সরকারি বিজ্ঞান কলেজে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে?

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2023
  • * সরকারি বিজ্ঞান কলেজ*
    দেশের ঐতিহ্যবাহী ও সনামধন্য এই কলেজটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র ফার্মগেট সংলগ্ন তেজগাঁও এলাকায় অবস্থিত।নয়নাভিরাম ও সম্পূর্ণ সবুজ বন -বনানীতে ঘেরা এই প্রতিষ্ঠানটি ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালে প্রতিষ্ঠানটির নাম ছিল ইন্টারমিডিয়েট টেকনিক্যাল কলেজ। পরবর্তীতে ১৯৮৪ সালে এটির নাম সরকারি বিজ্ঞান কলেজে রুপান্তর করা হয়। প্রতিষ্ঠাকাল থেকে প্রতিভা উৎপন্নের কারখানা হিসেবে পরিচিত কলেজটি প্রতি বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ঈর্ষনীয় ফলাফল অর্জন করে আসছে।
    🛑আসন সংখ্যা: বিজ্ঞান বিভাগ- ১২৬০ ( এ বছর আসন সংখ্যা কমতে পারে)
    🛑আবেদনের যোগ্যতা - জিপিএ ৫.০০ । বিগত ২ বছরে ১১৯০ মার্ক থাকলে এ কলেজে ভর্তির সুযোগ পেয়েছে ।
    বেতনঃ মাসিক ২০ টাকা (শিক্ষাবর্ষের শুরুতে ৪৫০০-৫০০০৳ ভর্তি ফি দিতে হয় এছাড়া সারাবছর আর কোন খরচ নাই)
    🛑ছাত্রাবাস - কলেজে ২ টা ছাত্রাবাস রয়েছে ।
    * ১. কাজী নজরুল ইসলাম ছাত্রাবাস - ১৮০ টি আসন
    * ২. ড. কুদরত - ই - খুদা ছাত্রাবাস - ১৫০ টি আসন
    🛑গ্রন্থাগার - ১৬ হাজারের অধিক বই সম্বলিত সমৃদ্ধ গ্রন্থাগার
    🛑বিশাল খেলার মাঠ ও মসজিদ রয়েছে ।
    🛑**গবেষণাগার -**
    1. পদার্থবিজ্ঞান
    1. রসায়ন
    1. জীববিজ্ঞান
    1. উদ্ভিদবিজ্ঞান
    1. গণিত
    1. আইসিটি
    🛑**ক্লাব সমূহ**
    *Govt. Science College Science Club*
    *Government Science College Photography Club - GSCPC*
    *Govt. Science College Cultural Club - GSCCC*
    *Govt. Science College English Language Club*
    *Govt. Science College Math Club*
    *Govt. Science College Football Club*
    *Govt. Science College Information & Technology Club*
    *Fornax Earth & Space Club*
    *Govt. Science College Debating Club*
    *Govt. Science College BNCC Platoon*
    🛑**উপস্থিতি -**
    বায়োমেট্রিক ফেইস স্ক্যানার।৭৫% উপস্থিতি বাধ্যতামূলক। সপ্তাহে একদিন ল্যাব।
    🛑**সাফল্য -**
    ২১-২১ শিক্ষাবর্ষঃ
    মেডিকেল -১১০ জন
    বুয়েট -৩২ জন,ঢাবিতে শতাধিক
    জিপিএ ৫.০০- ৯৮.৫৪
    ২২-২৩ শিক্ষাবর্ষঃ
    মেডিকেল -৯০+ জন, বুয়েট -২১ জন,ঢাবিতে শতাধিক
    জিপিএ ৫.০০-৯৫.৬৮%
    টানা ২ বছর যাবৎ ঢাকা বোর্ডে ২য় স্থান অধিকারী প্রতিষ্ঠান।
    হাবিবুল্লাহ বিলালী
    সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা
    **বাদামী মাটি থেকে নীল আকাশ অবধি, সবিকের সফলতা ছোটে নিরবধি

Komentáře • 4

  • @tanjim628
    @tanjim628 Před 4 měsíci

    এপ্লাই করতে কত নাম্বার দরকার মোট মিলিয়ে

  • @MdShahinIslam-xj9fb
    @MdShahinIslam-xj9fb Před měsícem

    এ কলেজ কি মেডিকেল এ 150 চান্স পেয়েছে