পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালীপুজো মৌতড়ের কালীপুজো।

Sdílet
Vložit
  • čas přidán 10. 11. 2023
  • পুরুলিয়া জেলার ঐতিহ্যবাহী কালিপুজো রঘুনাথপুর থানা অন্তর্গত মৌতড়ের কালিপুজো। বহু প্রাচীন এই পুজো জেলার সর্ববৃহৎ পুজো , রয়েছে এখানে মায়ের শিলা মুর্তি, দক্ষিণেশ্বর কালী মন্দিরের আদলে রয়েছে মন্দির। কথিত আছে রাজা বল্লাল সেনের আমলে এক সিদ্ধপুরুষ এখানে সাধনা করে এই কালীপুজোর শুরু করেছিলেন , গভীর জঙ্গলের মাঝে একটি শ্মশান ছিল, জঙ্গলে ছিল কুখ্যাত ডাকাতদের বাস।সেখানে সেই সিদ্ধপুরুষ পঞ্চমুন্ডির আসন তৈরি করে মায়ের সাধনা করতেন এর পরে তিনি কালী মায়ের স্বপ্নাদেশ পেয়ে মূর্তি গড়ে আরম্ভ করেন শক্তির আরাধনা। সেই পুজো আজও চলে আসছে রীতি মেনে। শোনা যায় সাধক বামদেব এখানে এসেছিলেন মায়ের সাধনা করতে।এখানে বলি প্রথা রয়েছে তবে বলিপ্রথার বিশেষ বৈশিষ্ট্য এখানে দুর্গাপূজার অষ্টমীর দিন ছাড়া বছরের ৩৬৪ দিনই ছাগ বলি হয় , প্রতিদিনই মায়ের নিত্য পুজো, অন্য ভোগ এবং সন্ধ্যা আরতি হয় মন্দিরে। আজও এখানে রাজ্যের বিভিন্ন জেলা সহ পার্শ্ববর্তী রাজ্য ঝারখণ্ড , বিহার, উড়িষ্যা থেকে পূর্নার্থীর সমাগম হয়। কালীপুজোর সাত দিন ধরে বসে মেলা সমাগম হয় লক্ষাদিক পুন্যার্থীর।
    ‪@KHABARANANDA‬

Komentáře • 2