কোন কাজে কতদিন কিউরিং বা ভিজাতে হয়- Building Curing Time & Duration

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Building Curing Time & Duration
    বিল্ডিঙয়ে কতদিন কিউরিং করতে হয়?
    বিল্ডিং কনস্ট্রাকশনে কিউরিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক কিউরিং না হলে কাঠামো দুর্বল হয়ে পরবে। তাই কতদিন কিউরিং করলে আপনার স্বপ্নের বিল্ডিঙটি পরিপূর্ণ মজবুত/শক্তি অর্জন করতে পারবে, তা জানা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেননা আমরা কেউই চাইনা, সারা জীবনের কষ্টের টাকায় বানানো বিল্ডিঙটি দুর্বল হয়ে পরুক।
    তাই বিল্ডিঙয়ের কোন কাঠামোতে কতদিন কিউরিং করতে হয়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে এই ভিডিওতে।
    BuildAngle-এর সাথেই থাকুন, জেনেবুঝে বাড়ি নির্মাণ করুন।
    #BuildAngleEngineering
    আপনি চাইলে আমাদের নিম্নোক্ত ফেইসবুক পেইজের সাথে যুক্ত হতে পারেন- / buildanglebd
    এছাড়াও আমাদের ফেইসবুক গ্রুপ আছে, যেখানে আপনি আপনার বিল্ডিং নির্মাণে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন- / 875619220002683
    সাথে থাকার জন্য ধন্যবাদ!

Komentáře • 23

  • @BuildAngleEngineering
    @BuildAngleEngineering  Před rokem +2

    বিল্ডিং নির্মাণ সংক্রান্ত আমাদের ফেইসবুক গ্রুপের লিংক এটি। আপনার যদি বিল্ডিং নির্মাণ সংক্রান্ত কোন কিছু জানার থাকে বা আপনি যদি জেনেবুঝে সঠিকভাবে বিল্ডিং নির্মাণ করতে চান তাহলে আমাদের এই ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আশাকরি আপনার বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে খুব উপকারী হবে এই সাপোর্ট গ্রুপটি। ফেইসবুক গ্রুপ লিংক- facebook.com/groups/875619220002683

  • @ChineseinterpreterBD-cd4iu
    @ChineseinterpreterBD-cd4iu Před 7 měsíci

    Thank you so much for your great information

  • @user-ml6og3gl8l
    @user-ml6og3gl8l Před 3 měsíci

    ধন্যবাদ 😊😊

  • @user-ht2kn4sv3h
    @user-ht2kn4sv3h Před 4 měsíci

    Thank you sir

  • @mohammadiislam652
    @mohammadiislam652 Před 2 lety +1

    Good Information

  • @mahmudannabisumon4908

    Very good

  • @shahalam7564
    @shahalam7564 Před 11 měsíci +1

    ছাদের কিউরিং এ পুকুরের পানি দেওয়া যাবে কি?

  • @rsriyad9249
    @rsriyad9249 Před rokem +1

    ৫ বা ৬ মাস পড় কি কিউরিং করা যাবে।
    বা কড়লে ও কোনো কাজ ও আসবে কি না

  • @rafiqueazad3222
    @rafiqueazad3222 Před rokem

    আমাদের বাগানের দেওয়াল গাথুনি চলছে
    গাথুনীর কতদিন পর প্লাস্টার করা ভালো
    দয়া করে দ্রুত জানাবেন

  • @cometotruthofislam3108

    ছাদ ঢালাই এর পরে তো ছাদের নিচ দিক দিয়ে সম্পূর্ণ সাটারিং করা থাকে ওইখানে পানি দিয়ে কি লাভ হবে ? ওই পানি তো শাটার বেদ করে কোথাও প্রবেশ করবে না ভাই ।
    বিষয়টি একটু বুঝিয়ে বলুন, প্লিজ।

    • @BuildAngleEngineering
      @BuildAngleEngineering  Před rokem +1

      পানি যাওয়ার দরকার নাই। পানি দিলে কাঠ ভিজা থাকবে, আর কাঠ ভিজা থাকলে ভিতরে কংক্রিটের তাপমাত্রা কম থাকবে বা আদ্র আদ্র ভাব থাকবে। এটাই আপনার কংক্রিটের জন্য জরুরী দরকার। ধন্যবাদ

    • @cometotruthofislam3108
      @cometotruthofislam3108 Před rokem

      @@BuildAngleEngineering
      আমাদের তো কাঠের উপরে আবার স্টিলের সিট দেওয়া ওইটার উপরে ছাদের ঢালাই হয়েছে ।তাহলে যদি নিচ থেকে পানি দেই তাহলে কি কোন লাভ হবে?

  • @MostofaKamal-pe3nh
    @MostofaKamal-pe3nh Před rokem

    সার আমার বাড়ি ৫ তালা ফাউন্ডেশন কিন্তু ৩ তালা পযন্ত একবারে করা হয়েছিল তখন ছাদের উপর সব রড ২.৫ ফিট করে রেখে কেটে ফেলছিল কারণ কম সিমেন্ট দিয়ে ডালই করে রাখবে যাতে রড নষ্ট না হয় কিন্তু এখন সব রডের লেপিং এক জায়গায় পরে গেছে এখন মিস্তিরি বলছে ঝালা দিয়ে নিলে ঝুঁকি কিছু টা কমবে এখন কি করবো দয়াকরে বলবেন, স্যার এ বিপদ এর একটা সমাধান

    • @mkraw2827
      @mkraw2827 Před rokem

      Thank you

    • @shafiqulmislam1516
      @shafiqulmislam1516 Před rokem

      এক জায়গায় ছাদের কোথায় লেপিং পড়ছে বলতে হবে?

  • @bayzidsheikh193
    @bayzidsheikh193 Před 2 lety

    ভাই একটি পুকুরে ১০ ফুট বালু ভরাট করা হয়েছে, ৪ বছর আগে। ঐ পুখুরে একতালা ফাউন্ডেশন নিতে হলে কতফুট গভীরে যেতে হবে, একটু জানাবেন।

    • @BuildAngleEngineering
      @BuildAngleEngineering  Před 2 lety +2

      আমি মাথায় কতটুকু ওজন নিতে পারবো তা বিস্তারিত আমাকে না দেখে না বুঝে বলতে পারবেন? ডাক্তার টেস্ট না করে বলতে পারবে ভিতরে কি সমস্যা হয়েছে? কখনোই সম্ভব না। তেমনি এটাও সম্ভব না। আপনার মাটি কেমন, মাটি কত লোড নিতে পারবে, আপনার বিল্ডিঙয়ে কত লোড আসবে মাটিতে, কোথায় কয়টি কলাম হবে ইত্যাদি বিস্তারিত ডিজাইন করে তারপর এসব বের করতে হয়। হাতুড়ে ডাক্তারের মতো একজন ইঞ্জিনিয়ার মুখস্থ কথা বলেনা, মুখস্থ কথা শুনতে চাইলে আপনি কন্ট্রাক্টরের সাথে যোগাযোগ করতে পারেন। তারা সব জানে।
      আর সঠিক ডিজাইন করে সুন্দর বাড়ি নির্মাণ করতে চাইলে একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে বাড়ি নির্মাণ করুন। নাহলে আপনাকে সারাজীবন আফসোস করতে হতে পারে। ধন্যবাদ

    • @shafiqulmislam1516
      @shafiqulmislam1516 Před rokem

      যেহেতু বালি মাটি একতালা করতে হলে ২.৫- ৩ ফুট গেলে ওকে যদি ড্রেজিং করে ভরাট হয়ে থাকে তাহলে আরো কম গেলে হবে

  • @sheikhmahabubroman249

    বেস অনেক ক্ষেত্রেই ২-৩ দিন পর মাটি অথবা বালি দিয়ে ভরাট করে দেয়া হয়, সেক্ষেত্রে কি সমস্যা আছে কোনো?

  • @ronginshopno2024
    @ronginshopno2024 Před 4 měsíci

    আপনার ভয়েজ ক্লিয়ার না ভয়েজ ক্লিয়ার করবেন