সাম্যবাদী- কাজী নজরুল ইসলাম | Sammobadi- Kazi Nazrul Islam | Shamsuzzoha | Bangla Kobita Abritti

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • বাংলা কবিতা আবৃত্তি
    Bengali Poetry: Shammobadi (Samyabadi)
    Author: Kazi Nazrul Islam
    Artist: Shamsuzzoha
    © Kobita Concert Series
    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মজয়ন্তীতে কবিতা কনসার্টের নিবেদন
    কবিতা: সাম্যবাদী
    কবি: কাজী নজরুল ইসলাম
    আবৃত্তি: শামসউজজোহা
    © কবিতা কনসার্ট সিরিজ
    সাম্যবাদী
    কাজী নজরুল ইসলাম
    -----
    গাহি সাম্যের গান-
    যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা-ব্যবধান
    যেখানে মিশছে হিন্দু-বৌদ্ধ-মুস্‌লিম-ক্রীশ্চান।
    গাহি সাম্যের গান!
    কে তুমি?- পার্সী? জৈন? ইহুদী? সাঁওতাল, ভীল, গারো?
    কন্‌ফুসিয়াস্‌? চার্বাক চেলা? ব’লে যাও, বলো আরো!
    বন্ধু, যা-খুশি হও,
    পেটে পিঠে কাঁধে মগজে যা-খুশি পুঁথি ও কেতাব বও,
    কোরান-পুরাণ-বেদ-বেদান্ত-বাইবেল-ত্রিপিটক-
    জেন্দাবেস্তা-গ্রন্থসাহেব প’ড়ে যাও, যত শখ-
    কিন্তু, কেন এ পন্ডশ্রম, মগজে হানিছ শূল?
    দোকানে কেন এ দর কষাকষি? -পথে ফুটে তাজা ফুল!
    তোমাতে রয়েছে সকল কেতাব সকল কালের জ্ঞান,
    সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখ নিজ প্রাণ!
    তোমাতে রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার,
    তোমার হৃদয় বিশ্ব-দেউল সকল দেবতার।
    কেন খুঁজে ফের’ দেবতা ঠাকুর মৃত পুঁথি-কঙ্কালে?
    হাসিছেন তিনি অমৃত-হিয়ার নিভৃত অন্তরালে!
    বন্ধু, বলিনি ঝুট,
    এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমুকুট।
    এই হৃদয়ই সে নীলাচল, কাশী, মথুরা, বৃন্দাবন,
    বুদ্ধ-গয়া এ, জেরুজালেম্‌ এ, মদিনা, কাবা-ভবন,
    মস্‌জিদ এই, মন্দির এই, গির্জা এই হৃদয়,
    এইখানে ব’সে ঈসা মুসা পেল সত্যের পরিচয়।
    এই রণ-ভূমে বাঁশীর কিশোর গাহিলেন মহা-গীতা,
    এই মাঠে হ’ল মেষের রাখাল নবীরা খোদার মিতা।
    এই হৃদয়ের ধ্যান-গুহা-মাঝে বসিয়া শাক্যমুনি
    ত্যজিল রাজ্য মানবের মহা-বেদনার ডাক শুনি।
    এই কন্দরে আরব-দুলাল শুনিতেন আহবান,
    এইখানে বসি’ গাহিলেন তিনি কোরানের সাম-গান!
    মিথ্যা শুনিনি ভাই,
    এই হৃদয়ের চেয়ে বড় কোনো মন্দির-কাবা নাই। #kobita #poetry #recitation

Komentáře • 47

  • @helaluddinbhuiyan1003
    @helaluddinbhuiyan1003 Před 4 lety +18

    বাস্তব কথা গুলো নজরুল ছাড়া অন্য কোন কবি লিখতে পারতো না? অসাধারণ ❤️❤️😭 কবিতা

  • @rinashipra8261
    @rinashipra8261 Před rokem +13

    গাহি সাম্যের গান-
    মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহীয়ান!
    নাই দেশ-কাল-পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি,
    সব দেশে, সব কালে, ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি।-
    পূজারী, দুয়ার খোলো,
    ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে পূজার সময় হলো!’
    স্বপন দেখিয়া আকুল পূজারী খুলিল ভজনালয়,
    দেবতার বরে আজ রাজা-টাজা হ’য়ে যাবে নিশ্চয়!-
    জীর্ণ-বস্ত্র শীর্ণ-গাত্র, ক্ষুধায় কন্ঠ ক্ষীণ
    ডাকিল পান্থ, ‘দ্বার খোলো বাবা, খাইনিকো সাত দিন!’
    সহসা বন্ধ হলো মন্দির, ভুখারী ফিরিয়া চলে,
    তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জ্বলে!
    ভুখারি ফুকারি কয়,
    ঐ মন্দির পূজারীর, হায় দেবতা, তোমার নয়!’
    মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত-রুটি
    বাঁচিয়া গিয়াছে, মোল্লা সাহেব হেসে তাই কুটিকুটি!
    এমন সময় এলো মুসাফির গায়ে আজারির চিন,
    বলে ‘বাবা, আমি ভুকা-ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন!’
    তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা - ‘ভ্যালা হলো দেখি লেঠা,
    ভুখা আছো মরো গো-ভাগাড়ে গিয়ে! নামাজ পড়িস বেটা?’
    ভুখারী কহিল, ‘না বাবা!’ মোল্লা হাঁকিল - ‘তা হলে শালা,
    সোজা পথ দেখ!’ গোস্ত-রুটি নিয়া মসজিদে দিল তালা!
    ভুখারি ফিরিয়া চলে,
    চলিতে চলিতে বলে-
    ‘আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু,
    আমার ক্ষুধার অন্ন তা’বলে বন্ধ করনি প্রভু!
    তব মসজিদ-মন্দিরে প্রভু নাই মানুষের দাবি,
    মোল্লা-পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি!’
    কোথা চেঙ্গিস, গজনি-মামুদ, কোথায় কালাপাহাড়?
    ভেঙে ফেল ঐ ভজনালয়ের যত তালা-দেওয়া-দ্বার!
    খোদার ঘরে কে কপাট লাগায়, কে দেয় সেখানে তালা?
    সব দ্বার এর খোলা রবে, চালা হাতুড়ি-শাবল চালা!
    হায় রে ভজনালয়,
    তোমার মিনারে চড়িয়া ভন্ড গাহে স্বার্থের জয়!
    মানুষেরে ঘৃণা করি
    ও কারা কোরান, বেদ, বাইবেল চুম্বিছে মরি মরি
    ও মুখ হইতে কেতাব-গ্রন্থ নাও জোর করে কেড়ে,
    যাহারা আনিল গ্রন্থ-কেতাব সেই মানুষেরে মেরে,
    পূজিছে গ্রন্থ ভন্ডের দল! -মূর্খরা সব শোনো,
    মানুষ এনেছে গ্রন্থ; -গ্রন্থ আনেনি মানুষ কোনো।
    আদম দাউদ ঈসা মুসা ইব্রাহিম মোহাম্মাদ
    কৃষ্ণ বুদ্ধ নানক কবীর, -বিশ্বের সম্পদ,
    আমাদেরি এঁরা পিতা-পিতামহ, এই আমাদের মাঝে
    তাঁদেরি রক্ত কম-বেশি করে প্রতি ধমনীতে রাজে!
    আমরা তাঁদেরি সন্তান, জ্ঞাতি, তাঁদেরি মতন দেহ,
    কে জানে কখন মোরাও অমনি হয়ে যেতে পারি কেহ।
    হেসো না বন্ধু! আমার আমি সে কত অতল অসীম,
    আমিই কি জানি কে জানে কে আছে আমাতে মহামহিম।
    হয়ত আমাতে আসিছে কল্কি, তোমাতে মেহেদী ঈসা,
    কে জানে কাহার অন্ত ও আদি, কে পায় কাহার দিশা?
    কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি?
    হয়ত উহারই বুকে ভগবান্‌ জাগিছেন দিবারাতি!
    অথবা হয়ত কিছুই নহে সে, মহান উচ্চ নহে,
    আছে ক্লেদাক্ত ক্ষত-বিক্ষত পড়িয়া দুঃখ-দহে,
    তবু জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়
    ঐ একখানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়!
    হয়তো ইহারি ঔরসে ভাই ইহারই কুটির-বাসে
    জন্মিছে কেহ- জোড়া নাই যার জগতের ইতিহাসে!
    যে বাণী আজিও শোনেনি জগৎ, যে মহাশক্তিধরে
    আজিও বিশ্ব দেখনি,-হয়ত আসিছে সে এরই ঘরে!
    ও কে? চন্ডাল? চম্‌কাও কেন? নহে ও ঘৃণ্য জীব!
    ওই হতে পারে হরিশচন্দ্র, ওই শ্মশানের শিব।
    আজ চন্ডাল, কাল হ’তে পারে মহাযোগী-সম্রাট,
    তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দীপাঠ।
    রাখাল বলিয়া কারে করো হেলা, ও-হেলা কাহারে বাজে!
    হয়ত গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে!
    চাষা বলে কর ঘৃণা!
    দেখো চাষা-রূপে লুকায়ে জনক বলরাম এলো কি না!
    যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল,
    তারাই আনিল অমর বাণী-যা আছে রবে চিরকাল।
    দ্বারে গালি খেয়ে ফিরে যায় নিতি ভিখারী ও ভিখারিনী,
    তারি মাঝে কবে এলো ভোলা-নাথ গিরিজায়া, তা কি চিনি!
    তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা-মুষ্টি দিলে,
    দ্বারী দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে।
    সে মার রহিল জমা-
    কে জানে তোমায় লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা!
    বন্ধু, তোমার বুক-ভরা লোভ, দু’চোখে স্বার্থ-ঠুলি,
    নতুবা দেখিতে, তোমারে সেবিতে দেবতা হ’য়েছে কুলি।
    মানুষের বুকে যেটুকু দেবতা, বেদনা-মথিত-সুধা,
    তাই লুটে তুমি খাবে পশু? তুমি তা দিয়ে মিটাবে ক্ষুধা?
    তোমার ক্ষুধার আহার তোমার মন্দোদরীই জানে
    তোমার মৃত্যু-বাণ আছে তব প্রাসাদের কোনোখানে!
    তোমারি কামনা-রানি
    যুগে যুগে, পশু, ফেলেছে তোমায় মৃত্যু-বিবরে টানি।

  • @saziyaafrin-cz4nh
    @saziyaafrin-cz4nh Před 10 měsíci +2

    কী সুন্দর আবৃত্তি!
    মুগ্ধ হয়ে বারেবারে শুনছি।

  • @user-el3dd3kn7n
    @user-el3dd3kn7n Před 8 dny +1

    Sir,Onk sundor hoise

  • @alorpakhibd
    @alorpakhibd Před rokem +3

    সাম্যবাদী উচ্চারণে অসাধারণ আবৃত্তি

  • @Dipabali23
    @Dipabali23 Před 8 měsíci +2

    অনেক সুন্দর আবৃত্তি করেছেন স্যার

  • @mamgupta9973
    @mamgupta9973 Před 4 lety +3

    Zoha babu ,,,ki boli,,,, apekhay thaki kantho sonbar,,,,,, khubbbbbb sunder

  • @taherasiddikaasia8529
    @taherasiddikaasia8529 Před 2 lety +2

    আপনার আবৃত্তি বরাবরই চমৎকার লাগে।

  • @magicwand3309
    @magicwand3309 Před 3 lety +3

    মন জুড়িয়ে গেল 💘

  • @marykhanmary975
    @marykhanmary975 Před 3 lety +3

    চমৎকার আবৃত্তি স‍্যার।

  • @marykhanmary975
    @marykhanmary975 Před 3 lety +3

    অসাধারণ। অসম্ভব সুন্দর ভয়েজ। খুবই শুদ্ধ উচ্চারণ।

  • @user-lf3vq1uq9d
    @user-lf3vq1uq9d Před rokem +2

    অসাধারণ

  • @nusratkamal9884
    @nusratkamal9884 Před rokem +2

    অনবদ্য !!!

  • @BiswasHafij
    @BiswasHafij Před 4 lety +3

    খুব সুন্দর, ভালোলাগলো!

  • @sifadahammed8481
    @sifadahammed8481 Před 4 měsíci

    অসাধারণ, অসম্ভব সুন্দর একটি আবৃতি ❤

  • @jayeesarkar329
    @jayeesarkar329 Před 4 lety +2

    Sir, No word's sudhu chup kore sunte valo bashi..Thank you

  • @golpelekhakabita9800
    @golpelekhakabita9800 Před 11 měsíci +1

    Khub valo laglo bondhu

  • @user-rashedwf
    @user-rashedwf Před 4 lety +3

    অসাধারণ ❗❤❤👍👌👏✌

  • @balaramcomedy687
    @balaramcomedy687 Před 3 měsíci

    Osadharon amar prio kobita❤

  • @teletalkbuddy4138
    @teletalkbuddy4138 Před 3 lety +3

    নজরুল আবৃত্তি আরও চাই

  • @travelwithshaik1369
    @travelwithshaik1369 Před 2 lety +1

    বেশ

  • @subhrapal1795
    @subhrapal1795 Před 4 lety +1

    Darun

  • @fockahmed-618
    @fockahmed-618 Před 2 lety +1

    কৃষকের ঈদ

  • @DipTonuVlog
    @DipTonuVlog Před 4 lety +2

    মনিটাইজেশন অন হয়নি কেন?

  • @shamimahsan1771
    @shamimahsan1771 Před rokem +2

    শাক্যমুনি = গৌতম বুদ্ধ

  • @swapnabhowmik9120
    @swapnabhowmik9120 Před rokem

    Khub khub sundor 💚🙏

  • @ahsanullahmuhammedsaifulis1478

    Thanks

  • @eklaakash6416
    @eklaakash6416 Před 3 lety +2

    নজরুলের কোনো সমার্থক শব্দ ভান্ডার নেই?
    যদি বলতেন উপকৃত হতাম

  • @shuvammukherjee9593
    @shuvammukherjee9593 Před 2 lety

    Outstanding.

  • @VoiceBanglaYT
    @VoiceBanglaYT Před 4 lety +1

    কবিতা প্রেমিরা আমার চ্যানেলটি সাবক্রাইব করুন।

  • @RajshekharPal384
    @RajshekharPal384 Před 5 měsíci

    anyone here class 11 😅😅

  • @mahashreejanacreation8631

    HaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaahaaaaasaaaaaaaaaaaaaaaaaasaaaaaaszaaazszxccgghhjklooppllkjhvggvvfsdtyhhqwerryyuolnSghi

  • @eklaakash6416
    @eklaakash6416 Před 3 lety

    নজরুলের কোনো সমার্থক শব্দ ভান্ডার নেই?