Sonajhuri Haat | Shantiniketan | সোনাঝুরি হাট | শান্তিনিকেতন | খুবই কম দামে পেয়ে যাবেন সবকিছুই।

Sdílet
Vložit
  • čas přidán 25. 05. 2024
  • Sonajhuri Haat | Shantiniketan | সোনাঝুরি হাট | শান্তিনিকেতন | খুবই কম দামে পেয়ে যাবেন সবকিছুই।
    #sonajhuri #bolpur #rabindranath #haat_bazar #traditional #shopping #saree #birbhum #vlog #sonajhurihaat #sonajhurivlog #world #village #bangla #bengali #baul_gaan #santali #culture #youtube #westbengal #shantiniketan
    Please Subscribe ‪@RiRu219‬
    বলা হয়, শান্তিনিকেতন এমন একটি জায়গা, যেখানে বছরের ছ'টি ঋতুকে অনুভব করা যায়। আর এই শান্তিনিকেতনের পশেই প্রকৃতির অপূর্ব সৃষ্টি সোনাঝুরি জঙ্গল।
    শান্তিনিকেতনে পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু সোনাঝুরির খোয়াই হাট বছরে লক্ষাধিক পর্যটক আসে বোলপুর-শান্তিনিকেতনে৷ যার মধ্যে অনেকেই আসে সোনাঝুরির জঙ্গলের ভিতরে খোয়াইয়ের হাটের টানে। সপ্তাহান্তে সোনাঝুরির এই হাটে বহু মানুষের সমাগম হয়। শান্তিনিকেতনের সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে, সাঁওতালি নাচের সঙ্গে পা মেলাতে এবং মনভোলানো বাউল গানের আবেশে ভাসতে দূর-দূরান্ত থেকে শহুরে মানুষেরা সোনাঝুরির খোয়াই হাটে আসেন।প্রতিদিন এই হাট দেখতেই আসে কয়েকশো পর্যটক। উৎসব-অনুষ্ঠানে এর সংখ্যা দাঁড়ায় কয়েক হাজার। শ্যামবাটি থেকে বল্লভপুর গ্রাম যাওয়ার পথে শ্যামবাটি ক্যানেল পাড়ে সোনাঝুরি।
    খোয়াই মেলার প্রধান আকর্ষণ হ'ল সাশ্রয়ী মূল্যের হস্তনির্মিত শিল্পকর্ম, যেমন এমব্রয়ডারি করা স্কার্ফ, ব্লাউজ, সালোয়ার কামিজ, কুর্তা, শার্ট, বিভিন্ন ধরণের ব্যাগ এবং পার্স, হস্তশিল্প, নেকলেস, কানের দুল, দেয়াল ঝুলানো ইত্যাদি। স্থানীয় বাউল গায়করা ঐতিহ্যবাহী লোকগান পরিবেশন করেন। সঙ্গীত ও গানের তালে তালে তাদের একতারস । সাঁওতালি উপজাতিরা তাদের লোকনৃত্য, লুঙ্গি পাঁচি নাচ উপস্থাপন করে||

Komentáře • 4