সর্বকালের সেরা ৫ ক্রিকেট ক্যাপ্টেন

Sdílet
Vložit
  • čas přidán 28. 11. 2018
  • বিশ্বের অন্যতম জনপ্রিয় একটি খেলা হল ক্রিকেট। আর দক্ষিণ এশিয়ায় এই খেলাটির জনপ্রিয়তা আরো বেশি। Golpo Kotha'র প্রচারিত ভিডিও গুলো ভাল লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। Subscribe to our channel: goo.gl/IxkDlw
    ক্রিকেট খেলার অন্যতম প্রধান একটি বিষয় হলো ক্যাপ্টেন্সি বা অধিনায়কত্ব। তাকে প্লেয়িং ১১ জন সিলেকশন থেকে শুরু করে ফিল্ড সেটিং, বোলিং চেন্জ, বিভিন্ন জটিল সিদ্ধান্ত নেওয়া ইত্যাদি পালন করতে হয়। কনও দল জিতলে যেমন বেশি কৃতিত্ব পায় ক্যাপ্টেন তেমনি হারলেও দায়ভার তাকেই নিতে হয়।
    এখানে সর্বকালের সেরা ৫ ক্রিকেট ক্যাপ্টেন নির্বাচনে মাঠে তাদের পারফর্মেন্স সেই সাথে অন্য অনেক বিষয় নেয়া হয়েছ যা তাদেরকে এই সংক্ষিপ্ত তালিকায় এনেছে । তো চলুন বন্ধুরা আজকে আমরা জেনে নেই সর্বকালের সেরা ৫ জন ক্রিকেট ক্যাপ্টেনকে
    ৫) ইমরান খান:
    তালিকায় ৫ম স্থানে আছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খান । ৭০ এর দশকে পাকিস্তান দলে মজীদ খান, জহির আব্বাস, জাভেদ মিয়াঁদাদ ও সলিম জাফ্ফরের মত মহান খেলোয়াড় থাকা সত্ত্বেও দলটি জয়ী হওয়ার সংস্কৃতি গড়ে তুলতে পারেনি। তখন দলের জয়ের পরিবর্তে ব্যক্তিগত পারফরম্যান্সই যেন বেশি গুরুত্বপূর্ণ ছিল। এই সময় সবকিছু ঠিক করার জন্য এমন একজন নেতা প্রয়োজন ছিল যিনি দলের মধ্যে জয়ের সংস্কৃতি গড়ে তুলতে পারে। আর ঠিক এই কাজটি হয়, যখন ইমরান খান ১৯৮২ সালে পাকিস্তান ক্রিকেট দলের দায়িত্ব নেন। তিনি দলের প্রতিটি খেলোয়াড়ের মধ্যে বিশ্বাস আনেন যে, পাকিস্তান যেকোনো দলকে যেকোনো সময় হারাতে পারে। আর দলের মধ্যে থাকা জটিলতাও দূর করেন। তার সময়ে পাকিস্তান কোন টেস্ট ম্যাচে ড্র করার লক্ষ্যে মাঠে নামেনি। তিনি ছিলেন ইতিহাসের প্রথম অধিনায়ক যিনি হোম সিরিজে নিরপেক্ষ আম্পায়ার দাবি করেছিলেন এবং সেটিও তৎকালীন শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। তিনিই প্রথম পাকিস্তানি অধিনায়ক যিনি ভারতকে ভারতের মাটিতেই পরাজিত করেন। তবে তার অধিনায়কত্বের প্রকৃত উজ্জ্বলতা দেখা যায় ১৯৯২ সালের বিশ্বকাপে। সেই বিশ্বকাপে পাকিস্তান ইংল্যান্ডকে ২২ রানে হারিয়ে তাদের একমাত্র বিশ্বকাপ জয় করে।
    ৪) মহেন্দ্র সিং ধোনি:
    সর্বকালের সেরা ক্রিকেট ক্যাপ্টেন এর তালিকায় ৪র্থ স্থানে আছেন মহেন্দ্র সিং ধোনি । ২০০৭ সালে ভারত যখন বাংলাদেশের কাছে হেরে বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পরে যায় তখন ভারতীয় ক্রিকেট দলে যে আমূল পরিবর্তন আসবে তা জানাই ছিল। আর অধিনায়ক হিসেবে রাহুল দ্রাবিড় যে পদত্যাগ করবেন তা মোটামুটি সবাই ই ধারণা করেছিল। কিন্তু প্রশ্ন ছিল রাহুলের শূন্যস্থানে আসবে কে? এই পরিস্থিতিতে বিসিসিআই অধিনায়ক করে দেন মহেন্দ্র সিং ধোনিকে যা নিয়ে তখনকার ভারতীয় ক্রিকেট বোর্ড খুবই সমালোচিত হয়। কিন্তু এই সমালোচিত সিদ্ধান্তই পরে ভারতীয় ক্রিকেটের ভাগ্য পরিবর্তন করে দেয়। তার ঠাণ্ডা মাথা ও বিভিন্ন বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে ইন্ডিয়ান ক্রিকেট টিম যেন প্রাণ ফিরে পায়। চেন্নাই এর ৪০ ডিগ্রী তাপমাত্রাও যেন তার মাথা গরম করতে পারে না। তিনি পরিচিত হয়ে উঠেন “ক্যাপ্টেন কুল” নামে। ধোনিকে ক্যাপ্টেন করার ফল হাতেনাতেই পায় BCCI । তার নেতৃত্বেই ২০০৭ সালে অনুষ্ঠিত প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলে ভারত। এরপর ধোনির নেতৃত্বেই ভারত ঘরে তুলে এশিয়া কাপ ২০১০, আইসিসি ওয়ার্ল্ড কাপ ২০১১ ও চ্যাম্পিয়ন্স ট্রফি ২০১৩ এর ট্রফি। তার নেতৃত্বেই বিভিন্ন সিরিজ জয়ের পাশাপাশি ভারত ২০০৯ সালের ৬ ডিসেম্বর প্রথম বারের মত টেস্ট রেঙ্কিং এ ১ নাম্বারে উঠে আসে।
    ৩) রিকি পন্টিং
    তালিকায় পরবর্তী স্থানে অর্থাৎ ৩য় স্থানে আছেন রিকি পন্টিং । ২০০২ সালে ওডিআই থেকে স্টিভ ওয়াহের পদত্যাগের পর ক্রিকেট বিশ্বের সেরা পুল শট খেলোয়াড় রিকি পন্টিং হন অস্ট্রেলিয়া ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক। এরপর ২০০৪ সালে পান টেস্ট অধিনায়কত্ব । তারপর থেকেই তিনি শক্তিশালী অস্ট্রেলিয়ার জয়রথ চালু রাখেন প্রায় এক দশক। টপ ক্লাস ব্যাটসম্যান, অ্যাথলেটিক ফিল্ডার এবং বিধ্বংসী ব্যাটিং লাইনআপ নিয়ে ক্যাপ্টেন রিকি পন্টিংয়ের অধীনে অস্ট্রেলিয়ানরা শাসন করে পুরো ক্রিকেট বিশ্ব।
    ২) স্টিভ ওয়াহ:
    সর্বকালের সেরা ক্রিকেট ক্যাপ্টেন এর ২য় স্থানে আছেন স্টিভ ওয়াহ । ক্রিকেট বিশ্বে অস্ট্রেলিয়া সবসময়ই খুব শক্তিশালী দল কিন্তু এই শক্তিশালী দলকে বিশ্ব চ্যাম্পিয়নে রূপান্তরিত করেছিলেন স্টিভ ওয়াহ। যদিও ১৯৯৯ সালের আগেই অস্ট্রেলিয়া প্রথম বিশ্বকাপ ঘরে তুলে ১৯৮৭ সালে তবুও তা স্টিভ ওয়াহর অধিনে ১৯৯৯ সালের বিশ্বকাপ জয়ের মত অস্ট্রেলিয়ান ক্রিকেটে সাড়া ফেলতে পারেনি। এরপর থেকে অস্ট্রেলিয়া হয়ে উঠে ৭০ ও ৮০ দশকের ওয়েস্ট ইন্ডিজের মত ,যে দল ছিল অজেয় ও নির্মম। ১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথম দিকে অস্ট্রেলিয়ার শুরু ভালো না হওয়ায় চাপের মুখে পরে অস্ট্রেলিয়া। এ বিশ্বকাপ ছিল স্টিভ ওয়াহর অধিনায়কত্বের পরীক্ষা। আর সে পরীক্ষায় তিনি সকল বাধা-বিপত্তির বিরুদ্ধে দাড়িয়ে ফাইনালে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে জয় করেন বিশ্বকাপ।
    ১) ক্লাইভ লয়েড:
    তালিকায় সর্বকালের সেরা ক্রিকেট ক্যাপ্টেন হল ক্লাইভ লয়েড । তার সবচেয়ে বড় শক্তি ছিল তার দলীয় শক্তি। দলের এক থেকে এগার সবাই ছিলো নিজ নিজ পজিশনে সেরা। সলিড ব্যাটিং লাইন আপ এবং ছাড় না দেওয়া নির্মম বোলিং লাইন আপ। এমন দলকে অধিনায়কত্ব করা সহজই ছিলো কিন্তু সমস্যা হলো তাদের পারফর্মেন্স ধরে রাখা। আর এই খ্যাতি ধরে রাখার জন্য চাপও ছিলো বেশি। তাই লয়েডের উপরই এই অধিনায়কত্বের চাপটা বেশি ছিল। তবুও তিনি এই চাপ ভালোভাবেই নিয়ন্ত্রন করেছেন।
    লাইক কমেন্ট ও শেয়ার করে সাথেই থাকুন। দেখতে থাকুন আমাদের প্রোগ্রাম।
    Our Goople Plus Page: plus.google.com/b/10373896176...
    CZcams Channel: / golpokotha
    Twitter: / caught_camera
    Website: allbanglanewspaper.today/
    Pinterest: / golpokotha
    For any kinds of issue please contact us at admin@allbanglanewspaper.today
  • Zábava

Komentáře • 675