৭০০ বছরের পুরনো রাজনগরের কমলারানীর দীঘি | কমলারানীর দীঘি মৌলভীবাজার | Kamalaranir dighi Moulvibazar

Sdílet
Vložit
  • čas přidán 26. 08. 2024
  • ঐতিহাসিক কমলারাণীর দিঘি, মৌলভীবাজার
    মৌলভীবাজার জেলার রাজনগর থানায় রাজনগর ইউনিয়নে কমলারাণীর দীঘি 'র অবস্থান। বিশাল এ দিঘিটি দেখলে অনেকটা সাগরের মতো মনে হয়। তাই অনেকে এটিকে সাগরদিঘি নামেও ডেকে থাকে। শত উপকথা ও কল্পকাহিনী বিজড়িত এই দিঘিটি কালের সাক্ষী হয়ে এখনো বর্তমান। ১৫০ বিঘা জমি নিয়ে এই দিঘিটি খনন করা হয়েছিল। লোকমুখে প্রচলিত আছে, এই দিঘিটি খনন করতে সময় লেগেছিল প্রায় পাঁচ/ছয় মাস এবং প্রায় দু-শতাধিক শ্রমিক এটি খননে কাজ করে। খননের পর থেকে এখন পর্যন্ত এই দিঘিটি কখনোই জলশূন্য হয়নি। ঐতিহাসিক এই দিঘিটির প্রাকৃতিক শোভাও কম নয়। শান বাঁধানো ঘাট আর চারদিকে অপার সবুজের সমাহার দিঘিটি করেছে আরো অপরূপা। জনশ্রুতি আছে, এই রাজনগর উপজেলায় ৭০০ বছর পূর্বে একটি রাজপরিবারের বসবাস ছিল। সেই পরিবারের শেষ বংশধর ছিলেন রাজা সুবিদ নারায়ণ। তার স্ত্রী ছিলেন কমলাবতী। তিনি ছিলেন যেমন রূপবতী তেমনি গুণবতী। রাজপুত্রের জন্মের পর হঠাৎ রাজ্যে দেখা দেয় পানির অভাব। তখন এমনি এক রাতে রাজা স্বপ্নে দেখলেন কে যেনো তাকে আদেশ দিচ্ছে একটি সুপ্রশস্ত দীঘি খনন করো।
    #kamalaranirdighi
    #sagordighi
    #tarek_the_traveller
    Page: / tarekthetraveller
    Profile: / mdtarekahmed
    Kalapahar: • কালাপাহাড় কুলাউড়া, মৌল...
    Boshijhura Ecopark: • বর্ষিজোড়া ইকোপার্ক মৌল...
    Sreemangal Vlog: • Sreemangal Vlog | Seve...

Komentáře • 13