Tumi Ele Anek with lyrics | Hemanta | Sancjhayan Hemanta Mukherjee A Compilation Of His | HD Song

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • Enjoy the song ''Tumi Ele Anek Diner Pare" with Hindi & Bengali Lyrics sung by Hemanta Mukherjee from the album Sancjhayan Hemanta Mukherjee A Compilation Of His.
    Song: Tumi Ele Anek Diner Pare
    Artist: Hemanta Mukherjee
    Music Director: Nachiketa Ghosh
    Lyricist: Mukul Dutt
    Album Title: Sancjhayan Hemanta Mukherjee A Compilation Of His
    Label:: Saregama India Ltd
    For more videos log on & subscribe to our channel :
    / saregamabengali
    Facebook:: / saregamabangla
    Twitter:: / saregamaglobal
    Google+ :: plus.google.co...

Komentáře • 577

  • @saregamabengali
    @saregamabengali  Před rokem +30

    Listen to the latest single "Moner Password" by Anupam Roy.
    czcams.com/video/VJftyTaCIio/video.html
    #monerpassword #anupamroy

  • @mramiry1503
    @mramiry1503 Před 3 lety +69

    সর্গ হতে এসে ছিলে, আবার সর্গে গেলে চলে, আমাদের দিয়ে গেলে সর্গীয় কিছু সুধা, ভালো থেকো হেমন্ত দা!

  • @ziaraju1971
    @ziaraju1971 Před 3 lety +17

    আরেকজন হেমন্ত আগামী এক হাজার বছরেও আসবেন না আর এইসব আর কোনদিন সৃষ্টি হবে না ।

  • @mrinmoymaiti1300
    @mrinmoymaiti1300 Před 3 lety +56

    হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
    আমি বুঝতে পারিনি যে,
    আমি বলতে জানিনা যে
    আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো।
    প্রতিটা লাইনের অর্থ অনেক, সত্যি এমন সৃষ্টি যা আজকের দিনে বিরল

  • @bishnupadamaiti7110
    @bishnupadamaiti7110 Před 3 lety +70

    আমার বয়স ঊনসত্তর। কৈশোর থেকে বার্ধক্যে এসেআজ ও এই গানটি শুনতে ভালো লাগে। প্রয়াত শিল্পীকে আমার প্রণাম জানাই

    • @palashsiddiqui4822
      @palashsiddiqui4822 Před 2 lety +4

      আমার বয়স ৫৬। আপনার মত আমিও শৈশব থেকে এই গানটি অদ্যবধি শুনছি। গানটির আবেদন আমার কাছে সব সময় চির সবুজ।

    • @anitabiswas6954
      @anitabiswas6954 Před 2 lety +2

      @@palashsiddiqui4822 আসলে বয়স কোন ব্যাপার না,,,, হেমন্ত মুখোপাধ্যায়ের গান সব বয়সের মানুষ কে বিমোহিত করে দেয় ❤️❤️

    • @mohitlalbanik7789
      @mohitlalbanik7789 Před 3 měsíci

      Writer, Musicians,Composer,Directer,& overall Singer are/were great. Touch the heart.

  • @nazrulislam5491
    @nazrulislam5491 Před 2 lety +61

    সেই ১৬ থেকে এই গান গুলো শুনতে শুনতে আজ ও ৫৬ তে এসে ও শুনছি। এই কন্ঠ আর সৃষ্টি হবে না।

  • @manojkumardas7553
    @manojkumardas7553 Před 3 lety +69

    ভগবান নিজে গান শুনবেন বলে হেমন্ত মুখোপাধ্যায়কে এই কন্ঠ দান করেছেন।

    • @somamukherjee3339
      @somamukherjee3339 Před 3 lety +1

      একদম ঠিক বলেছেন। হেমন্ত বাবুর কন্ঠ যেন আকন্ঠ পান করি।

    • @jayantabagh2247
      @jayantabagh2247 Před 2 lety

      উনি দেবদূত

    • @sumitbagchi4285
      @sumitbagchi4285 Před 2 lety

      @@somamukherjee3339 pp

    • @GDUniqueIdeas
      @GDUniqueIdeas Před 7 měsíci

      Er theke valo comment r kara jabe na.

  • @jimutsarkar72
    @jimutsarkar72 Před 3 lety +45

    এই সব কালজয়ী গানের মধ্যেই রয়েছে সাধারণ মানুষের ভালোবাসার কথা । মাথা থেকে পা পর্যন্ত ভালো হয়ে যায় এই গান শোনার পর no doubt in it Great jobs.

  • @kalyanmajumdar4729
    @kalyanmajumdar4729 Před 4 lety +77

    মান্ডলিন acordion এর অপূর্ব প্রয়োগ, সুরের সঠিক সমন্বয় আর most romantic পুরুষ কণ্ঠ - এক স্বপ্নের মত সবকিছু..** * হেমন্তদা - কেমন ভাবে আমাদের জীবনের অংশ হয়ে গেছেন ** * *

    • @siprachowdhury736
      @siprachowdhury736 Před 2 lety

      @(

    • @srisriradhaballavjiu3615
      @srisriradhaballavjiu3615 Před 2 lety

      এত বছর পরেও হেমন্ত বাবুর গলায় এত ভালো গান, যেন স্বর্গ থেকে এসে স্বর্গের অমৃত ছড়িয়ে দিয়ে গেলেন, বারবার এই গানগুলি প্রত্যেকদিন আমি শুনি।

    • @srisriradhaballavjiu3615
      @srisriradhaballavjiu3615 Před 2 lety

      ধন্যবাদ,

    • @tapankumardas5540
      @tapankumardas5540 Před rokem

      The picture which was showing with the song is out of date now.

  • @bidushbiswas4112
    @bidushbiswas4112 Před 3 lety +78

    ঈশ্বর যেন তার কথাগুলো বলার সুর হেমন্ত মুখার্জীকে দান করেছেন

    • @SHEREX99
      @SHEREX99 Před 3 lety +1

      টুই গু খা

    • @bidushbiswas4112
      @bidushbiswas4112 Před 3 lety +3

      @@SHEREX99 খুব সুন্দর ভাষা, কুকুর মানুষকে কামড়ায় কিন্ত মানুষ কুকুর কে কামড়ায় না, পার্থক্য এখানেই

    • @duttadebjyoti
      @duttadebjyoti Před 3 lety

      thik,thik.

    • @saptarshieditz509
      @saptarshieditz509 Před 3 lety

      টর বাপ বোকাচোদা 🖕🖕🖕🖕🖕🖕🖕🖖🖖🖕🖖

    • @malaypal8230
      @malaypal8230 Před 2 lety

      সলিল দা

  • @saswatachattopadhyay1976
    @saswatachattopadhyay1976 Před 2 lety +23

    হেমন্ত বাবু আমাদের কাছে ভগবানের প্রতিনিধি।🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @madhabibaidya5730
    @madhabibaidya5730 Před 2 lety +24

    হেমন্ত মুখোপাধ্যায় এর সব গান শুনলে আমার মনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়

  • @MahmudAlamgir-yq8cg
    @MahmudAlamgir-yq8cg Před 6 měsíci +6

    ছবির দৃশ্যে উত্তম-সূচিত্রাকে সংযোজন করলে সুন্দর হতো--বিদেশী দৃশ্য অসুন্দর হয়েছে...সতর্কতা প্রয়োজন...

  • @pankajroychowdhury3750
    @pankajroychowdhury3750 Před 3 lety +24

    হেমন্ত মুখোপাধ্যায় আজ নেই। তবুও তার কণ্ঠস্বর যেন বাঙালির প্রাণে জড়িয়ে আছে। গানটা শুনলে আমার মনে হয় অনেকের ফেলে আসা দিনগুলো মনে পড়ে যাচছে।একেবারে বাংলার মাটির সাথে সম্পর্ক। অতুলনীয়। প্রনাম জানাই তাঁর রেখে যাওয়া গানগুলোকে।

  • @tuhinhousewife4062
    @tuhinhousewife4062 Před 2 lety +17

    গানগুলো শুনে, কবি ভাব এলো মনে, উদাস হলাম নিজে, অনেক ভালোবাসা গায়কীয় সম্মানে।

  • @swaruppandit7514
    @swaruppandit7514 Před 3 lety +26

    বাঙ্গালীর গর্ব এই গান গুলো।এক কথায় বেঁচে থাকার রসদ, প্রজন্মের পর প্রজন্ম এই সব গান শুনবে বলে আমার বিশ্বাস।

  • @MDAlAMGIR-ds3uz
    @MDAlAMGIR-ds3uz Před 2 lety +11

    তিনি একজন অসাধারণ শিল্পী ও ভদ্র মানুষ ছিলেন। তাঁর গানে আপত্তিকর ও অশ্লীল ছবি,আমার মতে গ্রহনযোগ্য নয়। বরং এক্ষেত্র উত্তম-সূচিত্রা কে সংযোজন করা যথাযথ হবে।

    • @sarmisthamandal1101
      @sarmisthamandal1101 Před 2 lety

      Thik, esob chhobi manay na ...kono praner sporsho nei...ashslilotai vora....drisyodushon...ektu matha khatiye dite hoy

  • @dipaksarkar9229
    @dipaksarkar9229 Před 11 měsíci +5

    সত্যি বলতে কি, ২০২৩ সালের ডিজিটালের যুগে কারো সাধ্য নেই এমন একটা গান উপহার দেওয়ার , আশাকরি ৫০ বছর পরেও এই গানগুলো এমনি ভাবে চলবে , তখন হয়তো আমি থাকবো না কিন্তু আমার কমেন্ট গুলো থাকবে

  • @ashokdam8391
    @ashokdam8391 Před rokem +14

    এতো সুন্দর গানের সাথে বাজে বাজে ছবি গুলো কেন দেয় বুঝি না!!

  • @milankantidebmilandeb6477

    শ্রদ্ধেয় হেমন্ত মুখার্জীর প্রতিটা গানই যেন তাৎপর্যপূর্ণ ও অতীব শ্রুতিমধুর। উনি স্বমহিমায় ভাস্বর। উনাকে অসংখ্য প্রণাম।

  • @anikr4978
    @anikr4978 Před 3 lety +30

    এই মহাগুরু কে আমার শতকোটি প্রনাম।

  • @soutickmondal1874
    @soutickmondal1874 Před 3 lety +19

    21 বছর বয়সেও এই গান গুলো খুব খুব ভালো লাগে ‌আমার 😍😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰😘😘😘

  • @subratakumarsahaaueogopalg2445

    অসাধারণ সংগীত। যত শুনি ততই শোনার আগ্রহ জাগে।

  • @srmmusic1993
    @srmmusic1993 Před 4 lety +404

    বয়স টা বেশি না, সবে মাত্র ২৮ এ পা দিলাম, তবুও এমন গান গুলো শুনলে আর এখনকার গান শুনতে মন চায় না, ওনাদের মত কম্পোজার, আর সিংগার হতে হলে এখনকার সব ৯০% শিল্পিকে আরো ১০ বছর তপস্যা করতে হবে

    • @rathindranathde6286
      @rathindranathde6286 Před 4 lety +16

      সর্বতোরূপে সত্যি ।

    • @bishnu.
      @bishnu. Před 3 lety +15

      20 year bolun

    • @srmmusic1993
      @srmmusic1993 Před 3 lety +8

      @@bishnu. hmm seta bolleo kharap hoyna, Bcoz 95% Singer depend on Autotune, fake voice

    • @myqueenrani5481
      @myqueenrani5481 Před 3 lety +23

      এনারা হলেন মা সরস্বতী বরপুত্র তাই এত অসাধারণ কণ্ঠ।

    • @srmmusic1993
      @srmmusic1993 Před 3 lety +22

      @@myqueenrani5481 আসলে উনাদের পরিশ্রম ছিলো খোলা আকাশের নিচে আসল কন্ঠের পরিচয় দেয়া, মানুষের মন জয় করা শুধু তাদের প্রধান কাজ ছিলোনা, যারা কম্পোজার ছিলো গায়ক ছিলো তারা চাইতেন যে এখন যে গান গুলো বানাবেন তা যেন পরের প্রজন্মের কাছেও ভাল্লাগে, কম্পিউটারের অটোটিউনের ছোয়া লাগেনি বলেই আজও গান গুলো শুনতে ভাল লাগে

  • @sanjum8813
    @sanjum8813 Před 2 lety +8

    তুমি আছো বলেই জীবনে সব ঋতু ছাপিয়ে সবসময় হেমন্ত ❤️

  • @uzzalsaha8223
    @uzzalsaha8223 Před 3 lety +32

    এই মহান গায়ক ও সুরকারকে শেরাটন হোটেলে সামনে থেকে দেখার সুযোগ হয়েছিল ১৯৮৯ সালে।

    • @mmborhanuddin8522
      @mmborhanuddin8522 Před 3 lety +4

      1978 সালের থেকে এই সব গান শুনে আসছি,মনটা যখন খারাপ লাগে এই সব গান এখন ও আমি শুনি অসাধারন একটা গান

    • @amitamukherjee1317
      @amitamukherjee1317 Před 3 lety

      Apni vagyaan satty..

    • @duttadebjyoti
      @duttadebjyoti Před 3 lety

      you are lucky.

  • @user-tp7zj6lu3v
    @user-tp7zj6lu3v Před 2 měsíci +1

    আহা! আমাদের প্রজন্মের দুর্ভাগ্য আপনাকে চাক্ষুষ দর্শন করার সুযোগ হয়নি। প্রণাম জানাই এই ধরণী থেকে 🙏

  • @anupkumarroy177
    @anupkumarroy177 Před 3 lety +25

    এই গান শুনলে মন জুড়িয়ে যায়।

  • @gautamchatterjee3631
    @gautamchatterjee3631 Před 3 lety +31

    An excellent romantic voice which will never come again in near future. Lyrics & music is amazing. Unforgettable piece of music.

  • @kazimohammedrahim7795
    @kazimohammedrahim7795 Před 5 lety +35

    Very very Beautiful lovely heart worming song of Legendary Singer Hemanta Mukharjee...I am just listening this beautiful mind blowing song...I have listened millions of times this beautiful lovely song again and again continue non-stop...It's every single words every lyrics and every music are so much touches to the heart...I can't express my expression and emotions about this beautiful lovely song...I would like to say just it's simply outstanding song...Sooooooo Fabulous !
    ""Tumi Ele Onek Diner Pare""

  • @subrotonag6278
    @subrotonag6278 Před 3 lety +4

    কি যে অপূর্ব অসাধারণ কণ্ঠস্বর , শুনতে শুনতে কখন যে আনমনা হয়ে যাই নিজেই জানি না . এই কণ্ঠস্বর শুনতে শুনতে মনের দুখ্হ , কষ্ট গুলো উধাও হয়ে যায় . ভীষণ আরাম পাই , স্বস্তি পাই . আর একজন হেমন্ত মুখোপাধ্যায় আর কোনো দিন ও হবে না , আসবে না , জন্মাবে না , একেবারেই সম্ভব নয় ............ ওনাকে জানাই শতকোটি প্রণাম

  • @dipayandatta1362
    @dipayandatta1362 Před 2 lety +13

    HEMANT MUKHOPODHAY (KUMAR) is the Hamiltonian Flute of a few generations.

  • @dr.mohammadmuslim9771
    @dr.mohammadmuslim9771 Před 3 lety +11

    আহা!কী কন্ঠ, কী সুর,,,,,,

  • @sabujkumarlaha707
    @sabujkumarlaha707 Před 3 lety +7

    আমি বাকরুদ্ধ....আমার কিছু বলার নেই........শুধু গানটা শুনে গেলাম আর অনেক কথা পরলো মনে....❤🖤💙

  • @pampakundu1305
    @pampakundu1305 Před 3 měsíci +1

    *এই গান 🎶 যে কতবার শনেছি - তা সংখ্যায় বলতে পারবোনা❤*

  • @ghulamrabbani3954
    @ghulamrabbani3954 Před 3 lety +34

    Outstanding creation. Hemanta babu’s exquisitely divine performance keeps the Bengalees simply enthralled generations after generations. Deepest pronam.

  • @jassjudica9187
    @jassjudica9187 Před 3 lety +12

    তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো
    তুমি এলে অনেক কথা এলোমেলো মনে হলো
    মনে আছে অনেক আগে প্রশ্ন করেছিলে
    তুমি আপনি এসে নিজে ওগো তারই জবাব দিলে
    এলো রাতের শেষে চুপিসারে যেন দিনের আলো
    দিন যে আমার আজকে হলো দিন
    একটু বসো কাছে আমার অনেক কথা আছে
    তোমার সময় থেকে কিছু সময় আমায় দিয়ো ঋণ।।
    হঠাৎ কখন আমার আঁধার রাত্রি হয়ে গেছে
    আমি বুঝতে পারিনি যে আমি বলতে জানিনা যে
    আমার অনেক কাজের মাঝে যেন হঠাৎ ছুটি হলো।।

  • @sagarkumarhazra9411
    @sagarkumarhazra9411 Před 3 lety +9

    মহান গায়ক ও সুরের সাধক হেমন্ত বাবুকে শতকোটি প্রনাম নিবেদন করি।

  • @somamukherjee3339
    @somamukherjee3339 Před 3 lety +9

    শুধু প্রনাম জানাই। কী কথা, কী সুর, কী কন্ঠ সব ভাল গুলো কি আগেই হয়ে গেছে???

  • @gmvn19
    @gmvn19 Před 3 lety +9

    কত যে স্মৃতি জড়িয়ে আছে এইসব গানের সাথে ! ভোলার নয় সে সব। মন টা সেই পুরোনো দিন গুলো তে ফিরে যেতে চায় কিন্তু তা তো আর হবার নয় ।

    • @jayantichatterjee9808
      @jayantichatterjee9808 Před rokem +1

      এখন আর এই গান শোনা যায় না দারুন 🙏🙏

  • @sibajikarmakar271
    @sibajikarmakar271 Před 2 měsíci

    বাংলা সিনেমা ও বেসিক গানের যে সম্পদ আমাদের রয়েছে যাকে আমরা স্বর্ণযুগের গান বলি , তাই দিয়ে অনায়াসে আরও কয়েকশো বছর চালিয়ে দেওয়া যাবে। বর্তমানে তৈরি হওয়া আধুনিক ও সিনেমার গান সত্যিই পাতে দেওয়ার মতো নয়।তাতে শ্রোতাদের কিছু যায় আসেনা।আমরা পুরোনো গাণে ই দিব্যি মজে থাকব।

  • @kalyanmajumdar4729
    @kalyanmajumdar4729 Před 4 lety +6

    সুরের স্রোতে ছন্দের নিয়মিত গতিতে চিরকালের ভেসে চলা। কণ্ঠ অভিভূত করে। ভেবে চিন্তে এমন সৃষ্টি হয় না ...

  • @asokchakraborti1567
    @asokchakraborti1567 Před 4 měsíci

    আজ এই সওর বয়সেই এই সব গান শুনি, তখন নিজেদের খুব ভাগ্যবান মনে করি। আগামী পঞ্চাশ বছরেও এই সব গান কেউ গাইতে পারবেনা। গীতিকার, সুরকার এবং গায়ককে প্রনাম।

  • @jayantabhaduri2296
    @jayantabhaduri2296 Před 3 lety +10

    এত সুমধুর কন্ঠ ভাবাই যায়না।

  • @kantichakraborty5010
    @kantichakraborty5010 Před 13 dny

    এরকম গুনি শিল্পী আর হবে না , অসাধারণ গান।

  • @kalyanmajumdar4729
    @kalyanmajumdar4729 Před 4 lety +14

    হেমন্ত দা, চরণ ধরিতে দিয়ো গো আমারে...

    • @rathindranathde6286
      @rathindranathde6286 Před 4 lety +5

      বাস্তবিক । তাঁর চরণ স্পর্শ করার সৌভাগ্য যাদের হয়েছে, তারা ধন্য ।

  • @dipayanghosh4500
    @dipayanghosh4500 Před 2 lety +3

    তুমি আমাদের সবার আপনজন , অতি আদরের 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @deephossain7213
    @deephossain7213 Před 3 lety +7

    যে গান কখনো পুরোনো হয়না।
    শুনি মুগ্ধতা আর বিস্ময় নিয়ে।
    ❤️❤️❤️

  • @firozahmed5307
    @firozahmed5307 Před 3 lety +13

    Salute u and your departed soul till.love u from Dhaka Bangladesh.

  • @asimsarkar9388
    @asimsarkar9388 Před 2 lety +2

    এত সুন্দর একটি গান, তার সঙ্গে ছবিগুলো একেবারেই বেমানান।

    • @proproot
      @proproot Před 2 lety

      czcams.com/video/epxWwE0F1qE/video.html এটা দেখে বলুন কেমন লাগলো

  • @indranathbandyopadhyay9993

    চিরদিনের ও চিরকালীন গান। বার বার শুনতে ইচ্ছে করে।💐💐

  • @asokchakraborti1567
    @asokchakraborti1567 Před rokem

    আজ সত্তর বয়সেও এই গানগুলি শুনলে ভীষণ nostalgic হয়ে যাই, নিজেদের ভীষণ ভাগ্যবান মনে করি। আমাদের যৌবনের অনুপ্রেরণা, বেচে থাকার রসদ, যা আমাদের এখনও অনুপ্রেরণা যোগায়।

  • @dilipkumargupta.3374
    @dilipkumargupta.3374 Před 3 lety +2

    👍 এক কথায় অপূর্ব, অসাধারণ চমৎকার কন্ঠ! হৃদয়ে গেঁথে গেল! 👌👌👌👌

  • @kalyanmajumdar4729
    @kalyanmajumdar4729 Před 4 lety +42

    Fantastic. This song is a confluence of melody-lyric-voice-orchestration. Mind blowing.- dr kalyan majumdar

    • @rupapal8589
      @rupapal8589 Před 3 lety

      অসাধারণ লাগলো হেমন্তো মুখোপাধ্যায় গানটি তাঁর প্রতিটি গান অসাধারণ অনবদ্য।ওনার গান শুনে আমার মন ভরে যায়

  • @nisankasekharsahoo3471
    @nisankasekharsahoo3471 Před rokem +2

    সত্যিই তো‌।তুমি এলে,তাইতো ব্রিষ্টি এল‌।এতদিন তো তোমা বিহনে মরুভূমি হয়ে ছিল !

  • @minagomes5460
    @minagomes5460 Před 3 lety +5

    তুমি এলে অনেক দিনের পরে যেন বৃষ্টি এলো,,,,,,,

  • @tannaali6456
    @tannaali6456 Před 4 lety +15

    কি সুন্দর গান ও কণ্ঠ ! এগুলো গান আর হবেনা

  • @arupdas6310
    @arupdas6310 Před 3 lety +6

    অসাধারণ। মন ভরে গেল।

  • @shamallaha3817
    @shamallaha3817 Před 3 lety +5

    হেমন্তদার গান শুনলে মনের ভিতরটা কেমন হয়

  • @kazimohammedrahim7795
    @kazimohammedrahim7795 Před 5 lety +19

    very very Beautiful Mind blowing song of Hemanta Mukharjee...So much Heart worming song ever...Excellent ! ""Tumi Ele Onek Diner Pare""

    • @sumitsinha893
      @sumitsinha893 Před 3 lety

      ভাই বাঙালি, বাংলায় মতামত লিখুন, অনুরোধ আমার।

    • @tirthankarbanerjee8737
      @tirthankarbanerjee8737 Před 2 lety

      এটা শ্যামল মিত্রের গাওয়া গান

  • @shyamsundarnaskar9462
    @shyamsundarnaskar9462 Před 2 lety +5

    What a song,think hemota mukherjee is like an angel of singer

  • @animeshchakraborty2084
    @animeshchakraborty2084 Před 7 měsíci +1

    Amar sab theke priyo50 ta ganer madhye eta akta.

  • @tapask.bhattacharyya6323

    এই তো ঈশ্বর!

  • @arunbarua3047
    @arunbarua3047 Před 3 lety +4

    হেমন্ত দা এরকম গানে গানে বেচে আছেন, থাকবেন

  • @abusufian8135
    @abusufian8135 Před 2 lety +2

    তুমি এলে অনেক দিনের পরে বৃষ্টি এলো।অনেক স্মৃতি মনে পড়ে। তুমি ভালো থেকো।

  • @mdnasiruddin500
    @mdnasiruddin500 Před 2 lety +2

    মহান শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া গান চমৎকার এবং অনবদ্য, মন ছুয়ে যায় !

  • @pradipghosh6144
    @pradipghosh6144 Před 10 měsíci +2

    God desires to sing ,came to earth and sung mesmerized everyone , goosebumps on every nerves and veins...... ❤❤❤❤❤❤❤

  • @supratimroychaudhury7634
    @supratimroychaudhury7634 Před 3 měsíci

    উনি সত্যি গানে বৃষ্টি নিয়ে এসেছিলেন।

  • @subrotonag6278
    @subrotonag6278 Před 3 lety +1

    Ki je Opurbo Oshadharan konthoshhor ! Ki awaj ! Amader sokoler oti priyo gayok HEMANTA MUKHERJEE jemon chilen Oshadhara gayok temon chilen Oshadharan Surokar temon chilen Oshadharan manush oti SHUPURUSH Handsome . Ar ekjon HEMANTA MUKHERJEE ar konodin o Hobe na hote pare NA. Onake janai Sotokoti PRONAM. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @gourisarkar4154
    @gourisarkar4154 Před 3 lety +8

    Coordination of EverGreen voice , excellent lyrics, beautiful music, will be always top who can drink the fluid of a song.

  • @sapna844
    @sapna844 Před 3 lety +6

    সুনদর গানের সাথে ছবি গুলি একদম বেমানান।

    • @proproot
      @proproot Před 2 lety

      czcams.com/video/epxWwE0F1qE/video.html এটা দেখে বলুন কেমন লাগলো

  • @manojkumardas7553
    @manojkumardas7553 Před 3 lety +5

    ওফ অসাধারণ দুর্দান্ত।

  • @shariotullahsharif6039
    @shariotullahsharif6039 Před 3 lety +4

    আহ মন ভরে যায়, হেমন্তো দা

  • @abdurrashid5425
    @abdurrashid5425 Před 2 lety +4

    Like that fluter of ancient HA MELIN HEMANTA BABUS songs attracts us bewitching fabulously for an unknown fascination that cannot be expressed in language.Thank you so much for your kind assistance.

  • @dipanjanmaity8491
    @dipanjanmaity8491 Před 4 lety +12

    Hotath kakhon amar aandhar ratri hoye gachhe...
    Ami bujhte pari ni je...
    Ami bolte jani na je....❤❤❤

  • @mithupathak6072
    @mithupathak6072 Před 3 lety +4

    শুধুই প্রণাম জানাই দাদা কি উনি আরো কিছুদিন বাসলে আরো কিছু আমরা কন্ঠ পেতাম

  • @tarunnaskar5897
    @tarunnaskar5897 Před 3 lety +7

    Deepest Pronam He has been living since 1956 in our sweet heart for his uncountable eminent songs.

  • @mithunray9685
    @mithunray9685 Před 8 měsíci +1

    Now I'm 18 years old and I am listening this beautiful song

  • @lakshmanbera
    @lakshmanbera Před 3 lety +6

    অসাধারণ মিষ্টি গান 💕💕💕💕🌹🌹

  • @diptinag9250
    @diptinag9250 Před 3 lety +8

    Can’t express how much I love these songs.Thank you so much Sagnik

  • @arunsen4017
    @arunsen4017 Před 4 lety +21

    Takes me back to my childhood days. Become nostaljic and emotional losing those days.

  • @tomalikatabassum166
    @tomalikatabassum166 Před 3 lety +1

    আমার কাছেও তুমি এলেও মনে হয় যেন যেন বৃষ্টি নেমে এলো......গান টা শুনে তার কথাই মনে পডে গেলো......🙃🙃

  • @kalyanmajumdar4729
    @kalyanmajumdar4729 Před 4 lety +16

    Such deep voice, just a dream.

  • @abulbarkatjoy6991
    @abulbarkatjoy6991 Před 2 lety +1

    অনবদ্য কথা, সুর, কণ্ঠ, সঙ্গীতায়োজন!

  • @bijoy5872
    @bijoy5872 Před 11 měsíci

    আমি ৬১+ ।আজ প্রথম শুনলাম। অবাক হয়ে গেলাম। তার পর বারবার শুনেই যাচ্ছি। কিছুতেই সরতে পারছি না।কি অপরূপ সৌন্দর্য।কথা ,সুর, কন্ঠে পরিপূর্ণ।

  • @shohelpervej5670
    @shohelpervej5670 Před 3 lety +4

    Iam 21 years old. But i love this song

  • @iamozilfan
    @iamozilfan Před 3 lety +1

    Amar boyas 22 but ei gan gulu aro bochor 4 aage thekhe sunchi, hevvy lage all time

  • @damodarranjande3409
    @damodarranjande3409 Před 4 lety +11

    Hemanta is a vocal wonder inimitable and abdorbing

  • @ajoychakraborty3014
    @ajoychakraborty3014 Před 4 měsíci

    সুন্দর উপস্থিত পরিবেশনা । !!!!!

  • @apuchandradas1935
    @apuchandradas1935 Před 3 lety +4

    গুরুদেব(হেমন্ত বাবু), আপনি আমার কালচারে ঢুকে গিয়েছেন।

  • @jayantabhaduri2296
    @jayantabhaduri2296 Před rokem

    কোন তুলনা হয় না এই গানের সঙ্গে।🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @jahid1833
    @jahid1833 Před rokem +1

    Evergreen Hemanta. 😍

  • @krishnagopalray8026
    @krishnagopalray8026 Před 11 měsíci +1

    এমন গানের সঙ্গে প্রদর্শিত ছবিগুলো শুধু বেমানান নয়, রুচি-সংঘাতী।

  • @kuhumithubhattacharya8427

    এই গান শুনলে যেন জীবনের যত দগ্ধ যন্ত্রণায় শীতল বারি সিঞ্চন হয়। সব জ্বালা জুড়িয়ে যায়। স্বর্গীয় স্বর আর অনুপম সুরের মেলবন্ধন এমন করেই আজীবন প্রজন্মের পর প্রজন্মের কান ধন্য করে যাক।🙏🙏❤️❤️

  • @subratachatterjee3343
    @subratachatterjee3343 Před 2 lety

    এ সব গানের কথা জীবনের আগে ও পরে একি ভাবে থেকে যাবে। প্রণাম শিল্পী কে।

  • @mdjasim7589
    @mdjasim7589 Před 23 dny

    কি গানের সাথে কি ছবি!!
    অদ্ভুত রুচি 😁

  • @biswanathparal143
    @biswanathparal143 Před 2 lety +2

    গান টা শুনলে আমার বুকের ভিতর ফাঁকা হয়ে যায়.মনেহয় কোথাও গেলে তাকে।

  • @durgasankarbhakta5154
    @durgasankarbhakta5154 Před 3 lety +1

    শুধু কি আর তাঁকে 'ভগবান' ডাকি !!!!
    ♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥~♥~♥

  • @MOLOY1987
    @MOLOY1987 Před 2 lety +1

    সেই ১৩ বছর বয়স থেকেই শুনছি,আর এখন ৩৫ চলে,এখনো শুনছি

  • @ajaykumardatta7540
    @ajaykumardatta7540 Před 4 měsíci

    তুমি এসেছিলে স্বর্গ হতে স্বর্গে চলে গেলে
    আমার হৃদয় আঁধার করে
    তুমি হঠাৎ বিদায় নিলে
    আমার জীবন যেন এক নিমেষে নিঃস্ব হয়ে গেল.......