বর্গাদার কি করে বের করবেন | বর্গা উচ্ছেদ আইন ও তার বিভিন্ন ধারা | WB Borga Law | SHA Legal Hub

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • বর্গাদার কি করে বের করবেন | বর্গা উচ্ছেদ আইন ও তার বিভিন্ন ধারা | WB Borga Law | SHA Legal Hub

Komentáře • 41

  • @anirbanbag8967
    @anirbanbag8967 Před rokem +1

    বর্গা তোলার অ্যাপ্লিকেশান নিজেই কি করা যাবে? ও কত খরচ সাপেক্ষ যদি বলেন ম্যাডাম

  • @user-cx5wb5vq6i
    @user-cx5wb5vq6i Před 7 měsíci +1

    ম্যাডাম আপনার কাছে একটা প্রশ্ন রাখছি আমি সুমন কর্মকার ধরুন বর্গাদার বর্গা চাষ করছে 20 বছর চাষ করার পর বর্গাদার মারা গেছে সূত্র তার ছেলে আছে সেকি বর্গা পেতে পারে, জমির মালিক মারা গেছেন 20 বছর ধরে মালিকও আসে না 20 বছর পরে যদি মালিকের ওয়ারিশ আসে এসে যদি বলে যে আমি ওই জমিটা বিক্রি করে দেবো সেকি বিক্রি করতে পারবেন?। বর্গাদার ওয়ারিশ যদি বলে আমি এই জমিটা বর্গা চাষ করবো, কি করতে পারি ,তাহলে বিএলআরও কি রেকর্ড কাটতে পারবে বর্গা রেকর্ড এর উত্তরটা দেন ভালো হয়, এমনকি বর্গাদারের ওয়ারিশকে না জানিয়ে যদি বর্গা রেকর্ড টা কেটে দেয় সেটা কি বিএলআরও কাটতে পারে,?

  • @shyamalchakrabaorty2452
    @shyamalchakrabaorty2452 Před 7 měsíci

    According to LA অ্যাক্ট bargadar gaspipe line(GAIL) এর জন্য crop compensation মালিক কে যেটা দেই তার কত percentage bargadar psb

  • @tapanbanerjee8370
    @tapanbanerjee8370 Před 2 lety +2

    মহাশয়া আমি একটি জমি কিনেছি, কিন্তু কেনার বেশ কিছুদিন পর জানতে পারি যে জমিটিতে বর্গা আছে। পরচাতেও বর্গার নাম আছে। আমি বহুদিন সেই বর্গার খোঁজ করেছি কিন্তু বাস্তবে তার কোন অস্তিত্ব নেই। এমনকি গ্ৰামের ৮০-৯০ বছরের লোক‌ও ওই নামে কাউকে চেনে না। এখন কি। ভাবে আমি বর্গা তুলবো বা উচ্ছেদ করব?

    • @purnendu_maji
      @purnendu_maji Před rokem

      কোন দিন বর্গা কাটাতে পারবেন না ।

  • @logocousins5600
    @logocousins5600 Před 9 měsíci

    Borgader jibeto nai tar Uttorsori ka kothay Tao Jana nai, borgadrer ja address recorda achha sakhanao kao nai sai songa last 20 yrs kono chaas korani.
    Ai khatra borga der k record storate ki koroniyo plz guide.

  • @PKDas-jv1kn
    @PKDas-jv1kn Před rokem

    SDLLRO ordered set-aside and remand back to BLLRO for fresh hear with both party in the year 2011. But Still no action from BLLRO. Tell me now what to do

  • @souravghosh2199
    @souravghosh2199 Před rokem

    Madam কিভাবে বগাদার কাটানোর উপায় আছে কি? জানালে উপকৃত হব। বগাদার জমি কি বাসতু করা যায় কি?

  • @user-mt1ml3tq6l
    @user-mt1ml3tq6l Před 9 měsíci

    বর্গা দার নিজে মালিকের ওয়ারিষের থেকে কিনেছেন পরে বিক্রয় করেছেন কিন্তু বর্গা উঠছে না! কী করবো?

  • @PKBose-mt1lb
    @PKBose-mt1lb Před 2 lety

    Paribortito khatian no pabar jonno ki settlement office e jogagog korte habe. Application to ki stamp paper e likhte habe

  • @thestylist515
    @thestylist515 Před 2 lety

    Amar ekta majhi borga aache... But borga dar 2004 theke jomi chas korte asena... Ami ki vabe borga tulbo.... 2004 ER aage je Malik chilo thakon o se chas korte jeto na... Please answer

  • @manabendrachakraborty3979

    মহাশয়া আমার বর্গাদার আমাকে কোনও ভাগ দেয় না। আমি ভাগের জন্য বি এল আর ও অফিসে আবেদন করি তারপর আমাদের শুনানি হয়। কিন্তু বর্গাদার অফিসারের সামনে ভাগ দিতে অস্বীকার করে। এমতাবস্থায় একবছর হয়ে গেল । অফিস থেকে কোনোও খবর পাইনি। অফিস আমার কোনোও ফলাফল জানায়নি। এখন আমার কি করা উচিত দয়া করে একটু বলবেন মেডাম।

  • @RoyDasgupta
    @RoyDasgupta Před 4 měsíci

    Bargadar is not giving the share of the crop of the land what should be done

  • @jiya.mollic6169
    @jiya.mollic6169 Před rokem

    Mam, amr jomi teh illegal notta borghaa dukiyeche kintu ami onekbar apply korechi allow korene record officer opore kun office complain janate pari setta amak ekbar janabe. Ar amar jomir ongsho rs lr sobe satcholish sotok ongsho aache akhon se jomi tiris sotok dekache er upaay ki janaaben ,ar ami ki aapnake contact korte pari?,thanku🙏

  • @user-jx8gv2gz5l
    @user-jx8gv2gz5l Před rokem

    আমাদের বাবার পৈত্রিক আমলের বর্গাদার বাবার সময় ঠিকঠাকই হিসেবে ফসলের ভাগ দিত কিন্তু আমাদের নাতিদের সময় ঠিক ভাগ দিতে চাইছে না আর মিথ্যা বলছে অন্যকে দিয়ে চাষ করিয়েছি অর্ধেক চুক্তিতে আমাদের আগে যা দিত অর্ধেক দিচ্ছে । আবার নতুন বর্গাদার আনছে কি উপায় বলে সাহায্য করবেন। আমি শারীরিক প্রতিবন্ধী ওদের সঙ্গে ঝামেলা ছাড়াই সমাধান চাই।🙏

  • @subirpaul7696
    @subirpaul7696 Před rokem

    বগা` কাটানোর কোনো উপায় বলতে বা সাহায্য করতে পারবেন?
    ধন্যবাদ

  • @mdmurshidali9906
    @mdmurshidali9906 Před rokem

    ম্যাডাম, আমি একটি জমি ভাগ চাষ করি (ঐ জমি বাপ, দাদা ভাগ চাষ করেছেন) কিন্তু আমি জমির উপর বর্গা করিনি। কারণ বাবু আমাকে জমি ক্রয় করার প্রস্তাব দেয়, কিন্তু এক প্রমোটার জমির দাম চড়া করে ক্রয় করে এবং ছেলে নামে বর্গা করিয়েছে। আমি এখন ও ঐ জমি দখল আছি, আমার বার্গা করা যাবে?

  • @tarunbanerjee2090
    @tarunbanerjee2090 Před 2 lety

    মহশয়া আমার জমির বর্গা দার জমির কোন ফসলের ভাগ দেয়না, আমি কি ভাবে ওকে উচ্ছেদ করতে পারি

  • @sadanandadas8758
    @sadanandadas8758 Před rokem

    হা অনেক প্রশ্ন আছে

  • @SarkarCAPF
    @SarkarCAPF Před rokem

    Borga katate koto din lage ?

  • @user-gf5fk7kj4y
    @user-gf5fk7kj4y Před rokem +1

    Borga Jomi amar dokohale ami Malik borga katabo Ki kori

    • @abdurrajjak6512
      @abdurrajjak6512 Před rokem

      আমার একটা জমি আছে, আমি রায়াত, আমি বর্গা দার , কি ভাবে বর্গা উচ্ছেত করবো।

  • @sajjatbepary9224
    @sajjatbepary9224 Před 2 lety

    মেডাম ছালাম নিবেন আমার দাদা আর দাদার ভাভি এক সাথে দু দাগে জমি কিনছে ১০০ শতক ১৯৪৮ সনে কিনে ভাভির নামে একা এস এ রেকট করে নিয়ে তিনি বিএি করে দিলো পুরো জমি ১৯৬২ সনে তারপরে য়ে কিনে নিলো সে আর এস রেকট করে জমিতে বাড়ী করে দখল আছে এখন কি দাদার জমি আমরা কি ফেরত আইনে পাবো চেয়ারমেন রে আর এস রেকট মালিকরা মানেনা / মন্সিগঞ্জ লোহজং তাং 1/0৯ /2০২২ ইং

  • @dinabandhukundu8448
    @dinabandhukundu8448 Před rokem

    আমাদের একটি পৈত্রিক পুকুর আছে যা কেনার সময় (১৯৬০ সন) পুকুর হিসেবেই কেনা হয়েছে, তবে বর্তমানে রেকর্ডে দেখা যাচ্ছে যে বেশ কিছু বর্গা রেকর্ড হয়ে রয়েছে। পুকুরের মধ্যে বর্গা হওয়ার কারনে বর্গাদার/পুকুরপারের বসবাস কারি গন প্রতি নিয়ত মাছ ধরছে এবং চুরি করে বিক্রি করছে। কিছু বলতে গেলেই গণ্ডগোল করছে এবং বলছে যে তাদের এই জায়গায় বর্গা আছে। সেই ক্ষেত্রে কি ভাবে পুকুর থেকে বর্গা রেকর্ড কাটানো যায় ?

    • @nilaymistry6912
      @nilaymistry6912 Před rokem

      😂আমার সেরকমই একটা জমি আছে 34 বছর গন্ডগোল করে সেই জমি কিনেও ওটা এখনও অন্যের দখলে

  • @bipulnandi2848
    @bipulnandi2848 Před 4 měsíci

    Apnar sathe contact ki kore korbo

  • @ayanmukherjee2730
    @ayanmukherjee2730 Před rokem

    1380 সন ,20(B) ধারা প্রযোজ্য etar mane details a please ektu bolun... Etar mane ki land ta theke Borga uthe gche.. Sale ba bari krte paroblem hbe?
    Details a ei dhara ta ektu bolle ba video dile khub upokrito hoi.. 🙏

    • @prasenjitghosh4827
      @prasenjitghosh4827 Před rokem

      20b ধারা হলো যার নামে বর্গা আছে তিনি বর্গা ছেড়ে দিয়েছেন ।
      তারমানে এই নয় যে জমিতে আপনি চাষ করবেন । blro সাহেবের কাছে কোন গরিব মানুষ বর্গার আবেদন করেন তবে ওই জমিতে তিনি বর্গা বসাতে পারেন । এই ক্ষমতা বর্গা আইনে আছে ।
      যার নামে বর্গা এবং ২০b ধারা আছে । তিনি যদি আবেদন করেন যে ওই জমিতে তিনি চাষ করেন তবে ২০ b ধারা খারিজ হয়ে যাবে ।
      বর্গা জমিতে চাষ ভিন্ন কনো অবস্থাতে জমির শ্রেনী পরিবর্তন হবে না ।

  • @pobitromondal6506
    @pobitromondal6506 Před rokem

    বরতোমানসরকারেরকাছেআমাদেরঘোষনাঅবিলমবেবরগাআইনবাতিলকরুকতানাহলেগায়েরবহুপরিবারমারাযাবেএইটাকোনয়াইনজোরকরেবরগাকরছেআমরাভাতপাচছিনাবরগাদারদেরখুবগরমভাবমনেকরেওটাওদেরিজমিএইআইনসরকারবাতিলকরুক

  • @SKsafialam-m5r
    @SKsafialam-m5r Před 3 dny

    Mobile no

  • @jaladharnaiya3413
    @jaladharnaiya3413 Před rokem

    আমাদের একটা এক বিঘা জমি এক বর্গাকার আজ কুড়ি বছর চাষ করে খাচ্ছে তার পরিবর্তে আমরা কোন কিছু পাইনি অতএব সেই জমিটা আমড়া বিক্রি করতে চায় বর্গাকার নিজেই নিতে চাচ্ছে না এবং অন্য কোথাও বিক্রি ও হতে দিচ্ছে না কি করা যায় এর সমাধান কি?

  • @dipakghanti5443
    @dipakghanti5443 Před rokem

    Madam apnar 7te contact korte chai erokom ekta case a6e amar

  • @thestylist515
    @thestylist515 Před rokem

    বর্গাদার এর কোনো নতুন আইন এসেছে গেলো তিন বছরে।।

  • @KhanVai-zm1sl
    @KhanVai-zm1sl Před rokem

    আপনার ফোন নাম্বারটা দিন। জমি বিষয়ে কিছু কথা আছে

  • @manojbaul966
    @manojbaul966 Před 11 měsíci

    Phone no deben jaruri.

  • @user-oy7nl6gq7m
    @user-oy7nl6gq7m Před 10 měsíci

    Pgon namber din

  • @SabirKhan-fj1hh
    @SabirKhan-fj1hh Před rokem

    Apnar fn no ta din

  • @saifullakhan9005
    @saifullakhan9005 Před 21 dnem

    ওয়াকাফ লেন্ডে সিএস ও আর এস এ কোন বর্গা ছিলনা। এল আর এ বর্গা হয়েছে এবং ঘরবাড়ি করেছে। এই বর্গা উচ্ছেদ এর জন্য কি উপায় আছে।জানাবেন মেডাম এসে খান