Horticulture Park khagrachari. হর্টিকালচার হ্যারিটেজ পার্ক খাগড়াছড়ি। খাগড়াছড়ি পার্ক।

Sdílet
Vložit
  • čas přidán 29. 08. 2024
  • হর্টিকালচার হ্যারিটেজ পার্ক :
    পাহাড়ী সৌন্দর্যের শহর খাগড়াছড়ি জেলার জিরো পয়েন্ট থেকে ৩ কিলোমিটার দূরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের তত্ত্বাবধানে নির্মিত সবুজ বেষ্টনীতে ঘেরা মনোরম সুন্দর পরিবেশে হর্টিকালচার হ্যারিটেজ পার্ক (Horticulture Heritage Park) শহরের অন্যতম বিনোদন কেন্দ্র হিসেবে সুপরিচিত। প্রায় ২২ একর জায়গা জুড়ে বিস্তৃত পার্কের কটেজ ও গেটসহ প্রতিটি স্থাপনার বর্ণিল নকশা দর্শনার্থীদের আকৃষ্ট করে।
    প্রবেশমূল্য ও সময়সূচী: হর্টিকালচার হ্যারিটেজ পার্ক প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬.৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। পার্কে জনপ্রতি প্রবেশ মূল্য ৩০ টাকা।
    কিভাবে যাবেন :
    ঢাকার গাবতলী, সায়েদাবাদ, উত্তরা এবং আরামবাগ থেকে সেন্টমার্টিন হুন্দাই, শান্তি, শ্যামলী, হানিফ, ইকোনো, রিলেক্স এবং ঈগল পরিবহনের বিভিন্ন বাস খাগড়াছড়ির উদ্দেশ্যে চলাচল করে। খাগড়াছড়ি শহর পৌঁছে রিকশা নিয়ে হর্টিকালচার হ্যারিটেজ পার্কে যাওয়া যায়। আবার চট্টগ্রাম শহরের অক্সিজেন মোড় থেকে শান্তি বা খাগড়াছড়িগামী বাসে সরাসরি হর্টিকালচার পার্কের সামনে নামা যায়।
    কোথায় থাকবেন :
    খাগড়াছড়িতে পর্যটন মোটেল, হোটেল ইকো ছড়ি ইন, শৈল সুবর্ন, হোটেল হিল টাচ, হোটেল মাউন্ট ইন, হোটেল নূর, গাংচিল আবাসিক ও অরণ্য বিলাসের মতো ভালমানের আবাসিক হোটেল ও রিসোর্ট রয়েছে।
    কোথায় খাবেন :
    হর্টিকালচার হ্যারিটেজ পার্কের ভিতরের ফুড জোনে ঐতিহ্যবাহী নানা ধরনের খাবার পাওয়া যায়। এছাড়া খাগড়াছড়ির শাপলা চত্বর, বাস স্ট্যান্ড ও পান্থাই পাড়ায় কয়েকটি খাবারের রেস্টুরেন্ট আছে। খাগড়াছড়ির সিস্টেম রেস্তোরা, পেডা টিং টিং, গাং সাবারং, পাজন ও চিম্বাল রেস্টুরেন্টের খাবার বেশ জনপ্রিয়। সুযোগ থাকলে অবশ্যই খাগড়াছড়ির জনপ্রিয় হাঁসের কালাভুনা, বাশকুড়ুল সহ ঐতিহ্যবাহী পাহাড়ী খাবারের স্বাদ নিতে ভুলবেন না।
    খাগড়াছড়ি জেলার অন্যান্য দর্শনীয় স্থান :
    হর্টিকালচার পার্কের পাশেই রয়েছে অপরাজিতা বৌদ্ধ বিহার। এছাড়া খাগড়াছড়ির অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে রিসাং ঝর্ণা, আলুটিলা গুহা, হাতিমাথা ও নিউজিল্যান্ড পাড়া উল্লেখযোগ্য।
    ১/কংলাক পাহাড় সাজেক।
    • সাজেকের সবচেয়ে আকর্ষণ...
    ২/সাদা মেঘের রাজ্য সাজেক ভ্যালি।
    • Sajek Velley Tour. সাজ...
    ৩/চাকমাদের পাহাড়ি ফলের বাজার।
    • চাকমা উপজাতিদের পাহাড়...
    ৪/বৈশাখী মেলা মদনগঞ্জ, নারায়ণগঞ্জ।
    • মদনগঞ্জ মাঠে বসছে বৈশা...
    ৫/ইমেইল।
    mdnasirabtour@gmail.com
    ৬/Facebook Link.
    www.facebook.c...
    #হর্টিকালচার_হ্যারিটেজ_পার্ক_খাগড়াছড়ি
    #Horticulture_Heritage_Park_Khagrachhari

Komentáře • 62