খলিফা উমরের এ কেমন বিচার?

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • খলিফা উমরের এ কেমন বিচার?
    ........
    চুরি করলো একজন, আর সাজা দেয়া হলো আরেকজনকে। এটা কেমন বিচার বলুন তো? আর এমনই বিচার যদি করেন মুসলিম জাহানের খলিফা উমর রাঃ, তাহলে কি সেটি মেনে নেয়ার মতো? কি অবাক হচ্ছেন তো? যে উমর রাঃ কে আমরা ইতিহাসের অন্যতম ন্যায়পরায়ণ শাসক হিসেবে জানি, সেই উমর রাঃ একবার এই কাজটি করেছিলেন। কয়েকজন লোক এক ব্যক্তির উট চুরি করে নিয়ে গেল, আর সেটা জবাই করে খেয়ে ফেললো। অতঃপর খলিফা ওমরের কাছে তার নালিশ এলো। কিন্তু ওমর রাঃ চোরদেরকে কোনো শাস্তি না দিয়ে বরং শাস্তি দিলেন সেখানে উপস্থিত আরেক ব্যক্তিকে। এটা কোনো কথা? হ্যাঁ ভাই, এটাই কথা। আর হলফ করে বলছি, এটা নিশ্চিতভাবেই ন্যায় বিচার ছিল। যদি বিশ্বাস না হয়, তাহলে এক নিঃশ্বাসে সম্পূর্ণ ভিডিওটা দেখে ফেলুন, তারপর কমেন্ট কওে খলিফা উমরের এই বিচারের ব্যাপারে মন্তব্য করুন।

Komentáře • 195