বীজ তলায় চারা উৎপাদন করেই বাড়ি গাড়ির মালিক অনেক চাষি। মরিচের চারা। বেগুনের চারা। ফুল কপির চারা।

Sdílet
Vložit
  • čas přidán 13. 09. 2024
  • শাক সবজির চারা উৎপাদন করেই বাড়ি গাড়ির মালিক অনেক চাষি। মরিচের চারা। বেগুনের চারা। ফুল কপির চারা।
    বগুড়ায় রবি মৌসুমের শীতকালীন আগাম সবজি চাষাবাদ শুরু করেছেন চাষিরা। এখন সবজি বীজতলায় চারা তৈরি, বিক্রি ও পরিচর্যা করতে ব্যস্ত নার্সারিগুলো।
    বগুড়ার শাজাহানপুর উপজেলার কামারপাড়া, মোস্তইল, শাহানগর, ধুনটের কয়েকটি গ্রাম ও সদর উপজেলার মহাস্থানসহ বেশ কয়েকটি গ্রাম ঘুরে দেখা যায় চাষিদের এমন ব্যস্ততার দৃশ্য।
    সারা বেলা চাষিদের নানামুখী কাজের আড্ডা এসব সবজি বীজতলা নিয়ে। কাকডাকা ভোরে বাড়ি থেকে বেরিয়ে পড়ছেন বীজতলায়। কাঁচি, কোদাল, পাচুনসহ (স্থানীয় ভাষায়) আনুষঙ্গিক সরঞ্জামাদি নিয়ে নেমে পড়ছেন জমিতে। কেউ কেউ প্রস্তুত করা জমিতে রোপণ করছেন বীজ। অনেকেই ব্যস্ত বীজতলা পরিচর্যায়।
    সরেজমিনে দেখা যায়, বীজতলা প্রস্তুতের পর জমির মাঝ বরাবর নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে ছোট ছোট আইল তৈরি করে বীজ রোপণ করা হয়েছে। এরপর বাঁশের তৈরি ‘বেতি’গুলো রিংয়ের মতো বসিয়ে উপরে পলিথিন দিয়ে পুরো বীজতলা মুড়িয়ে দেওয়া হয়েছে।
    চাষিরা জানান, গরম পরিবেশ সৃষ্টি করতেই এমনটা করা হয়েছে। মাঝে মাঝে ঢেকে দেওয়া পলিথিনগুলো সামান্য উঠিয়ে এক পাশ ফাঁকা করে দেওয়া হয়। যেন বাইরের বাতাস বীজতলায় প্রবেশ করতে পারে। বীজ রোপণ থেকে শুরু করে প্রথম এক সপ্তাহের মতো এভাবে রাখতে হয়। বীজ থেকে চারা গজিয়ে ওঠার পর চাষিরা সেই পলিথিনগুলো সরিয়ে ফেলেন। এরপর বিক্রির আগ পর্যন্ত নিয়মিত চলে পরিচর্যা। পুরুষের পাশাপাশি এ কাজে নারীদেরও দেখা মেলে। সকাল থেকে সারাদিন বীজতলায় ব্যস্ত সময় পার করেন চাষিরা।
    এই বীজতলা থেকে চারা বিক্রি করেই অনেকে ভাগ্য বদলেছেন। এই চারা বিক্রি করেই অনেকের হয়েছে বাড়ি-গাড়ি।
    চাষিরা জানান, বছরের ৬ মাস নার্সারিতে ব্যবসা চলে। শাজাহানপুর উপজেলায় কমপক্ষে শতাধিক সবজি নার্সারি রয়েছে। এসব নার্সারিতে নানা জাতের সবজি বীজ উৎপাদন করা হয়। এসব নার্সারিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, মরিচ, পেঁয়াজ, রসুন, গাজর, পটল, শিম, বরবটি, পালং শাক, লাল শাক, ঝিঙ্গা, করলাসহ বিভিন্ন জাতের সবজির চারা গাছ পাওয়া যায়।
    চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রতি এক হাজার পিস ফুলকপির চারা ৭শ থেকে ৮শ, বাঁধাকপির চারা ৫শ, মরিচের চারা ৬শ থেকে ৭শ, টমেটোর চারা ৭শ থেকে ৮শ, বেগুনের চারা ৫শ, পেঁয়াজের চারা মণ ১৫শ টাকায় বিক্রি হচ্ছে। দেশের বিভিণ্ন প্রান্ত থেকে চাষিরা আসছেন এখানে। চারা কিনে নিযে নিজেদের জমিতে রোপন করছেন। বেশির ভাগ চারাই হাইব্রিড জাতের।
    কৃষি কর্মকর্তারা বলছেন গেল বছর রবি মৌসুমে জেলায় প্রায় ১২ হাজার ৪শ হেক্টর জমিতে বিভিন্ন জাতের সবজি চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এ বছরের টার্গেট এখনো পূরণ হয়নি। তবে গেল বছরের তুলনায় কিছুটা কম বা বেশি হতে পারে।
    চাষিরা মূলত আগস্টের মধ্যবর্তী সময় থেকেই জমিতে আগাম শীতকালীন সবজি লাগানো শুরু করে। বগুড়ার শাজাহানপুর, শিবগঞ্জ, শেরপুর, সদর, গাবতলী ও কাহালু উপজেলায় চাষিরা প্রায় ৩০-৩৩ হাজার হেক্টরের বেশি জমিতে নার্সারি আকারে নানা জাতের সবজি বীজতলা তৈরি করেছেন। আর বীজতলার এসব চারা দিয়ে ২০-২২ গুণ জমি চাষ করা সম্ভব।
    Agriculture sector is the lifeline of Bangladesh economy.The sector has remained
    priority to the government to ensure a profitable, sustainable and
    environment-friendly agricultural system and also crucial for long-term food security
    for the people of Bangladesh. The reduction of cultivable land due to population
    density agricuture is in some problems. For the sustained growth in agriculture, the government supports expanding technology, diversifying crops, extending production of non-seasonal crops along with
    the seasonal ones. Innovating new variety of salinity tolerant seed and high yielding
    variety of paddy and jute, providing subsidy and agricultural credit, ensuring uninterrupted
    power supply for irrigation played an instrumental role in extending
    developing the agro-based industries.
    We are passionate to keep you update about Agricultural technology, agriculture farming, agriculture information, story of agricultural success, future of agriculture sector in Bangladesh.
    This channels target is to educate, aware, motivate the people about Bangladeshi agricultural product, success and future.
    Goat farming, poultry farm, fisheries, fruits cultivation like dragon, Malta, kashmiri kul, has changed the life of hundred thousands of young people in Bangladesh. We will give you their success story.
    Our Channel Link: / @krishijibon
    Our face book page: krishijibonbd/
    Our website : www.krishijbon.com

Komentáře • 41

  • @MOHUABD
    @MOHUABD Před 3 lety +1

    সুন্দর একটি প্রতিবেদন

    • @user-ew6cf4tf1l
      @user-ew6cf4tf1l Před 3 lety

      আমাদের এই চ্যানেলটি শুধু মাত্র খামার ও খামার বিষয়ে ভিবিন্ন সমস্যা ও উৎসাহমূলক চিত্র তুলে ধরে
      নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে SUBSCRIDERকরুন

  • @ToponRoy-n7o
    @ToponRoy-n7o Před 8 dny +1

    এখন কি মরিচ বপন করা যায়

  • @ToponRoy-n7o
    @ToponRoy-n7o Před 8 dny +1

    আমি মরিচ চারা নিতে চায় দাম কত কিভাবে পাব

  • @rajiulmuscat7985
    @rajiulmuscat7985 Před 3 lety +1

    Nice video

    • @user-ew6cf4tf1l
      @user-ew6cf4tf1l Před 3 lety

      আমাদের এই চ্যানেলটি শুধু মাত্র খামার ও খামার বিষয়ে ভিবিন্ন সমস্যা ও উৎসাহমূলক চিত্র তুলে ধরে
      নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে SUBSCRIDERকরুন

  • @ToponRoy-n7o
    @ToponRoy-n7o Před 8 dny

    এখন কি মরিচ বপন করা হয় দামকত

  • @mdhajratali3191
    @mdhajratali3191 Před 8 měsíci

    আমি চারা উতপআদন করতে চাই জমি আছে আমার কি ভাবে করাযাবে সহযোগিতার প্রয়োজন ।

  • @amiraagrofarmnursery
    @amiraagrofarmnursery Před 3 lety +5

    চাষীর মোবাইল নং দিলে ভাল হত।

    • @user-ew6cf4tf1l
      @user-ew6cf4tf1l Před 3 lety

      আমাদের এই চ্যানেলটি শুধু মাত্র খামার ও খামার বিষয়ে ভিবিন্ন সমস্যা ও উৎসাহমূলক চিত্র তুলে ধরে
      নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে SUBSCRIDERকরুন

  • @MdMamun-kh5qo
    @MdMamun-kh5qo Před rokem

    চারা তৈরির জন্য বীজ কোনমাসে সংগ্রহ করেন?

  • @MDRuman-sy1jt
    @MDRuman-sy1jt Před rokem

    আসসালামু আলাইকুম ভাইয়া চারা দেওয়া যাবে ঢাকায় এক পাহি জমিনে লাগানোর জন্য

  • @MOHUABD
    @MOHUABD Před 3 lety +2

    ভাই,, আপনারা অনেক নামি দামী মানুষ,,কেউ সাবস্ক্রাইব করলেও দেখেন না এবং কমেন্ট পড়েও বোঝেন না

    • @probashi..life-king123
      @probashi..life-king123 Před 3 lety +1

      বেগুন ৪২২

    • @MOHUABD
      @MOHUABD Před 3 lety

      @@probashi..life-king123 এই কথাটির অর্থ কি

  • @গ্রামীন_জনপদ

    এই নার্সারীর মালিকের নাম্বারটা দিলে ভালো হত

  • @user-ew6cf4tf1l
    @user-ew6cf4tf1l Před 3 lety

    আমাদের এই চ্যানেলটি শুধু মাত্র খামার ও খামার বিষয়ে ভিবিন্ন সমস্যা ও উৎসাহমূলক চিত্র তুলে ধরে
    নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে SUBSCRIDERকরুন

  • @abumonir6726
    @abumonir6726 Před 2 lety +1

    দাদা আমাদের এইদিকে বর্ষা কালীন বাধা কপি আর ফুল কপির চারা তৈরির মুল সমস্যা হল যখন চারা বেডে তৈরী করি তখন চারা গুলি খুবীর তাড়াতাড়ি বড়ো হয় লম্বা হয় আর শুরু লিখলিকে হয় 10 দিনের মধ্যেই চারা গুলো বেডে লাগানো হয় তাই আমার প্রশ্ন হলো কত সময় লাগে লাগুক চারা গুলো শক্ত মোটা আর পুস্ট করার জন্য কি করতে হবে কি স্প্রে করতে হবে । চারা তৈরির আগে বেড়ে আমরা শুকনো পচা গোবরসার দেই আর গোসফের আর ট্রাইকোটার্মা দেই আমার শুধু আমার সমস্যা না আমাদের জলপাইগুলি জেলার সকল কৃষকের সমস্যা এটা দয়া করে আমার প্রশ্নের উত্তর দিবেন

    • @kadirahmed1514
      @kadirahmed1514 Před rokem

      ভড় ভাই লাল সার ব্যবহার করেন দেখবেন তারাতারী লম্বা হবে না এবং গাছগুলো ও সক্ত থাকবে।আমি ও চারা তৈরি করি।।।।।

    • @abumonir6726
      @abumonir6726 Před rokem

      @@kadirahmed1514 লাল কি সার ব্যবহার করবো

  • @MdMahmodullah-f3b
    @MdMahmodullah-f3b Před rokem

    Baidyakorepon,nambatadentamatusaralagbe

  • @cmmedia8944
    @cmmedia8944 Před 3 lety +2

    নার্সারির ফোন নাম্বার কিভাবে পাওয়া যাবে?

  • @mdraselmia9799
    @mdraselmia9799 Před rokem

    Vai Chara nibo

  • @bangladeshcricket3241
    @bangladeshcricket3241 Před 3 lety

    কি চারা এগুলো ভাই

    • @user-ew6cf4tf1l
      @user-ew6cf4tf1l Před 3 lety

      আমাদের এই চ্যানেলটি শুধু মাত্র খামার ও খামার বিষয়ে ভিবিন্ন সমস্যা ও উৎসাহমূলক চিত্র তুলে ধরে
      নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে SUBSCRIDERকরুন

  • @MdMahmodullah-f3b
    @MdMahmodullah-f3b Před rokem

    Bainambarbentamatusaralagbe

  • @jamoddarmediaworld7559

    প্রতিবেদন ভালো লেগেছে, কিন্তু আপনি তাদের সাথে যোগাযোগ করার নাম্বার দেননি। যদি তাদের সাথে যোগাযোগ করতে না পারি, তাহলে কৃষকরা কিভাবে যোগাযোগ করবে? আশা করি নাম্বার টা দিবেন।

  • @adrtv7419
    @adrtv7419 Před 6 měsíci

    নাম্বার কই

  • @robiulalom2228
    @robiulalom2228 Před rokem

    মোবাইল নম্বর টা পাওয়ার উপায়

  • @bulbulshikder868
    @bulbulshikder868 Před 2 lety

    ভাই নাম্বার দেন

  • @odtv5083
    @odtv5083 Před rokem

    নাম্বারটা দেন ভাই

  • @MdMannan-yy6zv
    @MdMannan-yy6zv Před 2 lety

    ভাই ফোন নাম্বার টা দেন,, টমেটোর চারা লাগবে।

  • @arkrishidocumentary1739

    আপনার এই রির্পোটের ফুটেজ টি আমার তোলা আমি ও জিটিভি’র বগুড়া প্রতিনিধি আমজাদ হোসেন মিন্টুসহ এলাকায় গিয়ে ফুটেজ করেছিলাম। তার প্রমান স্বরূপ জিটিভি’র বগুড়া জেলা প্রতিনিধি আমজাদ হোসেন মিন্টুর ছবি এই ফুটেজে আছে। এই ফুটেজ কোথায় পেলেন, জানানোর অনুরোধ করছি। । মোবাইল-০১৭২১-৫১১১৭৩

  • @mduzzalkhan6484
    @mduzzalkhan6484 Před 3 lety

    নাম্বার টা দেন

  • @sikulislam1334
    @sikulislam1334 Před 2 lety

    নাম্বারটা দিলে আপনার সাথে কথা বলবো

    • @chacharahimchacharahim4050
      @chacharahimchacharahim4050 Před 2 lety

      এই,ইউ উলারা চিটার,তাই ফোন নাম্বার দিতে চায় না।

  • @princessqueen753
    @princessqueen753 Před rokem

    number ta den