কোন নবীকে আল্লাহ নাম ধরে ডাকেন নাই ? | মুফতী ইমামুল হাসান চাদপুরী | Sohoj Islam | 2022

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • হযরত মুহাম্মদ (সাঃ)। এটি নিছক একটি নাম নয়। এটি একটি বিশ্বাসের নাম। একটি মহান ধর্মবিশ্বাস তথা ইসলামের মহান প্রবর্তকের নাম। তিনি সর্বযুগের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। সবার মতে, তিনি ছিলেন পৃথিবীর ইতিহাসে অন্যতম প্রভাবশালী রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় ব্যক্তিত্ব। তাঁর এই বিশেষত্বের অন্যতম কারণ হচ্ছে আধ্যাত্মিক ও জাগতিক উভয় জগতেই চূড়ান্ত সফলতা অর্জন। তিনি ধর্মীয় জীবনে যেমন সফল তেমনই রাজনৈতিক জীবনেও।
    শুধু মানুষ নয় স্বয়ং মহান আল্লাহতায়ালা তাঁর প্রেরিত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ "বার্তাবাহক"কে উচ্চতম সম্মানিতস্থানে অধিষ্ঠিত করেছেন। আল্লাহ তায়ালা তাঁকে রাহমাতুল্লিল আলামিন বা সমগ্র বিশ্বের রহমতস্বরূপ প্রেরণ করেছেন। শ্রদ্ধার সাথে মহান রাব্বুল আলামিন তাঁর প্রিয় রাসুলকে ‘হাবিব’ নামে ডেকেছেন। সমগ্র কুরআনে আল্লাহতায়ালা তাঁর প্রিয় রাসুক (সাঃ) কে কিভাবে সম্মানিত করেছেন সেটাই আজকের আলোচ্য বিষয়।

Komentáře • 3

  • @rakibulhasan9355
    @rakibulhasan9355 Před rokem

    মাশাআল্লাহ খুব‌ই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন।

  • @HMSharifMedia
    @HMSharifMedia Před rokem

    সুন্দর আলোচনা 🤲

  • @imamulhasanchandpury8137

    মা সা আল্লাহ