পড়তে বসলাম..Strong message to me..রাতারাতি কিছু হয় না লেগে থাকতে হয়..লিস্ট ডাউন করলাম ডে সমস্ত বিষয়ে লেগে থাকব
    ১. ডেইলি বই পড়া
    ২ Physical exercise daily..etc..