বুদ্ধের ভাই নন্দ স্থবিরের জীবন কাহিনী The life story of Buddha's Vaimatreya brother Nanda Stavira

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • বুদ্ধের ভাই নন্দ স্থবিরের জীবন কাহিনী The life story of Buddha's Vaimatreya brother Nanda Stavira
    ‪@Chakma367‬
    chakma language চাকমা ভাষায় বুদ্ধের মাসি ভাই নন্দ জীবনী শুদ্ধোধন রাজার পুত্র বুদ্ধ ও নন্দ ভান্তে
    লোকশ্রেষ্ঠ, স্বয়ম্ভূ, মহর্ষি পদুমুত্তর ভগবানকে আমি একটি ক্ষৌমবস্ত্র দান করেছিলাম।
    ২৮. পদুমুত্তর বুদ্ধ তখন আমাকে উদ্দেশ করে বললেন, ‘এই বস্ত্র দানের ফলে তুমি সুবর্ণ বর্ণের অধিকারী হবে।’
    নন্দ আনন্দ
    ✅সেই কুশলকর্মের প্রভাবে দেবলোকে দেবসম্পত্তি ও মনুষ্যলোকে মনুষ্যসম্পত্তি ভোগ করে তুমি ভবিষ্যতে গৌতম ভগবানের কনিষ্ঠ ভাই হয়ে জন্মগ্রহণ করবে।
    ✅. তুমি রাগাসক্ত, সুখশীল ও পঞ্চকামগুণে আসক্তিপরায়ণ হবে, কিন্তু বুদ্ধ কর্তৃক উৎসাহিত হয়ে তুমি তখন প্রব্রজ্যা গ্রহণ করবে।
    ৩✅. প্রব্রজিত হওয়ার পর তুমি তখন পূর্বকৃত পুণ্য-প্রভাবে সর্বাসব ক্ষয় করে সম্পূর্ণ অনাসক্ত হয়ে পরিনির্বাপিত হবে।
    ✅. আজ থেকে সাত হাজার কল্প পূর্বে আমি চারবার চেলা নামক চক্রবর্তী রাজা হয়েছিলাম এবং ছয় হাজার কল্প পূর্বে আমি চারবার উপচেলা নামক চক্রবর্তী রাজা হয়েছিলাম।
    ✅. আজ থেকে পাঁচ হাজার কল্প পূর্বে আমি সপ্তরত্ন-সমন্বিত রাজচক্রবর্তী হয়ে জম্বুদ্বীপ, অপরগোয়ান, উত্তরকুরু ও পূর্ববিদেহ এই চার দ্বীপ শাসন করেছিলাম।
    ✅ চার প্রতিসম্ভিদা, অষ্ট বিমোক্ষ ও ষড়ভিজ্ঞা সাক্ষাৎ করে আমি বুদ্ধের শাসনে কৃতকার্য হয়েছি।
    ঠিক এভাবেই আয়ুষ্মান নন্দ স্থবির এই গাথাগুলো ভাষণ করেছিলেন।
    মহাকাশ্যপ ভান্তে কুমার কাশ্যপ ভান্তে আনন্দ ভান্তে সুভুতি ভান্তে
    Martian Cowboy by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution 4.0 licence. creativecommon...
    Source: incompetech.com...
    Artist: incompetech.com/

Komentáře • 21