মুসলিমদের উন্নতি VS. ইউরোপীয়ানদের উন্নতি | Muhammad Mushfiqur Rahman Minar @islamzonebd

Sdílet
Vložit
  • čas přidán 8. 09. 2024
  • Watch Full Podcast:
    • সংশয়বাদ: তরুণ সমাজে ফে...
    ***************
    ***************
    আজ তারুণ্যের চারপাশের পৃথিবী যেন বিরান মরু উপত্যকা। যেদিকে চোখ যায় শুধুই মরীচিকার হাতছানি। তার উপর অন্তহীন রুক্ষপ্রান্তর জুড়ে ছড়িয়ে রয়েছে বেশুমার অন্তর্ঘাতী চোরাবালি।
    ভাবলেই, কপাল সংকুচিত হয়ে আসে, রেখাগুলো গভীর হয়, একসময়ের দুনিয়া বদলে দেওয়া তারুণ্য আজ ফেঁসে গেছে শতশত ফিতনার অন্তর্জালে। তাদের জীবনীশক্তি পুরোপুরি কলুষিত হওয়ার পথে। তারুণ্যের সম্ভাবনার সকল দুয়ারে যেন ভেঙ্গে পড়ছে উহুদসম পাথুরে সব পাহাড়।
    এদিকে মাঝসাগরে প্রলয়ংকারী ঝড়ে পতিত বিশ্বমানবতার আর্তচিৎকারে আকাশ দ্বিখণ্ডিত হওয়ার উপক্রম। কবে? কবে জেগে উঠবে তারুণ্য? কবে বিশ্বমানবতাকে রক্ষা করতে নূহের নৌকার মত দিগন্তে উদ্ভাসিত হবে তারুণ্যের জাহাজগুলো!
    নিরাশা আর হতাশার অন্ধকারময় প্রান্তরে আশার বার্তা হল তারুণ্যেরই ছোট্ট একটি দল উঠে দাঁড়িয়েছে। তারা সংকল্পবদ্ধ হয়েছে দুর্গম মরুপ্রান্তরে তাদেরই আটকে পড়া ভাই-বোনদের উদ্ধার করে ফিরিয়ে আনবে সফলতার উদ্যানে।
    তারা অলরেডি ছোট ছোট কদমে শুরু করেছে- তাদের স্বপ্নের প্রকল্প ISLAM ZONE -একটি স্বপ্নময় মহাসড়ক। যে সড়ক ধরে পরিত্রাণের পথ খুঁজে নিতে পারে অন্ধকারের গোলকধাঁধায় ফেঁসে যাওয়া কোটি কোটি সম্ভাবনাময় তরুণ।
    ইসলামজোনের লক্ষ্যপূরনে সংখ্যায় ক্ষুদ্র হলেও আছে তারুণ্যের উদ্যমী, কঠোরপরিশ্রমী, প্রোডাক্টিভ, ক্রিয়েটিভ ও প্যাসনেট কিছু ভাইয়েরা। তাঁরা নিজেদের জীবনের মূল্যবান অধ্যায়কে উতসর্গ করেছে বটে, কিন্তু সামনে চ্যালেঞ্জ তো অনেক। সমস্যাগুলো দিন দিন বেড়েই চলেছে। আইডেন্টিটি ক্রাইসিস, এ*জি টিবি প্লাস, ড্রাগ, রেইপ, চাইল্ডএবিউজ, অশ্লীলতা, পর্ণগ্রাফি, haram relationship, lack of purpose, sadness, anxiety & depression...
    ( দীর্ঘশ্বাস)
    আলহামদুলিল্লাহ, আল্লাহর ﷻ দয়ায় ISLAM ZONE এই চ্যালেঞ্জগুলো সামনে নিয়ে এটির VISION & MISSION নির্ধারন করতে সক্ষম হয়েছে।
    .
    VISION
    ইসলামজোনের লক্ষ্য হল আন্তরিক ভালোবাসায় যত্নসহকারে যুবকদের মাঝে mentoring এবং guiding এর মাধ্যমে কাজ করা যাতে তারা এমন প্র্যক্টিসিং মুসলিমে পরিণত হতে পারে, যারা বিদ্যমান দুনিয়ার নাড়িনক্ষত্র সম্পর্কে ওয়াকিবহাল এবং কুরআন ও সুন্নাহর একনিষ্ঠ অনুসারী; ঠিকযেমন ছিলেন, প্রিয়নবীর ﷺ সাহাবারা, যারা দ্বীনের বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন।
    .
    MISSION
    তরুণদের মাঝে তাদের জন্য সহজলভ্য, বন্দুত্বপূর্ণ ও উপযুক্ত পরিবেশে guiding, equipping and mentoring এর মাধ্যমে-
    - সঠিক আক্বীদা ও তাজকিয়া নিহিত দ্বীনের মজবুত ভিত্তি গড়ে তোলা।
    - স্কিলস ও ইন্টেলেক্ট ডেভেলপ করা।
    - শারীরিক সুস্থতা অর্জনের জন্য প্রশিক্ষণ ও উৎসাহ প্রদান করা।
    যাতে তারা জীবনের প্রতিটি ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে এবং দ্বীন ও দুনিয়ার বিশুদ্ধ লেন্সে ভবিষ্যতের সঠিক পরিবর্তনের সূচনা করতে পারে।
    ISLAM ZONE -শুধুই একটি প্রকল্প নয়, এটি একটি স্বপ্ন।
    আলহামদুলিল্লাহ, ইসলামের এই দুর্দিনে এটি শুরু হয়েছে,
    ইনশাআল্লাহ,
    এটি সেদিনও থাকবে যেদিন প্রত্যেক কাঁচাপাকা ঘরে ইসলাম পৌঁছে যাবে।

Komentáře • 20

  • @islamzonebd
    @islamzonebd  Před 2 měsíci

    Watch Full Podcast:
    czcams.com/video/Iz0CsGFaV4o/video.html

  • @MdMobarak-rs2ml
    @MdMobarak-rs2ml Před 2 měsíci +4

    আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ,, আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজের পর ভাইয়ের কথা শুনলাম ❤

  • @Fullstackseo
    @Fullstackseo Před 2 měsíci +3

    alhamdulilah

  • @fahmidasultana-wd1bt454
    @fahmidasultana-wd1bt454 Před 2 měsíci +1

    Akon 27 June 04:19 am Alhamdulillah fojorer namaj aday kore aktu discussion suntesi ❤.

  • @user-rq3sr6xz6v
    @user-rq3sr6xz6v Před 2 měsíci +1

    رَّبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا উচ্চারণ: 'রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগিরা। ' অর্থ: (হে আমাদের) পালনকর্তা! তাদের উভয়ের প্রতি দয়া কর; যেভাবে তারা আমাকে শৈশবে লালন-পালন করেছেন।
    "ইয়া রাহমানুর রাহিম তুমি পৃথিবীর সকল বাবা মাকে দুনিয়ার সকল কল্যাণ দান কর, আখেরাতেও সকল কল্যাণ দান করো।
    প্রতিটা বাবা মায়ের নেক মনের আশা দোয়া বাসনা গুলো তুমি কবুল করে নাও আল্লাহ।।
    আল্লাহুম্মা সুম্মা আমীন।।

  • @user-rq3sr6xz6v
    @user-rq3sr6xz6v Před 2 měsíci +1

    132- «اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ».
    (আল্লা-হুম্মাকফিনীহিম বিমা শি’তা)।
    ১৩২- “হে আল্লাহ! আপনি যা ইচ্ছে তা দ্বারাই এদের মোকাবিলায় আমার জন্য যথেষ্ট হোন।”[1]
    [1] মুসলিম ৪/২৩০০, নং ৩০০৫।

  • @md.alamin9789
    @md.alamin9789 Před 2 měsíci +1

    ভাই আপনার মতো করে সব হুজুর যদি বুঝতো এইভাবে আলোচনা করতো 🎉

  • @mdsohid4359
    @mdsohid4359 Před 2 měsíci

    মাশাআল্লাহ
    সময়ের উপযোগী আলোচনা
    জাযাকাল্লাহ খাইরান

  • @user-rq3sr6xz6v
    @user-rq3sr6xz6v Před 2 měsíci

    আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদু, লা-ইলাহা ইল্লা আংতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ্, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়ু ইয়া ক্বাইয়্যুম। অর্থ : হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল।

  • @truthprevails6912
    @truthprevails6912 Před 2 měsíci +1

    💚

  • @jubayerahmedsayed3843
    @jubayerahmedsayed3843 Před 2 měsíci

    Jazakallah ❤

  • @MdMobarak-rs2ml
    @MdMobarak-rs2ml Před 2 měsíci +1

    আলহামদুলিল্লাহ সকলের কাছে দোয়া চাই আল্লাহ তায়ালা যাতে এই ফেতনা,, ফাসাৎ থেকে হেফাজত করুক,, আর আমার বয়স,১৮ বছর,, আমার কোন খারাপ কাজে জরিয়ে যাওয়ার সম্ভবনা,, আল্লাহ তায়ালা যাতে আমার বিয়ে করার কাজটা সহজ করে দেন,, সকলেই দোয়া করবেন ❤❤

  • @Rahmatullah_al_Mahdi
    @Rahmatullah_al_Mahdi Před 2 měsíci +3

    আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ।
    প্রিয় ইসলাম জোন টিম!
    ছাওয়াবের প্রত্যাশায় আমার কিছু ধারনা আপনাদের মন্তব্যের ঘরে পেশ করছি। আশা করি, বিষয়টির দিকে লক্ষ্য রাখবেন।
    "আমার ধারণা"
    কমেন্ট সেকশনে আপনাদের রিপ্লাই না পাওয়াতে আমাদের এবং আপনাদের কিছু সমস্যা হচ্ছে বলে মনে করি।
    তা নিম্নে নম্বরাকারে পেশ করা হলো:-
    ১। সঠিক বিষয়টি না জেনে না বুঝে সমালোচনায় লিপ্ত হয়ে যাই ।
    ২। কমেন্ট করতে অনুৎসাহিত হয়ে যাই ।
    ৩। প্রশ্নের উত্তর না পাওয়ায় সে বিষয়ে অজ্ঞ থেকে যায় ।
    ৪। ভিডিওতে রিচ কম হয়।
    মুহতারাম!
    আপনাদের লাভ রিয়েক্ট এর মাধ্যমে জানতে চাই যে, আমার মেসেজটি আপনাদের নিকট পৌঁছেছে কিনা?

  • @user-zz3op2bi4k
    @user-zz3op2bi4k Před 2 měsíci

    আমরা এখনো ঘুমন্ত অবস্থায় আছি তাই আমরা কোন কিছু বুঝতেছিনা

  • @mahfuzalomshirso3418
    @mahfuzalomshirso3418 Před 2 měsíci