দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া কুমিল্লার আলিফ মাহমুদ আদিব | Cumilla | Hajj | Alif Mahmud Adif | 2024

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া কুমিল্লার নাঙ্গলকোটের ছেলে আলিফ মাহমুদ আদিব
    নিজস্ব প্রতিবেদক //
    দেশে ফিরছেন হেঁটে হজে যাওয়া কুমিল্লার নাঙ্গলকোটের ছেলে আলিফ মাহমুদ আদিব। সোমবার (৮ জুলাই) বেলা সাড়ে ১২টায় রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। রাতে আদিব পৌঁছান কুমিল্লা শহরে, এসময় সাধারণ মানুষ তাঁকে ঘিরে ধরে কুশল বিনিময় করেন। নানান অভিজ্ঞতা সঞ্চয়ের মধ্য দিয়ে দীর্ঘ ৯ মাস হেঁটে ৭ হাজার ৫ শ কিলোমিটার পথ পাড়ি দিয়ে তিনি পবিত্র হজ পালন করেন। পায়ে হেঁটেই হজের সব কার্যক্রম সম্পন্ন করেন তিনি। আলিফ জানান, দীর্ঘ পথ পায়ে হেঁটে হজ পালনের নানান অভিজ্ঞতা নিয়ে তিনি বই লিখতে চান। হজ পালন শেষে পবিত্র মক্কা নগরী ছেড়ে মাতৃভূমিতে ফিরে এসেছেন, তাই একই সাথে যেমন মাতৃভূমিতে ফেরার আনন্দ অপরদিকে মক্কা ছেড়ে আসার দুঃখ তাকে আবেগপ্রবণ করছে। ২০২৩ সালের ৮ জুলাই কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার নিজ গ্রাম বাতাবাড়িয়া থেকে হেঁটে রওনা দেন পবিত্র নগরী মক্কার উদ্দেশে। দীর্ঘ ৯ মাসের পথচলায় ভারত, পাকিস্তান, ইরান, ইথিওপিয়া, আরব আমিরাত হয়ে পৌঁছান সৌদি আরবের রাজধানী রিয়াদে। এরপর মক্কায় পৌঁছে পবিত্র হজ আদায় করেন। আলিফ মাহমুদ আদিব জানান, আমি যতদিন পায়ে হেঁটেছি এমনও সময় গিয়েছে পকেটের টাকা ছিল কিন্তু আশেপাশে ৩শ কিলোমিটারের মধ্যে কোন খাবারের দোকান ছিল না। কিন্তু আমি কোনদিন না খেয়ে থাকি নি। যে দেশে গিয়েছি সেদেশের মানুষই আমাকে সহযোগিতা করেছে। মুসলমান বা বিধর্মী সবাই আমাকে সহযোগিতা করেছে। আলিফ মাহমুদের দেখাদেখি বাংলাদেশ থেকে অনেক যুবকই পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বেরিয়েছেন। তাদের উদ্দেশ্যে আলিফ- মাহমুদ জানান, উত্তম পরিকল্পনা থাকলে সবকিছুতে আল্লাহ তাআলা সহযোগিতা করবেন। তবে বাংলাদেশী পাসপোর্ট নিয়ে দেশে প্রবেশ কিছুটা জটিল। ২০২৩ সালের ৮ জুলাই তিনি পায়ে হেঁটে হজ পালনের উদ্দেশ্যে বের হন বাড়ি থেকে, ঠিক এক বছর পর ২০২৪ সালের একই দিনে বাড়ি ফিরছেন আলিফ। আলিফ হেঁটে সৌদি আরব যাবার পর তার মা বিমানে সৌদে আরবে পৌঁছান, পরে মা ছেলে একই সাথে হজ পালন করেন এক সাথে।
    #comilla #news #bangladesh #updatenews #news_update #just_in #hajj2024 #alif_Mahmud_adif #alif

Komentáře • 4