সীতানাথের বাড়ী ফেরা | বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় | Sitanather Bari Phera | Bengali Classics by Arnab

Sdílet
Vložit
  • čas přidán 23. 02. 2023
  • Bengali classics by Arnab এর আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'সীতানাথের বাড়ী ফেরা'।
    গল্পপাঠে ও বিভিন্ন চরিত্রে- অর্ণব
    বিশেষ সহায়তায়- আকাশ ও আত্রেয়ী
    প্রচ্ছদে- কভারম্যান অভিব্রত
    Bengali Classics by Arnab এর স্পটিফাই পডকাস্টের লিংক- open.spotify.com/show/6OphWFi...
    Bengali Classics by Arnab এর ইনস্টাগ্রাম হ্যান্ডেলের লিংক- bengaliclassics...
    Bengali Classics by Arnab এর ফেসবুক পেজের লিংক- / bengali-classics-by-ar...
    'পুরাণেতিহাস' চ্যানেলের লিংক- / @puranetihas5780

Komentáře • 232

  • @linajahan4826
    @linajahan4826 Před rokem +14

    মা বাপ বেচে নেই অনেক দিন। আমার বাড়ীতে অপেক্ষা করার কেও নেই তবুও গল্পটা শুনতে গিয়ে ভয়ে শিউরে উঠছিলাম। ভাগ্যিস সিতানাথের বাড়ির কারো কিছু হয় নি। ধন্যবাদ।

  • @biplabmakal3916
    @biplabmakal3916 Před rokem +2

    Aamar priyo golpo... Bohubar porechi.... Bibhuti babu really really great

  • @miturani4472
    @miturani4472 Před rokem +7

    আমি মা-বাপিকে ছেড়ে পড়াশোনার জন্য দূরে থাকি, আমি তাদের একটি মাত্র মেয়ে, কয়েক মাস হলো তাদের থেকে দূরে আছি। তোমার কন্ঠে যা শুনি তাই ভালো লাগে,এমন একটা গল্প শোনানোর জন্য ধন্যবাদ দাদা,তুমি এভাবেই আমাদের এমন দারুণ দারুণ গল্প, উপন্যাস শোনাতে থেকো আর সবসময় সুস্থ থেকো, ভালো থেকো ভগবানের কাছে এই কামনা করি।দাদা আমার ফ্রেন্ডদের তোমার চ্যানেল সম্পর্কে বলেছি ওরাও তোমার চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়েছে অনেকে।ভালো থেকো দাদা।

  • @papiyamajumdersethi9767
    @papiyamajumdersethi9767 Před rokem +20

    দমটা আটকে আসছিলো শেষের দিকে শুনতে শুনতে... শেষে শান্তি পেলাম 🙏

  • @gopadas2671
    @gopadas2671 Před rokem +1

    আমার কি ভাগ্য

  • @rimniarakhatun9140
    @rimniarakhatun9140 Před rokem +4

    আমি বাবা-মা-ভাই-বোন সবাইকে ছেড়ে নর্থ বেঙ্গলে থাকি ..কাল কলকাতা থেকে যখন ফিরছি মায়ের কান্না ভেজা মুখটা দেখে বারবার মনে হচ্ছে ট্রেন থেকে নেমে যাই..কিন্তু উপায় নেই..সবাইকে আর প্রাণের শহর কলকাতা ছেড়ে দূরে থাকার যে কষ্ট,,যারা দূরে থাকে তারাই বোঝে.. আর অর্ণবদা আপনার গল্প সম্পর্কে নতুন করে কি বলব,,সবকিছুই জীবন্ত হয়ে চোখের সামনে ভেসে ওঠে..অসাধারণ এর উপরেও যদি কোনো অসাধারণ থাকে তবে সেইটা আপনার উপযুক্ত হবে..

  • @wu105ani00
    @wu105ani00 Před rokem +5

    আমার ছেলের এখন বয়স ১২, দু'বছর আগে পর্যন্ত সে যেকোনো সময় কে "কালকে" বলতো।

  • @konasharmin5632
    @konasharmin5632 Před rokem +2

    অসাধারণ দাদা। গত একবছর ধরে আপনার গল্পগুলো শুনেই যাচ্ছি। বইতো আগের মতো পড়তে পারি না। তবে এই কষ্ট আপনি অনেকটা কমিয়ে দিয়েছেন। ভীষণ ভালো লাগে। ধন্যবাদ। বাংলাদেশ থেকে বলছি।❤

  • @swapnapiu3063
    @swapnapiu3063 Před rokem +5

    অনেকদিন বাড়ি যাওয়া হয়নি চোখ দুটো জলে ভরে আসছিল বার বার অনেক ধন্যবাদ 🙏🏻

  • @labanibanerjee7045
    @labanibanerjee7045 Před rokem +17

    মনটা জুড়িয়ে গেল।।বাবারা এমনি হয়।।সব বাবারা ভালো থাকুক।।❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @rupachakroborty5101
    @rupachakroborty5101 Před rokem +1

    সত্যিই খারাপ কিছু ঘটেনি ঈশ্বর বাঁচিয়েছেন লাস্টে তো চোখের জল এসে পড়েছিল পরে যখন জানা গেল যে খোকা ও তার মা নারায়ণ পূজার সিন্নি খেতে গিয়েছিল নিজের অজান্তেই হেসে দিলাম জলে ভরা চোখ নিয়েই

  • @jhumur5228
    @jhumur5228 Před rokem +16

    😍😍😍😍 কি যে ভালো লাগলো গল্পটা,,, বৈবাহিক সূত্রে বাড়ি থেকে দূরে থাকা আমি আবার সেই খুকি হয়ে যেতে চাই,,, কিন্তু তা আর হওয়ার নয়।।।

  • @riyadaspaul4589
    @riyadaspaul4589 Před rokem

    অসাধারন লাগলো। বাবা দের সব মনে থাকে তার সন্তানের পছন্দ। কিছুদিন আগেই বাবাকে হারিয়েছি তাই গল্পের শেষ টায় নিশ্বাস বন্ধ হয়ে গেছিলো। পুরোটা শুনে মনের ভিতর টা শান্ত হলো।তোমার কণ্ঠস্বর আর বাচন ভঙ্গি নিয়ে বলার ভাষা প্রতিবারের মতোই এবারেও নেই। জীবনে অনেক অনেক এগিয়ে যাও এই শুভ কামনা করি ।

  • @mukulmukul1272

    সব গল্প গুলাই অসাধারণ দাদা কি বলবো গল্প গুলা সোনার সময় কই যে হারিয়ে যাই চোখের সামনেই মনে হয় সব ঘটেছে এরকম সত্যি যেরকম গার লোম দাড়িয়ে যায় সেরকম চোখে জল চলে আসে

  • @shyama4416
    @shyama4416 Před rokem +7

    ⭐তোমার ঈশ্বর প্রদত্ত কণ্ঠস্বরে গল্প শোনার জন্য অপেক্ষায় থাকি। নোটিফিকেশন আসতেই মনটা খুশি হয়ে গেল। অনেক ধন্যবাদ অর্ণব দা তোমার । তোমার আগামী দিন গুলি নিতাই চাঁদের কৃপায় মঙ্গলময় হোক 🌻

  • @sulatanaskar
    @sulatanaskar Před rokem +2

    অসাধারণ গল্পটা দাদা❤️🍁 তোমার গলায় তো আরো সুন্দর হয়ে উঠেছে 😊♥️প্রথমে ভয় পেতে পেতে গল্পটাতে শেষে শান্তি পেলাম ☺️😍

  • @munnavai469
    @munnavai469 Před rokem +1

    দাদা ফেসবুকে 100 K আপডেট দেখে আর না এসে পারলাম না। তবে অসাধারণ একটি চ‍্যানেল করেছো দাদা চারিদিকে ফ‍্যান ফিকশনের ভিরে আমরা আসলেই classical এই গল্প গুলো কে ভুলেই যাচ্ছি তাছাড়াও ষব চ‍্যানেলে রিতিমত এ ধরনের গল্প পরিবেশন করা হয় না। ধন্যবাদ জানিয়ে নতুন হয়ে এড হলাম আমি (গল্প পাগলা )

  • @carrierjewellerydesigner7996

    Apnar golai golpo sunte khub e valo lage.. specially ei golpotai nijeke relate korlam. Bari lok der chere kormosutre baire thaka ta j ki Koster, seta j na thake se bujhbena. Thank you ato sundor golpo sonanor jonno

  • @kathaamritaadutta6430

    বুক টা মাঝখানে ধক্ করে উঠেছিল। সব ভালো যার শেষ ভালো। অন্ধকার মুছে আলো হোক সব দিক। এইই কামনা।

  • @mehrunnesa9027
    @mehrunnesa9027 Před rokem +5

    Dada "indubala bhater hotel" story ta diyen