এক আকাশে দুই বোন দুই বউ / Two Sisters Two Wives under same Sky

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • This is about the married life of Samaresh Basu (সমরেশ বসু দাম্পত্য জীবন) entitled as 'এক আকাশে দুই বোন দুই বউ / Two Sisters Two Wives under same Sky'.
    সমরেশ বসু বাংলা সাহিত্যের অন্যতম জনপ্রিয় ঔপন্যাসিক। সমালোচকরা বলেন, বাংলা সাহিত্যে বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, রবীন্দ্রনাথ, তারাশঙ্কর এবং বিভূতিভূষণের পর যে জায়গাটা খালি ছিল, সেই জায়গা দখল করে নিয়েছিলেন সমরেশ বসু।
    আপনারা জানেন, বাংলা কথাসাহিত্যের জগতে তাঁর আবির্ভাব চল্লিশের দশক হলেও লেখক হিসেবে তিনি বেশি পরিচিত হন পঞ্চাশের দশক থেকে।
    আমাদের মনে রাখতে হবে, সে সময় কিন্তু বাংলা সাহিত্যে কোন বন্ধ্যা যুগ ছিল না। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় , মানিক বন্দ্যোপাধ্যায় , বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুবোধ ঘোষ, নরেন্দ্রনাথ মিত্রের মত জনপ্রিয় সব নক্ষত্রের মধ্যেই সমরেশ বসু প্রথম থেকেই এমন একটি জায়গা নিজের জন্য পাকা করে নিয়েছিলেন, যেখানে তাকে কিন্তু কখনোই কারো উত্তরসূরী বলা যাবে না। তাঁর সৃষ্টিধারা কখনোই এক ভাবে বয়ে যায়নি। অভিজ্ঞতায়, বোধে, বিশ্লেষণে, ভাষায় সেখানে কোন একঘেয়েমীর সুর নেই, নেই কোন পৌনঃপুনিকতা।
    তবে লেখক সমরেশ বসুর সাহিত্য রচনায় কোন ফাঁক না থাকলেও, ব্যক্তি সমরেশ বসুর জীবনযাপনে কিন্তু অদৃষ্টের পরিহাসে ট্র্যাজিক এক ফাঁক তৈরি হয়েছিল।
    সেই গল্প নিয়েই এই ভিডিও। সেই গল্প জানতে আপনাদের এই ভিডিও দেখার জন্য অনুরোধ করছি।
    For making this video I am grateful to:
    তথ্যঋণ:
    ১) কইতে কথা বাধে by সমরেশ মজুমদার
    ২) জ্যোতি বন্দ্যোপাধ্যায় (পেজ ফোর)
    ৩) সুস্নাত চৌধুরী (আনন্দবাজার অনলাইন)
    ৪) নবকুমার বসু (আনন্দবাজার অনলাইন)
    ৫) আনন্দবাজার পত্রিকা
    ৬) উইকিপিডিয়া
    #samareshbasu #সমরেশবসু

Komentáře • 48