Video není dostupné.
Omlouváme se.

"তোমাকে সফল করতে প্রস্তুত প্রোগ্রামিং হিরোর ১০০+ টিম মেম্বার" || Complete Web Development Batch 10

Sdílet
Vložit
  • čas přidán 9. 06. 2024
  • একটা কোর্সের সব লেভেলে সাপোর্ট নিশ্চিত করতে ১০০+ জনের কঠিন ভূমিকা ভাবা যায়?
    ভাবা যায় এতো ক্রেজি লেভেলের সাপোর্ট এ এতো সুন্দর টিম ওয়ার্ক কাজ করে?
    শুধু কন্টেন্ট, শুধু ইন্সট্রাক্টরের পক্ষে সম্ভব না স্টুডেন্ট সাপোর্ট ১০০% নিশ্চিত করা। ৫০% নিশ্চিত করাও অনেক্ষেত্রে সম্ভব না।
    এখানেই টিম কোলাবোরেশানের কারিশমা।
    আর এই কারিশমা নিয়েই প্রোগ্রামিং হিরো সমসময় ছিল আমাদের স্টুডেন্ট এর সাথে। সামনেও থাকবে ইনশা আল্লাহ।
    তোমাকে একজন সিরিয়াস ওয়েব ডেভেলপার বানিয়ে জব বা ইন্টার্ণ পর্যন্ত নিয়ে যেতে টিম প্রোগ্রামিং হিরো প্রস্তুত💪
    ওয়েব ইন্সট্রাক্টর টিম, জব প্লেসমেন্ট টিম, স্টুডেন্ট রিলেশনশিপ এন্ড গ্রোথ টিম, কন্টেন্ট রিসার্চার টিম, ডেভেলপার টিম, ডিজাইনার টিম, এডিটর টিমের একটা প্ল্যান্ড টিমওয়ার্ক তোমাদের জার্নিকে সফল করতে জানপ্রাণ লাগিয়ে প্রস্তুত।
    তুমি প্রস্তুত তো?
    প্রস্তুত হলে জুনের ২৪ তারিখের মধ্যে জয়েন করে ফেলো প্রোগ্রামিং হিরোর সাথে। ওয়েব ডেভেলপমেন্ট শেখার জার্নিতে। 🚀
    ⚡Complete Web Development With Programming Hero ⚡১০ম ব্যাচের সকল সময়সূচিঃ
    ✅এনরোলমেন্ট শুরু: জুন ১০, ২০২৪
    ✅এনরোলমেন্ট শেষ: জুন ২৪, ২০২৪
    ✅ব্যাচের ওরিয়েন্টেশন: জুন ২৮, ২০২৪
    ✅ক্লাস শুরু: জুন ৩০, ২০২৪
    ✅কোর্স ফি: ৫৫০০ টাকা
    🔗 কোর্সের বিস্তারিত পাবেন ও কোর্সে এনরোল করতে পারবেন এই লিংকেঃ
    web.programmin...
    🔔 Don't forget to subscribe and hit the bell icon so you don't miss our next videos. Give this video a thumbs up 👍 if you find it useful, and share your thoughts 💭 in the comments. Let's learn and grow together!
    ✅ এছাড়া প্রোগ্রামিং এর যেকোনো প্রবলেম এর সমাধান বা মজার মজার টিপস এন্ড ট্রিকস পেতে আমাদের Young Coders : Learn Programming কমিউনিটি তে জয়েন হতে পারো।
    🔗 Important Links:
    ==================
    📌 Website ► web.programmin...
    👥Facebook page ► / programminghero
    👥Facebook community page ► programmingherowebcourse
    🔥Community group ► / programmingherocommunity
    📷 Instagram ► / programminghero
    👍 CZcams ► / @programmingherocommunity
    📧 For inquiries: web@programming-hero.com
    ==================
    More Videos from us :
    📽️ প্রোগ্রামিং এ বয়স কতটা Matter করে: • প্রোগ্রামিং এ বয়স কতোট...
    📽️ ​সামনে ওয়েব ডেভেলাপমেন্টের ডিমান বাড়বে না কমবে: • সামনে Web Developer ডি...
    📽️ Non CSE ডেভেলোপারদের কি হায়ার করা হয়: • Non CSE ব্যাকগ্রাউন্ডে...
    📽️ প্রোগ্রামারদের জন্য নিজে শিখা কতটা চ্যানেঞ্জের হয়: • প্রোগ্রামাদের জন্য নিজ...
    📽️ ওয়েব ডেভেলপমেন্ট কী আপনার IKIGAI? || Is web development for you? : • ওয়েব ডেভেলপমেন্ট কী আপ...
    📽️ একজন Non CSE হয়েও ডেভেলোপার হওয়ার গল্প | How a Non CSE Student Become a Developer: • Non CSE হয়েও ডেভেলপার ...
    📽️: ছয় মাসে কীভাবে বদলে গেল ছয় বন্ধুর জীবন || A Tale of Reinvention : • ছয় মাসে কীভাবে বদলে গে...
    ==================
    #programming #programminghero #webdevelopment #BanglaWebDevelopmentCourse

Komentáře • 36

  • @JhankarMahbub
    @JhankarMahbub Před 2 měsíci +7

    ক্রেজি ব্যাপার স্যাপার।

  • @FreelancerSadik-h8p
    @FreelancerSadik-h8p Před 9 dny

    vai next course kbe suru hbe??? ami suru krte sai

  • @tishakhan7693
    @tishakhan7693 Před měsícem

    নেক্সট ব্যাচে এনরোল করা যাবে কতো মাস পর..?
    kindly বলতেন যদি

  • @Ariyan_Yeamin
    @Ariyan_Yeamin Před 2 měsíci

    এনরোলের লাস্ট ডেটটা সপ্তাখানেক বাড়ালে ভালো হতো ।
    খুব ইচ্ছা ছিল কোর্সটা সিরিয়াস ভাবে করার বাট,
    আমার একটু ব্যক্তিগত সমস্যার কারণে ২৪ তারিখের মধ্যে এনরোল করতে পারতেছিনা ।

    • @ProgrammingHeroCommunity
      @ProgrammingHeroCommunity  Před 2 měsíci

      দুঃখিত, এনরোলমেন্ট এর সময় ফিক্সড ১০-২৪ জুনের মধ্যেেই এনরোল করতে হয়।

  • @thephenomenon3705
    @thephenomenon3705 Před 2 měsíci

    আমি সিএসই প্রথম বর্ষের স্টুডেন্ট।
    আমার কি এই কোর্সটা করা উচিত নাকি সেপ্টেম্বর এ পাইট্রন যেটা লন্ঞ করবে ওটা করা উচিত???

    • @ProgrammingHeroCommunity
      @ProgrammingHeroCommunity  Před 2 měsíci

      ফাইট্রনের সিএসই ফান্ডামেন্টালস কোর্স করবো নাকি প্রোগ্রামিং হিরোর ওয়েব ডেভেলপমেন্ট?
      তোমার যদি মনে হয়--
      ১. আমি এক বছরের মধ্যে কিছু একটা করতে চাই।
      ২. প্রতিদিন ৫-৬ ঘন্টা সময় দিতে পারবো
      ৩. প্রচুর হার্ডওয়ার্ক করতে পারবো। কোন জিনিস না বুঝলে বারবার বিভিন্ন জায়গা থেকে দেখে শিখে নিতে পারবো।
      তাহলে ওয়েব ডেভেলপমেন্ট এর কথা চিন্তা করতে পারো। আর একবার সিদ্ধান্ত নিলে সেই লাইনে সিরিয়াসলি লেগে থাকতে হবে। প্রচুর হার্ডওয়ার্ক করতে হবে। ইউটিউব থেকে শেখার চেষ্টা করো। বাংলা বা ইংরেজি টিউটোরিয়াল দেখে। এতেও যদি কাজ না হয়। তারপরেও যদি চেষ্টা করতে চাও। তাহলে প্রোগ্রামিং হিরো সম্পর্কে ঘাটাঘাঁটি করতে পারো।
      তোমার কাছে যদি দেড় দুই বছর সময় থাকে। যদি নেক্সট এক দেড় বছরের মধ্যে ইন্টার্ন বা হাতে
      ১. তোমার হাতে কি দেড় দুই বছরের মতো সময় আছে?
      ২. নেক্সট দেড় দুই বছর কি তুমি রেগুলার ৩-৪ ঘন্টা সময় দিতে পারবে ?
      ৩. একই জিনিস না বুঝলে বার বার বিভিন্ন জায়গা থেকে দেখে শিখে নিতে পারবে ?
      তাহলে প্রোগ্রামিং শিখো। একদম C দিয়ে শুরু করে, C++ এরপর ডাটা স্ট্রাকচার, এলগরিদম ধরে ধরে প্রোগ্রামিং এর জগতে প্রবেশ করো। এতে সময় একটু বেশি লাগবে কিন্তু তোমার নলেজ এবং ফাউন্ডেশন স্ট্রং হবে।
      যদি প্রোগ্রামিং শিখতে চাও। তাহলে সুবিন ভাইয়ের বই দিয়ে শুরু করো। সম্ভব হলে CSE তে ভর্তি হয়ে সিরিয়াসলি শিখতে থাকো। প্রব্লেম সলভিং করার করো। এতেও কাজ না হলে, phitron . io ওয়েবসাইট ভিজিট করে দেখতে পারো।
      তবে দুইটার যেই লাইনেই যাও না কেন। কোনটাই ১০০% ইজি হবে না। অনেক কাঠখড় পোড়াতে হবে। হার্ডওয়ার্ক করতে হবে। অনেকবার ছেড়ে দিতে ইচ্ছা করবে। এরপরেও লেগে থাকতে হবে। তাহলে যেটাই করো ভালো করবে।

    • @thephenomenon3705
      @thephenomenon3705 Před 2 měsíci

      @@ProgrammingHeroCommunity হুম সেটাই জানতে চাচ্ছিলাম।

  • @AbdurMarjan-nt6zv
    @AbdurMarjan-nt6zv Před 2 měsíci

    Vai ekbar enroll Krle class gulor access kotodin pawa jabe

  • @anisulislam7
    @anisulislam7 Před 2 měsíci

    A glimpse of team work. ❤

  • @bensonkun9626
    @bensonkun9626 Před 2 měsíci

    Ei course ki full stack developer jnno?

    • @ProgrammingHeroCommunity
      @ProgrammingHeroCommunity  Před 2 měsíci

      এই কোর্সটা ফ্রন্ট এন্ড ফোকাস এবং কোর্স শেষ করে আপনি নিজেকে জুনিয়র front-end ডেভেলপার/ জুনিয়র ওয়েভ ডেভেলপার হিসেবে কাজ করার জন্য মোটামুটি প্রস্তুত বলে মনে করতে পারেন যদি কোর্স ভালোভাবে শেষ করে থাকেন।
      তবে কোর্সের শেষের দিকে বেসিক নোড, mongodb, express থাকবে। যেখানে বেসিক লেভেল এর ব্যাক এন্ডের কাজ শিখতে পারবেন। তবে ওভারঅল full-stack না। এই কোর্স ফুল স্ট্যাক ফোকাসড না অর্থাৎ এই কোর্স শেষ করে আপনি নিজেকে Expert ফুল স্ট্যাক ডেভেলপার বলতে পারবেননা।
      আমরা মেইন কোর্স শেষে ACC তে ব্যাক এন্ড রিলেটেড কিছু এডভান্স কোর্স অফার করি ফ্রি,সেই গুলো সহ মিলে ফুল স্ট্যাক অর্থাৎ ব্যাক এন্ডের অ্যাডভান্স কাজগুলো ACC তে শিখতে পারবেন। ACC পাওয়ার শর্ত মূল কোর্স শেষ করা।
      মূল কোর্সে মিডিয়াম লেভেলের কয়েকটা প্রজেক্টে ব্যাকেন্ডের কাজগুলো ইমপ্লিমেন্ট করে দেখানো হয়। এডভান্স ব্যাকেন্ড সহ একটা কোর্সেই যুক্ত করতে গেলে কোর্স এর সময়কাল অনেক বেড়ে যায়। ততদিন অনেকের ধৈর্য থাকেনা। সেজন্য মুলকোর্সে ব্যাকেন্ডে বেসিক থাকে।মুলকোর্স শেষে ACC তে node.js, mongo, টাইপস্ক্রিপট ইত্যাদি অ্যাডভান্স কোর্স থাকে।

  • @user-fg7rx4xi7f
    @user-fg7rx4xi7f Před 2 měsíci

    Ekhon hsc te achi. So target ase agami bochor hsc diye vorti hobo.

  • @fighter8931
    @fighter8931 Před 2 měsíci

    I have already joined Alhamdulillah 😊❤

  • @D.S.K.fundation-vgd
    @D.S.K.fundation-vgd Před 2 měsíci

    I am happy got members this corse

  • @AshikRahman-fw3sv
    @AshikRahman-fw3sv Před 2 měsíci

    Tops programming language 2024
    Software Developer

  • @afsanashemu1137
    @afsanashemu1137 Před 2 měsíci

    assalamualaikum vaiya ami web development shikhe freelancing korte chai. ai course korar maddome ami ki seta parbo?

  • @najmolhasan6289
    @najmolhasan6289 Před 2 měsíci

    Get ready to roar 💪

  • @samitalhalut1521
    @samitalhalut1521 Před 2 měsíci

    I want to know about what are the things you are going to help to learn. I know the languages (html,css, JavaScript) through the video. So what else???

    • @ProgrammingHeroCommunity
      @ProgrammingHeroCommunity  Před 2 měsíci

      প্রোগ্রামিং হিরোর কম্পলিট ওয়েব ডেভেলপমেন্ট কোর্স। শুন্য থেকে শেখা শুরু করে জব পাওয়ার কম্পলিট জার্নি।🔥🏃‍♂️👨‍💻
      ⏳ ফুল কোর্স ৫-৬ মাসের।
      ▶️ মোট ১২-১৪ টি মাইলস্টোন।
      🎦 ৭০+ মডিউল।
      📝 ১২-১৩ টি এসাইনমেন্ট থাকবে।
      🛑 প্রতিটি মাইলস্টোনে ২-৩ টি লাইভ কনসেপচুয়াল সেশন থাকবে।
      🛑 দিনে ৩ বেলা লাইভ সাপোর্ট সেশন আছে যেখানে ডিভাইসের স্ক্রিন শেয়ার করে সমস্যার সলিউশন নিতে পারবে।
      🛑 ফেসবুক গ্রুপে সাপোর্ট দেওয়া হয় এবং গ্রুপে কোন পোস্ট করলে এক থেকে দুই ঘন্টার মধ্যে সমাধান করে দেওয়া হয়।
      💼 এছাড়া জব প্লেসমেন্ট সাপোর্ট তো থাকছেই।
      🧑‍💻পুরো কোর্সের জার্নিতে প্রায় ৪০+ ছোট বড় প্রজেক্ট করানো হবে।
      ▶️ HTML, CSS, GIT & Github
      ▶️ Bootstrap, Tailwind CSS
      ▶️ ডেভেলপার Tool
      ▶️ JavaScript, Basic Typescript,
      Javascript Library,
      ▶️ API, ES6
      ▶️ react.js, React router,
      ▶️ Next.js
      ▶️ Firebase, authentication,
      ▶️ Server site Technology, node.js,
      express.js
      ▶️ Database: MongoDB,
      ▶️ full stack project, Payment system
      integration,
      ▶️ ইন্টারভিউ মডিউল এছাড়া আরো অনেক
      কিছু থাকছে।
      🌐Details: web.programming-hero.com
      📳 নোটিফিকেশন পেতে এই ফরম ফিলাপ করুন, আমরা আপনাকে আপডেট জানিয়ে দিবো। forms.gle/y7k55Ump4SdEYFTJ6

  • @user-xn6mz1tz4y
    @user-xn6mz1tz4y Před 2 měsíci

    Beginner রা এই কোর্সে ভর্তি হতে পারবে? html, css, javascript থেকে শেখানো হবে?

    • @ProgrammingHeroCommunity
      @ProgrammingHeroCommunity  Před 2 měsíci +1

      কোর্স একদম ব্যাসিক থেকে শুরু হয়, এমনকি কেউ যদি কিছু নাও জানে তাহলেও শুন্য থেকে শুরু করা সম্ভব, আমরা সেভাবেই কোর্স মডিউল তৈরি করেছি।
      কারো যদি আগে ধারণা থাকে তাহলে সেটার জন্য অবশ্যই বেনেফিট পাবে। তাই আমরা সাজেস্ট করি আগে থেকে যতটা পারা যায় নিজে এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট এর ধারণা নিয়ে রাখতে

  • @user-zm3hl6ex7f
    @user-zm3hl6ex7f Před 2 měsíci

    Already enrolled

  • @mdmasudrana5569
    @mdmasudrana5569 Před 2 měsíci

    Get Ready

  • @sq898
    @sq898 Před 2 měsíci

    ❤❤❤

  • @Samizc278
    @Samizc278 Před 2 měsíci

    Already enrolled