মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করার শতভাগ কার্যকরী উপায়। মুরগির হিট স্ট্রোক প্রতিরোধ অল্প টাকায়।

Sdílet
Vložit
  • čas přidán 7. 09. 2021
  • মুরগিকে হিট স্ট্রোক থেকে রক্ষা করার শতভাগ কার্যকরী উপায়। মুরগির হিট স্ট্রোক প্রতিরোধ অল্প টাকায়।
    অতিরিক্ত গরমে খামার ঠান্ডা রাখার ব্যবস্থা না নিলে মুরগিতে অনেক ধরনের সমস্যা হতে পারে, যেমন হিটস্ট্রোক ডিমের উৎপাদন কমে যাওয়া পাতলা পায়খানা সহ আরো অন্যান্য অনেক সমস্যা।
    গরম এখানে ঠান্ডা রাখতে সাধারণত আমরা স্ট্যান্ড ফ্যান ব্যবহার করে থাকি।কিন্তু স্ট্যান্ড ফ্রেন্ড এর পরিবর্তে আমরা চিটার জসিম ব্যবহার করি সে ক্ষেত্রে আমরা আরো অনেক বেশি লাভবান হতে পারি। অন্যদিকে একটি স্ট্যান্ড ফ্যান এর মূল্য 5000 থেকে 6000 টাকা যেখানে একটি 24 ইঞ্চি একজাস্ট ফ্যান এর মূল্য মাত্র 2400 টাকা।
    অতিরিক্ত গরমে খামারের এডজাস্ট ফ্যান ব্যবহার করুন মুরগি থাকবে আরামে।
    খামার ঠান্ডা রাখার শতভাগ কার্যকরী উপায়।
    আসসালামু আলাইকুম,
    বিডি এগ্রো ওয়ার্ল্ড-এ আপনাকে স্বাগতম।
    আমি মোঃ আব্দুল্লাহ, পেশায় একজন কৃষি উদ্যোক্তা। বিগত ছয় বছর ধরে দেশি মুরগি পালন, ফাওমি মুরগি পালন, সোনালী মুরগি পালন এবং বয়লার মুরগি পালন সহ বিভিন্ন ধরনের গৃহপালিত পশু যেমন, গরু- ছাগল পালন সহ কৃষির বিভিন্ন বিষয়ে কাজ করছি।
    বর্তমানে খাদ্য খরচ কমানোর জন্য black solder fly farming bd বা প্যারেড পোকা চাষ করছি যেটা লার্ভা পোকা নামেও পরিচিত।
    পাশাপাশি আমি খামার বিষয়ক প্রশিক্ষক হিসেবে কাজ করছি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর সাথে।
    আমি আরো নতুন কৃষি উদ্দোক্তা ও নতুন খামারিদের পরামর্শ সেবা দিয়ে থাকি।
    বর্তমানে আমার একটি সমন্বিত খামার রয়েছে। আমি আমার এই পেইজ / চ্যালেনটিতে আমার খামারের দৈনন্দিন কার্যক্রম গুলো এবং কৃষি ভিত্তিক বিভিন্ন ব্লক আমার প্রিয় কৃষি প্রেমি দর্শকদের জন্য উপস্থাপন করে থাকি।

Komentáře • 43

  • @hmhossainbepari3449
    @hmhossainbepari3449 Před rokem +3

    আপনার ভিডিওটি ভালো লাগলো তাই লাইক ও কমেন্ট দু'টোই করলাম।

  • @peacemovement4302
    @peacemovement4302 Před 2 lety

    It was informative

  • @emdadoman610
    @emdadoman610 Před 2 lety +1

    Excellent

  • @monikbhowmik3597
    @monikbhowmik3597 Před 11 měsíci +1

    ভাই আমি আপনারা ভিডিও দেখি আর নতুন নতুন জিনিস শিখি ভাই আমার একটা জিনিস জানার খুব ইচ্চা আমি যদি মাচার উপরে বয়লার মুরগী পালন করলে ভালো হবে নাকি মাটিতে

  • @ashrafulislam8289
    @ashrafulislam8289 Před 2 lety +1

    অনেক ভাল আইডিয়া

    • @sahossain2323
      @sahossain2323 Před 2 lety

      ভাই ফ্যান টার নাম কি?দোকানে গিয়ে কি নাম বলবো?

  • @khaledhassannadim
    @khaledhassannadim Před 4 měsíci

    ধন্যবাদ

  • @artechnologytech3307
    @artechnologytech3307 Před rokem +2

    ভাই ২৪" একজাস্ট ফ্যান এর দাম চায় ১৩ হাজার টাকা আপনে কোথায় থেকে কিনছেন ২৪০০ টাকা দিয়ে

  • @Bokul112
    @Bokul112 Před rokem +1

    Exhaust fan line connect ache change korle r fan forate hobena

  • @tabibrhaman1600
    @tabibrhaman1600 Před 5 dny

    ভাই আমাদের কেও একটু নিয়ে দেন।

  • @mohamadabdulhamid2500
    @mohamadabdulhamid2500 Před 2 lety

    এটার আওয়াজে মুরগী ভয়ে কি ছুটাছুটি করে নাকি জানাবেন

  • @nijumnijum-iq2sh
    @nijumnijum-iq2sh Před rokem

    Sms er Reply diben plz... Ei fentar Nam ki... Bolben vaia

  • @user-ph2kg9up3h
    @user-ph2kg9up3h Před 2 měsíci

    Agula kthay pawa jay... R ay fener name ki

  • @user-vz5pn9im5v
    @user-vz5pn9im5v Před rokem

    ভাই আমি একজন নতুন উদ্যোগতা আমি একটা খামার করতে চাচ্ছি সেই ক্ষেত্রে আপনি যদি একটু পরামর্শ দিতেন কি ভাবে কি করলে ভালো হয় আপনার সাহায্যে কামনা করছি দয়া করে একটু পরামর্শ দিবেন প্লিজ

  • @nurhossain477
    @nurhossain477 Před rokem

    ভাইজান আমার ১০ পিচ এই এডজাস্ট ফ্যান লাগবে, কি ভাবে পেতে পারি?

  • @mohamadabdulhamid2500
    @mohamadabdulhamid2500 Před 2 lety

    ভাই খামার তো পুর্ব পশ্চিম এ লম্বা, নিয়ম তো দক্ষিণ পাশে অথবা উত্তর পাশে লাগানো,আপনি পশ্চিম দিকে কেনো লাগিয়েছেন, জানাবেন প্লিজ আমার খামার লম্বা ২৭ হাত,পাশে ৯,৫ হাত আপনার খামার থেকে ছোট,আৃার কয়টা লাগবে,উপরে তিনটা সিলিং ফ্যান আছে

  • @RrRr-cb2yv
    @RrRr-cb2yv Před 2 lety

    কোন কোম্পানির এটা নাম কি এটার?

  • @SamimKst
    @SamimKst Před 2 měsíci

    Atest fan koi pabo

  • @mamunorrasid7849
    @mamunorrasid7849 Před rokem

    ভাই এইরকম ফ্যান কোথায় পাবো

  • @MdMonir-xd4nq
    @MdMonir-xd4nq Před 2 lety

    ভাই ফ্যানটা আমার লাগবে কঁতায় পাবো

  • @aksakash2631
    @aksakash2631 Před rokem

    Koii pabo bolban

  • @nazmulraju8796
    @nazmulraju8796 Před 2 lety

    ভাই ভেন্ডিলেসন ফ্যান মডেল টা বলবেন,,,,, কোথায় পাবো ফ্যান টা?

    • @bdagroworld
      @bdagroworld  Před 2 lety

      আপনার নিকটস্থ বাজারের হার্ডওয়ারের দোকানে এই ফ্যান গুলো পাওয়া যায়। ভিডিওতে দেখানো আমার পেন্টি 24 ইঞ্চি। মূল্য যথাক্রমে আড়াই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে হতে পারে।

  • @samiranbairagi7740
    @samiranbairagi7740 Před 2 lety

    ভাই এই ভ্যান কে কি ভ্যান বলে,,,,!!
    আপনার যোগাযোগ নম্বর দিবেন প্লিজ🤓🤓

  • @kaderkhan2888
    @kaderkhan2888 Před 2 lety

    এই ফ্যান টি কোথা থেকে কিনেছেন?

    • @bdagroworld
      @bdagroworld  Před 2 lety

      বাজারে হার্ডওয়ারের দোকান থেকে।

    • @md.mujibur3394
      @md.mujibur3394 Před 2 lety

      @@bdagroworld ফ্যান টি সব জায়গায় পাউয়া জাবে

  • @rkrocky1649
    @rkrocky1649 Před rokem

    কোথায় পাবো

    • @kaziafsor1656
      @kaziafsor1656 Před 7 měsíci

      মোবাইল নাম্বার দিবেন

  • @morshedhasan3824
    @morshedhasan3824 Před 3 měsíci

    কোন কম্পানির ফ্যান

  • @imrankhan-pg2gp
    @imrankhan-pg2gp Před 3 měsíci

    ভাই আপনার ফ্যান ঘুরিয়ে লাগান

  • @mamunorrasid7849
    @mamunorrasid7849 Před rokem +1

    ভাই আপনার নাম্বারটা দিন

  • @alexanderpearce4732
    @alexanderpearce4732 Před rokem

    এক্সহস্ট ফ্যান ব্যাটা...ঠিক কইরা উচ্চারন কর ব্যাটা....!

  • @sufalsjobmathshorttechniqu5994

    ভাই,ইউটিউবে দেখলাম,এডজাস্ট ফ্যানে রুমের ভিতরের বাতাস বাইরে বের করে দেয়,বাতাস পেছন দিয়ে বের হয়,কিন্তু আপনার টায় সাধারণ ফ্যানের মত সামনের দিকেই বাতাস লাগছে, তাহলে দোকানে গিয়ে কি বলব?? আপনারটা কোন ধরণের এডজাস্ট ফ্যান??প্রকরণটা যদি বলতেন।

  • @muntaha2254
    @muntaha2254 Před 2 lety

    এই ফ্যানের নাম কি??

    • @bdagroworld
      @bdagroworld  Před 2 lety

      czcams.com/video/n9ueZBSuM2A/video.html

  • @funtips252
    @funtips252 Před 2 lety

    ফ্যানটির নাম কি

  • @ArifulIslam-ht6rs
    @ArifulIslam-ht6rs Před 2 lety

    ভ্যান্টিলেটর ফেন তাই না ভাই...এগুলা ফেন তো পাওয়া জায় না ভাই। ১২" ফেন পাওয়া জায়

    • @bdagroworld
      @bdagroworld  Před 2 lety

      হার্ডওয়ার দোকান দারকে বললে অর্ডার করে এনে দিবে

  • @nahidrahman4170
    @nahidrahman4170 Před 2 měsíci

    আপনার নাম্বার টা দেন