শবে মেরাজ থেকে ১৪ টি শিক্ষা নিয়ে আসলেন (সাঃ) | Shab E Meraj 2022 | কামরুল ইসলাম সাঈদ আনসারী

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • মেরাজ সফরে যাঁদের সঙ্গে দেখা হলো:
    প্রথম আসমানে হজরত আদম (আ.), দ্বিতীয় আসমানে হজরত ইয়াহইয়া (আ.) ও হজরত ঈসা (আ.), তৃতীয় আসমানে হজরত ইউসুফ (আ.), চতুর্থ আসমানে হজরত ইদ্রিস (আ.), পঞ্চম আসমানে হজরত হারুন (আ.), ষষ্ঠ আসমানে হজরত মুসা (আ.), সপ্তম আসমানে হজরত ইবরাহিম (আ.)। প্রত্যেকের সঙ্গে সালাম, কালাম ও কুশল বিনিময় হয়েছে। তিনি বায়তুল মামুর গেলেন, যেখানে প্রতিদিন ৭০ হাজার ফেরেশতা আসেন ও প্রস্থান করেন; তাঁরা দ্বিতীয়বার আসার সুযোগ পান না। অতঃপর সিদরাতুল মুনতাহার কাছে গেলেন। সেখানে চারটি নদী দেখলেন; দুটি প্রকাশ্য ও দুটি অপ্রকাশ্য। অপ্রকাশ্য দুটি নদী জান্নাতের আর প্রকাশ্য নদী দুটি হলো নীল ও ফোরাত। তারপর বায়তুল মামুরে পৌঁছালে এক পেয়ালা শরাব, এক পেয়ালা দুধ ও এক পেয়ালা মধু পেশ করা হলো। তিনি (সা.) দুধ পান করলেন, এটাই স্বভাবসুলভ (ইসলাম)। (বুখারি শরিফ: ৩৬৭৪, খণ্ড: ১, পৃষ্ঠা ৫৪৮-৫৫০)।

Komentáře • 3

  • @JAHIDUL4578
    @JAHIDUL4578 Před 7 měsíci +2

    মাশাআল্লাহ

  • @ARIFTV97
    @ARIFTV97 Před 6 měsíci

    ❤❤❤❤❤❤❤ মাশাল্লাহ ❤❤❤❤❤❤❤

  • @hafiznurahmod7328
    @hafiznurahmod7328 Před rokem +3

    মাশা আল্লাহ