ডাক্তার হলেই কি কাঁড়ি কাঁড়ি টাকা আর বিলাসী জীবন? | কেমন আছে নবীন ডাক্তাররা? | Medivoice News

Sdílet
Vložit
  • čas přidán 26. 03. 2024
  • #Medivoicenews
    ডাক্তার, যে নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে অর্থ-বিত্ত আর যশ-খ্যাতির এক সমৃদ্ধ প্রতিচ্ছবি। যেন ডাক্তার হতে পারলেই আছে কাঁড়ি কাঁড়ি টাকা আর বিলাসী জীবনের অপার সম্ভাবনা!
    কিন্তু একজন বিশেষজ্ঞ ডাক্তার হয়ে উঠার নিরন্তর সংগ্রামের ধাপটি হয়তো অনেকেরই অজানা। আর প্রাচুর্যের সোনার হরিণ কজন ডাক্তার ধরতে পারেন, তাও ভাবার সময় নেই কারও!
    ৫-৬ বছরে এমবিবিএস সম্পন্ন করার পর একজন চিকিৎসক লড়াই শুরু করেন বিশেষজ্ঞ হওয়ার ধাপে, যে সময়টি তার জীবনের সবচেয়ে চ্যালেঞ্জের।
    স্বাস্থ্যখাতের ঘটনাগুলোর নিরপেক্ষ বর্ণনা ও সত্যটা জানতে আমাদের সঙ্গে থাকুন।
    আরও বিস্তারিত জানতে ভিজিট করুন : medivoicebd.com/
    Stay Connected with us:
    ====================
    "Medivoice News" is One of the Best Leading Medical Online Newspapers in Bangladesh.
    Website: medivoicebd.com/
    Facebook: / medivoicenewsbd
    CZcams(Health Tips): / @medivoicehealth
    CZcams(Health News): www.www.youtube.com/@...
    Instagram: / medivoicebd
    Official Email: medivoice.2014@gmail.com
    Telegram: t.me/medivoicebd
    Tiktok: / medivoicebd
    Linkedin: / medivoicebd
    আমাদের কথা_বলবো আমরাই

Komentáře • 203

  • @tasnimtabassum2447
    @tasnimtabassum2447 Před 3 měsíci +30

    প্রতিবেদন টা ভালো হয়েছে। বাস্তব চিত্র তুলে আনতে পেরেছেন

  • @falam3295
    @falam3295 Před 3 měsíci +112

    ডাক্তার হওয়ার জন্য অতি উৎসাহী যারা এবং যাদের অভিভাবক তাদের বলছি, সময় এসেছে একটু ভিন্নভাবে চিন্তা করার। চিকিৎসা ছাড়াও অনেক ভালো ভালো পেশা আছে যেখানে অর্থনৈতিক স্বচ্ছলতা ও সম্মান দুটোই আছে। তাই ডাক্তার হওয়ার আগে এবং সন্তানকে এ পেশায় জড়ানোর আগে ভাবুন ভাবুন ভাবুন।

    • @androidhelpme2084
      @androidhelpme2084 Před 3 měsíci

      রোগে ধরলে দাপায়া মরা লাগবে।আয়ের কথা যদি বলি একজন মেথরও দিন গেলে ১০০০, ১৫০০ টাকা ইনকাম করে। ডক্টর একজন প্রেসটিজিয়াস পারসন।।

    • @Miao451
      @Miao451 Před 3 měsíci +21

      টাকার জন্যে না ভাই। নিজের ঘরে ডাক্তার থাকার গুরুত্ব বুঝবেন অসুস্থ হলে। আমার মামা ডাক্তার , রাত ২,৩ টায় ও যেকোনো সময় কল দেই। চেম্বারে সিরিয়াল দিয়ে বসে থাকা লাগেনা , একটা মেন্টাল রিলিফ।

    • @imtiazzibon9181
      @imtiazzibon9181 Před 3 měsíci +6

      ​@@Miao451
      But financial site ?

    • @Miao451
      @Miao451 Před 3 měsíci

      @@imtiazzibon9181 সেটা ভালো পজিশনে গেলে আর চিন্তা নেই , কিন্তু সেই পথ অনিশ্চিত আর মেডিকেলে গেলে কনফার্ম ডাক্তার

    • @redberrydhaka8636
      @redberrydhaka8636 Před 3 měsíci +4

      হুদা ডাক্তার হইলেই কি হইবো! বিলাসবহুল জীবন যাপনের লইগ্যা বড়ো ডাক্তার হইতে হইবো। বর্তমান মন্ত্রী যেমুন বড়ো ডাক্তার ছিল।😊

  • @kesabmalik5850
    @kesabmalik5850 Před 3 měsíci +19

    আমি ভারতের পশ্চিমবঙ্গ থেকে দেখছি। খুব ভাল লাগল আপনাদের এই প্রতিবেদন টি দেখে। বাস্তব চিত্র তুলে ধরেছেন। সব জায়গাতেই এক অবস্থা। আমি ডাক্তার নই, তবুও জানি। আমি শিক্ষিত বেকার, অল্প কিছু রোজগার করি। তাতেই আত্মীয়- প্রতিবেশীরা ভাবে অনেক রোজগার করছি। কিছুদিন আগে আমার প্রায় সম বয়সী কিছু ডাক্তার দের আলোচনা থেকে শুনলাম, যা দেখালেন হুবহু এক। অশিক্ষিত ফাঁকিবাজ লোকেরা কিছুই বোঝে না।

    • @468caustlymotivation
      @468caustlymotivation Před 3 měsíci

      ভারতের হোমিওপ্যাথি ভালো ডাক্তার দের মাসে লাখের উপরে ইনকাম যারা চেম্বার দেয়।,,ভালো জ্ঞান আছে।

  • @akhialam6009
    @akhialam6009 Před 3 měsíci +32

    এম বিবি এস পাশ করার পরে সব গুলো মিডল ইষ্টে পাঠিয়ে দেন। মধ্যপ্রচ্যে লক্ষ লক্ষ আমরা প্রবাসীরা আছি টাকা দিয়েও ভাল চিকিৎসা পাচ্ছিনা আমরা।

  • @taherakhatun3571
    @taherakhatun3571 Před 3 měsíci +8

    বাস্তব অবস্থা তুলে ধরার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

  • @maream3004
    @maream3004 Před 3 měsíci +30

    মাত্র ই চান্স পাইলাম।ক্লাস ও শুরু হইলো না।এখন ই ভয় লাগতেছে এই প্রতিবেদন টা দেখে।অনেক সুন্দর করে বিষয় টা তুলে ধরা হইছে

    • @fahimkhan-yi4pn
      @fahimkhan-yi4pn Před 3 měsíci

      অন্য জেলায় হলে তবুও টেনেটুনে চলবে

    • @iqbalhossain7069
      @iqbalhossain7069 Před 3 měsíci +8

      টাকাই সব কিছু না, ডাক্তারি পেশা একটা সেবামূল পেশা এবং সম্মানের, সুতরাং মন খারাপ না করে সামনের দিকে এগিয়ে যাওয়াটাই বু্দ্ধিমানের কাজ।

    • @makkawala7862
      @makkawala7862 Před 3 měsíci +1

      Rights

    • @user-sz7wv8yx9l
      @user-sz7wv8yx9l Před 3 měsíci

      Right

    • @farahyeasmin6230
      @farahyeasmin6230 Před 3 měsíci

      Chance paisen valo samne 20yr takar asha chere dilei hbe

  • @latifmonjur2505
    @latifmonjur2505 Před 3 měsíci +7

    ওরা ঔষধের দোকানে চেম্বার করে অল্প ভিজিটে রোগী দেখতে পারে। তাতে তার অভিজ্ঞতা এক সময় কাংখিত লক্ষ্যে পৌঁছে দিতে সহায়ক হতে পারে।

  • @HazratImamMahadi
    @HazratImamMahadi Před 3 měsíci +12

    যারা টাউট প্রকৃতির তারা ডাক্তারি করে ভালো আয় করতে পারে

  • @ayubmasud2325
    @ayubmasud2325 Před 3 měsíci +5

    অনেক বাস্তব প্রতিবেদন। অন্যদিকে গ্রামে গঞ্জে হাতুড়ে চিকিৎসকের রম রমা বাণিজ্য,,,,,।।।

  • @ahmadsafi8369
    @ahmadsafi8369 Před 3 měsíci +7

    অত্যান্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করার জন্য সংবাদিক কে ধন্যবাদ।

  • @sanwarmanik1166
    @sanwarmanik1166 Před 3 měsíci +8

    অমানবিক 😢 তাঁদের দার গবেষণা চান দেশ প্রধান !প্রথম থেকে তাদের শেষ পর্যন্ত একটা সীমা রেখা করে দেওয়া উচিত শেষ পর্যায়ে বিশেষজ্ঞ হয়ে খরচ তুলবে না গবেষণা করবে ?

  • @HasiburRahman-rq5fw
    @HasiburRahman-rq5fw Před 3 měsíci +11

    যাদের পারিবারিক সাপোর্ট নাই তাঁদের এই পেশায় না আসাই ভাল।

  • @humayounkabir3846
    @humayounkabir3846 Před 3 měsíci

    Thank you medivoice.

  • @masudulhoque5534
    @masudulhoque5534 Před 3 měsíci +4

    একদিকে ডাক্তারের এই অবস্থা, অন্য দিকে বিভিন্ন অপ্রয়োজনীয় পোস্টে স্বাস্থ্য খাতে ডাক্তার ছাড়াও জনবল নিয়োগ হচ্ছে। যেমন: নগর স্বাস্থ্য কেন্দ্র, comunity ক্লিনিক, স্বাস্থ্য সহকারী, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ইত্যাদি। এসব পোস্টে ডাক্তার নিয়োগ করা দরকার।

  • @akterssw
    @akterssw Před 3 měsíci

    Excellent topic, I had no idea about it. The system should be changed.

  • @HazratImamMahadi
    @HazratImamMahadi Před 3 měsíci +4

    বিদেশে চাকরি করার ইচ্ছা না থাকলে কষ্ট করে বেসরকারি কলেজে ডাক্তারি পড়া উচিত নয়।

  • @user-om5vf5vo5o
    @user-om5vf5vo5o Před 3 měsíci +7

    আমার মনে হচ্ছে সবচেয়ে লাভজনক চাকরি পুলিশের

  • @rafsan1578
    @rafsan1578 Před 3 měsíci +7

    এতোসব পাশ করতে করতে প্রেমিকা হারিয়ে, বাবা মাকে ৪২-৪৫ বছর পর্যন্ত নিরাশ করার পর, শেষে যখন প্রফেসর হয় নবীন ডাক্তাররা তখন সে একটু টাকার মুখ দেখে।

  • @mohammedasadurrahman6846
    @mohammedasadurrahman6846 Před 3 měsíci +1

    Please , save our doctors ! Government should take a big responsibility for our nation health carer's objective people .

  • @matinurahman3606
    @matinurahman3606 Před 3 měsíci +4

    ইনট্রআন চিকিৎসকরা বেতন যা পাচ্ছেন সম্মানজনক, আর শিক্ষানবিশ আইনজীবীদের এর চাইতেও খারাপ অবস্থা।

    • @sarascraftandarts8709
      @sarascraftandarts8709 Před 3 měsíci

      কোথায় শিক্ষানবিস আইনজীবী আর কোথায় ইন্টার্ণ ডাক্তার। হায়রে কপাল!

  • @MDBabul-ep9ke
    @MDBabul-ep9ke Před 3 měsíci +3

    মেডিকেলে ডাক্তার দেখাতে গেলে ২-৪-৫ মিনিটও দেখেনা 5 মিনিটও সময় দেয় না ৫ থেকে ৬০০ টাকা নিয়ে নেয় তাহলে এই টাকাগুলো যায় কোথায়

  • @user-ww3tz8jr6u
    @user-ww3tz8jr6u Před 3 měsíci +1

    মিডেলইস্ট সহ বিভিন্ন দেশে এই দক্ষকর্মীগুলো পাঠালে উনারা নিজে এবং দেশ বেশ উপকৃত হবে।
    এসব দেশে একজন ক্লিনিক কর্মী বা ফার্মাসিস্টেরও ১/২ লাখ টাকা বেতন। আর এরকম ডাক্তারেরতো আরো বেশি হবে।
    সরকারি ভাবে সকল সেক্টরে এরকম দক্ষ কর্মী তৈরি করে বিদেশে পাঠানো উচিত।

  • @abuhasib41
    @abuhasib41 Před 3 měsíci

    আসলেই!
    এমনভাবে কখনওই ভাবি নাই।

  • @user-pl4pu4sc6l
    @user-pl4pu4sc6l Před 3 měsíci +5

    ইঞ্জিনিয়ার হয়ে বেকার বসে থাক,স্টুডেন্ট পড়াও...জাতি সেটা দেখবেনা
    মেডিক্যাল পরে ২০k পাও সেটা লোকের কাছে খারাপ লাগবে

    • @somarahman
      @somarahman Před 2 měsíci

      Medical pora engineering theke onek koshto.

    • @user-pl4pu4sc6l
      @user-pl4pu4sc6l Před 2 měsíci

      @@somarahman সিরিয়াসলি!! একসময় যারা ম্যাথ পারতোনা।।ম্যাথ কঠিন মনে হোত।তাই মেডিক্যাল বেছে নিছিলো।এখন তারাই ইঞ্জিনিয়ারিং পড়াকে সহজ বলে।।। জব সেক্টর যে কত কঠিন ।।শেষে বিসিএস ই দেয়া লাগে । বাংলাদেশে থেকে যেকোনো প্রফেশনেই অনেক স্ট্রাগল।।কোনোটাতে কম না প্রতিদ্বন্দ্বী।

  • @ishtiaqueahmed3623
    @ishtiaqueahmed3623 Před 3 měsíci +11

    যত্রতত্র বেসরকারি মেডিকেল কলেজ গড়ে উঠার কারণে এই অবস্থা। এখন এত ডাক্তার!!!

    • @Miao451
      @Miao451 Před 3 měsíci +1

      প্রতি ১০০০০ এ এখন ডাক্তার মাত্র । যেখানে প্রতি ১০০ জনে একজন প্রয়োজন

    • @equations-slsnxg
      @equations-slsnxg Před 3 měsíci

      ​@@Miao451 100 জনে 1 জন ডাক্তার প্রয়োজন,কোথায় থেকে পেলেন,এই তথ্য? বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে প্রতি ১ হাজার জনে ১ জন ডাক্তার রাখা স্ট্যান্ডার্ড। বাংলাদেশে বর্তমানে ১৭০০ জন জনসংখ্যায় ১ জন রেজিস্টার্ড এমবিবিএস ডাক্তার।তথ্যসূত্রঃ( বিএমডিসি)। এমবিবিএস ছাড়াও ডিএমএফ ডিগ্রিধারী প্রায় ৩০ হাজার সুস্থ কর্মী আছেন যারা প্রাথমিক স্বাস্থ্য সেবা দিয়ে থাকেন। বিদ্র: বাংলাদেশে বর্তমানে ১ লক্ষাধিক রেজিস্টার্ড বাংলাদেশী এমবিবিএস ডাক্তার আছে।

    • @JamesBond-hm3bw
      @JamesBond-hm3bw Před 3 měsíci

      এখনো প্রচুর ডাক্তার দরকার দেশে কিন্তু অনেক হিসাব নিকাশ আছে এখানে।

  • @prantosarkarpranto6411
    @prantosarkarpranto6411 Před 3 měsíci +2

    ami 2 tin bar doctor ar kace geci problem niya but tar kono solution e dite pare nai. but bar bar 700, 800 kore visit niya tk. gulai nosto korce. ara sudhu tkr pichonai chute,

  • @taherakhatun3571
    @taherakhatun3571 Před 3 měsíci +3

    যাদের টাকা আছে তারা এই৷ দেশে থাকে না বাইরে চলে যায়, এটাই ভালো,যে দেশে মূল্যায়ন নাই সে দেশে থেকে লাভ কি।

  • @ShohrabSOHAN
    @ShohrabSOHAN Před 3 měsíci +11

    ভালো বেতন কাঠামো চাই

    • @shundorprithibi9840
      @shundorprithibi9840 Před 3 měsíci

      এক কোটি টাকা বেতন দিলেও অনেকের কাছে ভালো কাঠামো হবে না! কারন হাসপাতালের মালিক হতে অনেক টাকা লাগে।

    • @ShohrabSOHAN
      @ShohrabSOHAN Před 3 měsíci

      @@shundorprithibi9840 ভাই শতকরা ৯৫ ভাগই খুশি হবে যদি ইন্টার্নদের ৩০০০০ আর মিড লেভেল এর ৫০০০০ করা হয়।

  • @mdalomgirakon8248
    @mdalomgirakon8248 Před 3 měsíci +1

    সৌমেন পালকে ভালো লাগল

  • @MdJabed-iv7wt
    @MdJabed-iv7wt Před 3 měsíci +1

    ভাইয়া নবীন আইনজীবীদের নিয়ে একটা রিপোর্ট করেন প্লিজ

  • @khalidshams2060
    @khalidshams2060 Před 3 měsíci

    Ami 6 k diye cholte hoyeche. Family intern in korar por r support nite parini. Ki kosto je legeche se somoy.

  • @imranmia5143
    @imranmia5143 Před 3 měsíci +3

    -ডিপ্লোমা করতে পারেন। ৪ বছর ডিপ্লোমা করার পর মাসে ৮-১০ হাজার স্যালারি পাবেন।যা গার্মেন্টস এর স্যালারির থেকেও কম., ১০ বছর অভিজ্ঞ হলে বেতন ৩০ হাজার হবে। তবে এ সময়ের ভিতর প্রাইভেটে কয়েক লক্ষ খরচ করে বি এস সি টা অবশ্যই শেষ করে নিতে হবে।

  • @user-ut4fg7fx5c
    @user-ut4fg7fx5c Před 3 měsíci +3

    এই ইনটারনি ডাক্তার দের কম সংস্থান দেয়া দরকার মাসিক টাকা বাড়িয়ে দেয়া উচিত দয়া করে সরকার এর পদক্ষেপ নিবেন

  • @afzalhossain5917
    @afzalhossain5917 Před 3 měsíci +1

    Driver salaries in Dhaka tk 20,000/

  • @reazulhoque4311
    @reazulhoque4311 Před 3 měsíci +7

    ৬০০০০ টাকা করা হোক।

  • @azammathfunction1180
    @azammathfunction1180 Před 3 měsíci

    কসাই

  • @mdkayum7495
    @mdkayum7495 Před 3 měsíci +1

    বহু ডাক্তার আছে মাসে লক্ষ লক্ষ টাকা 💸

  • @shafiulalamshohag516
    @shafiulalamshohag516 Před 3 měsíci

    মেডি ভয়েসের এই রিপোর্টের জন্য
    অনেক ধন্যবাদ এবং ডাক্তারদের প্রতি অনেক সহানুভূতি
    কিন্তু আপনাদের পাশাপাশি এটা অনুসন্ধান করার জন্য অনুরোধ করছি
    আমাদের দেশের রোগী কেন অন্য দেশে যায় চিকিৎসার জন্য
    বিষয়টাকে নিয়ে একটি তথ্যবহুল রিপোর্ট করবেন আশা করি

  • @user-eg8lv1mu1t
    @user-eg8lv1mu1t Před 3 měsíci +1

    আজ কাল ডাক্তার মানে শুধু টেস্ট দেওয়া,, কারণ ডাক্তার তো অটো পাশ 😅😅

  • @user-qe8ex1fg5g
    @user-qe8ex1fg5g Před 3 měsíci +2

    মানব সেবা টাকার সাথে সম্পর্ক না

    • @user-bs3hr2jd8w
      @user-bs3hr2jd8w Před 3 měsíci +1

      Tai na ?? Doctor ra tk na peye Tara fakir hoye more jak tai na?? Halal vabe to tk income korar source to lagbe

  • @habibanasser7947
    @habibanasser7947 Před 3 měsíci +1

    Khubi kharap laglo akta driver er beton akhon 20000 taka shekhane ato koshto kore porashuna kore doctor hoe lav ki.beton aro barano uchit.

  • @rafiulislam654
    @rafiulislam654 Před 3 měsíci

    Marked myself safe

  • @rafiuniloy1368
    @rafiuniloy1368 Před 3 měsíci +1

    Kosher olpo tk , intern shes hole mashe lakh takar niche keo payna

  • @JannatulSumiyaadiba
    @JannatulSumiyaadiba Před 3 měsíci +2

    Bangladesh e thakle vlo kisu howa somvob na

  • @SmShaekNoyon
    @SmShaekNoyon Před 3 měsíci

    Sarkari Hospital a gele bujha jai Dr: ra kmn

  • @user-iw3yb3nb8w
    @user-iw3yb3nb8w Před 3 měsíci

    Medical porasona ta Khubi baibohul.......but pass korar por tader durobostha ashole vabar moto na.....

  • @g.malmas2949
    @g.malmas2949 Před 3 měsíci +1

    এখানে যে তারা ঔষধ কোম্পানীর বিভিন্ন মাসোহারা পায়ে ফুলেফেঁপে উঠে ঔষধ লিখে সেটা তো বল্লেন না। ঔষধ কোম্পানীর টাকার ই ৫০% তাদের খরচ হয় না।

    • @alamgirhosain7103
      @alamgirhosain7103 Před 3 měsíci

      seta jader degree ase sudu tader. kintu jara sudu mbbps pass kore tader sudu ak packet civit sara r kisu deyna

  • @MDBabul-ep9ke
    @MDBabul-ep9ke Před 3 měsíci +1

    নিউজ টা দেখে খারাপ লাগলো কিন্তু আমরা মেডিকেলে গেলে ছয় থেকে সাতশ টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখায় এই টাকাগুলো যায় কোথায়

    • @somarahman
      @somarahman Před 2 měsíci

      Apni to senior doctor dekhan. MBBS doctor to ar dekhan na.

  • @azammathfunction1180
    @azammathfunction1180 Před 3 měsíci

    প্রাইভেট চাকুরী করেন

  • @farahyeasmin6230
    @farahyeasmin6230 Před 3 měsíci

    Residency te 20k bhai r yearly institute gulo k 50k deya lage..tarporeo apni tule to dhorechen

  • @ArmanHawlader-js7op
    @ArmanHawlader-js7op Před 3 měsíci

    ভালো চিকিৎসকের জন্য দোয়া রইল।তারা যেন মানব সেবায় নিয়োজিত থাকে এবং আল্লাহর উপর ভরসা রাখে।

  • @MoniruzzamanManik-gf4kn
    @MoniruzzamanManik-gf4kn Před 3 měsíci

    desh ki

  • @masoobsoob3608
    @masoobsoob3608 Před 3 měsíci +4

    ওষুধ কোম্পানির কাছ থেকে যে কমিশন পায় তা কেউই স্বীকার করল না

  • @MdMd-ez7vb
    @MdMd-ez7vb Před 2 měsíci

    Apnera student poran ekon digital jug online vaiyera to onk valo income kore

  • @juwelrana755
    @juwelrana755 Před 3 měsíci +1

    Onno graduate der ki obsta setao khuj nen.

  • @TashrifMamunMamun
    @TashrifMamunMamun Před 3 měsíci +8

    আল্লাহ যেন এমন অর্থবিত্তের লোভ না দেয়। ইনশাল্লাহ আল্লাহ যেন নামের আগে ডাক্তার যোগ করার তৌফিক দান করে।

  • @sohelmahmud6344
    @sohelmahmud6344 Před 3 měsíci +1

    At least they acknowledge that they had intention of earning huge money despite of being passionate of taking care of patient. Now they understand that it was a fucking SCAM.

  • @akhialam6009
    @akhialam6009 Před 3 měsíci +2

    তাদের বেতন কমছে কম 50000/60000 করা হউক।

  • @btsarmy-sm7us
    @btsarmy-sm7us Před 3 měsíci

    নতুন ডা কি বেতন দিবে তাদের

  • @user-mf7cs1cw4h
    @user-mf7cs1cw4h Před 3 měsíci

    আমরা জারা বাহিরে দেখাই এতু টাকা কই জা মামা

  • @moyindipu8487
    @moyindipu8487 Před 3 měsíci

    MBBS howar 20-25 lokkho tk kintu jonogon e die thake. Tarpor sei jonogon ke jownogon chinta korata koto boro pap. Ta arek protibedone tule dhorben asa kori.

  • @anikahamed-pb1ij
    @anikahamed-pb1ij Před 3 měsíci +3

    এটা হচ্ছে ভদ্র কসাই

    • @dr.islami1773
      @dr.islami1773 Před 3 měsíci +2

      Apnara ovodro goru hole ora to vodro kosai hobei

  • @dr.md.sohelsarker6708
    @dr.md.sohelsarker6708 Před 3 měsíci

    বাস্তব চিত্র.! কমবেশি সব ডাক্তারকেই প্রথম প্রথম ফেইস করতে হয়েছে,কিন্তু এর পরেও যারা এখন সিনিয়র বা বড় পদে আছেন তারা তো নিজের জুনিয়রদের জন্য কিছু একটা করবে তাই না,এরকম তো আশা করায় যায়..! কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে উল্টো, যা খুবই দুখজনক...!

  • @Aftab966
    @Aftab966 Před 3 měsíci

    ভারতের ডাক্তারদের উচ্চ শিক্ষার জন্য অনেক সুযোগ সুবিধা দেয়া হয়।

  • @MotiurRahman-qg6ww
    @MotiurRahman-qg6ww Před 3 měsíci

    ফ্যাক্টরিতে ভালো বেতন দেয়া হয়

  • @rahatjaman4024
    @rahatjaman4024 Před 3 měsíci +2

    এমনটা জানা ছিলোনা। তাহলে চিকিৎসা খরচ এত কেনো?

    • @md.hadiulislam2518
      @md.hadiulislam2518 Před 3 měsíci

      চোখ থাকলেও অন্ধ হয়ে থাকলে দেখবেন কিভাবে? প্রতিবেদন টা আবার দেখেন

    • @somarahman
      @somarahman Před 2 měsíci

      Karon apni to senior doctor dekhan. Unara senior hote giye degree orjon Korte giye jiboner onekta somoy bai Koren. Sesh boyose giye unar kache rogi ashe.

    • @prasenjitroy257
      @prasenjitroy257 Před 17 dny

      কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে জিম্মি

  • @khairulbashar9651
    @khairulbashar9651 Před 3 měsíci +1

    বেশিরভাগ ডাক্তার অর্থলিপ্সু।

  • @masudulhoque5534
    @masudulhoque5534 Před 3 měsíci

    রাস্তায় বস্তা পরা এগুলা কি জীব?

  • @m.a.quashem1989
    @m.a.quashem1989 Před 3 měsíci

    Ei Takar Neshatei to Doctor ra Raat Duita/ Teenta porjonto Chamber kore thake.Bangladeshe Doctor , Police o Ukil eder theke apni joto dure obosthan korben , totoi apnar jonno mongal bole janben..

  • @masoobsoob3608
    @masoobsoob3608 Před 3 měsíci +2

    ডাক্তার হওয়া কোম্পানির কাছ থেকে কমিশন খাওয়া

  • @mr.shahin935
    @mr.shahin935 Před 3 měsíci +4

    রিপোর্টে ভুল আছে, সার্টিফিকেট দারি ডাক্তার আর পড়াশোনা করে পাস করা ডাক্তার ব্যবদান বুজতে হবে। অনেকেই ডাক্তারি পড়তেছে সার্টিফিকেটের জন্য এদের ভবিষ্যতে খারাপ হবে।

    • @zubaerzahid4306
      @zubaerzahid4306 Před 3 měsíci

      Na jene Kotha Bola thik na Vai

    • @shantajannat1145
      @shantajannat1145 Před 3 měsíci

      Apni kisu janen e na

    • @mr.shahin935
      @mr.shahin935 Před 3 měsíci

      @@shantajannat1145 mbbs পাস ডাক্তার ১০০০ টাকা ফিস নেয় বাংলাদেশে তাও আবার সাত থেকে দশ দিন আগে সিরিয়াল দিতে হয়। mbbs, fcps পাস ডাক্তার, ২০০০ টাকা ফিস ১ মাস আগে সিরিয়াল দিতে হয়,অনেক সময় সিরিয়াল পাওয়া যায় না। আবার শুনুন, MBBS,FCPS,MD পাস করা ডাক্তার ফিস 500/600 টাকা, ১০ জন ও রুগী হয় না। তারা সবাই বাংলাদেশে পড়াশোনা করে ডাক্তার হয়েছে, পার্থক্য কোথায় বলতে পারবেন?

    • @ddd2804-ig7pl
      @ddd2804-ig7pl Před 3 měsíci

      You need more knowledge about it.

    • @mr.shahin935
      @mr.shahin935 Před 3 měsíci

      @@ddd2804-ig7pl You have knowledge, explain me pls,😜

  • @md.shahreaj465
    @md.shahreaj465 Před 3 měsíci +1

    ভাবছিলাম ইঞ্জিনিয়ারিং করে ভুল করছি।
    এখন দেখি ডাক্তারদের ও সেম অবস্থা। 😪
    এর থেকে ছাত্রলীগ করা ভালো ছিলো।

  • @drghulamshawkathossain4392
    @drghulamshawkathossain4392 Před 3 měsíci

    Our senior doctors who are highly selfish are responsible for this.

  • @mehedihasanbp4943
    @mehedihasanbp4943 Před 3 měsíci

    সরকার দেখা উচিত

  • @Eternal_Drift
    @Eternal_Drift Před měsícem +1

    আমার ফুফাতো ভাইয়ের একজন হাইস্কুল ব্যাচমেট উনি এমবিবিএস দিয়ে এখন অনেক টাকা ইনকাম করছেন। বলতে পারেন উনি খুবই ভাগ্যবান এসব নিউজের ভিড়ে। যদিও ওনার পথচলা অন্যান্য ডাক্তারদের থেকে আলাদা ছিল...ওনার সম্পূর্ণ পড়াশোনা+সার্বিক খরচ আমাদের এলাকার একজন বিত্তবান ডাক্তার চালাইতেন। টু বি অনেস্ট, ওনার মতো এতো নম্র,ভদ্র ডাক্তার আমি জীবনেও দেখিনি...অনেকে বলে ওনার ডাউন টু আর্থ আচার-আচরণের কারণেই আল্লাহ ওনাকে ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ...ছোট ভাই হিসেবে আমাকে অনেক পরামর্শ দেন এবং বলেছেন ডাক্তারিতে না যেতে...😮😅🤭

    • @pujadeb8746
      @pujadeb8746 Před 16 hodinami

      dream to wear white appron has gone😅

  • @craftbd4574
    @craftbd4574 Před 3 měsíci

    ভাল রা আগাবেই।।
    তবে ভারতের ডা: কেন মাঝে গোল দিচ্ছে সেটাও দরকার।

  • @abdurrazzaque4211
    @abdurrazzaque4211 Před 3 měsíci

    গোটা কয়েক জন ছারা সবাই শুধু টাকা আর টাকা

  • @mahmudulbss118
    @mahmudulbss118 Před 3 měsíci

    এর পাশা-পাশি ফুট পথে আম্রা ও শষা বেচে ভালো আয় করা যায়।

  • @prantosarkarpranto6411
    @prantosarkarpranto6411 Před 3 měsíci +1

    off course tk. ar tk. aisob faltu kotha. faltu report amer kace asen, doctor ra kivabe butpari kore?? ar kori kori tk income kore.

  • @masoobsoob3608
    @masoobsoob3608 Před 3 měsíci +3

    ডাক্তার যখন ওষুধ লেখে ওষুধ কোম্পানির লোকজন মোবাইল দিয়ে ছবি তোলে কোম্পানির ওষুধ লিখেছে কিনা কিনা

  • @subirroy7106
    @subirroy7106 Před 3 měsíci

    এটা কি ? একজন ডাক্তার এই বেতনে !!!! পেটে না সইলে কি আর সেবা আসবে ? একজন ইন্টারনী ডাক্তারদের সন্মানজনক একটা বেতন কি দেওয়া যায় না ?

  • @user-jo6jb4zq5u
    @user-jo6jb4zq5u Před 3 měsíci +1

    ডাক্তার মানে মানব সেবা কিন্তু ভরতমানে ডাক্তার মানে মানুষ জবেহ করা ৷ ওষুধ লেখার ভেনিপিসিয়ারী অপারেশন ভেনিপিসিয়ারী পেথলজির ভেনিপিসিয়ারী পেস কিপ সান ভেনিপিসিয়ারী আরও কতকি৷

  • @user-kq6pn5py7c
    @user-kq6pn5py7c Před 3 měsíci +1

    তোমরা চেম্বার খুললে গো ৫০০ থেকে ১০০০ টাকা করে রোগীর কাছ থেকে ফি নাও দেখবা টাকার কারিগারি

  • @jahangiralam-vg2ic
    @jahangiralam-vg2ic Před 3 měsíci

    Political person der ki ekai bilasi jibon odhikar.ache? Abar onno kader er pion dero onek taka egulo keu bolena

  • @user-sb4zb5nc8h
    @user-sb4zb5nc8h Před 3 měsíci

    ডেরেবারেরকাজনেন

  • @MdKalam-vc6oy
    @MdKalam-vc6oy Před 3 měsíci +2

    ডাক্তার আর কসাই সেইম সেইম। এরা ডাক্তারির নামে যে প্যাথলজি টেষ্ট দেয় সেইখান থেকে ৭০% কমিশন ডাক্তারে পায়। ঔষধ বেনামি ঔষধ লিখলেই কমিশন।

  • @mtbgarage876
    @mtbgarage876 Před 3 měsíci

    Pora lekha ekta trap scool college ar jail er moddhe kono parthokko nei

  • @user-xu9gr9us6d
    @user-xu9gr9us6d Před 3 měsíci +1

    100 percents doctor takar pichone dauray shathe du numbarite jarito hoy ja dukhma janak

  • @lifeline.sp2023
    @lifeline.sp2023 Před 3 měsíci +1

    30 লাখ টাকা হলেই যা পড়া যায়, তার গুরুত্ব থাকবে কেন

    • @user-hl5yh2vk9i
      @user-hl5yh2vk9i Před 3 měsíci

      আগে তো ভর্তি পরীক্ষায় পাশ করতে হবে।

  • @solaimansany100
    @solaimansany100 Před 3 měsíci

    dr viget500 takar besi hohar ocit na ata sovar vava dorkar dr ra mittha volse s sanny

    • @md.hadiulislam2518
      @md.hadiulislam2518 Před 3 měsíci +1

      হ্যা,সব কিছুর দাম বাড়লে সয়ে যাবে, কিন্তু ভিজিট ৫০০ র বেশি না। খাইতে যেমন টাকা খরচা লাগে চিকিতসা করতেও লাগে বাইরের দেশে আরো লাগে

  • @user-ut4fg7fx5c
    @user-ut4fg7fx5c Před 3 měsíci +1

    এই ইনটারনি ডাক্তার দের প্রতি সরকার খেয়াল রাখা দরকার এরা আমাদের দেশের জনগণ ছায়া এরা অনেক অনেক কষ্ট করছে

  • @MdJabed-iv7wt
    @MdJabed-iv7wt Před 3 měsíci

    নবীন আইনজীবীদের অবস্থা আরো বেশি খারাপ

  • @anamulhasan3416
    @anamulhasan3416 Před 3 měsíci

    😂😢😅

  • @musfiqurerahaman508
    @musfiqurerahaman508 Před 3 měsíci +1

    প্রতিবেদন এ যথেষ্ট পরিমাণে মিথ্যা তথ্য ও অপ্রাসঙ্গিক মন্তব্য তুলে ধরা হয়েছে 🙂।
    যা অত্যন্ত দুঃখজনক

    • @sumanislam4042
      @sumanislam4042 Před 3 měsíci

      Thiki tule dorse khub Kste ase doctor Tara amr vai Doctor ami Jani 😢😢

  • @masudulhoque5534
    @masudulhoque5534 Před 3 měsíci

    কেউ ভালো নাই দেখতেছি

  • @alokepalit9727
    @alokepalit9727 Před 3 měsíci

    তানাহলে কি? ডাক্তার মানেই শুধু সেবা আর সেবা? ফালতু, disgusting।

  • @actionali7973
    @actionali7973 Před 3 měsíci +1

    উনাদের সমস্যাটা কিন্তু কঠিন কিন্তু কথা হচ্ছে যে এই যে ৫০০ করে ভিজিট নেয় এই টাকাগুলো যায় কই

    • @md.hadiulislam2518
      @md.hadiulislam2518 Před 3 měsíci +1

      প্রতিবেদন টা দেখেন আবার যারা ৫০০ ভিজিট নেয় বয়স এদের ৪৫+

  • @ABUTAHER-pm1dj
    @ABUTAHER-pm1dj Před 3 měsíci

    সিজারের যে এতো টাকা নেই,, তার কি ওরা ৩,৪ জনে ভাগ করে নিতে পারে না 😂😂

  • @taherakhatun3571
    @taherakhatun3571 Před 3 měsíci

    একেবারে মিথ্যা কথা।

  • @aktarhossein7287
    @aktarhossein7287 Před 3 měsíci +1

    যারা ডাক্তার হয়ে পাশ করবে তাদের জন্য পেনশন করতে হবে।